আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মো. আব্দুর রহমান (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০র দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. এজিদ আলির ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে চিৎলা বাজার থেকে নিজ বাড়িতে পায়ে হেটে যাচ্ছিলো। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে আব্দুর রহমানের। এর পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা অবনতি হলে কুষ্টিয়ায় রেফার্ডের প্রস্তুতি নিচ্ছিলো হাসপাতাল কতৃপক্ষ। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহত আব্দুর রহমানের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সকালে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দামুড়হুদায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

দামুড়হুদায় ১৪ সেপ্টেম্বর-২০২৩ স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, হাউলী ইউপি সচিব নাঈম উদ্দিন সহ উপজেলার সকল ইউপি সচিব, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৮,১৯,২০ এই তিন দিন উপজেলা চত্বরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।




গাংনীতে ৩ টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ, মুল্যবিহীন পন্য বিক্রী ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে তিনটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া ও চিৎলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পূর্বে সতর্ক করার পরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় চিৎলা বাজারে মেসার্স মিন্টু স্টোর নামক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের মেসার্স আনারুল স্টোরকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং সারের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রীর করার অপরাধে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় মেসার্স আসিফ এন্টারপ্রাইজ নামক সার-কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এই দোকান থেকে বেশ কিছু খাদ্যপণ্য ও সার জব্দ করা হয়। পরে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।




হারিয়ে যাচ্ছে পাথরের শিলপাটা

আমরা আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যই ভুলতে চলেছি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিলপাটা। বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের বাড়িতে হলুদ, মরিচ, আদা, রসুন ও নানা রকমের ভর্তা বানাতে ব্যবহার হতো শিল পাথরের পাটা।

এককালে ঘরে ঘরে শিলপাটা ছিল রান্নার মসলা বাটার অন্যতম উপায়। প্রতিটি পরিবারে শিলপাটার ব্যবহার ছিল ব্যাপক। কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যের ধারক ও বাহক বাঙালীর সমাজ ব্যবস্থার পারিবারিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছে শিলপাটার ব্যবহার। তবে এখন শিল-পাটার বিকল্প হিসেবে এযুগের মানুষ ব্যবহার করছে বিভিন্ন আধুনিক ইলেক্ট্রনিক্স সামগ্রী। কেননা এ যুগের মানুষ আধুনিকতায় ঝুঁকে পড়েছে। শিলপাটা দিয়ে বেটে খাওয়ার চাইতে আধুনিক ইলেক্ট্রনিক্স সামগ্রী দিয়ে সেসব জিনিস করে খাওয়া খুব সহজ।

বিয়ে বাড়ির অনুষ্ঠানে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ, বিয়ের সাঁজন সাঁজবে কন্যা… এইসব গীত গাওয়ার মধ্য দিয়ে গ্রামের সকল শ্রেণী পেশার নারীরা বিয়ে বাড়িতে দু-তিন দিন আগে থেকে হলুদ, মেহেদি বাটতেন। তাছাড়া সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে ভোজনবিলাসী গৃহিণীরা নানা রকম স্বাদের মসলা বেটে দিতেন। গ্রাম বাংলায় এখনও অনেক ভোজনবিলাসী পরিবার আছে যারা শিলপাটায় বাটা মসলা ছাড়া রান্না খেতে পছন্দ করেন না। গ্রাম বাংলায় শিলপাটা নিয়ে প্রচলিত রয়েছে নানা কল্পকাহিনী। গুড়া মসলা বাজারে সহজলভ্যতা ও বাণিজ্যিকভাবে প্রচলন হওয়ায় পাথরের শিল-পাটায় মসলা পেষার গুরুত্ব একেবারেই হ্রাস পেয়েছে। গৃহিণীরাও পরিশ্রম থেকে রেহাই পেতে প্যাকেটজাত মসলার দিকে ঝুঁকে পড়েছেন।

অনেক প্রবীণ গৃহিণীরা বলেন, যুগ যুগ ধরে গ্রামাঞ্চলের মানুষ শিলপাটায় বিভিন্ন ধরণের খাদ্য তৈরির কাজে ব্যবহার করে আসছে। শিলপাটায় পেষা কাঁচামরিচ ও শুটকি মাছ ও কালোজিরার ভর্তার স্বাদ আজও অতুলনীয়। ‘পাটায় পেষা মসলার রান্নার ঘ্রাণ, স্বাদ মেশিনে গুঁড়ো করা মসলার চেয়ে অনেক বেশি। তাই তারা এখনো শিলপাটায় পিসেই রান্নার মসলা তৈরি করেন।’ শুধু এ কারণেই একটু কষ্টসাধ্য হলেও গ্রামের অনেকেই শিলপাটার ঐতিহ্য ধরে রেখেছেন। সময়ের প্রবাহে পাড়া-মহল্লার প্রতিটা দোকানে মরিচ, হলুদ ও ধনিয়াসহ নানা প্যাকেটজাত মসল্লায় বাজার ভরে আছে। হাত বাড়ালেই সব মসল্লার গুড়া পাওয়া যাচ্ছে।

একসময় দেশের জেলা শহরগুলো ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত দেখা মিলতো শিল-পাটা খোদাইকারীর। কাঁধে শিলপাটা বয়ে নিয়ে খোদাইকারীরা বাড়ির সামনে গিয়ে ডেকে উঠতো- ‘পাটা খোদাইবেন, ডেকছির কান্দা লাগাইবেন’ এখন আর সেই হাকডাকের দৃশ্য চোখে পড়েনা। শোনা যায় না বাড়ির আঙ্গিনায় শিল-পাটা খোদাই করার টুকটাক শব্দ।

শিলপাটার ব্যবহার হ্রাস পাওয়ায় বাধ্য হয়ে অনেক কারিগর পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কিন্তু অনেক কারিগর উপার্জন কমে যাওয়ার পরেও অনেক বাধা-কষ্ট পেরিয়ে বাপ-দাদার ঐতিহ্য ওই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে লোকনাথ বাবার আবির্ভাব দিবস উদযাপন

ঝিনাইদহে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩ তম আবির্ভাব দিবস উদযাপন করেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, পুরাতন হাঠ খোলা ঝিনাইদাহ জেলা শাখা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাঙ্গলিক পূজার আয়োজন করা হয়। বাবার পূজা দিতে শত শত ভক্ত লোকনাথ মন্দিরে সমাগম হয়। বাবার মাঙ্গলিক পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দিরের সভাপতি রনি সাহা জানান, প্রতিবছরে এখানে আমরা লোকনাথ পুজো করে থাকি শত শত ভক্তের এখানে আগমন হয়। এবার আমরা সন্ধ্যা ছয়টার দিকে নীলা কীর্তন আয়োজন করেছি। নীলা কীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।




মেহেরপুরে কান ধরে মাদক সেবন ও চুরি না করার অঙ্গিকার

মেহেরপুর পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে ধরা পড়ার পর পৌরসভায় সালিশে একে অপরের কান ধরে আর জীবনে চুরি ও মাদক সেবন না করার অঙ্গিকার করে ক্ষমা প্রার্থনা করে।

গত রোববার রাতে ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ার যুবক শাকিল হোসেন, সুজন হোসেন, রাজু ও ময়না গোরস্থানের ভূগর্ভস্থ পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে বিক্রি করে।

বিভিন্ন মাধ্যমে চোর সনাক্ত হলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার দুপুরে অবিভাবকদেরসহ চার যুবককে কাউন্সিলরদের মাধ্যমে পৌর কার্যালয়ে হাজির করেন। এসময় অবিভাবকদের নির্দেশে চার যুবক একে অপরের কান ধরে জীবনে আর চুরি ও মাদক সেবন করবেনা বলে অঙ্গিকার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের পুলিশে হস্তান্তর না করারও অনুরোধ জানায়।

যুবকরা তাদের পাড়ার অধিকাংশ যুবক ও কয়েকজন নারীর নাম উল্লেখ করে বলেন- তারা হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ব্যবসা করে । তারাই তাদের বিপথগামী করেছে। অবিভাবকদের অনুরোধে ও যুবকদের ক্ষমা প্রার্থনায় তাদের ছেড়ে দেয়া হয়।




নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক (সিএসই/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)। বয়স: সর্বনিম্ন ২১ বছর। চাকরির ধরন: ইন্টার্নশিপ।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

১৩ সেপ্টেম্বর, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুর সদর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলা ৭ এর আসামি মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে জনি হোসেন (২৬), ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার বন্দর গ্রামের জাহের আলীর ছেলে মোস্তাক হোসেন (৩০) ও মামলা নং ২৯ এর আসামি পিরোজপুর যাদুখালিপাড়া এলাকার খোকন পাইকের ছেলে দিপন পাইক (২৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

হার্ট অ্যাটাক করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। গতকাল রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে’।

তিনি আরও বলেন, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু গতকাল আফজাল ভাই কল করে বললেন-তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।

নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

সূত্র: ইত্তেফাক




ওয়ার্ডপ্যাড সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট

উইন্ডোজ ৯৫ এর অংশ হিসেবে ওয়ার্ডপ্যাড (Wordpad) এর যাত্রা শুরু। এখনও অনেকে মাইক্রোসফট অফিস ব্যবহার না করে ডক বা ওয়ার্ড প্রসেসর হিসেবে এই অ্যাপটিই ব্যবহার করে আসছে।

কিন্তু সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতে তারা ওয়ার্ডপ্যাডে আর কোনো আপডেট আনবে না এবং নতুন সংস্করণে ওয়ার্ডপ্যাড একেবারে সরিয়ে দেওয়া হবে। সফটওয়্যার জায়ান্ট চায় তাদের ব্যবহারকারীরা যেন মাইক্রোসফট ওয়ার্ড কিনে ব্যবহার করে।

ওয়ার্ডপ্যাড সরিয়ে দেওয়ার খবরটি এলো তো এলো নোটপ্যাড আপডেটের খবরের দুদিন পরে। মাইক্রোসফট কদিন আগেই জানিয়েছে, তারা নোটপ্যাড অ্যাপে আপডেট আনছে। ২০১৮ সালে সর্বপ্রথম নোটপ্যাডে আপডেট আনা হয় এবং উইন্ডোজ ১১ সংস্করণে ট্যাব দেওয়া হয়। ওয়ার্ডপ্যাডে অবশ্য আগেও এত মনোযোগ দেওয়া হয়নি।

উইন্ডোজ ৭ এর রিবন সংস্করণে এটিতে পরিবর্তন আনা হয় আবার উইন্ডোজ ৮ এর সময় আরেকটু আপডেট করা হয়। মাইক্রোসফট ২০২৪ নাগাদ উইন্ডোজ ১২ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ধারণা করা হচ্ছে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত ফিচার পাওয়া যাবে।

সূত্র: দ্য ভার্জ