‘অন্তর্জাল’-এর ট্রেলার প্রকাশ, মুক্তি ২২ তারিখ

গেলো দুই ঈদে ঘোষণা দিয়েও আসতে না পারার পর ‘অন্তর্জাল’ সিনেমার নতুন মুক্তির তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। এদিন মুক্তির কথা থাকলেও আবার মুক্তি তারিখ পিছিয়ে সিনেমাটির নতুন মুক্তির তারিখ দেয়া হলো ২২ সেপ্টেম্বর।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা।

এদিকে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমা বিশ্বব্যাপি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

পরিচালক দীপংকর দীপন বলেন, একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে অন্তর্জাল দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতার

মেহেরপুরে একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৩০) সীমান্ত থেকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শাকিল খান সঙ্গীয় ফোর্সসহ বাজিতপুর গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার নামের মামলা নং আদালতের পরোয়ানাভূক্ত জিআর ২১৪/১৭, এসটিসি ১৭০/১৭।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই শাকিল খান জানান, মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আজ গোপন সংবাদে খবর পেয়ে বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি।  গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আজ বিকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




হরিণাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে হাবিবুর রহমান ভেজু (৫৬) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের মাঠে বৈদ্যুতিক মোটর দিয়ে ধানের জমিতে পানিসেচ দিতে গিয়ে সুইস দেওয়ার সাথে সাথে মোটরের টিউবয়েল বিদ্যুতায়িত হয়ে তার হাত স্পর্শ করে এবং ওখানেই তাকে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল খায়ের বলেন, শুনেছি রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের হাবিবুর রহমান নামে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। ঝিনাইদহ সদর হাসাপাতালে তার মৃত্যু হয়েছে, এখনো আমাদের কাছে অভিযোগ বা বিস্তারিত কোন তথ্য আসেনি।




এমবাপ্পের জোড়া গোলে সহজ জয় পিএসজির

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিওঁ’র বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে পিএসজি। রোববার (৩ সেপ্টেম্বর) লিগ ওয়ানের এই ম্যাচে একটি করে গোল করেছেন আশরাফ হাকিমি এবং মার্কো অ্যাসেনসিও।

ম্যাচে শুরু থেকে লিওঁ’র বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে পিএসজি। ম্যাচের প্রথমার্ধের ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ম্যাচের ২০ ও ৩৮ মিনিটে দুইটি গোল করে ব্যবধান বাড়ায় পিএসজি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করেন এমবাপ্পে। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে অবশ্য গোল করতে পারেনি পিএসজি। তবে উল্টো এক গোল হজম করে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিডফিল্ডার কোরেন্টিন টলিসো। এই গোল শুধু ব্যবধানটায় কমিয়েছে লিওঁ। শেষ পর্যন্ত আর গোল না হলে ম্যাচে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন পিএসজি। আর টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে লিওঁ।

সূত্র: ইত্তেফাক




বিমানবন্দরের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার সিপাহিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তাঁদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি বলে জানানো হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম।

বিমানবন্দরের কাস্টমস হাউসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলাবিমানবন্দরের কাস্টমস হাউসের মামলা করেছে।

ডিসি বলেন, আমরা মামলা হওয়ার পর চারজনকে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করিনি। এমনকি কাউকে আমরা গ্রেপ্তারও করিনি। তবে তদন্তের জন্য যাকে প্রয়োজন হবে, তাকেই জিজ্ঞাসাবাদ করব। এ ঘটনায় আমরা আলাদাভাবে তদন্ত করছি। কাস্টমস আলাদাভাবে তাদের তদন্ত করছে। যেহেতু তাদের তদন্ত কমিটিতে আমাদের কেউ নেই, তাই আলাদাভাবে তদন্ত হচ্ছে।

এদিকে এ ঘটনায় বেশ কয়েকজন শুল্ক কর্মকর্তাও পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চার শুল্ক কর্মকর্তার নাম শোনা যাচ্ছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ গণমাধ্যমকে বলেন, দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

শাহজালাল বিমানবন্দরের ভেতরে শুল্ক বিভাগে দুটি গুদাম বা লকার রয়েছে। এর মধ্যে নিচতলায় শুল্ক বিভাগের স্ক্যানার দিয়ে যাত্রীদের বের হওয়ার পথে তল্লাশি টেবিলের পাশে ছোট একটি লকার আছে। সেখানে মূলত তল্লাশির সময় তাৎক্ষণিকভাবে জব্দ করা পণ্য রাখা হয়। তবে সোনা বা বেশি মূল্যবান সামগ্রী হলে সেটা নিচতলায় ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখার পাশেই শুল্ক হাউসের গুদামে নিয়ে রাখা হয়। গুদামের ভেতর আলাদা লকার রয়েছে। সোনা রাখার একটি লকার থেকে ৫৫ কেজি সোনা সরিয়ে নেওয়া হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরি হয়ে গেছে। টার্মিনাল ভবনের ভেতরে সুরক্ষিত স্থান থেকে কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: ইত্তেফাক




মোনাখালীতে পিএসকেএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মুজিবনগরের মোনাখালী ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৯০০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

‘গাছ লাগিয়ে যত্ন করি , সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল মোনাখালী ইউনিয়নকে সবুজে সমৃদ্ধ করতে ইউনিয়নের ১৮টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর মাঝে ৪৫০ টি পেয়ারা ও ৪৫০ টি মেহগনি মোট ৯০০ টি গাছের চারা বিতরন করেন।

সমৃদ্ধি কর্মসূচীর মোনাখালী ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাখালী শাখার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোহাঃ হাসানুজ্জামান , মোঃ আব্দুল মান্নান প্রবীন ইউনিয়ন কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান,  বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাগন।




ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ট্রেইনার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ট্রেইনার

যোগ্যতা

প্রার্থীকে ডিপ্লোমা (আরএসি/ইইই/এমই) পাস হতে হবে। প্রার্থীকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়স: ৩৫ বছর। নারী ও পুরুষ উভয়ই আবেদেন করতে পারবেন।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৩ সেপ্টেম্বর, ২০২৩

সূত্র : বিডিজবস




ওয়ান পিসের এডাপটেশনে বাজিমাত নেটফ্লিক্সের

জাপানে কার্টুনকে এনিমে বলে। তবে প্রথাগত কার্টুন থেকে তারা অনেকটা ভিন্ন। তাই কার্টুন ও এনিমে একদম আলাদাই বলা যায়। জাপানিজ কমিক বা মাঙ্গা অবলম্বনে অধিকাংশ এনিমে করা হয়। অল্পসংখ্যক এনিমেই সফলতা পায়।

এই বিশাল প্রতিযোগিতায় ইচিরো ওডার ‘ওয়ান পিস’ মাঙ্গাটি ব্যাপক জনপ্রিয়। মাঙ্গা তো বটেই, এনিমেটিরও ১০০০ ছাড়িয়ে গেছে এপিসোড সংখ্যা। লুফি এই এনিমের প্রধান চরিত্র যার প্রধান উদ্দেশ্য পাইরেটদের রাজা হওয়া। সে জন্য সে জলদস্যু দল গড়ে এবং ভ্রমণে বের হয়। কিন্তু পাইরেটদের রাজা হতে গিয়ে সে মুখোমুখি হয় অসংখ্য রহস্য ও ঘটনার।

ওয়ান পিস স্বভাবতই বিশাল একটি কাজ। ইচির ওডার বিশ বছরের পরিশ্রম। সেই এনিমের লাইভ অ্যাকশন এডাপটেশন করেছে নেটফ্লিক্স। শুরু থেকেই দর্শকরা আতঙ্কিত ছিল। এনিমের লাইভ এডাপটেশন কখনই ভালো হয়নি। সেখানে ওয়ান পিসের মতো একটি এনিমের লাইভ অ্যাকশন আর ভালো হবে কিভাবে। নেটফ্লিক্স আমেরিকান কমিক থেকে একাধিক এনিমের লাইভ অ্যাকশন ফিল্ম করলেও জাপানিজ মাঙ্গা থেকে কিছুই ভালোভাবে করতে পারেনি।

যেমন ‘কাউবয় বিবপ’ আর ‘ডেথ নোট’ করেছে। কিন্তু কেন যেন এগুলো দর্শকদের খুশি করতে পারেনি। কিন্তু ওয়ান পিসের মাধ্যমে নেটফ্লিক্স যেন সেই সমস্যা থেকে মুক্ত হলো। অ্যাকশন আর ক্যামেরা ওয়ার্কের মাধ্যমে এগিয়ে গিয়েছে সবকিছু।

সূত্র: দ্য ভার্জ




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩ জন

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর ও সিআর মামলার ৭ জন আসামি, মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়ািমত মামলার ২ ও আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ৩ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ১ জন নারী আসামি রয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে (আজ সোমবার ভোররাত পর্যন্ত) তিনটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন। সংশ্লিষ্ট থানাগুলো এই তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক অভিযানে নেতৃত্ব দেন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেষের পাতা