দেশের দুই স্মার্ট এক্সপ্রেসওয়েতে থাকছে আইটিএস প্রযুক্তি

দেশের প্রথম স্মার্ট হাইওয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে আগামী ডিসেম্বরে। দ্বিতীয়টি এক্সপ্রেসওয়েটি জয়দেবপুরকে রংপুরের সাথে সংযুক্ত করবে। উভয় মহাসড়কই ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) যুক্ত থাকবে। যাতে যানবাহন শনাক্তকরণ ব্যবস্থা, নজরদারি ক্যামেরা, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা, গতি শনাক্তকরণ প্রক্রিয়া এবং পরিবর্তনশীল মেসেজিং সাইন অন্তর্ভুক্ত করা হয়েছে।

সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম তানভীর সিদ্দিক জানান, ৩৮ কিলোমিটার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হবে প্রথম স্মার্ট হাইওয়ে যেখানে পাইলট প্রকল্প হিসেবে চলতি বছরের ডিসেম্বরে আইটিএস সম্পূর্ণভাবে ইনস্টল করা হবে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক সিদ্দিক বলেন, ১২৬ কোটি টাকার পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কোইকার (কেওআইসিএ) সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ১৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তায় ২০২৪ সালের ডিসেম্বরে ২৫০ কিলোমিটার জয়দেবপুর-রংপুর মহাসড়কে প্রযুক্তিটি চালু করার কাজ চলছে।

সরকার সড়ক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে গতি এবং ওজন সীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করার প্রযুক্তি আনা হয়েছে। যা সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ প্রমাণ হাজির করবে। উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে মহাসড়কের নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছেন সওজ-এর তত্ত্বাবধায়ক।

জয়দেবপুর-রংপুর স্মার্ট হাইওয়েটি দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (এসএএসইসি) করিডোর হিসাবে বিবেচিত হবে। এসএএসইসি গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল এবং শ্রীলঙ্কা।

বাংলাদেশি অবকাঠামো সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) এবং চাইনিজ ফার্ম ফাইবার হোম টেলিকমিউনিকেশন টেকনোলজিস কোম্পানি লিমিটেডকে জয়দেবপুর-রংপুর স্মার্ট হাইওয়ে বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশি আইটি ফার্ম ন্যাশনাল টেককে যথাক্রমে ঢাকা-মাওয়া এক্সপ্রেওয়ের কাজ দেয়া হয়।

এনডিই ইনফ্রাটেক, এনডিই-এর একটি উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ এস এ হুসেন বলেন, ‘আমরা আমদানি করা হার্ডওয়্যার এবং সরঞ্জামগুলো স্থাপনের জন্য অর্ডার দিয়েছি। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে (জয়দেবপুর-রংপুর মহাসড়কের) কাজটি শেষ করতে পারব।

তিনি বলেন, শহরের মিরপুর এলাকার পাইকপাড়ায় একটি কেন্দ্রীয় ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (টিএমসি) স্থাপন করা হবে। কেন্দ্রের তিনটি আঞ্চলিক টিএমসি থাকবে টাঙ্গাইলের পাকুল্লা, বগুড়ার মোকামতলা এবং রংপুরের ইসলামপুরে।

কেন্দ্রগুলো আইটিএস সিস্টেমের মাধ্যমে পুরো হাইওয়ে পর্যবেক্ষণ করবে। দুর্ঘটনা এবং অন্য বাধা শনাক্ত করার জন্য আইটিএসের একটি ‘ভেহিক্যাল ডিটেকটিভ সিস্টেম (ভিডিএস)’ থাকবে।

তিনি বলেন, হাইওয়ে বরাবর নজরদারি ক্যামেরাগুলোর মাধ্যমে টিএমসি কর্মীরা মহাসড়কে ২৪ ঘণ্টা নজরদারি করার সুযোগ পাবে এবং স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) ক্যামেরাগুলো তাদের ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনকারী বা লোড এবং গতি সীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করতে সহায়তা করবে।

প্রযুক্তিসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গতি শনাক্তকরণ সিস্টেমের মাধ্যমে গতি শনাক্ত করতে সহায়তা করবে। এলইডি-সক্ষম ভেরিয়েবল মেসেজিং সাইন (ভিএমএস) হাইওয়ের ধারে গ্যান্ট্রিগুলোতে ইনস্টল করা হবে। যা যানবাহনগুলোকে রাস্তায় কোনো বিপদ বা অস্বাভাবিক জিনিস সম্পর্কে আগাম বার্তা দেবে।

কোনো ট্রাক নির্ধারিত সীমার বেশি পণ্য বহন করছে কিনা তা পর্যবেক্ষণের জন্য টাঙ্গাইলের পাকুল্লা, বগুড়ার মহাস্থানগড় এবং রংপুরের ইসলামপুরে তিনটি এক্সেল লোড কন্ট্রোল সেন্টার স্থাপন করা হবে।




ঝিনাইদহে দুই যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে পৃথক পৃথক স্থান থেকে অমিতাভ সাহা ও গোকুল চন্দ্র নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ধোপাঘাটা ব্রীজের গোবিন্দপুর এলাকা থেকে অমিতাভ সাহা ও কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে গোকুল চন্দ্র’র মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রীজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে ঝোঁপের মধ্যে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে অমিতাভ সাহার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অমিতাভ সাহার স্ত্রী তৃষা নন্দি জানান, তারা মাগুরার বিনোদপুর এলাকার বাসিন্দা। মাগুরা কোর্টের মধ্যে তার স্বামীর একটা দোকান ছিল। তার স্বামীকে চাকরি দেওয়ার কথা বলে গত ৩১ আগস্ট বাসা থেকে ডেকে নিয়ে আসে হাটগোপাল পুরের সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাই রাজু হোসেন নামের এক ব্যক্তি। রাত হয়ে গেলেও সে বাসায় ফেরে না। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। রোববার সকালে শুনেন তার স্বামীর মরদেহ ঝিনাইদহের ধোপাঘাটা এলাকায় পাওয়া গেছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি স্বামী হত্যার বিচার চান। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান এবং সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিলো মরদেহটি। ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিতাভ সাহা নামের ওই যুবককে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

অপরদিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার একটি তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় গোকুল চন্দ্র নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সাথেও কোন যোগাযোগ ছিলো না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




দামুড়হুদার ডুগডুগী পশুহাট পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান বাবু

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী পশুহাটের সার্বিক উন্নয়ন কল্পে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। আজ রোববার বেলা ১২ টার দিকে সরজমিনে তারা ডুগডুগী পশুহাট পরিদর্শন করেন।

দামুড়হুদা উপজেলার একমাত্র সনামধন্য পশুহাট হিসেবে ডুগডুগী পশুহাট সারা দেশ ব্যাপী পরিচিত ও সমাদৃত। এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় গরুর ব্যাপারীরা এসে ট্রাক ভর্তি করে গরু কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। হাটের সার্বিক উন্নয়ন খুবই জরুরী, এরই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ডুগডুগী পশুহাট পরিদর্শন করেন।

এসময় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, হাটের সার্বিক উন্নয়ন করা হবে। হাটে কানেকটিং রোড করা হবে, পাসঘর ও অফিসের কানেকটিং রোড করা হবে। প্রধান সড়কের পাশে জিআই পাইপ দ্বারা ফ্রিসিং করা হবে। হাটের মধ্যে দোয়ার ধারের সাইড দিয়ে গাইড ওয়াল তৈরি করা হবে। বাইরে থেকে আগত গরুর ব্যাপারী ও হাটে আসা সকলের জন্য টয়লেট ওয়াশরুম ও গোসলখানা নির্মাণ করা হবে। হাটের মধ্যে সোলার লাইটিং স্থাপন করা হবে, ২ টা পাশ ঘর নির্মাণ করা হবে। হাটের মধ্যে দোয়ার ধারে সিরি ঘাট সংস্কার করা হবে। প্রধান সড়ক থেকে সিরি ঘাট পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করা হবে। হাটের বিভিন্ন স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। বাইরে থেকে হাটে এসে কেউ যেনো হয়রানির শিকার না হয় এবং হাটের দিন যাতে যানজটের সমস্যা না হয় সে লক্ষ্যে সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় উপজেলার হাউলী ইউনিয়নে ডুগডুগী পশুহাটের সার্বিক কাজের উন্নয়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, কার্য-সহকারী সেলিম হোসেন, রোকন শিকদার, উপজেলা প্রশাসনের সিএ ফয়জুল ইসলাম, ডুগডুগী পশুহাট মালিক সোহরাব হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহবায়ক রাসেল আহাম্মেদ প্রমূখ।




দামুড়হুদায় পরিবারের উপর অভিমান করে যুবকের আত্মহনন

দামুড়হুদায় স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মোঃ আবু বক্কর মিলন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে জুড়ানপুর গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মিলন জুড়ানপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের বড় ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৩০ শে আগস্ট সকালে নিজ বসত ঘরে ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে আবু বক্কর মিলন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আরো অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত শনিবার রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহতের প্রতিবেশীরা জানান, নিহত আবু বক্কর মিলনের সাথে দেড় বছর আগে হোগলডাঙ্গা গ্রামের নাজমুল হুদার মেয়ে নাজমিন আক্তার সেতুর সাথে বিবাহ হয়। নিহত আবু বক্কর মিলন ছিল রাজমিস্ত্রির লেবার। তাদের মধ্যে সংসার ভালোই চলছিল, ইতিমধ্যেই তার স্ত্রী নাজমিন ৬ মাসের অন্তঃসত্তা। গলায় দড়ি দেওয়ার আগে স্ত্রী ও পরিবারের মধ্য মন কষাকষি হয় তার। পরে রাগে অভিমানে পাশেই তার চাচার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

নিহত আবু বক্কর মিলনের পিতা নজরুল ইসলাম জানান, মিলন তো মারা গেছে কিন্তু তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেছে,তার দায়িত্ব আমাদেরই। ইতিমধ্যে গ্রামের ইউপি সদস্য ও তার শশুরের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের সম্মতিক্রমে নিহত আমাদের পক্ষ থেকে মিলনের স্ত্রীকে ভরণপোষণের জন্য ১ লাখ বিশ হাজার টাকা দুই কিস্তিতে তিনশত টাকার স্ট্যাম্পে দেয়া হবে বলে লিখিত করে দিয়েছি।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই শেখর চন্দ্র মল্লিক জানান, লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




কাথুলী ব্লাড ফাউন্ডেশন, রক্তদানে এক অনন্য প্রতিষ্ঠান

আর্তমানবতার সেবাই কাজ করছে গাংনী উপজেলার কাথুলী ব্লাড ফাউন্ডেশন। মূমূর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত প্রদান, রক্তের গ্রুপ নির্নয় ও অসুস্থ রোগীদের কল্যানকর কাজ করে এখন সংগঠনটি মানুষের মুখে মুখে। প্রতিষ্ঠানটির প্রশংসা করছেন এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

“গিফট লাইফ, গিভ ব্লাড” শ্লোগান নিয়ে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের একদল ইয়ূথ লিডারদের উদ্দোগে ২০২৩ সালের ১লা জানুয়ারী স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় নিয়ে ‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন’ যাত্রা শুরু করে। বর্তমানে ‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন’ এর ৪৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের জন্য সার্বক্ষণিক প্র¯তুত । সংগঠণটি এখন পর্যন্ত ২৫৭ জন মুমূর্ষ প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করেছে। ‘

‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন’ এখন থেকে মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা জোনকে সহায়তা করার জন্য নিয়মিত রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপিং প্রোগ্রাম, সমাবেশ, কর্মশালার আয়োজন ও রক্তদাতাদের সম্মান জানানোর পাশাপাশি নতুনদের রক্তদানে অনুপ্রাণিত করার কাজ করবে।

কাথুলী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি, মোঃ নাছিম আহমেদ বলেন, ‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন’ সেই দিনের স্বপ্ন দেখে যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

তিনি বলেন, ‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন’ -এর স্বেচ্ছাসেবকরা মেহেরপুর জেলার গ্রাম গুলোতে রক্তদানের উপকারিতা ও রক্তের গুরুত্ব মানুষের মাঝে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী করে থাকে। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে ২২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ১৫০ জন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করে।

প্রধান উদ্যোক্তা মোঃ নাসিম আহাম্মেদ বলেন আমি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দি হাঙ্গার প্রজেক্টের পরিচালনায় ৪ দিন ব্যাপী একটি ইয়ূথ লিডারসীপ প্রশিক্ষণে অংশগ্রহন করি । এই ৪ দিনের প্রশিক্ষন আমার জীবনের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটেছে বিশেষ করে প্রশিক্ষণের একটি আলোচনা সামাজিক দায়বদ্ধতা আমাকে ব্যপক ভাবে ভাবিয়ে তোলে আমি সমাজের মানুষের জন্য কিছু করার জন্য উদগ্রীব হয়। আমার সহপাটিদের সাথে আলোচনা করতে থাকি এক পর্যয়ে আমরা সিদ্ধান্ত নিয় যে ব্লাড নিয়ে কাজ করবো সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই কাথুলী ব্লাড ফাউন্ডেশন । আমি দি হাঙ্গার প্রজেক্টের কাছে কৃতজ্ঞ যে এমন একটি প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য । আমার ইউনিয়নে আমার মত প্রায় শতাধিক ছেলে মেয়ের মানুষিকতার ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন সর্ম্পকে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরনায় আমার ইউনিয়নের একদল ছেলেমেয়ে যে উদ্যোগটি নিয়েছে সেটি অত্যান্ত প্রসংসনিয় উদ্যোগ আমি এই মহৎ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করি। যে কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানালে আমি এই সংগঠণটিকে সহযোগিতা করবো। আমার ইউনিয়নের তরুন তরুনীদের মানুষিকতার ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য আমি ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ” এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ।

‘কাথুলী ব্লাড ফাউন্ডেশন এর কার্যক্রম পরিচালনা কমিটিতে রয়েছে সভাপতি, মোঃ নাছিম আহমেদ, সহ-সভাপতি মোঃ লিটন বাদশা, ও মোঃ মিঠন রানা, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (সাজু), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তুহিন রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, মোঃ রায়হান হোসেন ও মোঃ চন্দন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল আহাম্মেদ, উপ-দপ্তর সম্পাদক মোছাঃ সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক মোঃ শিমুল হোসেন, উপ- প্রচার সম্পাদক মোঃ হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ রিয়া আহমেদ, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ মোহনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছাঃ তামান্না আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক মোছাঃ তাসমিনা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক মোছাঃ ইভা খাতুন, পাঠাগার বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ সাদিয়া ইসলাম।




বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (রোববার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাঁচা-মরার লড়াইয়ে জয়ের জয় পেতে মরিয়া টাইগাররা।

এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করবো।’

সূত্র: ইত্তেফাক




‘জাওয়ান’ জোয়ারে মুক্তি পাচ্ছেনা ‘অন্তর্জাল’

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছেনা। সিনেমাটির মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। কিন্তু আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

সংবাদমাধ্যম অনুযায়ী, আজ সন্ধ্যায় ট্রেইলার প্রকাশ করে সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণার কথা রয়েছে। তবে জানা গেছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই বিষয় নিয়েই কথা বলব আমরা।

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।




জরিমানা এড়াতে অফিস থেকে আলাদা হচ্ছে টিমস

ইউরোপীয় ইউনিয়ন অ্যান্টিট্রাস্ট কমিশনের সম্ভাব্য জরিমানা এড়াতে টিমস সেবাকে অফিস প্ল্যাটফর্ম থেকে আলাদা করছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি এর মাধ্যমে অফিস অ্যাপ্লিকেশনের বিপরীতে প্রতিযোগীদের জন্য সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

যদিও ইইউ অ্যান্টিট্রাস্ট কমিশনের জরিমানা এড়াতে এই পদক্ষেপ কতোটা কাজে দেবে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা।

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের কাছে মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ করে সেলসফোর্সের মালিকানাধীন ক্রস প্ল্যাটফর্ম ইনস্ট্যান্ট মেসেজিং সেবা স্ল্যাক। অভিযোগে মাইক্রোসফটের অফিস প্ল্যাটফর্মে অপর বিজনেস কমিউনিকেশন প্ল্যাটফর্ম টিমসকে অন্তর্ভুক্তির ফলে প্রতিযোগিতার পথ সরু হয়েছে বলে দাবি করা হয়।

স্ল্যাকের সেই অভিযোগের তদন্ত শুরু হওয়ার এক মাস পর এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

অফিস ৩৬৫-এর সঙ্গে টিমসকে বিনামুল্যে ব্যবহারের জন্য ২০১৭ সালে যুক্ত করে মাইক্রোসফট। ফলে এটি স্কাইপকে প্রতিস্থাপন করে এবং কোভিড মহামারীর সময়ে ভিডিও কনফারেন্সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

মাইক্রোসফটের নতুন এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডে কার্যকর হবে। সেখানকার মাইক্রোসফটের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য টিমসবিহীন অফিস সংস্করণের দাম হবে দুই ইউরো কম। অন্যদিকে মাসিক পাঁচ ইউরোর বিনিময়ে আলাদাভাবে টিমস ব্যবহারের সুযোগ থাকবে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় চার জন গ্রেফতার:মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে জুয়েলারি দোকানে চুরির ঘটনা চোর সর্দার ও সহযোগিদের গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে স্বর্ণ ও রোপার গহনা উদ্ধার করা হয়েছে ।

শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দারসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাংনী উপজেলার করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২),মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজল হক (৪০), একই উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার করমদি গ্রামের বাবু নামের একটি জুয়েলারির দোকান থেকে সোনা ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মাসুদ রানা (বাবু) বাদী হয়ে ২৪ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চার জনকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের নিকট হতে চুরি যাওয়া ৩ রতি পাকা সোনা ২৪ পিস নাকফুল এবং ১০ ভরি রুপার গহনা উদ্ধার করা হয়। রোববার (৩ সেপ্টেম্বর) আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

জানা গেছে, বাদশা পারিবারিক বিরোধের জেরে গত বছরের ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে তার শাশুড়ি করমদী গ্রামের মাঠপাড়ার শওকত আলীর স্ত্রী রঙ্গিলা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় আহত হন বাদশার অন্তঃসত্ত্বা স্ত্রী রিনি খাতুন। ঘটনার পর পালিয়ে গেলেও ওই রাতেই করমদী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে আবারও চুরি-ডাকাতিতে নামেন।




মেহেরপুরে ডেঙ্গু জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি করেছে মেহেরপুর জেলা প্রশাসন ।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শহরের শহীদ শামসুদ্দোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চক্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলক কুমার দাস, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গোভীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজামানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন।