কুষ্টিয়া মৌবনের ইজিবাইকচালকের বিরল সততা! ফিরিয়ে দিলেন ব্যবসায়ীর টাকা

হাজার টাকার নোটের বান্ডিল পেয়েও তা ফেরত দিলেন কুষ্টিয়ার মৌবনের ইজিবাইক চালক বিপ্লব হোসেন। ওই বান্ডিলে ছিল প্রায়ই ৫০ হাজার টাকা। টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা টাকার মালিক মিউনিসিপ্যাল মার্কেটের ব্যবসায়ী শরিফুল ইসলাম।

তবে ঘর্মাক্ত আর পরিশ্রান্ত মুখে এক চিমটি হাসি দিয়ে তা বিনয়ের সাথে ফেরত দিয়ে ইজিবাইকচালক বিপ্লব বলেন, টাকাটা যেহেতু রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিতে পেরেছি এটাই বড় কথা!’
ঘটনার বিবরণে জানা গেছে, মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের ব্যবসার টাকা শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডে তার পাঞ্জাবীর পকেট থেকে পড়ে যায়। সেটি কুড়িয়ে পান মৌবনের ইজিবাইক চালক বিপ্লব।

টাকা পাওয়ার পর তিনি তাৎক্ষনিক মৌবনের অফিসে টাকার বান্ডিল জমা দেন। অফিস কতৃপক্ষ তাদের সিসি ক্যামেরা টেনে বিষয়টি নিশ্চিত হন টাকাগুলো পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের। পরে মৌবন কতৃপক্ষ জানতে পেরে হারিয়ে যাওয়া ওই টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছিলেন, মৌবনের সামনে নেমে রাস্তা পার হতে গিয়ে টাকাগুলো পড়ে যায়। তিনি বলেন, আমি ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক কষ্টের টাকা। টাকাগুলো হারিয়ে গেলে আমি ভীষণ চিন্তায় পড়ে যায়। মৌবনের ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়েছেন জানিয়ে ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, এই সমাজে এখনো সৎ মানুষ আছে বলেই টাকাগুলো আমি ফেরত পেয়েছি। পাওয়ার পর বখশিশ দিতে গেলেও ইজিবাইক চালক তা নেয়নি। সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

টাকাগুলো পেয়েও বিনয়ের সাথে ফেরত দিয়ে ইজিবাইকচালক বিপ্লব হোসেন বলেন, টাকাগুলো যেহেতু রাস্তায় কুড়িয়ে পাওয়া তাই টাকাগুলো মালিকের হাতে ফেরত দিতে পেরেছি এটাই প্রাপ্তি।

মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী বলেন, হারিয়ে যাওয়া টাকাগুলো পাওয়ার পর যাচাই বাছাই করে প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া হয়। আমাদের মৌবন পরিবারের একজন সদস্য ইজিবাইক চালকের এমন সততায় আমরা মুগ্ধ।

তিনি আরও বলেন, সততা যদি মুল্যায়িত না তাহলে সৎ মানুষের দেখা একসময় জাদুঘরেই মিলবে।

এদিকে মৌবন পরিবারের একজন সদস্য ইজিবাইক চালক বিপ্লবের এমন সততায় মুগ্ধ হয়ে তাকে উপহার এবং নগদ টাকা তুলে দেন মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী।




চুয়াডাঙ্গাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত-১

চুয়াডাঙ্গা সদর উপজেলা ডিঙ্গেদহ বাজার সংলগ্নে সবজি বোঝায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সরোজগঞ্জ বুড় পাড়ার গোলাম রসুলের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) নিহত হয়েছে।

আজ সন্ধ্যা নাগাদ ৭ টার দিকে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বাজার সংলগ্ন মসজিদের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন মোটরসাইকেল চালক ঝিনাইদহ এনায়েতপুর করিম মন্ডলের ছেলে রাসেল (২৩)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত ও নিহত দুজন ইলেক্টিশিয়ান মিস্ত্রি। সরোজগঞ্জ ছয়মাইল থেকে নিহত ও আহত দুজন বিদুৎতের কাজ শেষ করে বিদুৎতের কাজের মই নিয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ চারমাইলের দিকে আসছিল। এসময় চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিল সবজি বোঝায় পিকআপ। এসময় পিকআপের মুখোমুখি বিদুৎতের কাজের মই আটকে গিয়ে সংঘর্ষ হয় মোটরসাইকেলের সাথে। মোটরসাইকেলে থাকা চালকের পিছনের আরোহী আশরাফুল রাস্তায় ছিটকে পড়ে যেয়ে মারা যায়। আর মোটরসাইকেল চালক রাসেল গুরুত্বর ভাবে আঘাত পায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, ঘটনা স্থল থেকে পিকআপ চালক পালিয়ে যায়। সবজি বোঝায় পিকআপটি আটক করা হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় নিহত পরিবারের কোন অভিযোগ নেই। তাই ময়না তদন্ত হবে না বলে জানা গেছে। পরিবার দাবি করে বলছে এই ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহি অসতর্ক ছিল। তাই ঘটনা ঘটেছে।




দর্শনায় হাজী সমিতির বার্ষিক হাজী মিলনী মাহফিল অনুষ্ঠিত

দর্শনায় হাজী সমিতির আয়োজনে হাজী মিলনী মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সভার সভাপতিত্ব করেন হাজী সমিতির সভাপতি হাজী ফজলুল হক।

প্রধান অতিথীর বক্তব্যে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, শেখ হাসিনা সরকার ইসলামের প্রসারে ব্যাপক কর্মসৃচী বাস্তবায়ন করেছে। প্রত্যক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে যুগান্তরী ইতিহাস সৃষ্টি করেছে। ব্যাপক উন্নয়ন হয়েছে মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের।

বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দর্শনা থানার ওসি তদন্ত এস এম আমান উল্লা আমান, এছাড়াও হাজী সমিতির নেতৃবৃন্দসহ সকল সদস্য বৃন্দ।




গাংনীতে শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাংনীতে বিএনপির নৈরাজ্য ও মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উস্কানীমূলক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি শাহিদুজ্জামান শিপু।

আজ শনিবার রাত ৮ টার সময় শাহিূদুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল তার রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাজার বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আজগর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু।

এসময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মনিরুল ইসলাম মনি, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্র লীগ নেতা মাজিদুল ইসলাম প্রমুখ।

ছাত্র লীগ নেতা উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের তৃণমূল নেতাকর্মী অংশ গ্রহন করেন।




মেহেরপুরে শহিদুল ইসলাম পেরেশানের গণসংযোগ

শেখ হাসিনাকে আবারও ক্ষমাতায় আনতে ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে র্স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান গণসংযোগ করেছেন।

শনিবার বিকাল সাড়ে পাঁচটায় মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে এ গনসংযোগ অনুষ্ঠিত হয়।

কালিগাংনী ওয়ার্ড যুবলীগের সভাপতি বানি আমিনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাড মিয়াজান আলী , মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাজি সইফুল ইসলাম, সাধারন সম্পাদক রায়হান উদ্দিন মন্টু প্রমুখ।




মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় সরকারি মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)।

সংর্বধনা আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুমে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম।

জেলায় এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস, বিজেএসসহ ১৬ জন কে সম্মাননা প্রদান করা হয়।




চুয়াডাঙ্গায় বিএনপির ৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের মাঠ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা। এসময় সভাটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি।

আলোচনার শুরুতে দলের কার্যক্রম ও দল আরো শক্তিশালী করার লক্ষে দলের নেতাকর্মিদের সাথে আলোচনা করা হয়।

সভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির উপ- কোষাধ্যক্ষ মাহবুব হাসান খান বাবু বলেন, এই সরকারের পতন ঘটাতে হবে। অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে দেশ অধপতনে যাবে। তাই সরকারের পদত্যাগ করাতে হবে। বিএনপির আদর্শকে লালন করে আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত করতে হবে। বিএনপির জননেত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের কারণে আজ দেশ জাহান্নামে চলে গেছে। শেখ হাসিনার সরকার অত্যাচারি সরকার। ১৫ টি বছর দেশের গণতন্ত্র হত্যা করছে। এখানো নীল নকশা করে যাচ্ছে। এই অবৈধ সরকারকে বিতাড়িত করে পতন ঘটানো। এতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। বাংলাদেশের ভোট অধিকার দিতে হবে। এই ভোট চোরের বিরুদ্ধে আন্দোলন করা হবে।
তিনি আরো বলেন, বিএনপির তরুণ দলরাই পারবে এ দেশকে জুলুম ও নির্যাতন সরকারের বাঁচাতে। আগামি দিনই তারেক জিয়ার নেতৃত্বে এ দেশের গণতন্ত্র ফিরে আসবে। আজ বিএনপি দলকে সমর্থন করছে। তাই আগামি দিনের নেতা তারেক জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সংগ্রাম করতে হবে। গণতন্ত্র ফিরে আসতে হলে সবাইকে লড়তে হবে। শেখ হাসিনার সরকার ভোট চুরির সরকার। আওয়ামী লীগের রক্তের মধ্যে ভোট চুরি করছে। বাংলাদেশ যতদিন আছে ততদিন এই বিএনপি দল থাকবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জাসদ দলের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি পাপেন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দামুড়হুদা উপজেলা সদর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, মোনহারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার, পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, বাড়াদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, প্রমুখ। এছাড়াও উপস্থিত দলের সকল নেতাকর্মীবৃন্দ।




একাধিকজনকে নিয়োগ দেবে টিএমএসএস

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম অলাভজনক ও জনকল্যাণমূলক বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাইমার্ক সাসটেইনেবল কটন প্রোগ্রাম (পিএসসিপি)” প্রকল্পে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে।

পদের নাম

প্রকল্প সমন্বয়কারী

পদসংখ্যা

এই পদে সর্বমোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে কৃষিতে স্নাতক পাস হতে হবে। কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। মটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কম্পিউটার পরিচলনায় (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) দক্ষতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোন স্থান।

চাকরির ধরন:

প্রকল্প মেয়াদী।

দায়িত্বসমূহ:

প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা, যোগাযোগ ও রিপোটিং।

মাসিক কর্ম-পরিকল্পনা প্রনয়ন ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন।

প্রকল্প কর্তৃক নির্ধারিত জেলা এবং উপজেলায় প্রকল্পের নিয়মানুযায়ী তুলা চাষির দল গঠন।

তুলাচাষীদের প্রশিক্ষণ প্রদান, দলীয় সভা, মনিটরিং এবং সুপারভিশন।

কৃষকদের তুলা চাষে উৎসাহিত করা ও সচেতনমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।

সংস্থা কর্তৃক নির্দেশিত কাজ বাস্তবায়ন করা।

আবেদন করার পূর্বে ভালভাবে পডুন

১। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে।

২। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।

৩। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।

৫। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।

৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়ায় আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ:

০৭ সেপ্টেম্বর,২০২৩ইং

সূত্র : বিডিজবস




অবশেষে আয়ুষ্মানই হবেন সৌরভ গাঙ্গুলি

বলিউডে খেলোয়াড়দের জীবন নিয়ে তৈরি বায়োপিক বা জীবনীচিত্রর ট্রেন্ড চলছে কয়েক বছর ধরেই। ইতিমধ্যেই ধোনি থেকে কপিলদেব একাধিক ক্রিকেট তারকার খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত লড়াই উঠে এসেছে পর্দায়। সে ধারাবাহিকতায় সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। তবে বাংলার ‘মহারাজ’ চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও জল্পনার শেষ ছিল না। প্রথম দিকে হৃত্বিক রোশন এবং রণবীর কাপুরের নাম ভাবা হলেও এখন শোনা যাচ্ছে, অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই নাকি এই চরিত্রে নির্বাচন করা হয়েছে।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষে সৌরভ গাঙ্গুলির বায়োপিক সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে। অবশেষে আয়ুষ্মান খুরানাই অভিনয় করতে চলেছেন সৌরভের চরিত্রে। জানা যায় সে জন্য নাকি এই মুহূর্তে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন।

যেহেতু সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই এই চরিত্র আত্মস্থ করতে হলে ভালোই খাটতে হবে আয়ুষ্মানকে। সৌরভের সূক্ষ্ম সূক্ষ্ম কায়দাগুলিও শিক্ষণীয়।

রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাই ছুটতে দেখা গিয়েছিল দাদাকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের। চলতি বছর নভেম্বর-ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হতে পারে শুটিং।




গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ আটক ১

গাংনীর গাড়াবাড়ীয়াতে ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাশিরুল ইসলাম (২৮) আটক। শনিবার (২সেপ্টম্বর) সকালে গাড়াবাড়ীয়া হলদে পাড়াতে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৈৗহিদুল ইসলামের নেতৃত্বে,এ এস আই কালাম হোসেন ও এ এস আই সামসুর রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত হলেন, গাড়াবাড়ীয়া গ্রামের মৃত নবী ছদ্দিননের ছেলে মোঃ বাশিরুল ইসলাম (২৮) সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাড়াবাড়ীয়া হলদেপাড়া এলাকায় বাশিরুল প্রকাশ্যে হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে, দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৈৗহিদুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে। দুপুরে তাদের বিরুদ্ধে গাংনী থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।