দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় প্রতিবন্ধীর লাশ উদ্ধার

দামুড়হুদা থানাধীন দশমীপাড়ার সরকারি পাইলট হাইস্কুলের পিছনে মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এজিনা আক্তার এজি (৪০) নামে এক জনের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে। নিহত এজিনা আক্তার এজি চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম মল্লিকের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিহত এজিনা আক্তার এজি জন্মগত ভাবে প্রতিবন্ধী পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।পরের দিন শুক্রবার সকালে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের পিছনে মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে জানান দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের পেছনে মাথাভাঙ্গা নদী থেকে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।




ঝিনাইদহে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি’র আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে আলোচনা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ এর সভাপতিত্বে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অবৈধ সরকার আজ দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের স্বাধীনতা হরণ করে পুলিশ দিয়ে জোর করে ক্ষমতায় বসে আসে। দেশের মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান তারা।




চুয়াডাঙ্গায় মরহুম আঙ্গির মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার বাফার মাঠে আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটার সময় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

উদ্বোধনী খেলায় দুরন্ত কোলনী সংঘ ও সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। নিদিষ্ট সময় শেষে কোন দল গোল না পাওয়াই খেলা ট্রাইবেকার গড়াই। ট্রাইবেকারে দুরন্ত কোলনী সংষ জয়লাভ করে। টুর্নামেন্ট মোট ১৬ দল অংশগ্রহণ করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান শিলন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, সুইট আহমেদ, এবি ট্রেডার্সের নির্বাহী পরিচালক আশির উদ্দিন বিশ্বাস ইমরান, রাসেল হাসান নয়ন, আবু সুফিয়ান,মাহফুজ, সেলিম, শুভ,আলিফ,রাজু।

ম্যাচটি পরিচালনা করেন বাবুল মুন্সি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন আবু হানজালা।




দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

দামুড়হুদায় বর্নিল সাজে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা মানুষের দেহ সুস্থ রাখে, মন রাখে প্রফুল্ল। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফুটবল খেলা আমাদের প্রানের খেলা। আমাদের এই উপজেলায় অনেক বর্ষীয়ান খেলোয়াড় রয়েছে। খেলায় হারজিত থাকবে। সেটা সবাইকে মেনে নিতে হয়। সর্বপরি এত সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করায় খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন দামুড়হুদা স্টার ক্লাব বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। খেলার নির্দিষ্ট সময় পরে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে ২-০গোলে হারিয়ে জয়ী হয় দামুড়হুদা স্টার ক্লাব।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার (ওসি) অপারেশন শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী মো: আব্দুল কাদির, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, আওয়ামীলীগনেতা আমজাদ হোসেন, মোমিনুল ইসলাম মোমিন,ইমতিয়াজ হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হাশেম, শমসের আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু।

উদ্বোধনী খেলার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল ইসলাম। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন যশোর থেকে আগত সাইফুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন বসির আহাম্মেদ ও মেহেদী হাসান এবং ৪র্থ রেফারি ছিলেন মাসুদুর রহমান। খেলার ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক মুস্তাফিজুর রহমান ও শামীম খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।




আলমডাঙ্গা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টসহ আটক ২

আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় রুবেল হোসেন (২৬) ও লিজা খাতুন (২২) নামের দুই মাদক করবারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রুবেল হোসেন স্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে ও লিজা খাতুন একই এলাকাররুবেল হোসেনের স্ত্রী।

জানা গেছে,আলমডাঙ্গা স্টেশনপাড়ার মুন্নির চায়ের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে বলে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে। সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশে এসআই (নিঃ) দেবাশিষ মহলদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে রুবেল ও লিজাকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




চিনিকলকে বাঁচাতে বেশি বেশি আখ চাষ করুন — ড. জেবুন নাহার

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল খামারে ২০২৩-২৪ আখ রােপন মৌসুমের উদ্বােধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আখ চাষী গোলাম সরওয়ার লিপুর ১ একর জমিতে ও রঘুনাথপুর গ্রামের চাষী শরিফুলের ৫০ শতক জমিতে আখ রোপন করে মৌসুমের উদ্বোধন করেন বাংলাদশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান টেকনিক্যাল সার্ভিস (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস।

এ সময় তিনি বলেন কতৃপক্ষের সুদক্ষ নির্দেশনায় কার্যক্রম চলছে তবে আখের ফলন বাড়াতে হলে নিয়মিত সেচ দিতে হবে। আখের আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে ফলন বাড়াতে হবে। আখের ফলন বাড়ালে লাভবান হবে চাষী। বেশি বেশি করে আখ লাগান চিনি শিল্পকে বাচিয়ে রাখুন। আমরা বর্তমানে যে আখের মূল্য দিয়েছি সে মূল্যয়নকে মৃল্য দিয়ে মিলটিকে টিকিয়ে রাখুন।

এ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মােশারফ হােসেন, ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) মাহবুবুর রহমান, কেরুজ বানিজ্যিক খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার শাহা, সাব- জোন প্রধান আবু তালহা, ফুরশেদপুর খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান সাধারন সম্পাদক আঃ বারী,প্রমুখ।

কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চিনি কারখানার লােকসান কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার আখ রােপন মৌসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে লক্ষমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৭ হাজার একর জমিতে আখ রোপন করতে হবে। এর মধ্যে কেরুর নিজস্ব জমিতে ১ হাজার ৬৪০ একর ও কৃষকদের ৫ হাজার ৩৬০ একর জমিতে আখ রোপন করা হবে।

লক্ষমাত্রা অর্জন হলে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে চিনিকলে ১ লাখ মেট্রিকটন আখ মাড়াই কর ৬ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হবে।  ২০২২-২৩ আখ রোপন মৌসুমে লক্ষমাত্রা অর্জিত না হলও ৩ হাজার ৮০২ একর জমিতে আখ রোপন করা হয়েছিল। কেরুর নিজস্ব ১ হাজার ১৫৩ একর ও আখ চাষীদের ২ হাজার ৬৪৯ একর মোট ৩ হাজার ৮০২ একর জমিতে উৎপাদিত আখের ফলন ভাল হলে উৎপাদন হতে পারে ৬৫ হাজার মেট্রিকটন চিনি।




মেহেরপুরে বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির এক অংশের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে মেহেরপুর বড়বাজার জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার, জেলা যুবদলের সদস্য এবং জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।




গাংনীতে জাভেদ মিল্টনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উৎসাহ উদ্দিপনার মধ্যমে পালন উপলক্ষে গাংনীতে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার নেতৃত্বদেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। শুক্রবার বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা গাংনী বাজার স্ট্যান্ড চত্বর থেকে বের হয়ে গাংনী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সহ ছাত্রদল ও যুবদল,স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজমিস্ত্রী নিহত

গাংনী উপজেলার ছাতিয়ান- হাটবোয়ালিয়া রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (৩০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার খবির উদ্দিন আমিনের ছেলে। আজ শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মক্তবে কাজ করছিলেন রহিম। হঠাৎ রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।




চুয়াডাঙ্গায় উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা

চুয়াডাঙ্গা বিভিন্ন সময় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনা রোধে সড়কের দুপাশে গড়ে ওঠা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় থেকে এই অভিযান শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকা ভিমরুল্লা থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে চিহ্নিত করা হচ্ছে সড়ক বিভাগের জায়গাগুলো। চুয়াডাঙ্গার প্রায় ৫০টি স্থানে ওই উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে।

সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও তা সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। তাই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় চলবে শুক্রবার পর্যন্ত। চুয়াডাঙ্গা পৌর এলাক থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ।