স্মার্টফোনের বড় ক্ষতি হতে পারে যেসব ভুলে

ফোন থাকা চাই-ই চাই—আনন্দের মুহূর্ত হোক বা বিরহের সময়। পকেটে মানিব্যাগ না থাকুক, কাঁধে ব্যাগ না থাকুক। মোবাইল ফোন আজকালকার সময়ে বাধ্যতামূলক। পকেটে টাকা নেই, অনলাইন থেকে পেমেন্ট করে দিতে পারবেন। সুপারশপে কেনাকাটা করে নির্বিঘ্নে মেটাতে পারবেন বিল।

তবে বিনোদন ও অবসরের অন্যতম মাধ্যম হয়ে ওঠা ফোন দ্রুতই নষ্ট হতে পারে আপনার কিছু ভুলে। তার মাঝে উল্লেখযোগ্য আছে—

ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার। এক্ষেত্রে ফোনের ব্যাটারির ওপরে খারাপ প্রভাব পড়ে। তাই চেষ্টা করুন সবসময় আসল চার্জারটি ব্যবহার করতে।

ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।

সময়মতো ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে অনেক সময় বেশ কিছু বাগস ঢুকে যায়। এতে ফোন স্লো হয়ে যায়। মোদ্দাকথা আয়ু কমে যাবে আপনার প্রিয় ফোনের।

সবচেয়ে বেশি সমস্যা করে ফোন পানিতে ভিজলে। আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কি না তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ পানিতে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে।

সূত্র: যুগান্তর




গাংনীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩

গাংনী থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামি ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সিআর ৪০/২৪ নং মামলার পলাতক আসামি কামরুল ইসলাম (৩০), গাংনী উপজেলা শহরের ঈদগাহ পাড়া এলাকার মো: বিল্লাল হোসেনের ছেলে জিআর ২৬৩/২৪ নং মামলার আসামী মোঃ সুমন (৩২)।

এছাড়া পুলিশের অপর একটি অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মোঃ এমদাদুল হক (৪২) কে আটক করা হয়েছে। আটক এমদাদুল হক গাংনী পৌর শহরের উত্তরপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের পৃথক তিনটি টিম এই অভিযান পরিচালনা করেন।

আজ দুপুরের দিকে সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ধলা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়।হেরোইনের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৭, তারিখ-২৪/০১/২০২৫।

আসামীদেরকে বিকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




সর্দি-কাশি ও অ্যালার্জিতে কষ্ট, জেনে নিন কোন ফলের রস খেলে উপকার

শীত এলেই সর্দি-কাশি আর অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। এতে শুধু ওষুধ খেলেও কমতে চায় না। আর অ্যালার্জির সঙ্গে আপস করা যায় না কোনোভাবেই। যারা ভুক্তভোগী, তারা জানেন কতটা মারাত্মক হতে পারে অ্যালার্জি। খাদ্যনালি, শ্বাসনালি বা চোখের মতো স্পর্শকাতর জায়গায় হলে তা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে ‘অ্যালার্জিক রাইনাইটিস’ হলে তো অবস্থা আরও গুরুতর। যাদের এ সমস্যা আছে, তারা লাগাতার সর্দি-কাশির সমস্যায় ভুগে থাকেন।

এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন, কেবল ওষুধ খেয়েই সমস্যার সমাধান হবে না। বরং নিয়মিত কয়েক রকম ফলের রস খেলে মিলবে উপকার। সর্দি-কাশি বা অ্যালার্জির মতো সমস্যা থাকলে খুব কার্যকরী হতে পারে আনারসের রস। আনারসে ব্রোমালেইন নামক এমন একটি উপাদান আছে, যা মিউকাসের ক্ষরণ বন্ধ করতে পারে। গলাব্যথা বা গলায় সংক্রমণ হলেও আনারসের রস কাজে আসতে পারে। তা ছাড়া আনারসে আছে ভিটামিন সি, যা ঠান্ডা লাগার ধাত কমায়। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে একটুতেই সর্দি-কাশি কিংবা জ্বর বাঁধিয়ে বসার ভাবনা থাকে না।

আবার আনারস ছাড়াও মুসাম্বির রসও উপকারী। মুসাম্বি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড। সে কারণে হজমশক্তি বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে এ উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণজনিত অসুখ থেকেও সুরক্ষা দিতে পারে মুসাম্বি। আর এতে থাকে অ্যান্টি-হিস্টামিন, যা অ্যালার্জিক রাইনাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে।

চিকিৎসকরা বলেন, রাইনাইটিস থাকলে ঠান্ডা লাগানো যাবে না কোনোভাবেই। ঠান্ডা লেগে গেলেই লাগাতার হাঁচি শুরু হবে। সর্দি-কাশি কমতেই চাইবে না। সেই সঙ্গে চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে এবং চোখ ফুলে লাল হয়ে যাবে। চোখে-নাকের চারপাশে চুলকানিও হবে।

আবার অ্যালার্জিক রাইনাইটিস থেকে ত্বকের অ্যালার্জিও হয় অনেকের। ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া, চুলকানি, খসখসে হয়ে যাওয়া এবং ফোস্কা পড়ার মতো সমস্যা দেখা দেয়, যাকে ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’ বলে। তাই ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এমন খাবারই খেতে হবে।

সূত্র: যুগান্তর




মহেশপুরে সীমান্ত পারাপারের সময় ৫ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুরে সীমন্ত থেকে অবৈধ মাদকদ্রব্য আটক করেছে মহেশপুর (৫৮বিজিবি)’র টহল দল।

শনিবার (২৫ জানুয়ারি) ৫৮ বিজিবির মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১৩৭-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া কাঁচা রাস্তার পাশে আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে।

এছাড়া আজ ২৫ জানুয়ারি সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।




প্রতিদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ জাহ্নবীর

বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি সম্পর্কে আছেন বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। অতীতে বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি।

জাহ্নবী সম্পর্কে এমন কথা অনেকেই জানেন। অতীতে অনেকের সঙ্গে প্রেমসম্পর্কে জড়ালেও এখন শিখরের সঙ্গে বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। যদিও ব্যক্তিগত জীবনে কম ঝড় বয়ে যায়নি অভিনেত্রীর। বেশ কিছু দিন আগে শিখরের হাত ধরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও গিয়েছিলেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপ সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জাহ্নবী জানিয়েছেন, তার জীবনে এমন সময় এসেছিল, যখন তিনি প্রত্যেক মাসেই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতেন। অভিনেত্রীর প্রেমিক শকে চলে যেতেন সেসব ঘটনায়। তার পর থেকে তিনি ব্রেকআপের কথা শুনলেই বলতেন— হ্যাঁ, ঠিক আছে।

শ্রীদেবীকন্যা বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপের দুদিন পর খুব কাঁদতাম এবং ফিরে যেতাম। আমি বুঝতেই পারতাম না কেন বারবার ব্রেকআপ খেয়াল মাথায় আসত। এটিকে আমি এক্সট্রিম এক্সপিরিয়েন্স বলতাম।

কথায় কথায় ব্রেকআপ করা জাহ্নবী বলেন, জীবনে একবারই নাকি তার হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। সেই মানুষটাই নাকি তার জীবনে ফেরত এসে হৃদয়ের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়েছিলেন। ফলে সেই যন্ত্রণা তাকে খুব একটা কাবু করতে পারেনি।

শিখরের সঙ্গে অনেক আগেই সম্পর্ক তৈরি হয় জাহ্নবীর। সেই সময় তিনি সিনেমায় কাজও শুরু করেননি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এ সহ-অভিনেতা, তথা ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেকেই শুনেছিলেন। সেই প্রেম ভেঙেও যায় কয়েক দিনের মধ্যে। এখন শিখরই তার ধ্যানজ্ঞান বলে জানান অভিনেত্রী জাহ্নভী।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  

মেহেরপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নে নতুন মদনাডাঙ্গা হান্নানগঞ্জ স্কুলে দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আমির সোহেল রানা ও শ্যামপুর ইউনিয়ন আমির মফিদুল ইসলাম।

এছাড়াও শ্যামপুর ইউনিয়ন রাজনীতিক সেক্রেটারি মো: আজমাইন হোসেন, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।




ব্যাটিং বিপর্যয়েই ভাঙল সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন

ম্যাচ জিতলেই সরাসরি খেলবে বিশ্বকাপে, এমন সমীকরণে খেলতে নেমে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ নারী দল। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে ভেঙে চুরমার হয়েছে নিগার সুলতানাদের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন।

বাংলাদেশ হেরেছে মূলত তাদের ব্যাটিং ব্যর্থতায়। গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখিয়েছে ব্যাটিংয়ের বাজে প্রদর্শনী।

শুরুতেই ব্যাটিং করে ১১৮ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানারা। যার মধ্যে শেষ ৫০ রানে পড়েছে ৯ উইকেট। আর ১১ রানে শেষ ৬টি। শেষ ৬ ব্যাটার পারেননি দুই অঙ্ক ছুঁতে।
শেষ ৫ ব্যাটার মিলে রান ১!
অথচ, সেন্ট কিটসে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা এতটা বাজভাবে হয়নি। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুন ফিরলেও ফারজানা হক ও শারমিন আক্তারের জুটি নিয়ে যায় ৬৮ রান পর্যন্ত। এরপরই নেমে আসে ব্যাটিং ধস। শেষ দিকে তো শুরু হয়ে যায় আসা-যাওয়ার মিছিল।

আর সহজ রান তাড়ায় ক্যারিবিয়ানরা জিতে যায় ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভারেই। শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই হারে অবশ্য বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের। বাছাইপর্বের বৈতরণি পর হতে হবে। বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও।

এই বছর অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে বাছাইপর্ব। ৬ দলের এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। যেখান থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।

সূত্র: কালের কন্ঠ




মেহেরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে খাঁন কমিউনিটি সেন্টার বেড়পাড়ায় এ দোয়া মাহফিলের ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক  জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হাফি, সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক।

জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ কে খাইরুল বাশার, মীর ফারুক, ওমর ফারুক লিটন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজম খান (খোকন), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুযাইফা ডিক্লেয়ার, মুজিবনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবদল নেতা ওমর ফারুক, দারিয়াপুর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, এ্যাড: মাহমুদুল হাসান মিলন, রোলেক্স, প্রফেসর রিপন, আশরাফ হক কালু,সৌরব হোসেন, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপুসহ বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে যৌথ বাহিনীর অভিযান

সাম্প্রতিক সময়ে মেহেরপুরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করছে যৌথ ভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর ট্রাফিক পুলিশ।

আজ শুক্রবার বিকালে মেহেরপুর কলেজ মোড়ে এলাকায় অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়।

অভিযানে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকাই ১২ টি মামলা এবং ৪ টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদী, রবিউল ইসলাম, দ্বীন ইসলাম, মোজাফফর, প্রমুখ উপস্থিত ছিলেন।




গাংনীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

গাংনী থানা পুলিশের গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভূক্ত ৩ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার হয়েছে।

এরা হলেন, গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু আলীর ছেলে আদালতের পরোয়ানাভূক্ত সিআর ৩৬/২৫ নং মামলার আসামি মোহাম্মদ মিঠু আলী (৩৬), একই উপজেলার মুন্দা গ্রামের মৃতু নজী বক্্েরর ছেলে আদালতের পরোয়ানাভূক্ত সিআর ৬১৩/২৩ এর আসামী মোঃ লেবু ওরফে জামরুল ইসলাম (৬০), মামুনের স্ত্রী ঝুমা খাতুন (২৫), টেবু মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৪৫) ও ঠান্টু মিয়ার স্ত্রী মমতাজ খাতুন (৩০)।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ শুক্রবার দিনব্যাপি অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের পরোয়ানা পেয়ে পুলিশের পৃথক টিম আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।