মেহেরপুরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান

মেহেরপুরের ট্যুরিস্ট পুলিশ জোন, মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

রবিবার তিনি মেহেরপুরে পৌছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মো: রাফিউল আলম, পিপিএম-সেবা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার মো: আনছার উদ্দিন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কামরুল আহসান।

ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান মুজিবনগর থানাধীন রতনপুরে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ জোন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের পর্যটন এলাকার সার্বিক আইন-শৃংখলা বজায় রাখাসহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তিনি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এবং স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।




মেহেরপুরের বিভিন্ন গ্রামে আ. লীগ নেতা মান্নানের গণসংযোগ অব্যহত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা ও সম্ভাব্য প্রার্থী হিসেবে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগ অব্যহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

গতকাল রবিবার বিকাল থেকে তিনি বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর সহ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি বর্তমান সরকারে নানা উন্নয়ন নিয়ে কথা বলেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।




মেহেরপুরের বারাদীতে জনপ্রতিনিধিদের সাথে ওয়াচ গ্রুপের যৌথ সভা

প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন, ঝরেপড়া রোধ ও সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন জন প্রতিনিধিদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বারাদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোমিনুল ইসলাম।

গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত অনুষ্ঠানে অত্র এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পড়ালেখাতে সার্বিক অবস্থা, ভর্তির হার শতভাগ নিশ্চিত করা-ঝরে পড়া রোধ সহ বিদ্যালয়ে অংশ গ্রহন বৃদ্ধিতে আলোচনা করা হয়।

এ সময় সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর সদস্য ছাকন উদ্দিন, বুলবুলি খাতুন, ফারজানা খাতুন ও নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।




চুয়াডাঙ্গা সীমান্তে ৬২ লাখ টাকা মৃল্যের ৬ টি স্বর্নের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জুতার সলের ভিতর থেকে ৬ টি স্বর্নের বারসহ রাজ্জাক আলী (৪৯) কে আটক করেছে ৬ বিজিবি।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের জাহাজপোতা গ্রামের সাইনবোর্ডতলা নামক স্থানের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে। আটককৃত চোরাকারবারী দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের হোসেন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোঃ রকিবুল ইসলাম পি এসসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি মুন্সিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্নের বার পাচার হবে। খবর পেয়ে মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯৩/৭-আর হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের ভিতরে জাহাজপোতা গ্রামের সাইনবোর্ডতলা নামক স্থানের তিন রাস্তার মোড় থেকে একটি ডিসকভার ১২৫ সি সি মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি দুই দিকে বিভক্ত হয়ে রাজ্জাককে আটক করে। পরে তার জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারক্তিতে জুতার সোলের ভিতর থেকে স্বর্নের ৬ টি বার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মৃল্য প্রায় ৬২ লাখ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং আটককৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মেহেরপুরে প্রশিক্ষনার্থীদের মাঝে কম্পিউটার-ড্রাইভিংয়ের সনদপত্র বিতরন

মেহেরপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও সন্মানী বিতরন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টা সময় মেহেরপুর ওয়াপদা রোডে বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে প্রশিনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বহুমুখী মানব কল্যান সংস্থার মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্যানেল মেয়র শাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্স।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়।

এ পর্যন্ত বহুমুখী মানব কল্যান সংস্থার মেহেরপুর জেলায় সাড়ে সাত শত জন কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন করেছে।




ঝিনাইদহের ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহের সকল ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আজিম-উল-আহসান।

আজ রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিএসবি ওসি জাহাঙ্গীর আলম, ডিবি ওসি শাহীন উদ্দিনসহ সরকারি-বেসরকারী দপ্তরের সকল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা, জাল টাকা রোধ, গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন। সেই সাথে ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদাণের আশ্বাসও দেন।




কার্পাসডাঙ্গায় জাতীয় কবির ৪৭ তম প্রয়ান দিবস পালন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গাতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস পালিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে কোরআন তেলওয়াত করেন কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম মাদ্রাসার সুপার মওলানা নুরুল আমিন, গীতা পাঠ করেন রঘুনাথ পাল, বাইবেল পাঠ করেন স্বাধীন মন্ডল এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আটচালা ঘর স্মৃতি বিজড়িত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য নজীর আহমেদ, চুয়াডাঙ্গার সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রী রঘুনাথ পাল, জালাল উদ্দীন, আলো মন্ডল, নিশাত শারমিন সোনিয়া, কার্পাসডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুবলীগ নেতা শফিউদ্দিন, স্থানীয় মিশনপল্লীর বাবু সরকার, মোজাম্মেল হক, মি: লিটন মন্ডল, মি : সনত মন্ডল, মি: বিকাশ মন্ডল, ইয়ামিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।




স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে টিএসও-টিম লিডার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টিএসও-টিম লিডার (ইসলামী ব্যাংকিং ডিভিশন)।

পদসংখ্যা

এই পদে সর্বমোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায়িক ডিসিপ্লিন/মার্কেটিং/অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রেশারদেরদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে।

কর্মস্থল

চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফেনী, খুলনা, সাতক্ষীরা, সিলেট, চট্টগ্রাম (হাটহাজারী)।

বেতন

১৫,০০০-২০,০০০ টাকা (প্রতি মাসে)

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৯ সেপ্টেম্বর, ২০২৩

সূত্র : বিডিজবস




বিয়ের পর প্রীতমের সঙ্গে জুটি বাঁধলেন ফারিণ

ভালোবাসার গল্প বলতে আসছেন দুই জগতের দুই তারকা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’-এর ১২টি সিনেমার একটিতে দেখা যাবে অভিনয় জগতের ফারিণ, আর গানের জগতের তারকা প্রীতমকে।

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় সিনেমাটি নির্মিত হচ্ছে। গত ৩ আগস্ট ভিন্নধর্মী শপথ গ্রহণের এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা ঘোষণা দেয় চরকি। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পে ১২ জন জনপ্রিয় নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন পরিচালক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।

এ প্রজেক্টেরই একটি সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এ সিনেমায় তুলে ধরা হবে – লং ডিসট্যান্স সম্পর্কে। ভালোবাসার মানুষ দূরে থাকলে অনেক সময়ই তাদের সম্পর্কে বাসা বাঁধে সন্দেহ, অভিমান আর অনিশ্চয়তা। ভালোবাসার দূরত্বে এমন টানাপোড়েনের গল্পই পর্দায় বলবে ফারিণ-প্রীতম জুটি।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, তা এ সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমার গল্পের প্রয়োজনে এর শুটিং হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কিছু সুন্দর লোকেশনে।

তাসনিয়া ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প আমার জীবনের সাথে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাসবেন্ডের লং ডিসটেন্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্কে নিয়ে বেশ ঝামেলায় পরেছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।’




মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ মো: মিঠু শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটক মিঠু শেখ মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ান প্রকল্পের মৃত বদর শেখের ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্পের মধ্যে অভিযান চালিয়ে তাকে এই গাঁজাসহ আটক করেন।

র‌্যাব সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো: মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম এই অভিযান চালান।

আটককৃত মাদক ব্যবসায়ী মিঠু শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।