ঝিনাইদহে হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ঝিনাইদহ সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যা ‍শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে ওই কন্যা শিশুকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স কারমিলা মুরমু বলেন, শুক্রবার সকালে সদর হাসপাতালের পশ্চিম পাশের ডাস্টবিনে আবর্জনা সরাতে গিয়ে পৌরসভার ২ পরিচ্ছন্ন কর্মী পলিথিনে মোড়ানো শিশুটি দেখতে পায়। প্রথমে পৌরসভায় জানাতে চাইলেও পরে এক সেবিকার মাধ্যমে শিশুটিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা দেয়ার পর ভর্তি করা হয় হাসপাতালের শিশু ওয়ার্ডে। আমরা শিশুটিকে স্যালাইন, ঔষধসহ যা যা প্রয়োজন দিয়েছি। এখন বাচ্চাটি সুস্থ আছে।

নাজমা খাতুন নামে এক রোগীর স্বজন বলেন, এতো সুন্দর মিষ্টি মেয়ে। দেখলে মায়া লাগে। সুন্দর ফর্সা একটা মেয়ে শিশু। খুব সুন্দর। যে বাচ্চাটা ফেলে রেখে গেছে সে কাজটা ভালো করেনি। মেয়েটির জন্য দোয়া করি। সে যেন সুস্থ থাকে, ভালো থাকে।

সুলতানা খাতুন নামে এক স্বজন বলেন, ফুটফুটে একটা মেয়ে শিশুকে ফেলে রেখে গেছে। যাই হোক আল্লাহর রহমতে ভালো আছে শিশুটি। শিশুটিকে নেয়ার জন্য অনেকে আবেদন করেছে। আমার একটা ছেলে আছে। মেয়েটি আমাকে দিলে আমি নিবো। আমার মতো অনেকেই বাচ্চাটি নিতে আবেদন করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক আফিয়া সুলতানা বলেন, সকাল ৯ টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর সব ধরনের চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটি যখন এসেছিলো তখন একটু অসুস্থ ছিল। এখন মোটামুটি ভালো আছে। শিশুটি এখন আমাদের তত্বাবধানে আছে। আইন অনুযায়ী দত্তক দেয়া হবে।




জীবননগরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলী খাতুনকে গ্রেফতার করেছে।

মোছাঃ লাভলী খাতুন, জীবননগর থানার বঁকা গ্রামের মাসুদ রানার স্ত্রী।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল (২৪ আগস্ট) ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডসহ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত জিআর সাজা-২ টি আদালতের জিআর-১টিসহ ৩ টি মামলায় পরোয়ানাভূক্ত সে।

লাভলী খাতুন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।




উইনরারে হ্যাকারদের উৎপাত

উইনরার একটি জনপ্রিয় আর্কাইভিং সফটওয়ার। কোনো জিপ ফাইলকে আনলক করার জন্য এই ফ্রি অ্যাপটি ব্যবহার করা হয়। আপাত নিরীহ এই অ্যাপটিকে সম্প্রতি হ্যাকাররা অনৈতিকভাবে ফান্ড ও অর্থ চুরির কাজে ব্যবহার করছে। সাইবারসিকিউরিটি কোম্পানি গ্রুপ আইবি অন্তত তেমনটিই জানিয়েছে।

মূলত জিপ ফাইল আর্কাইভ করার সময় হ্যাকাররা অর্থ চুরি করে নিয়ে যায়। নতুন এই সমস্যাটিকে জিরো ডে ফ্ল বলা হচ্ছে। কারণ ভেন্ডরের পক্ষে সমস্যা সমাধানের জন্য একদিনও সময় পাওয়া যায়নি। হ্যাকাররা অ্যাপের স্ক্রিপ্টের মধ্যে ডাটা চুরি করে এমন স্ক্রিপ্ট লুকিয়ে রেখেছিল। এই স্ক্রিপ্টগুলো জেপিজি কিংবা টিএক্সটি ফাইল আকারে থাকে। ফলে অনেকে এগুলোকে নিরীহ ফাইল হিসেবেই নেয়।

গ্রুপ আইবি জানিয়েছে, এপ্রিল থেকেই হ্যাকাররা জিপ আর্কাইভের মাধ্যমে এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। গ্রুপ আইবি মূলত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই খবর পায়। প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ম্যালিসিয়াস স্ক্রিপ্টের অস্তিত্ব টের পায় এবং ফোরাম থেকে তাদের ব্লক করে দেয়।

গ্রুপ আইবি সমীক্ষা চালিয়ে জানায়, অন্তত ১৩০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিভাইসে হ্যাকাররা তথ্য চুরির জন্য এই পন্থা অবলম্বন করেছে। অনেক ক্ষেত্রে হ্যাকাররা ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের চেষ্টা করেছে। আবার অনেক ক্ষেত্রে তারা ডাটা চুরি করে প্রতিষ্ঠানের কাছে উৎকোচের দাবি জানিয়েছে। উইনরার জিরো ডে এর ম্যালফাংশনের পেছনে কারা বা কে দায়ি তা এখনও জানা যায়নি। তবে গ্রুপ আইবি দেখিয়েছে ডার্কমি বা ভিজুয়াল ট্রোজানের মাধ্যমে এই হ্যাকিং পদ্ধতি ছড়িয়েছে। এটি ইভিলনাম থ্রেট গ্রুপের সঙ্গে জড়িত।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ডিনারীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

মুজিবনগরে যুব সমাজে শান্তি, আনন্দ, উৎসাহ ও প্রেরণা বৃদ্ধি এবং মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষে চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ডিনারীর আয়োজনে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ডিনারীর অন্তর্গত প্যারিশ ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশপ কুষ্টিয়া ডায়োসিস রাইট রেভা:হেমেন হালদার এর সভাপতিত্বে, বল্লভপুর ডিনারীর ডিন রেভা: মৃত্যুঞ্জয় মন্ডল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশপ মহোদয়ের সহধর্মিনী কুষ্টিয়া ডায়াসিসের উইমেন্স ফেলোশিপ এর কনভেনর জেসিকা সুপর্ণা হালদার,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য মি: বাবুল মল্লিক, ডিনারী সম্পাদক রিপন সরকার রিন্টু, বল্লভপুর মিশন হাসপাতালের এডমিন বিনিময় বিশ্বাস,রেভা:উজ্বল বিশ্বাস,রেভা: কর্নেলিয়াস মন্ডল, রেভা: গণেশ মার্ডিসহ ডিনারী অন্তর্গত প্যারিস ও প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

দিন ব্যাপি এই ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা, সাধু পিতরের গির্জা রতনপুর, নিত্যানন্দপুর,ইম্মানুয়েল চার্চ বল্লভপুর প্যারিশ, যুগিন্দা এবং ডিনারী কমিটিসহ ৬ টি ফুটবল দল অংশগ্রহন করে।

লিগভিত্তিক এই খেলায় সাধু পিতরের গির্জা রতনপুর এবং নিত্যানন্দপুর ফুটবল দল ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে নিত্যানন্দপুর ফুটবল দল সাধু-পিতরের গির্জা রতনপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।




দর্শনা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনামূলক আলোচনা সভা

সারা বাংলাদেশে ডেঙ্গু আতংকে ভুগছে ঠিক তখনই চুয়াডাঙ্গা জেলা ব্যাপি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জেলার দর্শনা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌরসভার হল রুমে ডেঙ্গু গণ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে এ গণসচেতনামৃলক আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা পৌর আওয়ামীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দর্শনা ফাজিল (ডিএস) মাদ্রাসার সুপার শফি উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম।

দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমনের উপস্থাপনায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থগারের (সিডিএল) পরিচালক আবু সুফিয়ান, সমাজ সেবক জাহিদুল ইসলাম, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, শিক্ষক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা ফয়সাল আহম্মেদ, প্রমুখ।




কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যাবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদ মোকাবিলা নারী শিশুর প্রতি সহিংসতা বাল্য বিবাহ ইভটিজিং নিপীড়ন, বৈষম্যমূলক আচরন ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

বিশেষ অতিথি সহকারী ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শহীদুল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),সজল কুমার দাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস, সহকারী শিক্ষিকা আকলিমা খাতুন, সহকারী শিক্ষক মো শরিফুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এসময় আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে প্রধান অতিথি সহ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভায় উপস্থিত হন। ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ড কিসিঞ্জার চাকমা, সহকারী ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শহীদুল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জুলফিকার আলী সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মরত এবং সাংবাদিক বৃন্দরা।এরপর কার্পাসডাঙ্গায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত আটচালা ঘর ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সর্বশেষ কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন করেন। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।




দামুড়হুদায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সাথে দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা নির্বাচন অফিসার নূর-উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন শফিউল আলম, দর্শনা থানার ওসি অপারেশন নিরব, ব্রাকের জেলা স্বমন্বয়কারী (বিডিসি) মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, পার-কৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই উপজেলায় প্রচুর সম্ভাবনা রয়েছে, এর মধ্যে কৃষি অন্যতম। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় খুব সহজেই এখানে মাদক প্রবেশ করে, ক্রীড়া সাংস্কৃতিক খেলাধুলা এগুলো উঠে গেলে আমাদের যুব সমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংস হয়ে যাবে, এদিকে নজর দেওয়া খুব প্রয়োজন। সরকারের সমস্ত রকম ভাতা, সরকারি যা কিছু বিতরণ করা হয় তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বেশি বেশি বাজার মনিটরিং করতে হবে, কৃষক দাম পাচ্ছে কম, অথচ মধ্যস্থ ভোগী পাইকারি ও খুচরা বিক্রেতারা সুফল ভোগ করছে, কৃষকের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। এই উপজেলার ভারী শিল্প কেরু এন্ড কোম্পানির দিকে সরকারি নজরদারী বারাতে হবে। কেরু এন্ড কোম্পানির নিজস্ব জমিতে আখ চাষ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা উপজেলা মসজিদের কেয়ারটেকার মো: আসাদুজ্জামান। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।




আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এমপি ছেলুন

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় আওয়ামীলীগ নেতাকর্মিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,আজকে বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি-জামায়াত চক্রান্ত হচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। যারা মনে করছে বিদেশ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তাদের সেই আশা কখনো বাস্তবায়ন হবে না। জননেত্রী শেখ হাসিনা কোন অপশক্তির কাছে মাথানত করবে না। এদেশের জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে।

তিনি বলেন,আওয়ামীলীগের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সৈকত খান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ।




আলমডাঙ্গায় নিখোঁজের ১১ দিন পর দোকান কর্মচারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিখোঁজের ১১ দিন পর আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার মুদি দোকান কর্মচারী গোলাম মোস্তফা (২২ )’র অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। পাশ্ববর্তী বাঁশবাড়িয়ার মাথাভাঙ্গা নদীর ফেরিঘাট নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ লাশ উদ্ধার হয়। লাশের স্বজনরা নিখোঁজ গোলাম মোস্তফার লাশ বলে সনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন পুলিশ।

নিহত যুবক গোলাম মোস্তফা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

এদিকে এ ঘটনার বিষয়ে সন্ধ্যায় ওই যুবকের স্বজনরা রাতে থানায় মামলা দায়ের প্রক্রীয়া শুরু করেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে,আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জাহাঙ্গীর আলমের জননী স্টোর নামের একটি মুদি দোকানে গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করতো। গত (১৪ আগস্ট) সোমবার রাত ৯ টার দিকে সে বাই সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত গভীর হলেও গোলাম মোস্তফা বাড়ি না ফিরলে তার মা দোকান মালিক জাহাঙ্গীর হোসেনকে বিষয়টি জানায়। ওই দিন রাতেই খুঁজাখুঁজি করেন দোকান মালিক ও মোস্তফার পরিবারের লোকজন। একপর্যায়ে ওই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন হাটবোয়ালিয়া বাজারের চার রাস্তার মোড় থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরের দিন বাজারের পাশেই, মাথাভাঙ্গা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় তার বাই সাইকেল উদ্ধার করে এলাকাবাসী। দোকান কর্মচারী গোলাম মোস্তফা নিখোঁজের পর জানা যায় দোকান মালিক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে প্রয়োজনে মোস্তফা ধার বাবদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে। জাহাঙ্গীর হোসেন সে সময় জানিয়েছিলেন ধারের টাকা আত্মসাতের জন্য সে আত্নগোপন করেছে। এদিকে নিখোঁজ মোস্তফাকে অনেক খুঁজেও তাকে না পেয়ে একপর্যায়ে থানায় গিয়ে সাধারণ ডায়রি করেন নিখোঁজ মোস্তফার বড় ভাই ইউনুচ আলি।

এরই এক পর্যায়ে গতকাল বহস্পতিবার দুপুরের দিকে বাঁশবাড়িয়া মাথাভাঙ্গা নদীর ফেরিঘাট সংলগ্নস্থানে নৌকার পারাপারের সময় দুর্গন্ধময় বস্তু ভেসে থাকতে দেখেন লোকজন। কাছে গিয়ে মাথা নীচের দিকে অর্ধগলিত এক যুবকের
মরদেহ দেখতে পান তারা। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে। পরে নিখোঁজ দোকান কর্মচারী গোলাম মোস্তাফার লাশ বলে তার স্বজনরা সনাক্ত করেন।




মেহেরপুরের বিভিন্ন গ্রামে আ.লীগ নেতা আব্দুল মান্নানের গণসংযোগ

মেহেরপুর বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

গতকাল বৃহস্সপতিবার সদর উপজেলার রাজাপুর, রাধাকান্তপুর সহ বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেনেএবং নৌকা মার্কার প্রচারণা করেন।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে মেহেরপুর-১ আসনের সংসদীয় বিভিন্ন গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান গণসংযোগ অব্যহত রেখেছেন।