কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, আহত ৩

কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ চালকের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

ডাকাতদের বেধড়ক মারপিটে বাবা ছেলেসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার আব্দুর রহিম (৫৫), তার ছেলে রেজওয়ান (২৩) ও পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

আহতরা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ও তার ছেলে রেজওয়ান গরু ব্যবসায়ী। তারা শনিবার জয়পুরহাটে গরু বিক্রি করেন। গরু ক্রেতার বাড়ি যশোরে। গরুগুলো যশোরে পৌঁছে দিতে একটি পিকআপ ভ্যানে করে রওনা দেন তারা।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগে কয়েকজন ব্যক্তি পিকআপের চালককে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে যান। এর পরপরই ৮-৯ জনের সংঘবদ্ধ ডাকাত তাদের মারপিট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যান থেকে গরুগুলো নামিয়ে তাদের ট্রাকে তুলে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পিকআপে ৫টি গরু ছিল যার দাম প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেজওয়ান বলেন, আহত অবস্থায় তারা সড়কে পড়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।




ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের দিন অন্য অনেক প্রযুক্তিপণ্যের মতো খুব দ্রুত ফুরিয়ে আসছে। কবে আর কেনো সেটাও জানিয়েছেন তিনি।

এখন আর কেউ সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন ব্যবহার করে না। এখন স্মার্টফোনের যুগ। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কত শত প্রযুক্তিপণ্যের জায়গা দখল করেছে তার হিসাব নেই।

এখন স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে ঘড়ি, ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের সুবিধা। কম্পিউটারের অনেক কাজই আমরা সহজেই স্মার্টফোনে করে ফেলছি। কিন্তু বলা হচ্ছে, খুব তাড়াতাড়িই ফুরাতে চলেছে এই স্মার্টফোনের দিন। আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

তথ্য ও যোগাযোগভিত্তিক প্রযুক্তি নিয়ে জাকারবার্গ যখন কিছু বলেন, তার প্রতি সবাই যেন গুরুত্ব না দিয়ে পারে না। আর জাকারবার্গ বলছেন, ২০৩০-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস। আর তার মতে সেটি হবে স্মার্টগ্লাস।

গত বেশ কিছুদিন ধরে স্মার্টগ্লাস নিয়ে মেতে আছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়ট জাকারবার্গ। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে, পকেটের স্মার্টফোন যখন পকেটেই থাকবে। কারণ আপনি স্মার্টগ্লাস দিয়ে এর কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন।

উল্লেখ্য, মেটা ছাড়াও ভিসনপ্রো অ্যাপলও স্মার্টগ্লাসের বিষয় গুরুত্ব সহকারে দেখছে। আর আরও অনেক নাম এই তালিকায় যোগ হচ্ছে।

স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা হলো চোখ বা মাথায় পরিধানযোগ্য কম্পিউটার যা ব্যবহারকারীকে দরকারি ক্ষমতা প্রদান করে। অনেক স্মার্টগ্লাসে এমন ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে, যা পরিধানকারী যা দেখে তার পাশাপাশি তথ্য যোগ করে। বিকল্পভাবে, স্মার্টগ্লাসগুলোকে কখনো কখনো এমন চশমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা তাদের দৃষ্টিসম্পর্কীয় বৈশিষ্ট্যগুরো পরিবর্তন করতে সক্ষম হয়, যেমন স্মার্ট সানগ্লাস, যেগুলোতে ইলেকট্রনিক উপায়ে রঙ পরিবর্তন করার প্রোগ্রাম করা থাকে।

একজোড়া স্মার্টগ্লাসকে একটি অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদি এটি পোজ ট্র্যাকিং করে।

সূত্র : মানি কন্ট্রোল




ঝিনাইদহে কম্প্রেসার বিস্ফোরণে টায়ার মিস্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় কম্প্রেসার বিস্ফোরণে সাব্বির (২০) নামে এক টায়ার মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে হামদহ এলাকায় টায়ারে হিট দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। নিহত সাব্বির শহরের হামদহ শান্তি পাড়ায় বসবাস করে ও সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাস ওরফে কালু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, হামদহ এলাকায় রিপন দাসের টায়ারের কারখানায় টায়ার মেরামতের কাজ করছিলো সাব্বির। হঠাৎ করেই টায়ারে হিট দেওয়ার সময় কম্প্রেসার মেশিন বিস্ফোরিত হয়। এতে সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাব্বিরের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামদহ এলাকায় সাব্বির নামে এক টায়ার মিস্ত্রী কম্প্রেসার বিস্ফোরণে মারা গেছে। তবে এখনও কোন মামলা হয়নি।




‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে অনুষ্ঠিত ৭৩তম মিস ইউনিভার্সের এ আসরে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, ‘আমি প্রতিদিনের মতোই বাঁচব।’

এরপর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই এবং আজ রাতে আমি সেটাই করছি।’

এ প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা প্রথম রানারআপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন।

এ বছর এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছিল বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলডোভা এবং উজবেকিস্তান।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় পদ বঞ্চিত বিএনপি নেতাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল, ত্যাগী বঞ্চিত ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা।

আজ রবিবার সকালে শহরের প্রধান সড়ক এনএস রোডের দুই পাশে অবস্থান নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পাবলিক লাইব্রেরির মাঠে সমাবেশ করেন নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে স্লোগান দেন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিল চেয়ে হাজার হাজার নেতাকর্মী আজকে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা ইতোমধ্যেই স্লোগান তুলেছেন, কুতুবউদ্দিন আহমেদ-জাকির হোসেন সরকারের নেতৃত্বাধীন মামা-ভাগনে পকেট কমিটি মানি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করে, ত্যাগী বঞ্চিত, পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। দু-একদিনের মধ্যেই নতুন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে এনএস রোডের দুই ধার দিয়ে হাজারো নেতাকর্মী ব্যানার নিয়ে অবস্থান নেন। এ সময় অনেকের হাতেই ছিল নতুন কমিটি বাতিলের দাবি সম্বলিত লিফলেট।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, কেন্দ্র দুইজনের কমিটি দিয়েছে, পরে সেই দুইজন যে ৩১ সদস্যের কমিটি দিয়েছে সেটা অবৈধ কমিটি, এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিতে বিতর্কিত অনেককেই স্থান পেয়েছেন বলে দাবি করেন বঞ্চিত এই নেতা।

তিনি বলেন, কমিটিতে যুগ্ম আহ্বায়ক যাদের করা হয়েছে, তাদের খোঁজখবর নেন। তাদের প্রত্যেকেরই কিছু নেগেটিভ বিষয় রয়েছে।

পরে পদবঞ্চিত নেতাকর্মীরা থানা মোড় থেকে একটি মিছিল নিয়ে এনএস রোড দিয়ে বড়বাজার যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া যুবদলের সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এসএম গোলাম কবির প্রমুখ।




জোড়াতালি দিয়ে চলছে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

গত ৫ আগস্ট সরকার পতনের পর রদবদল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতিসহ বেশ কয়েকটি পদে এসেছে পরিবর্তন। এখনও শূন্য রয়েছে বেশ কয়েকটি পরিচালকের পদ। এতে বিসিবির কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে বলে মন্তব্য করেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার সেই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। যখন দায়িত্ব নেই, তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।’

ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে অস্ত্র, গুলি ও সরকারি মালামালসহ ইউপি সদস্য গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি নাইন স্যুটারগান, দেশীয় তৈরী ধারালো অস্ত্র, গুলি, কৃষকদের জন্য প্রণোদনার বীজ, সার কীটনাশক ও কম্বলসহ আলোচিত ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃত আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য (মেম্বর) ও লক্ষিনারায়ানপুর ধলা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ও গাংনী থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একটি টিম গতকাল শনিবার দিবাগত রাত ৯ টা থেকে শুরু করে রাতভর অভিযান চালান।

এসময় তার বাড়ি থেকে একটি নাইন স্যুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় তৈরী ৪টি ধারালো অস্ত্র হাসুয়া, কৃষি অধিদপ্তরের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৪৫ প্যাকেট সরিষা বীজ, ৯ প্যাকেট মাস কলাই বীজ, ১৫ বস্তা টিএসপি, ডিএপি ও পটাশ সার, ত্রাণের ২০ টি কম্বল, মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দকৃত হতদরিদ্র নারীদের ২টি সেলাই মেশিন, পুষ্টি কর্মসূচির আওতায় শিশুদের জন্য বরাদ্দকৃত ২০ কেজি চাউল ও ২ টি চাউল রাখার ড্রাম জব্দ করা হয়েছে।

অভিযানে ২৭ রেজিমেন্ট আর্টিলারীর মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রওশন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার—৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন ও গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার—৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রীফ করেন। তিনি জানান, আজমাইন হোসেন টুটুল মেম্বরের বাড়িতে অস্ত্র ও সরকারি বিভিন্ন মালামাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। আজমাইন হোসেন টুটুলকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, কম্বল, কৃষি প্রণোদনার বীজ, সার, কম্বল, সেলাই মেশিনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় তার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাথুলি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুল ও সাবেক মেম্বর গাংনী উপজেলা কৃষকলীগের (বরখাস্তকৃত) সভাপতি আতিয়ার রহমানের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা, হামলা লুটপাটের মত ঘটনা ঘটে আসছিল।

কৃষক লীগ নেতা আতিয়ার রহমানের নেতৃত্বে আজমাইন হোসেন টুটুলের বড় ভাই এনামুল ইসলাম নইলুকে ২০১৭ সালের ১৭ জুলাই মাইলমারী গ্রামের রাস্তার উপর রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। ২০০৯ সালে অপর ভাই সেন্টু হোসেনকে সালিশ বৈঠক চলাকালে কুপিয়ে হত্যা করে। ২০২১ সালে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ৮ নভেম্বর রোববার সকালে মেম্বর প্রার্থী আজমাইন হোসেন টুটুল পশ্চিমপাড়া এলাকায় ভোট চাইতে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে কুপিয়ে আহত করেন।খবর পেয়ে ফুফাত ভাই সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম তাকে বাঁচাতে ছুটে যায়। সেখানেই জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানের লোকজন। এসব ঘটনায় কয়েকটি মামলায় আতিয়ার রহমান ও তার বেশ কয়েকজনকে ফাঁসির দন্ড দিয়েছে আদালত। সেই আতিয়ার রহমানসহ তাঁর লোকজন জেলে রয়েছেন। এরপর থেকে আজমাইন হোসেন টুটুল এলাকায় একক আধিপত্য বিস্তার করেছেন।




গাংনীতে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায়, প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্রে বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন রাজা হোসেন (১৮) নামের এক কিশোর।

রাজা গাংনীর উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের ছিটাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন। তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য বিথীয়ারা খাতুন এই তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, রাজা হোসেনের স্থানীয় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তার সাথে বিয়ের দিনক্ষণ ও নাকমাছি পরানো হয়েছিল। কিন্তু মেয়ে পক্ষ পরে বিয়ে দেইনি। নাকমাছিও ফেরত পাঠিয়েছে। এক সপ্তাহ আগে সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে। কয়েকদিন যাবৎ রাজা বিমর্ষ ছিল। আজ সকালে সে আত্মহত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরোতহাল রিপোর্ট করে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।




চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ গ্রেফতার

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রশিদের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি মামলা করেছিলেন তিনি।

ওই মামলায় আদালত পরপর দুবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামি গ্রেফতার না হওয়ায় কুষ্টিয়া পুলিশ সুপার ও কুষ্টিয়া আর্মি ক্যাম্প বরাবর আবেদন জানান ভুক্তভোগী।

ওই আবেদনে বলা হয়, আসামি তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১,৩৩,৬৪,৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল DORB (de oiled rice bran) কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। গ্রেফতারি পরোয়ানা থাকার পরও আসামি প্রকাশ্যে ঘোরাঘুরি করে আদালতের আদেশ অগ্রাহ্য করছেন।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, দুবার গ্রেফতারি পরোয়ানা জারির পর আমি পুলিশ সুপার ও আর্মি ক্যাম্প বরাবর আসামিকে গ্রেফতারের আবেদন করেছিলাম। উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, আব্দুর রশিদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎসহ সারাদেশে প্রায় ৬৮টির বেশি মামলা রয়েছে।




গাংনী উপজেলা নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার সময় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: ইসরাইল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক, মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মকলেচুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি ফয়জুল কবির, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মো: জহিরুল ইসলাম।

গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন। জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির ত্রিড়া বিষয়ক সম্পাদক ও জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল আলীম, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কালাম হোসেন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিমা খাতুন, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: শাহিনা আক্তার বানু, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিউর রহমান।

আলোচনা সভা শুরুর আগে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু হয়।