কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে ঢাকা ডিবি পুলিশের কাছে হস্তান্তর

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল জোনের পুলিশের কাছে হস্তান্তর করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে, ডিএমপির গোয়েন্দা শাখার মতিঝিল জোনের একটি টিম উপপরিদর্শক ফেরদৌস হোসেনের নেতৃত্বে তাকে গ্রহণ করে। পরে পল্টন থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

হস্তান্তরের সময় মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সন্ধ্যায় জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রিকুইজিশনের ভিত্তিতে সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানার পুলিশ গ্রেপ্তার করে।”

ডিএমপির গোয়েন্দা শাখার মতিঝিল জোনের এসআই ফেরদৌস হোসেন জানান, পল্টন থানায় দায়েরকৃত বিস্ফোরক ও হত্যা মামলা (মামলা নং ২৫, তারিখ ১৪/০৯/২৫) এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, “বাজিতপুর থানায় সাবেক এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। বেশিরভাগ মামলাই গত বছরের ৪ আগস্ট বাজিতপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা হয়।”

এছাড়া, কিশোরগঞ্জ সদর থানায় গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় আফজাল হোসেনসহ অন্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।

উল্লেখ্য, সাবেক এমপি আফজাল হোসেনকে গতকাল সোমবার ভোররাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়া থেকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানা পুলিশ। তিনি মুজিবনগরের সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।




বাংলাদেশ-ভারতের লড়াই কখন—দেখবেন কোথায়

আলোচনা, রোমাঞ্চ চলছেই। অপেক্ষাও ফুরাবে দ্রুত। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ঘিরে বেশ উন্মাদনা।

শেষ এক সপ্তাহে ফুটবল উত্তেজনা শিলং থেকে মানচিত্র ফুঁড়ে আছড়ে পড়েছে বাংলাদেশে। চায়ের কাপে ঝড় উঠছে, পরিকল্পনা হচ্ছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে আশাও।

ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো লড়াই একটু বেশিই আবেগের। কয়েক ঘণ্টার অপেক্ষার পর আরেকটি মঞ্চ প্রস্তুত। আজ সন্ধ্যায় বসবে সেই মর্যাদার লড়াই।

খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কেও। ফুটবলের লড়াই বসবে ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

ভারতের স্প্যানিশ কোচ মানালো মার্কেজও কষেছেন কঠিন ছক। ঘরের মাঠে তাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট এবং বাছাই পর্ব পেরোনো। বাংলাদেশেরও অভিন্ন লক্ষ্য। শক্তিমত্তা, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম যদিও ভিন্ন কিছু বলে, তবে মাঠের লড়াইয়ে আজ উন্মাদনা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

পরিসংখ্যানে অবশ্য ভারত এগিয়ে। ১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত দুই দেশ ২৬ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মাত্র তিনবার জিতেছে বাংলাদেশ। ১০টি ম্যাচ ড্র হয়। বাকি ১৩টিতে জিতেছে ভারত। বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি লাল-সবুজদের সুখস্মৃতি। আজ কি সুখস্মৃতির সেই মুকুটে আরেকটি পালক জড়াতে পারবেন জামাল-হামজারা, সময় দেবে উত্তর।

কোথায় দেখবেন ম্যাচ
টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
কখন শুরু হবে
আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
কোথায় হবে ম্যাচ
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে সরকারি যাকাত ফান্ড থেকে যাকাতের চেক বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের জন্য বাছাইকৃত স্থায়ী যাকাত গ্রহীতাদের মধ্যে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। কর্মহীন, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে এ অর্থ প্রদান করা হয়।

এ বছর মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ড থেকে ৩২ জনকে প্রতিজন ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৯২ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর, জেলা সমাজসেবা (রেজি.) অফিসার কাজী আবুল মনসুর, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ।




আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে শুধু পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। ২০২৫ সালের ১২ এপ্রিল বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। সব প্রার্থীর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেভাবে আবেদন

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ‘আনসার ব্যাটালিয়নের সিপাহি পদের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। লিংকটি ২৪ মার্চ থেকে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অনলাইন থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। অনলাইনে আবেদন ও ফি পরিশোধসংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৭৭১১২২৪৪ নম্বরে যোগাযোগ করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

বাছাইয়ের স্থান, তারিখ ও সময়

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে প্রার্থী বাছাই হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তারিখ জানিয়ে দেওয়া হবে।

প্রার্থী বাছাই

নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর-সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, ৬ (ছয়) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদ, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত, প্রার্থী অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র এবং প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সঙ্গে আনতে হবে।

প্রশিক্ষণ

নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে প্রশিক্ষণ নিতে হবে। ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিখ প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে। প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রীসহ থাকা–খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন।

নিয়োগ ও চাকরির সুবিধা

সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের ১৭তম গ্রেডে ৯,০০০–২১,৮০০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এ ছাড়া বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন–ভাতাদিসহ আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে নিয়োদ দেওয়া হবে। ট্রেইনি রিক্রুট সিপাহি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সমফলভাবে শেষে আনসার ব্যাটালিয়নে যোগদানের তারিখ থেকে তাঁর দুই বছরের শিক্ষানবিশকাল শুরু হবে। দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাঁর সিপাহি পদে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাকসামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং পারিবারিক রেশনসামগ্রী প্রাপ্য হবেন।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে জেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে চিকিৎসা, লেখাপড়া ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে জেলা সমাজকল্যাণ কমিটি, মেহেরপুরের মাধ্যমে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ বছর ১৬৯ জনকে মোট ৪ লাখ ১২ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ, জেলা সমাজসেবা অফিসার ও উপপরিচালক মো. আশাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা (রেজি.) অফিসার কাজী আবুল মুনসুর।




ফেসবুকের স্টোরি থেকে আয় করার সহজ উপায়

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ধরা হয় ফেসবুককে। বহু মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করেন। যার ফলে এই মাধ্যমটি থেকে অর্থ উপার্জনের সুযোগ সত্যই সীমাহীন। এখানে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সবাই তাদের আর্থিক সম্ভাবনা উন্নত করতে ফেসবুকের শক্তিকে কাজে লাগাচ্ছেন।

ফেসবুকের ভিডিও, রিলস, পেজ থেকে আয় করা যায়। শুধু তাই নয়, বর্তমানে ফেসবুকের স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আনছে মেটা। ফেসবুক পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের সুবিধা চালু করছে। এখন কনটেন্ট ক্রিয়েটর কিংবা ব্যবহারকারীরা তাদের কনটেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যে ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবেন।

এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে। ধরুন, কেউ যদি কোনো রেসিপির ভিডিও করে সেখান থেকে কয়েকটি ক্লিপ বা ছবি স্টোরিতে শেয়ার করেন, তাহলেও সেখানে আয় করা যাবে। স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কনটেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন।

ফেসবুক গত বছর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছিল, যাতে তার ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিল বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রামগুলোকে একত্রিত করে একটিতে পরিণত করা যায়। ফলে স্টোরির জন্য আলাদা মনিটাইজেশনের প্রয়োজন নেই।

সূত্র: যুগান্তর




সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার জামিন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল-আমিন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আপিল করবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।




মহাজনপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানে মহাজনপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহাজনপুর কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, জেলা শ্রমীকদলের সভাপতি আহসান হাবীব সোনাসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।




ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে ১৬’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৬০০ কৃষককে এ উপকরণ দেওয়া হয়। প্রত্যেককে ৫ কেজি উন্নতজাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।




ঝিনাইদহে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস নামের এক সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদর উপজেলা শাখার সভাপতি আহম্মদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু কুমার কুন্ডু, তরুন দলের সদস্য শারমিন আক্তার ইমু, গোল্ডেন ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুরা প্রতিনিয়ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। এসব বর্বর ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সেই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দেন বক্তারা।