চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের উপস্থিতিতে ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানীর জেনারেল অফিসের ৩য় তলার কক্ষ থেকে নামিয়ে এনে টেন্ডার বাক্স ভাংচুর করেছে বিএনপি ও যুবদলের অংগ সংসগঠনের নামধারী দুর্বৃত্তরা। এ টেন্ডার বাক্সটি ৩য় তলা থেকে নিচে নামিয়ে এনে জেনারেল অফিসের সামনের রাস্তার উপর টেন্ডার বাক্সটি ভাঙচুর করে। তবে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের সিসি ক্যামারা দেখলে তাদের সনাক্ত করা যাবে বলে জানায় স্থানীয়রা।
জানাযায় আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেনারেল অফিসের সামনে টেন্ডার বাক্স ভাংচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ৯ টি খামার ও কেরু এ্যান্ড কোম্পানীর ডোঙ্গার কেনকেরিয়ার টেন্ডার ড্রপের দিন ছিলো।টেন্ডার বাক্স খোলার পর একদল বিএনপির ও যুবদলের অংগ সংগঠনের দুর্বৃত্তরা ২৫/৩০ মিলে জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভাংচুর করে। ভাংচুরের পরে ছড়িয়ে পড়ে আতংক ভয়ে উপায়ন্তর না পেয়ে দর্শনা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের এস আই সেকেন্দার এ এস আবু হানিফ, এ এস আই মারুফুল ইসলামসহ ঘটনাস্থলে এসে ভাঙ্গা টেন্ডার বাক্স উদ্ধার করে। পরে নামধারী কর্মীরা মোটরসাইকেল ও ভ্যানযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যাবস্থাপক প্রশাসন মোঃ ইউসুফ আলী বলেন, গতকাল কেরু এ্যান্ড কোম্পানীর ৯ টি খামারের আখ কর্তন ও কেনকেরিয়ারের সিডিউল ড্রপোর শেষ দিন ছিলো। আমরা টেন্ডার ড্রপের সিডিউল টেন্ডার বাক্স থেকে বের করে গননা করছিলাম। এ সময় হঠাৎ করে কিছু বখাটে ছেলে খালি টেন্ডার বাক্স অফিস থেকে নামিয়ে নিয়ে ভাংচুর করে।
এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানীর নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে কথা বললে তিনি বলেন, আমি শ্রমিকদের ট্রেনিং দিচ্ছি সেখানে ছিলাম, তবে আমি এডিএম ইউসুফে আলীর সাথে কথা বলে জানতে পারছি খালি টেন্ডার বাক্স ভাঙচুর করেছে। তবে এ ন্যাক্যারজনক ঘটনায় আমরা ব্যাবস্থা গ্রহন করবো। এ বিষয়ে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ তিতুমীরকে ফোন দিলে তিনি বলেন, টেন্ডার বাক্সটি বাইরে ছিলো তার আগেই টেন্ডার বাক্সের চিঠি বের করে ফেলছিলো। তবে আমাদের পুলিশ উপস্থিত ছিলো।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য দর্শনা সরকারি কলেজের সাবেক জি এস এনামূল হক শাহ মুকুল বলেন, এরা বিএনপির কিনা আমার জানা নেই। আওয়ামীলীগের বা তৃতীয় পক্ষের উৎশৃখল কেউ জড়িত থাকতে পারে তবে দলের ভাবমৃর্তী নষ্ট করার জন্য এসব ঘটনা ঘটাতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতৃপক্ষকে আহব্বান জান্নাছি।