আলমডাঙ্গা বাড়াদি ইউনিয়নে সামসুল আবেদিন খোকনের গণসংযোগ ও পথসভা

আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি শেখ সামসুল আবেদীন খোকন মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে গণসংযোগ ও পথসভা করেছেন।

গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে ইউনিয়নের বাড়াদি, এনায়েতপুর, পোলতাডাঙ্গা, আঠারোখাদা ও নতিডাঙ্গায় এ গণসংযোগ ও পথ সভা করেন। এসময় তিনি প্রতিটি বাজারে উপস্থিত সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নেবার জন্য ভোট চান।

পোলতাডাঙ্গা বাজারে তিনি এক পথ সভায় বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ বছরে দেশের প্রতিটি গ্রাম-গঞ্জের রাস্তাঘাটের ব্যাপক উন্নতি করেছে। স্কুল কলেজের ভবন নির্মাণ করেছে। কৃষি খাতে ভর্তূকির মাধ্যমে কৃষকের সার বীজের ব্যবস্থা করেছে। পদ্মা সেতু, মেট্রো রেলসহ স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এসব দেখে বিএনপি-জামায়াত দেশে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্ত দাঁত ভাঙা জবাব নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ,জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দীপক, সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা খাইরুল হোসেন, যুবলীগ নেতা স্বপন, মাসুম বিল্লাহ, উপজেলা যুবলীগ নেতা রুবেল হোসেন, এসএম বাসার রিভেন, যুবলীগ নেতা শিপন বিশ্বাস, রনি, রিফাত, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার তপু, শেখ শাকিল, তামিম, মিয়াদ, পৌর ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান সাব্বির, তারেক, কলেজ ছাত্রলীগ নেতা আশিক, মাহিন, ইমন, টগর, বান্না, নাইম, হারদী ইউনিয়ন ছাত্রলীগ নেতারানা, নাফিজ, জনি, হাবিল, তানজিম, লিমন, অনিক, দিলদিল প্রমুখ।




চুয়াডাঙ্গায় এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

চুয়াডাঙ্গায় এসএসসি-২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত ১শ জন কৃর্তী শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন গুণি শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা।

আজ সকাল সাড়ে নয়টা থেকেই চেম্বার অব কর্মাস মিলনায়তনে আসতে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃর্তী শিক্ষার্থীরা। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র থেকে জুনিয়র ৪২ জন গুণী শিক্ষকের আগমন। একই স্থান যেন মেধাবী আর গুণীদের সমারোহে ভরা। বিশেষ করে কৃর্তী শিক্ষার্থী ও গুণিজন সম্মননা অনুষ্ঠানে অতিথিও যখন চুয়াডাঙ্গার কৃর্তী সন্তান প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গুণী শিক্ষক ও সমাজের দর্পণ স্বরুপ গণমাধ্যম ব্যক্তিরা তখন অনুষ্ঠান নিসন্দেহে দারুণ হবারই কথা।

এ আয়োজনে অনলাইন গুগল মিটের মাধ্যমে যুক্ত হয়ে অতিথি হিসেবে কৃর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এনআরবি ওয়ার্ল্ডেও প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান সুমন, এনসিটিএফ এর সাবেক সংগঠক, দৈনিক সময়ের সমীকরণ’র স্টাফ রিপোর্টার ও আজকের পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী।

এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি রওনাক সামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি, রিফাত রহমান, মাহফুজ মামুন, খায়রুল ইসলাম, হুসাইন মালিক, কামরুজ্জামান সেলিম, মফিজ জোয়ার্দ্দার, আহসান আলম, সাইফ জাহান, সাকিব বিশ্বাস, সাকিব আল হাসান, দেশ সেরা কৃষাণী ও তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি, অনুশীলনের পরিচালক তৌফিক শুভ ও মাফরাফি মতুর্জা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির শিশু গবেষক লামিয়া তাসফিয়া রজনির প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ শিশু গবেষক ওমায়ের হাসান ও সাবেক শিশু সাংবাদিক কামরুল ইসলাম অপু প্রমুখ। কৃর্তী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী ফারহানা আক্তার শোভা।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এনআরবি ওয়ার্ল্ডেও প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, তোমরা যারা সবে এসএসসি পাশ করেছো, কলেজে যাবা, অনেকেই মনে করতে পারো এবার আমাদের কাজ শেষ। প্রথম যখন একজন শিক্ষার্থী কলেজে যায়, তার মনে হয় এবার বড় হয়ে গেছি। অনুভূতি গুলো এমন হয় যেন, নিজেদের ভালো নিজেরাই বুঝতে শিখেছি। ১৯৮৪ সালে আমি এসএসসি পাশ করেছিলাম। আমারও এমনটাই মনে হয়েছিলো। কিন্তু কলেজে যাওয়া মানে জীবনের একটি ধাপ পার করে নতুন একটি ধাপে পদার্পণ মাত্র। যখন তোমরা প্রথম কলেজে যাবে, শপথ নিতে হবে, আমি এগিয়ে যেতে চাই। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পাউয়ার (ক্ষমতা) আছে। কেউ কাজে লাগায়, কেউ লাগায় না। তোমরা যদি মনে করো, সে যদি পারে, আমি কেন পারবো না? নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই পাউয়ারকে কাজে লাগিয়ে পরিশ্রম করো, ঠিকই ফল পাবে। শুধু নিজের জন্য নয়, পরিবার, দেশ এবং জাতীর জন্য কাজ করার ইচ্ছা মনের মধ্যে থাকতে হবে। সেই ইচ্ছায় একদিন তোমাদেরকে সাফল্য এনে দেবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন, আগামীতে তোমরাই দেশের নেতৃত্ব দিবে। সারা দেশের মধ্যে বিশেষ ভাবে চুয়াডাঙ্গাকে প্রতিষ্ঠিত করতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন কৃর্তী শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষককের হাতে সম্মননা স্মারক তুলে দেন অতিথিরা।




চুয়াডাঙ্গায় জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ- কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে বেলা ১১টায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে পদযাত্রা বের হয়।

পদযাত্রাটি শহরের কোর্টমোড় প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ- কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় বর্তমান সরকারের ফর্মায়েশি বিচারে জেল দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি খুবই অসুস্থ। কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায়, বন্দি অবস্থায় বেগম জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব হাসিনা সরকারকেই নিতে হবে। আামরা এই সরকারের কাছে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করি না, আমরা বেগম জিয়ার স্থায়ী মুক্তি চাই।’

জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপানায় এসময় আরও উপস্থিত ছিলেন জিবনগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জীবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জিবনগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির সদস্য ও জিবনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, জিবনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মুকুল শাহ, সমন্বয় কমিটির সদস্য মশিউর রহমান মশিউর, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো শফিকুল ইসলাম পিটু, জেলা শ্রমিক দলের তরফদার সাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা আনোয়ার হোসেন প্রমুখ।




মুজিবনগরে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্ততিকালে যুবক আটক

মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রফিকুল ইসলাম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ফেরদৌস আলী ওরফে মেন্তার ছেলে।

আজ শনিবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে আনন্দবাস গ্রামের গরিসূতা মাঠের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০০/৬ এস এর নিকট ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র ডি কোম্পানীর আনন্দবাস সীমান্ত ফাঁড়ির নায়েক মো: সাইফুজ্জামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।

পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় অপরাধ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবি বাদী হয়ে মুজিবনগর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।




মেহেরপুরে চুরির মামলার ৪ আসামি গ্রেফতার

মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে চুরির মামলার ৪ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাঙ্গালপাড়ার মনির উদ্দীনের ছেলে বাবুল হুসাইন (৪১) ও একই গ্রামের যাদখালিপাড়ার আমলেছ খাঁর ছেলে কালু (৩৩)।

আজ শনিবার (১৯ আগস্ট) বিকালের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এই দুই চোরকে গ্রেফতার করেন। এসময় চুরি যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে দুপুরের দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফ্ফার সঙ্গীয় ফোর্সসহ কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বানি আমিনের ছেলে হেলাল হোসেন (৩৭) ও আক্কাছ আলীর ছেলে শামীম রেজাকে গ্রেফতার করেন। তাদের নামে মেহেরপুর সদর থানায় চুরির অভিযোগে মামলা নং ৩৫।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ঝিনাইদহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারপার্সন ও একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এখন বিএনপির একটিই দাবি, সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদান করা। খালেদা জিয়ার মুক্তি না দিলে সেপ্টেম্বর মাস থেকে তীব্র আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামানো হবে।




ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ বাবা ছেলে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বাবা ও ছেলেকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও আশিকুল নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।




৩০০ কোটি ছাড়ালো ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’

বলিউড নির্মাতা করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ৩ সপ্তাহে সিনেমাটি ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে। সিনেমার সাফল্যে দর্শকদের ধন্যবাদও জানালেন করণ জোহর।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ইতিমধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহর লেখেন, ‘আমাদের প্রেম কাহানি বিশ্বের কোণে কোণে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে।এটার জানার পর… নম্র এবং কৃতজ্ঞ বোধ করছি এবং বিশেষ করে রকি অউর রানি কি প্রেম কাহানিকে আপনারা যে সমস্ত ভালবাসা দিয়েছেন তার জন্য! ধন্যবাদ।’

এদিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘গাদার ২’ এবং ‘ও মাই গড ২’। যার ফলে বক্স অফিসে করণের সিনেমাটি কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়েছে।

এর মধ্যেই গত শুক্রবার ২.৩৫ কোটি, শনিবার ৩.৭০ কোটি, রবিবার ৪ কোটি, সোমবার ২.৬৫ কোটি , মঙ্গলবার ৩.৫৪ কোটি, বুধবার ১.৬০ কোটি, বৃহস্পতিবার ১.৪০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। সবমিলিয়ে দেশীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৪০ কোটি রুপি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন শাবনা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তারকা।




ঢাকায় নিয়োগ দেবে বিডিজবস ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডটকম। প্রতিষ্ঠানটিতে ব্র্যান্ড প্রোমোটার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই অনলাইনের মাধ্যামে আবেদন করতে পারবেন।

পদের নাম

ব্র্যান্ড প্রোমোটার (পার্টটাইম জব)।

যোগ্যতা

প্রার্থীকে এইচএসসি /যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। বয়স ২০ থেকে ২৮ বছর । পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১২ সেপ্টেম্বর , ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে এমএএস ইমনের পথসভা ও গণসংযোগ

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমএএস ইমন সরকারের উন্নয়ন তুলে ধরতে বুড়িপোতা ইউনিয়নের কয়েকটি গ্রামে সংক্ষিপ্ত পথসভা ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

এসময় তার সাথে ছিলেন, মেহেরপুর পৌর আওয়ামীলীগের নেতা বেলাল হোসেন, ফরদি হোসেন, আমঝুপি ইউপি সদস্য ছানাউল্লাহ ছানা, বুড়িপোতা ইউপি সদস্য ওসায়েদ হোসেন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা, শালিকা ও গুচ্ছগ্রামে ব্যাপক গণসংযোগ চালান। এসময় নৌকার পক্ষে পথে পথে ভোট চান তিনি।

এসময় তিনি বিভিন্ন স্থানে পথসভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। পথ সভায় এমএএস ইমন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি জঙ্গিবাদদের হাতে যাবে সেটি নির্ধারণ হবে এই নির্বাচনে। এই নির্বাচন সকলের জন্য একটি পরীক্ষা। মাটি ও পতাকাকে ভালোবাসলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনতে হবে।