মেহেরপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে পদযাত্রাটি মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দানের কাছ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের কাছে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অন্যদের মধ্যে জেলা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদর উদ্দীন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: আব্দুল্লাহ, জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান, মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন, সাবেক ছাত্রনেতা আবু হাসনাত আফরোজ, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




জুমের নতুন ভিডিও টুল

জুম প্রতিনিয়ত তার অ্যাপে নতুন ফিচার আনতে শুরু করেছে। সম্প্রতি তারা অ্যাসিনক্রোনাস একটি ভিডিও টুল যুক্ত করে চলেছে। এই নতুন টুলের মাধ্যমে ব্যবহারকারীরা রেকর্ড করতে পারবে ভিডিও। শুধু রেকর্ড নয়, তারা নতুন টুলের মাধ্যমে ভিডিও এডিট করে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবে। সেজন্য ব্যবহারকারীকে এখন আর মিটিং থেকে সরে আসতে হবে না।

জুমের এই নতুন ফিচার পাবলিক বেটাতে পাওয়া যাচ্ছে। নতুন টুলে একটি ডেডিকেটেড কন্টেন্ট লাইব্রেরি যুক্ত করা হয়েছে। এই লাইব্রেরিতে ম্যানেজ, রিনেম, সার্চ ফর, ডাউনলোড অর ডিলেট ক্লিপস অপশন রয়েছে। নতুন ফিচারটি জুমের ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে। তাছাড়া জুমের ওয়েব পোর্টাল, ম্যাক মেনু বার এবং উইন্ডোজ সিস্টেম ট্রে এর মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ডার এখন পুরো স্ক্রিন এবং ওয়েবক্যাম ফিড রেকর্ড করতে পারবে। তাছাড়া ভিডিওতে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অথবা ব্যবহারকারীর ডেস্কটপের সামান্য একটি অংশ রেকর্ডের সুবিধা রয়েছে।

ভিডিও রেকর্ড করার পর ব্যবহারকারীরা ভিডিওর শিরোনাম দিতে পারবে। সেইসঙ্গে ভিডিও ডেসক্রিপশন আর ট্যাগ দেয়ার সুযোগ রয়েছে। ওই একই পোর্টাল থেকে রেকর্ড করা ভিডিও ইমেইলের মাধ্যমে জুমের ওয়েব পোর্টালে পাঠানো যাবে।

অনেক সার্ভিসই অ্যাসিনক্রোনাস ভিডিও টুলের দিকে এগিয়ে যাচ্ছে। জুমেও নতুন এই টুলের মাধ্যমে অনেক দলীয় কাজ করা সহজ হবে। নতুন এই টুল ব্যবহারের পেছনে যুক্তিও রয়েছে। ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ কর্মী ভিডিও কলের ব্যবহার করেন। ৭৫ শতাংশ লোকই শেয়ারিং এর সুবিধা না পাওয়ায় মিটিং ভার্চুয়ালি করতে রাজি হয় না। জুম মূলত এই ব্যবহারকারীদের ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ নিয়েছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

মেহেরপুর পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে চুরির মামলার ৩ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি রয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্র নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে সদর, গাংনী ও মুজিবনগর থানার পৃথক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীর চার বারের সাবেক ইউপি সদস্য আমানুল্লাহ মারা গেছেন

গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে চারবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও গ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আমানুল্লাহ (৫০) হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন । (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)।

গতকাল শুক্রবার দিবাগত (১৮ আগস্ট) রাত ৯ টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আওয়ামীলীগের এই নেতা। মো: আমানুল্লাহ তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত রুহুল আমীন বিশ্বাসের ছেলে।

জানা গেছে,আমানুল্লাহ শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার সময় মারা যান তিনি।

আজ শনিবার (১৯ আগস্ট) সকাল ১০ টার সময় তেঁতুলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।

তার জানাযাতে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়াসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: আমানুল্লাহর স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে, রাজনৈতিক সহচার্যসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।




ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজমিস্ত্রির

ঝিনাইদহ সদরের চুটলিয়া মোড় এলাকায় ট্রাকের চাপায় মোঃ সুমন মিয় (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে মাকে নিয়ে বসবাস করে তার পিতা সাফদার আলী সরদার সাতক্ষিরা জেলার বাসিন্দা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, সন্ধ্যায় রাজমিস্ত্রীর কাজ শেষ করে ঝিনাইদহ শহর থেকে বাই-সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় চুটলিয়া এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ক্ষত-বিক্ষত হয়ে সুমনের মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌছে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে, পরে হাইওয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।




চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট আ. শু. বাঙ্গালীর মৃত্যুবার্ষিকী পালন

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট কলামিস্ট, লেখক, রাজনীতিবিদ, সংগঠক, বীরমুক্তিযোদ্ধা কমরেড আব্দুস শুকুর বাঙ্গালী (আ. শু. বাঙ্গালী)’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রগতি লেখক সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গাস্থ ট্রেনিং সেন্টারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কোরবান আলী মন্ডলের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন, অধ্যাপক আব্দুল মোহিত, আব্দুল মান্নান ফকির, মকবুল হোসেন, সোহরাব হোসেন, ইদ্রিস আলী মণ্ডল, সাহেদ জামাল ও কাজল মাহমুদ। স্বরচিত লেখা পাঠ করেন, চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস আলী মণ্ডল, মুরশীদ আলম, নুরুল আলম বাকু, হুমায়ুন কবীর ও শওকত আলী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ।




কোটচাঁদপুরে মটর সাইকেল ডিলারের কারনে প্রাণ গেলো মফিজুরের

দাফন সম্পন্ন হয়েছে মাফিজুর রহমানের। এরপর ও একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছে না,তাঁর মায়ের। গতকাল শুক্রবার কাঁদছিল আর প্রলাপ করছিল,বলছিল মটর সাইকেল ডিলারের কারনে আমার ছেলেটা আজ হারিয়ে গেল। এ বিষয়ে তিনি আদালতে মামলাও করবেন বলে জানিয়েছেন।

জানা যায়,গেল এক বছর হল কোটচাঁদপুরের ঢাকা মটরস থেকে কিস্তিতে মটর সাইকেল কেনেন মাফিজুর রহমান মাফি(২০)। ইতোমধ্যে পরিশোধ ও কিস্তির ১ লাখ ১০ হাজার টাকা।

বাকি পড়েছে কয়েকটি কিস্তি। ওই টাকা পরিশোধে সময় নেন ২৬ আগষ্ট পর্যন্ত। এরমধ্যে শো-রুম থেকে ডাকা হয় গেল বুধবার। রেখে দেন মটর সাইকেলটি। মাফিজুর মটর সাইকেল রেখে এসে, নিজ দোকানের মধ্যেই গলায় রশি দেন গামছা দিয়ে।

পরিবারের লোকজন উদ্ধার করে,হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায় বলে জানান সংশ্লিষ্টরা। পরে কোটচাঁদপুর থানা পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠান।বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়, তাঁর জানাযার নামাজ। গতকাল শুক্রবারও কান্না থামছিল না মাফিজুর রহমানের মা আমেনা খাতুনের। তিনি কাঁদছিল আর প্রলাপ করছিল। অভিযোগ করছিল মটর সাইকেল শো-রুম কতৃপক্ষের বিরুদ্ধে। মাফিজুরের মা বলছিলেন,তারা টাকা পাবেন,টাকা নিতে পারবেন আজ অথবা কাল।তারা মটর সাইকেলটি কেড়ে নেওয়ায় আমার একমাত্র বুকের ধন আজ হারিয়ে গেল।

তিনি বলেন, আমি তাদের টাকা পরিশোধ করে দিচ্ছি, তারা আমার ছেলে কে ফিরিয়ে দিক। তাদের কারনে আমি আমার ছেলেকে হারালাম। আমি তাদের বিচার চাই। এ বিষয়ে তিনি আদালতে ওই মটর সাইকেল শো-রুম মালিকের বিরুদ্ধে মামলা করব।
মাফিজুর রহমান কোটচাঁদপুরের শালকুপা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। সে ছিলেন, কোটচাঁদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

বিষয়টি নিয়ে মটর সাইকেল শো-রুমের মালিক আলমগীর হোসেন বলেন,তাঁর মটর সাইকেল কেড়ে রাখা হয়নি। সে নিজে থেকে রেখে গেছেন। তিনি বলেন,তিন মাসের কিস্তিতে মটর সাইকেল নেন মাফিজুর রহমান (মাফি)। হয়ে গেছে এক বছর। এরপরও এখনো শোধ হয়নি।

মটর সাইকেলটির মূল্য ছিল ২ লাখ ৪৬ হাজার টাকা। আজ পর্যন্ত সে ১ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা দেয়ার কথা ছিল ২৬ আগষ্ট। এরমধ্যে সে আমাকে বলে সাইকেলটি বিক্রি করার কথা। বুধবার সে এসেছিল। এরপর মটর রেখে চলে যান। যার প্রমান সিসিটিভিতে রয়েছে এমন দাবি তাঁর।

ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন, কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) আল মামুন।




চুয়াডাঙ্গা জেলার শেষ্ট এস আই নির্বাচিত খান আব্দুর রহমান

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন দর্শনা থানার এসআই খান আব্দুর রহমান। গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুলাহ্ আল মামুন মাসিক কল্যান সভায় জেলার শেষ্ট অফিসার হিসাবে নির্বাচিত করেন তাকে।

এ মাসিক কল্যান সভায় চুয়াডাঙ্গা জেলায় গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার, মামলা নিষ্পত্তি, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সহ সামগ্রিক মানদণ্ডে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ। ভালো কাজের জন্য শ্রেষ্ঠ অফিসার হিসাবে সন্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড তুলে দেন তার হাতে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইও-১ আবু জিহাদ ফখরুল আলম খান। চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ।
এ ব্যাপারে এসআই খান আব্দুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশের অভিভাবকের হাত থেকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার গ্রহণ সত্যি আনন্দের। দর্শনা থানার (ওসি) বিপ্লব কুমার সাহা, ও পরিদর্শক (তদন্ত) এস এম আমানউল্লা আমান স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের দিক নির্দেশনা না পেলে এ অর্জন সম্ভব ছিল না। এজন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা অসামান্য অবদানে সামান্য ভূমিকা রেখেছেন।

তিনি জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। এ পুরষ্কার প্রাপ্তি তার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে। এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।




বাবার কোলে মাথা রেখে মুনতাহারের আর বেড়ানো হবেনা

গত কয়েক দিন আগে সাড়ে ৯মাস বয়সী মেয়ে মুনতাহারকে নিয়ে মেট্রোরেলে ভ্রমন করার ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে দিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিনারুল ইসলাম। এর কয়েক দিনের মাথায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেই ছোট্র মুনতারহার এবং স্ত্রীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

গত ১৩ আগস্ট রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিনারুল ইসলাম মিনারের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, এতে মিনারুলসহ তার বাবা ফরমান মন্ডল (৭৫), মা খাদিজা বেগম (৬৫) এবং গ্যাস লাইনের মিস্ত্রি শরিফুল ইসলাম গুরতর অগ্নিদগ্ধ হয়। তাদের সকলকে উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসা শুরু হলে ৯৫ভাগ দগ্ধ পিতা এবং তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেওয়ার আগে ১৪আগস্ট স্ত্রীকে আশ্বাস্ত করেছিল আমি ভাল আছি আমাকে নিয়ে চিন্তা করনা, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো মেয়েকে দেখে রেখ। কিন্তু স্ত্রী’র কাছে দেওয়া আশ্বাস তিনি রাখতে পারলেন না ৪দিনের মাথায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে তিনি গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন এর দুদিন আগে ১৫আগস্ট ওই বার্ন ইনিস্টিটিউটেই মৃত্যুবরণ করেন বাবা ফরমান আলী মন্ডল। মা এখনো ওখানেই চিকিৎসাধীন রয়েছে। মিনারুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ফরমান আলী মন্ডলের ছেলে।

মাত্র ৯মাসের শিশু কন্যা মুনতাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর সমাপ্ত করা স্ত্রী সুরাইয়া খাতুনকে নিয়ে গাজীপুর বোর্ডবাজার এলাকার (মুক্তারবাড়ি) থাকতেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা।

আজ শুক্রবার সকাল ১০টায় বাকচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মিনারুলের জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে, ঝিনাইদহ এবং পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলা থেকে শত শত ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক দলের শুভাকাঙ্খিরা তাকে এক নজর দেখতে আসে। তার জানাযায় অংশ গ্রহন করতে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের পক্ষে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জানাযায় বক্তব্য দেওয়া কালে কান্নায় ভেঙ্গে পড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, এতে হাজার হাজার মুসল্লী ও উপস্থিত জনতা অশ্রুশিক্ত হয়ে পড়েন। এছাড়াও তার সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্খি ও স্থানীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।

বক্তব্য কালে সাইদুল করিম মিন্টু বলেন, শুধু এই মিনারুলের জন্য আমি দলমত নির্বিশেষে ৩শ ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। মিনারুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষা বর্ষে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোক্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি একজন ভাল সংগঠক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালে তিনি বিশ্ববিদ্যালয়স্থ ঝিনাইদহ ছাত্র কল্যাণ সমিতি গড়ে তোলেন এবং এই সমিতির মাধ্যমে ঝিনাইদহের শত শত হতদরিদ্র ছাত্রছাত্রীদের ভর্তি এবং লেখাপড়ার খরচ চালাতে বৃত্তির ব্যবস্থা করতেন। ঝিনাইদহের সকল দানশীল ব্যক্তিদের এই সিমিতির সাথে সম্পৃক্ত করে প্রতিবছর ছাত্র ছাত্রীদের অর্থিক সহায়তা দিতেন। তিনি ছিলেন সকলের কাছে প্রিয় একটি মুখ। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসছে।




কুষ্টিয়ায় বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

কুষ্টিয়ায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা শুভসংঘের কুষ্টিয়ায় জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জন অসচ্ছল নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

আজ  শুক্রবার সকালে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক, বসুন্ধরা মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বসুন্ধরা বিটুমিন কুষ্টিয়া অঞ্চলের এজিএম সাদ্দাম হোসেন, এরিয়া ম্যানেজার উবায়দুর রহমান বাদশা, শুভসংঘের সহ-সভাপতি এসএম জামাল, সাধারণ সম্পাদক কাকলি খাতুন, সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেনসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আমাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি জেলায় এবং সম্ভব হলে উপজেলাতেও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে। তার অংশ হিসেবেই এখানে শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। গত প্রায় একমাস ধরে এখানে যে ২০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন তাদের ২০ জনকে এবার বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেলাই মেশিন বিতরণ করা হলো। তারা এটি দিয়ে নিজের পায়ে দাঁড়াবেন ও পরিবারে সচ্ছলতা আনবেন।

তিনি আরো বলেন, ‘দেশের সবচেয়ে বড় গ্রুপ বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসাই করে না তারা অনেক বড় বড় মানবিক কাজ করে। এই গ্রুপের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি, স্কুল, পাঠাগার, প্রশিক্ষণ কেন্দ্র করে দিচ্ছি। সবকিছু ছেলে-মেয়েদের ও অসচ্ছল নারীদের নিজের পায়ে দাঁড় হবার জন্য করা হচ্ছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলশ্রুতিতেই ইতোমধ্যে বিভিন্ন দপ্তর প্রশিক্ষণ প্রদান করছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের এই প্রশিক্ষণ কেন্দ্র অসহায় নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদানের যে মহতি উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।