দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত, আহত স্ত্রী

দামুড়হুদায় মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন উর রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী শামসুন্নাহার মিনা আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা ব্র্যাকমোড়ের অদূরে কবর স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত শামসুন্নাহার মিনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হারুন উর রশিদ দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের স্কুলপাড়ার মৃত আঃ আজিজের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী বলেন, মোটরসাইকেলটি চুয়াডাঙ্গামুখী এবং ইজিবাইকটি চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার দিকে আসছিল। পথি মধ্যে দামুড়হুদা ব্র্যাকমোড় পার হয়ে কবর স্থানের কাছে পৌঁছালে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেল চালক ও আরোহীকে (স্বামী-স্ত্রী) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় হারুন উর রশিদের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী মারা যান। তার স্ত্রীর চিকিৎসা চলছে।




গাংনীর সাহারবাটি ইউপি মেম্বর রফিকুল মারা গেছেন

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (ভোমরদহ) গ্রামের সদস্য রফিকুল ইসলাম (৪৫) মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)।
রফিকুল সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামের বিলপাড়ার মৃত মুছাব উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, রফিকুল ইসলাম কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে স্ট্রোক করেন। এসময় পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

শুক্রবার (১৮ আগস্ট) বাদ জুম্মা ভোমরদহ বিলপাড়া কবরস্থান নামাজে জানাজা শেষে ওই কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।




গেমারদের জন্য টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ’, প্রাইজমানি ৪০ লাখ টাকা

বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ইস্পোর্টস। বাংলাদেশেও স্পোর্টসের এই ধরনটা দারুণ জনপ্রিয়। ইস্পোর্টসের এই জনপ্রিয়তা ও বাংলাদেশের গেমিং সেক্টরে এর বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখে ডিসকভারি ওয়ান লিমিটেড গতবারের মতো এবারেও আয়োজন করতে চলেছে দেশের সবচেয়ে বড় ইস্পোর্টস টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ ২০২৩, পাওয়ার্ড বাই বিকাশ’। সারাদেশ থেকে তিন শতাধিক টিমের অংশগ্রহণে জমে উঠবে এবারের আসর।

বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে। এইদিন ফাইনাল রাউন্ড ও তার পুরস্কার বিতরণীর পাশাপাশি আয়োজন করা হবে নানা বিনোদনমূলক অনুষ্ঠানও। মোট তিনটি জনপ্রিয় ইস্পোর্টস গেম- ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’, এবং ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ খেলা যাবে এই টুর্নামেন্টে। এই গেমগুলোর মধ্যে প্রথম দু’টি কম্পিউটার গেম এবং এমএলবিবি একটি মোবাইল গেম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল গেমারকে প্রায় এক মাসব্যাপী এই তিনটি গেমে অংশগ্রহণ করতে হবে।

টুর্নামেন্টের সেরা ৩২টি টিমের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার জেতার সুযোগ। এছাড়া, দর্শক ও শ্রোতাদের জন্য থাকছে প্রায় ৩ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার। পুরস্কারের অর্থ ছাড়াও প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত দল ও খেলোয়াড়কে ট্রফি এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে, এই টুর্নামেন্টের মোট প্রাইজভ্যালু ৪০ লক্ষ টাকা।

বাংলাদেশের গেমিং সেক্টরে নতুন মাইলফলক তৈরি করার জন্য এই আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

এবারের আয়োজন সম্পর্কে ডিসকভারি ওয়ান লিমিটেড-এর কো-ফাউন্ডার শাদাব হোসেন বলেন, “আমরা খুবই আশাবাদী এবারের আয়োজন নিয়ে। গত বছর আমরা ডি ওয়ান কাপ প্রথমবারের মতো আয়োজন করি। মাত্র এক বছরের ভেতরেই আমাদের সাথে বিকাশ, মাউন্টেইন ডিউসহ বেশ কিছু বড় ব্র্যান্ড যুক্ত হয়েছে। শীঘ্রই আমরা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং আমাদের সহযোগী ব্র্যান্ডগুলিকে এই খাতের উন্নয়নে ও গেমারদের উন্নতির জন্য সাথে পাবো বলে আশা করি।”

সূত্র: ইত্তেফাক




রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার অস্ত্রোপচার সম্পন্ন

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। নতুন মৌসুম শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছিলেন বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক।

সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়, সফলতার সঙ্গে বেলজিয়ান আন্তর্জাতিক তারকার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট সমস্যার সমাধান হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কোর্তোয়ার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলেও জানায় স্প্যানিশ জায়ান্টরা।

তবে মাঠে ফিরতে তার কতটা সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্লাবটি। পুরো মৌসুম তাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ আগে দলীয় অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন রিয়ালের এই গোলরক্ষক। দীর্ঘ দিন তার অনুপস্থিতির আশঙ্কায় কেপা আরিজাবালাগাকে দলভুক্ত করেছে ক্লাবটি। চেলসি থেকে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হওয়া ওই গোলরক্ষককে গত মঙ্গলবার পরিচয় করিয়ে দেয় মাদ্রিদ।

এদিকে গত শনিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে একই রকম ইনজুরির শিকার হয়েছেন ক্লাবটির ব্রাজিলীয় ডিফেন্ডার এডার মিলিতাও। অচিরেই তারও অস্ত্রোপচার করা হবে জানিয়েছে রিয়াল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১ ও মাদক মামলার ২ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১ ও মারামারি মামলার ১ আসামি রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে দুটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব মামলার আসামি গ্রেফতার করেন। গাংনী ও সদর থানা পুলিশের সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (১৮ আগস্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে বাস খাদে, আহত ৭

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল-অলিনগরপাড়া এলাকায় লোকাল পরিবহনের একটি চলন্ত বাস খাদে উল্টে পড়ে ৭ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের জামাল উদ্দীনের ছেলে জাহিদ হাসান (৩৫), একই গ্রামের সামছদ্দিনের ছেলে শাওন (২৫), চাঁদপুর গ্রামের আতর আলীর ছেলে তোহিদুল ইসলাম (৪৫), চেংগাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ (৪০), মেহেরপুর জেলা শহরের আব্দুল লতিবের ছেলে শাহিনুর আক্তার (৪০), গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মৃতু আব্দুর রহিমের ছেলে আলী হোসেন (৬০) ও তার ছেলে ওয়াসিম আলী (৩৬)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌণে ৯ টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে ছেড়ে আসা মায়ারিনা প্লাস পরিবহন যার নং (ঢাকা মেট্রো-জ-১১-১৮৭৭) অলিনগর পৌছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী কারোর হাত কারোর পা, কয়েকজনের কোমর ভেঙ্গে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কয়েকজনকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




মেহেরপুরে কুকুরের কামড়ে আহত ৫০

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি পাগলা কুকুরের কামড়ে (১৫ ও ১৬ আগষ্ট) ২ দিনে প্রায় অর্ধশতাধীক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আমঝুপি গ্রামের আব্দুস শেখের ছেলে আলাইহিম (৫৫), ফারুক হোসেনের মেয়ে ফারহানা খাতুন (৭), হারুন মন্ডলের ছেলে আব্দুল্লাহ (৫৩), মারুফ হোসেনের ছেলে সামিউল (২০) ও মোমিনুল ইসলাম (৭), আব্দুর রবের ছেলে শুভ আহম্মেদ(২৭), আসাদুল ইসলামের মেয়ে রেখা খাতুন (৪), সলিম উদ্দীনের ছেলে মফিজুল ইসলাম (৫০), কিয়ামদ্দীনের স্ত্রী আনজুরা বেগম (৭০), মিল্টন হোসেনের মেয়ে বর্ষা খাতুন (১৩), আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৫), আব্দুল মান্নানের ছেলে মঞ্জুর হোসেন (৩২), আব্দুল মাজেতের ছেলে সামিউল ইসলাম (৪), মোহর আলীর ছেলে জিহাদ হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০), বাবর আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫), রমিজ হোসেনের ছেলে আজাদ আলী (১২), খেদমত আলীর স্ত্রী সালমা খাতুন (৫০), আবু সাঈদের স্ত্রী তামান্না (৩০) ও মেয়ে তুবা (৮), আবুল কালামের ছেলে আবু সাঈদ (৪৫), ইনসাফ আলীর ছেলে জিম (২০), মানিক হোসেন, হাবিবুর রহমান, ডাকু, মোয়াজ্জেম হোসেন।

হাসপাতালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন সেন্টার থেকে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল থেকে কুকুরে কামড়ানো ২৩ জন রোগী মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা প্রদানের পর তাদেরকে জলাতঙ্কের ভ্যাক্সিন দেওয়া হয়েছে। এদের মধ্যে হাবিবুর (১০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওটিতে নেয়া হয়েছে।’ কুকুরের কামড়ে তার গলার বিভিন্ন অংশের মাংস পেশি ছিন্নভিন্ন হয়ে যাওয়াতে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট তার অস্ত্রোপচার করেছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, ‘আমঝুপি থেকে কুকুরে কামড়ানো রোগী যারা হাসপাতালে এসেছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভ্যাক্সিনেশন করা হয়েছে।’

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলক কুমার দাশ এব্যাপারে সাবির্ক বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।




গাংনী থানার চার পুলিশ সদস্য জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর রাজ্জাক, এস আই ইসরাফিল হোসেন,এ এস আই তাওহিদুল ইসলাম,এস আই হাফিজুর রহমানকে বিশেষ সম্মামনায় পুরুষ্কৃত করেছেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম। গাংনী থানার চারজন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

ওরেন্ট তামিল,মাদক দ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাদের সম্মাননা ক্রেস্ট, নগদন প্রদান করেন।

এসময় পুলিশ সুপার রাফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার,কামরুল আহসান, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকসহ তিন থানার ওসি উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার সকাল ১০ টার সময় মেহেরপুর পুলিশ লাইন্স ডিলশেড কল্যাণ সভা শেষে আনুষ্ঠানিক ভাবে তাদের পুরস্কৃত করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,গাংনী থানার চারজন পুলিশ সদস্য জেলার শ্রেষ্ঠ হওয়ায় নিজের কাছে ভাল লাগছে। এ পুরস্কার তাদের কাজের আগ্রহ আরও বাড়বে বলে মনে করি।

কাজের দক্ষতা অনুযায়ী পুলিশ সদস্যরা মুল্যায়িত হলে কাজের আগ্রহ আরও বাড়বে বলে জানান পুলিশ সুপার রাফিউল আলম।




কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন কুষ্টিয়ায়

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার ইস্ট-ওয়েস্ট মিডিয়ার পরিচালক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও দুই বাংলার সমান জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন কুষ্টিয়ায় এসেছেন।

দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক কুষ্টিয়া আসছে এমন খবর ছড়িয়ে পড়ায় কুষ্টিয়া জেলায় সংস্কৃতিমনা ও তাঁর ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

দুপুরে তিনি শহরের খেয়া রেস্তরাঁয় পৌঁছালে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, শুভ সংঘ জেলা শাখার সহসভাপতি এসএম জামাল ও সাধারন সম্পাদক কাকলি খাতুনসহ অন্যান্য সদস্যরা ইমদাদুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলি খাতুন জানান ইমদাদুল হক মিলন স্যার বৃহস্পতিবার দুপুরে পোঁছেন। আগামীকাল শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও কালের কন্ঠ শুভসংঘের স্কুল, পাঠাগার উদ্বোধন ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

ইমদাদুল হক মিলন সম্পর্কে জানতে চাওয়া হলে কবিপ্রেমীরা বলেন, দুই বাংলার সমান জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন কুষ্টিয়ায় এসেছেন।

আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা কাজ করছে, কারন তাঁর মতো একজন দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিকের সান্নিধ্য পাওয়া এ জেলার কবি সাহিত্যিকদের আরো ভালো লেখার অনপ্রেরণা জোগাবে




মেহেরপুরে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

২০০৫ সালে বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে দেশ ব্যাপি সিরিজ বোমা হামলা ও স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সমর্থনের প্রতিবাদে ছাত্র সমাজের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে পদযাত্রাটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের থেকে শুরু হয়ে মেহেরপুর প্রেসক্লাবের এসে শেষ হয়।

প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহজাহান আলী, আরেক সহসভাপতি দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইন বায়োজিদ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নেতা ইমাম হোসেন ইমন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন, গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজা ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছহিউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা রাতুল।

এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুইট মাহমুদ, বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাতি মানিক প্রমুখ।

সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।