গাংনীতে দুধ পরিবহনে ট্যাংকার ভ্যান এর শুভ উদ্বোধন

মেহেরপুর গাংনী উপজেলার দুধ পরিবহনে ট্যাংকার ভ্যানের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় দুধ পরিবহনের এই ভ্যানের উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ জেলার আরএমটিপি প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল( ইফাদ) ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালূচেইন উপ- প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আরএমটিপি প্রকল্প থেকে মেহেরপুর গাংনী উপজেলার গোয়ালা হাফিজুর রহমানকে ট্যাংকার ভ্যান ক্রয় বাবদ ৩০০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

ট্যাংকার ভ্যান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি মোঃ সালাউদ্দীন শাওন, সেক্রেটারি মোঃ রফিক, আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী মোঃ রাশেদুল ইসলাম , ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্প প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল বারী, ইন্টারভেনশ ০৪- এর ভ্যালূচেইন ফ্যাসিলিটেটর মোঃ শরিফুল আলম লিটন, গাংনী উপজেলার সহকারী ভ্যালূচেইন ফ্যাসিলিটেটর মোঃ আল আমিন এবং ইউনিট ম্যানেজার মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ।

গাংনী উপজেলার এই ট্যাংকার ভ্যানের উদ্বোধনের ফলে দুধ পরিবহন সহজ ও নিরাপদ হবে। ফলে এলাকায় দুধের উৎপাদন ও খামারীরা ন্যায্য দাম পাবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।




এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মেহেরপুরে অনুপস্থিত ২৪ জন

মেহেরপুরে চলতি এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

মেহেরপুর জেলায় ৩টি উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট পরীক্ষার্থী ৩ হাজার ৭২৬ জন। পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৭১২ জন।

পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর সরকারি সরকারি কলেজ কেন্দ্র, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্র, গাংনী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র, গাংনী ডিগ্রী মহিলা কলেজ কেন্দ্র, বামন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।




একক গানে শীর্ষে পৌঁছালেন বিটিএসের ‘ভি’

এ মাসেই কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য ‘ভি’এর পুরো নাম কিম তাইহিয়ং। একক গান ‘লাভ মি অ্যাগেইন’ মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি লেওভার চার্টে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে, যা একক শিল্পী হিসেবে এটি তার প্রথম কৃতিত্ব।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, বিটিএসের সদস্য ‘ভি’ অর্থাৎ কিম তাইহিয়ং-এর দুইটি প্রি-রিলিজ গান-‘লাভ মি অ্যাগেইন’ এবং ‘রেইন ডেজ’ – মার্কিন অ্যামাজনের বেস্ট সেলারের শীর্ষ স্থান অর্জন করেছে। ‘ভি’ এর গানগুলো অ্যামাজনের বেস্ট সেলিং ডিজিটাল গান এবং নিউ রিলিজ ডিজিটাল গানের প্রথম দুইটি স্থান দখল করে আছে। খুব অল্প সময়ের মধ্যেই গানগুলো ইউটিউবে ৪০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এ থেকেই ভক্তদের ভালবাসার তীব্রতা প্রকাশ পায়।

ইন্সটাগ্রামে কিম তাইহিয়ুং-এর ৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনিই প্রথম কোরিয়ান সেলিব্রিটি যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ব্যক্তিগত ইন্সটাগ্রাম আইডি খোলার পর মাত্র ১০ দিনের মধ্যে সর্বাধিক ফলোয়ারসহ এক নম্বর কোরিয়ান সেলিব্রিটি হয়ে ওঠেন ভি।

২০২১ ও ২০২২ এই দুই বছরও এই কৃতিত্ব বজায় রেখেছিলেন তিনি। তার ইন্সটাগ্রাম ফিডে মাত্র দু‘টি পোস্ট দিয়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছে, যা এশিয়ান শিল্পী হিসেবে ২০ মিলিয়ন লাইক অতিক্রম করেছে। ভি-এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি সম্ভবত সবচেয়ে বিখ্যাত অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি। বর্তমানে তার যেকোনো পোস্ট ১০ মিলিয়ন লাইক অতিক্রম করে। সোশ্যাল মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটগুলো, ভি-র ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিকে হলিউড তারকাদের চেয়েও সর্বাধিক বিজ্ঞাপন মূল্য হিসেবে মূল্যায়ন করে।




চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সন্তানদের জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত হয় তাদেরকে পুলিশ সুপার বিশেষভাবে সম্মানী প্রদানের আয়োজন করেন। পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি সন্তানসহ তাদের অভিভাবগণকে প্রাইজবন্ড, ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল হুমায়রা আক্তার, ডিআইও-১ আবু জিহাদ ফখরুল আলম খান, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং জিপিএ-৫(A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ।




মেহেরপুরে “উঠান বৈঠক অনুষ্ঠিত”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মান সম্মত শিক্ষা, ঝরে পড়া রোধ ও অনিয়মিত বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০ টার সময় আমঝুপি ইউনিয়নের খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহাদ্দেছ আলীর সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য রেশমা বেগম ও তাহের আলী। এছাড়া অনুষ্ঠানে জন প্রতিনিধি, এস এম সি, ও ওয়াচ গ্রুপ সদস্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় ঝরে পড়া, বাল্যবিবাহ রোধসহ ছাত্রছাত্রীদের অনিয়মিত বিদ্যালয়ে আসা দুর করতে এস.এম.সি, শিক্ষক, পিটিএ ও ওয়াচ কমিটি একসাথে কাজ করতে পৃথক কর্মসূচী গ্রহন করে।




নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরাও

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪-বি অফিসার ক্যাডেট ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ-৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এ দুটি বিষয় থাকা বাধ্যতামূলক। ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা
১ জুলাই ২০২৪ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর।

বৈবাহিক অবস্থা: নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।




মেহেরপুরে বিএনপির প্রচারপত্র বিতরণ

বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে প্রচার পত্র বিতরন করা হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে শহরে প্রচার পত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, বিএনপি নেতা আলিফ আরাফাত, আব্দুস সামাদ, কামরুজ্জামান বাবু, সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, যুগ্ম সম্পাদক সাইদুর সুজন, পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি প্রমূখ।




১৭ সেপ্টেম্বর আসছেন কিউইরা, সূচি ঘোষণা বিসিবির

এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে যাওয়ার আগে এই সিরিজ নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজ সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা।

এর তিন দিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই দিন অনুশীলন ম্যাচ হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

আর টেস্ট সিরিজটি হবে বিশ্বকাপ শেষে। আগামী ২১ নভেম্বর আসবে কিউই টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।

সূচি:
১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড

২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২১ নভেম্বর- নিউজিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।

২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনো ঠিক হয়নি)

২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

২৬ আগস্ট সাকিবরা এশিয়া কাপ খেলতে যাবে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল।




মেহেরপুরে লাটাহাম্বার চাকায় স্পৃষ্ট হয়ে শিশু নিহত

মেহেরপুরের গোভীপুর বাজারে লাটাহাম্বার চাকায় স্পৃষ্ট হয়ে সাইফ রহমান (৯) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত সাইফ রহমান গোভীপুর ধাপাড়ীপাড়ার স্বাধীন হোসেনের ছেলে ও গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১ টার দিকে গোভীপুর বাজারের কাবলু ডাক্তারের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, সাইফ রহমান স্কুল ছুটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। গোভীপুর বাজারের উপর পৌছানো মাত্র সামনের দিক থেকে একটি স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বা আসে। এসময় সাইড দিতে গিয়ে বাইসাইকেলসহ লাটাহাম্বার সামনে পড়ে যায়। লাটাহাম্বার চাকা শিশু সাইফ রহমানের মাথা স্পৃষ্ট করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।




মেহেরপুরে মিথ্যা ধর্ষণ মামলার বাদীর জেল

মিথ্যা ধর্ষণ মামলা করার অপরাধে রোজিনা খাতুন (৩৩) নামের এক নারীকে এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত রোজিনা খাতুন মুজিবনগর উপজেলার বিশ^নাথপুর গ্রামের মো: মনিরুল ইসলামের স্ত্রী।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তোহিদুল ইসলাম এই রায় দেন।

মামলার বিবরনে জানা গেছে, দণ্ডিত রোজিনা খাতুন বাদী বাবলু রহমানের বিরুদ্ধে ২৪/০৪/২০২১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা এ্যফিডেভিট দাখিল করলে আদালত তা আমলে নিয়ে পিটিশন ৫৪/২১ মুলে মামলাটি নিবন্ধন করেন। মামলাটি সত্যতা যাছাইয়ের জন্য মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসারকে দায়িত্ব প্রদান করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ২০২১ সালের ১৯ অক্টোবর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার কোনো সত্যতা নাই মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে আদালত ন্যায় বিচারে বাদির অভিযোগ নাকোচ করেন। এতে বিবাদি বাবলু রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১৭(১) ধারায় মামলার বাদি রোজিনা খাতুনের বিপক্ষে আইনানুগ ব্যবস্থার পিটিশন দাখিল করেন যার পিটিশন নং ৪৬/২২।

চার জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমান শেষে আদালত মিথ্যা মামলাকারি রোজিনা খাতুনকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।