দামুড়হুদায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

জামায়াতের নায়েবে আমির দেলোওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় দামুড়হুদা উপজেলায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে মডেল থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ২ টার দিকে দামুড়হুদার লোকনাথপুর ও জুড়ানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে বিএনপি নেতা মোঃ আকবর আলী (৫৭), মৃত হামজার শেখের ছেলে বিএনপি নেতা মোঃ আমির হোসেন (৫৮),মৃত আনারুল ইসলামের ছেলে বিএনপি নেতা মহসীন আলী (৪০),মৃত হাবিবুর রহমানের ছেলে জামায়াত নেতা মোঃ মোস্তফা জামাল (৫০), মৃত কাতেব আলী বিশ্বাসের ছেলে জামায়াত নেতা মোঃ ফজলুল হক লেলিন (৬২),মোঃ আব্দুল মমিনের ছেলে জামায়াত নেতা মোঃ সজল হোসেন (২৮) ও জুড়ানপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে জামায়াত নেতা মোঃ হাবিবুর রহমান (৩৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের আমির সাঈদীর মৃত্যুর পর এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জনসমাগমে বিভ্রান্তি মূলক তথ্য ছড়াচ্ছিল। এছাড়া দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযা ও নাশতার করার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ বিএনপি জামায়াত নেতাকর্মীকে আটক করে মডেল থানা পুলিশের চৌকস টিম। বিস্ফোরণ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ও আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




আলমডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আলমডাঙ্গায় উপজেলা বিএনপির উদ্দ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১৬ আগস্ট আনন্দধাম রোডের পুরাতন জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ।

প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সহসাধারন সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম।

উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলামের উপস্থাপনায় ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন আব্দার আলী, আমজাদ হোসেন, আলম শাহ, রফিকুল ইসলাম, টিপু সুলতান, মোবাশেরুজ্জামান খান প্রবাশ, আসাদুজ্জামান বকুল, শাহিদুদ্দোজা মিল্টন,বোরহান উদ্দিন, আব্দুর রশিদ, আতাউল হুদা, শফিকুল ইসলাম, আলাউদ্দিন খান, আবু বকর সিদ্দীক, পলাশ আহমেদ, শাহিনুর রহমান, আব্দুল রাজ্জাক রাজা, আলমঙ্গীর হোসেন লালন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে হাফিজুর রহমান চমক, আব্দুর জব্বার, সাহেল মাসুদ, আমিরুল ইসলাম পান্নু, আবু জাফর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবএদর, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মিনারুল ইসলাম, রাজু আহম্মেদ, যুবদল নেতা মিলন হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর,বকুল , মাবুদ, কলেজছাত্রদলের সদস্য সচিব লিমন, যুগ্ম আহবায়ক রাজ প্রমুখ।




আলমডাঙ্গার হারদি পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা

পুলিশের সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ও ওসমানপুর ফাঁড়িপুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে হারদি বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে হারদি বাজার কমিটির সাবেক সভাপতি আশরাফুল হক চুন্নুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি (তদন্ত) একরামুল হক, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ওসমানপুর ফাঁড়ির আইসি (পরিদর্শক) আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য লাল্টু, ইউপি সদস্য টিপু, থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, (এসআই) মারজাহান, এএসআই রিয়াজুল ইসলাম, এএসআই অরুপ প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমি চুয়াডাঙ্গায় যোগদান করেছি গত সপ্তাহে। প্রথমে হারদী ইউনিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি ২০১০ সালে ২৮তম বিসিএস’র মাধ্যমে পুলিশ বিভাগে যোগদান করেছি। চুয়াডাঙ্গা আমার প্রাণের জেলা। আমি পাশের জেলা ঝিনাইদহ ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি। আমার বাড়ি খুলনায়।

তিনি বলেন,এক সময় পুলিশ দেখবেন জনগণের সাথে একই বাসায় থাকবে, আমরা আস্তে আস্তে আপনাদের সাথে মিশছি কেনো? আমাদের চাকরীটাই হলো জনগণকে সার্ভিস ডেলিভারী দেওয়া।

তিনি বলেন,বাল্যবিয়ের ব্যাপারে আপনারা ওসি সাহেবকে বলবেন,ইউএনও মহোদয়কে বলবেন,দু’জন মিলে এটা প্রতিহত করবেন। ডিজিটাল প্রতারণার বিষয়টি আপনারা সচেতন থাকবেন। অনলাইন মার্কেটিংয়ের নামে প্রতারণা করে থাকে । লোভে পড়ে কম মূল্যে পণ্য কিনতে গেলে প্রতারণার শিকার হতে পারেন। প্রতিষ্ঠিত কোম্পানী ছাড়া কোনন পণ্য কিনবেন না।

আনলাইন জুয়ার বিষয়ে আপনারা আপনাদের সন্তানদের সচেতন করবেন। মাদক শুধু মাত্র পুলিশ দিয়ে নির্মূল করা সম্ভব নয়। আপনারা সচেতন হবেন,আপনাদের সন্তানরা যেনো কোন ভাবেই মাদক ব্যবহার না করে সে দিকে খেয়াল রাখবেন




গাংনীতে ডা. সাগরের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

মেহেরপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এ.এম. নাজমুল হক সাগর এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(১৬ আগস্ট) সন্ধায় গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটি সদস্য, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডা.এ.এম. নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাহারবাটি ইউনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুরশেদ অতুল, সাহারবাটি ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খোকন,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবান,০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আয়নাল হক,০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মহিদুল ইসলাম, সাহারবাটি ০৯নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আব্বাস আলী।

এসময় গাংনী উপজেলা শ্রমিক লীগ জিয়াউল হক জিয়া,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ – সভাপতি হুমায়ন কবির লিখন।
গাংনী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল,তৌফিক আজিজ মুন্না,রাসেল হোসেন,হুসাইন আহমেদ,যুগ্ম- সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন,মটমুড়া ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম প্রমূখ।




সোনালী ব্যাংক পিএলসি দর্শনা শাখার নতুন ভবনে শুভ উদ্বোধন

সোনালী ব্যাংক পিএলসি দর্শনা শাখার নতুন ভবনের জাকজমকপূর্ণ ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় দর্শনা রেল বাজার সংলগ্ন আকাশ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার নতুন ভবনে এ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। এ সময় তিনি বলেন, সোনালী ব্যাংক একটি ঐতিহ্যবাহী জনবহুল ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে সোনালী ব্যাংক একই রকম কাজ করে। সারাদেশে ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে ব্যাংকগুলো তার অন্যতম। ব্যাংকগুলো আজ ডিজিটালাইজেশন হয়েছে তাই গ্রাহকরা অনেক সুবিধা পাচ্ছে। সোনালী ব্যাংক বাংলাদেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রে ৯৪ হাজার কোটি টাকা দিয়েছে এই ব্যাংকটি।

এছাড়া দর্শনা সোনালী ব্যাংক শাখায় ১২৩ কোটি টাকার আমানত রয়েছে। দিন যত যাচ্ছে তবে এর আমানতে পরিমাণ বাড়ছে। তাই রাষ্ট্রীয় ব্যাংক কলার মধ্যে সোনালী ব্যাংক একটি অন্যতম নির্ভরযোগ্য।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু , যশোর পি এল সি জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামূড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, যশোর পি এল সি জেনারেল ম্যানেজারস অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ। এসময় উপস্থিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার চুয়াডাঙ্গা শাখা প্রধান বশির আহমেদ, প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের এসপিও শামসুর রহমান।




গাংনীতে যুবলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

গাংনীর মানুষ আমাকে আজও মনে প্রানে ভালবাসে। আমি এমপি থাকাকালীন সময়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া সত্বেও আমি কোন অবৈধ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি। মানুষকে হয়রানী করিনি। সকলকে সম্মান করেছি। তাই গাংনীর মানুষ আমাকে আজও মনে রেখে ভালোবসে

গাংনী উপজেলা যুবলীগ আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

আজ বুধবার বিকেলে গাংনী গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে গাংনী উপজেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

আলোচনা সভা শেষে একটি শোক র‌্যালী গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযােদ্ধা মকবুল হোসেন।

গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াছিন রেজা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈফতুল্লাহ, গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল-ফারুক, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিক আহমেদ পলাশ। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।




আলমডাঙ্গায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাসুদ গ্রেপ্তার

মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাসহ তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ রানা (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

মাসুদ রানা উপজেলার হারদি ইউনিয়নের গাঙপাড়ার আনিস উদ্দীনের ছেলে। গতকাল (১৫ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের হারদি বাজার প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানাযায়, গত কয়েক বছর পূর্বে হারদি গ্রামে মারামারি ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা আমলী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। ঘটনা ও মামলার পরই মাসুদ বিদেশে পাড়ি জমায়। মামলায় হাজিরা না হওয়া ও চলমান থাকায় কোর্ট তার বিরুদ্ধে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ আদেশের ভিত্তিতে উপজেলার হারদি বাজার থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।




কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (৪৮) তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ই আগষ্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনসহ, উপজেলা পরিষদ, পৌরসভা, মডেল থানা পুলিশ, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি,সরকারি মডেল পাইলোট মাধ্যমিক বিদ্যালয়, পাইলোট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,কে এম এইচ ডিগ্রি কলেজে,বলুহর মৎস্য হ্যাচারী কমপ্লেক্স, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে একটি শোক রেলী শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সামছুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্পসারন অফিসার হুমায়ূন কবির ।

আলোচনা সভা শেষে (আমার চোখে বঙ্গবন্ধু) এক মিনিটের ভিডিও প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণের ৫৭০০০০টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকালে মেইন বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীও কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।

এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন আর রশিদ, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর আলম মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হিরা ও বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মোঃ আল আমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া।




বর্ষায় স্যাঁতস্যাঁতে মুক্ত থাকুক ঘর

গ্রীষ্মের অস্বস্তি ও তাপদাহের পর প্রশান্তি নিয়ে আসে বর্ষাকাল। কিন্তু একটানা বৃষ্টিতে বিরক্তিকর হয়ে ওঠে জনজীবন। বর্ষাকালে প্রবল বৃষ্টি শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও সমস্যা দেখা দেয়। এই সময়ে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঘরে দেখা দেয় স্যাঁতস্যাঁতে ভাব। বর্ষাকালে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে চলুন জেনে নেই কিছু উপায়-

.মোটা ও ভারি ধরনের দরজা-জানালার পর্দা সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। মোটা কাপড় বাতাস থেকে আর্দ্রতা বেশি শোষণ করে। এতে করে পুরো ঘরের আবহাওয়া জুড়ে স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করে। এছাড়া হুটহাট বৃষ্টিতে পর্দা ভিজে গেলে শুকাতে দীর্ঘসময় প্রয়োজন হবে যদি ভারি কাপড়ের পর্দা হয়। তাই এই সময়ে হালকা কাপড়ের পর্দা নির্বাচন করতে হবে।

.রোদের প্রকোপ ঠেকাতে পুরো গ্রীষ্মকাল জানালায় গাঢ় রঙের ভারী পর্দা টাঙিয়ে রাখেন অনেকে। মোটা ও ভারী কাপড়ের পর্দা বাতাস থেকে আর্দ্রতা বেশি শোষণ করে। এতে পুরো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এবার সেগুলো নামিয়ে ফেলুন। হালকা রঙের পাতলা পর্দা টাঙিয়ে দিন এই বর্ষায়। এতে ঘর স্যাঁতস্যাঁতে হবে না।

.বর্ষাকালে স্বাভাবিকভাবেই ভেজা কাপড় শুকাতে দীর্ঘসময় প্রয়োজন হয়। ফলে অনেকেই ভেজা কাপড়চোপড় ঘরে ফ্যানের নিচে এনে শুকাতে দেন। এতে করে ঘর আরও বেশি স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। তাই বর্ষাকালে যথাসম্ভব সীমিত কাপড় ধুতে হবে এবং ঘরের ভেতরে শুকাতে দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে তবেই শুকাতে হবে।

.ঘরের মেঝে অপরিষ্কার রাখলে পুরো বাড়িই অপরিষ্কার হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে ঘরের মেঝে অবশ্যই মুছতে হবে। কিন্তু বর্ষাকালে এমনিতেই মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মেঝেতে পা দিলে দেখা যায় ভেজা ভেজা ভাব রয়েছে। এর মাঝেও মেঝে পরিষ্কার করতে চাইলে পানির সাথে মিশিয়ে নিতে হবে ফিনাইল। এতে মেঝে দ্রুত শুকিয়ে যাবে।

.সাধারণত ড্রইংরুমে কার্পেট বিছানো হয়। মোটা বুননের কার্পেট অনেকখানি আর্দ্রতা শোষণ করে ও ভেজা ভেজা হয়ে থাকে। যা থেকেও ঘরে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। সেক্ষেত্রে শুধুমাত্র বর্ষাকালের জন্য কার্পেট গুটিয়ে তুলে রাখতে হবে।

.বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে ভাব থেকে গন্ধের উৎপত্তি হয়। বিশেষত যাদের বাড়িটি বহুকাল আগের ও পুরনো ধাঁচের কিংবা বেশখানিকটা ভেতরের দিকে, তাদের বাসাবাড়িতে এই সমস্যাটি বেশি দেখা দেয়। এমন সমস্যার ক্ষেত্রে দুই কাপ পানিতে মাঝারি আকৃতির একটি দারুচিনি ফুটিয়ে নিতে হবে। এতে করে পুরো ঘর জুড়েই দারুচিনির সুঘ্রাণ ছড়িয়ে পড়বে।

.তাজা লেবুর রসের মাধ্যমেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাজা লেবুর রস চিপে নিন ১ কাপের মতো। এবার এতে আধা কাপ পানি মিশিয়ে মিশ্রন তৈরি করুন। একটি স্প্রে বোতলে এই মিশ্রণটি নিয়ে ঘরের প্রতিটি কোনায় মেঝেতে এবং দেয়ালে স্প্রে করে দিন ভালো করে। দেখবেন স্যাঁতস্যাঁতে গন্ধ একেবারেই গায়েব হয়ে গিয়েছে।

সূত্র: ইত্তেফাক