আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালন

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। একপর্যায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কীতির উপর আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার ইউএনও স্নিগ্ধা দাসের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।

এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।




আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

আইয়ুব বাচ্চু আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানে গানে ছড়িয়েছেন মুগ্ধতা। তার রূপালী গিটারের জাদু আজো যেন মোহিত করে শ্রোতাদের। বাংলা ব্যান্ড সংগীতকে তিনি নিয়ে গেছেন অনন্য এক জায়গায়। আজ বুধবার (১৬ আগস্ট)

আইয়ুব বাচ্চুর বেড়ে উঠা চট্টগ্রামে। ১৯৬২ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন নন্দিত এই ব্যান্ড তারকা। ৭০ দশকে স্কুলে থাকতে বাবার কাছ থেকে একটি গিটার উপহার পান। আর সেই থেকেই তার টুংটাং শুরু। কিশোর বয়সে প্রেমের পরেন পশ্চিমা সঙ্গীতের। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। হয়তো স্বপ্ন দেখতেন জিমি হেন্ড্রিক্স হওয়ার। যাকে আইয়ুব বাচ্চুর টিশার্টে প্রায় দেখা যেত।

একসময় তিনি গড়ে তুলেছিলেন নিজের ব্যান্ড ‘গোল্ডেন বয়েজ’। পরে এর নাম পাল্টে রাখেন ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তাদের এই ব্যান্ড। তবে একসময় এই ব্যান্ডের সদস্যরা একেক দিকে ছড়িয়ে পড়েন। সত্তরের দশকের শেষ দিকে কাজ করেন ‘ফিলিংস’ ব্যান্ডের সঙ্গে যা এখন ভক্তদের কাছে ‘নগর বাউল’ নামে পরিচিত।

পরবর্তীতে ১০ বছর আইয়ুব বাচ্চু সোলস-এর মূল গিটারবাদক, গীতিকার এবং গায়ক হিসেবে কাজ করেন। তিনি সোলসের সাথে চারটি অ্যালবামে কাজ করেছিলেন- সুপার সোলস (১৯৮২) যা ছিল বাংলাদেশের প্রথম গানের অ্যালবাম, কলেজের করিডোরে (১৯৮৫), মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭) এই অ্যালবামটিতেই বাচ্চুর সোলসের হয়ে গাওয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’ প্রকাশ পায়।

সোলসের সাথে আইয়ুব বাচ্চুর শেষ অ্যালবামটি ছিল ইস্ট অ্যান্ড ওয়েস্ট, যা প্রকাশ পেয়েছিল ১৯৮৮ সালে। ১৯৯০ সালের শেষের দিকে বাচ্চু ব্যান্ডটি ছেড়ে নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করেন, যা পরবর্তী সময়ে লাভ রানস ব্লাইন্ড বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে।

১৯৯২ সালের জানুয়ারি মাসে তারা বাংলাদেশে প্রথম ডাবল অ্যালবাম- এলআরবি ১ এবং এলআরবি ২ প্রকাশ করে। ব্যান্ডটির তৃতীয় স্টুডিও অ্যালবাম সুখ, জুনে মুক্তি পায় এবং এটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রক অ্যালবামগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এতে ‘চলো বদলে যাই’ গানটি ছিল, আইয়ুব বাচ্চুর সর্বশ্রেষ্ঠ গান হিসাবে বিবেচিত। এলআরবি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ডের মধ্যে একটি হয়ে ওঠে। এই দলের মূল ভোকাল হিসেবে ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাচ্চু। তিনি গান গেয়েছেন বহু চলচ্চিত্রেও।

৪০ বছরের গায়কী জীবনে ১২টি ব্যান্ড, ১৬টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে আইয়ুব বাচ্চুর। তার উল্লেখযোগ্য গানগুলো তালিকায় রয়েছে- ‘সুখ’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘ফেরারি মন’, ‘এই রুপালি গিটার’, ‘হাসতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘চলো বদলে যাই’সহ বহু নাম।

জনপ্রিয় এই ব্যান্ড তারকা ২০১৮ সালের ১৮ অক্টোবর লাখো ভক্ত, পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

সূত্র: ইত্তেফাক




মেসির গোলে ফাইনালে ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে টানা ছয় ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের ঝলকে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। সুবারো পার্কে উত্তেজনাকর সেমিফাইনালে গোল করে গত ছয় ম্যাচে ৯টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বকাপ জয়ী মেসি।

মায়ামির হয়ে স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন ভেনেজুয়েলার জোসেফ মার্টিনেজ, মেসির সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা ও বদলি খেলোয়াড় ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার হয়ে সান্তনাসূচক গোলটি করেছেন আলেহান্দ্রো বেদোয়া।

শনিবার ফাইনালে নাশভিল এসসির মোকাবিলা করবে মায়ামি। এনিয়ে ক্যারিয়ারে ৪২তম ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন মেসি। মেক্সিকান ক্লাব মনটেরিকে আরেক সেমিফাইনালে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে নাশভিল। প্রথমবারের মত মেক্সিকো ও মেজর লিগ সকারের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এই লিগ কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের দুই দল মুখোমুখি হচ্ছে।

ফাইনাল নিশ্চিত করায় আগামী মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ আঞ্চলিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। এর মাধ্যমে ২০২৫ সালে ফিফার বর্ধিত ক্লাব বিশ্বকাপেও খেলারও সম্ভাবনা তৈরি করেছে মায়ামি। ম্যাচ শেষে মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল আগামী মৌসুমে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করা, আমরা সেটা করে দেখিয়েছি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের বাছাইপর্বে খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের লিগ কাপের ফাইনালে জেতার প্রস্তুতি নিতে হবে। এর মাধ্যমে পুরো দল দারুণভাবে উজ্জীবিত হবে।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয় শোক দিবসে বিজিবি’র বিনামূল্যে খাদ্য বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত ক্যাম্প থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৫ আগস্ট বিকেল সাড়ে ৩ টায় শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিজিপি (৬) এর উদ্যোগে ও বুড়িপোতা সীমান্ত ক্যাম্পের ব্যবস্থাপনায় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসার সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান (বিজিপি ৬) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাকিবের উপস্থিতিতে এবং বুড়িপোতা ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর ও বিজিবি ক্যাম্পের সদস্যদের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেজর ডাঃ ফারহানা ইয়াসমিন।




জীবননগর আন্দুলবাড়িয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা সাড়ে এগারোটা সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। আন্দুলবাড়িয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান শপথ গ্রহণ শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন এই জন্য সকলক নিকট দোয়া চান।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গার স্থানীয় সরকার উপ-পরিচালক শারমিন আক্তার, জীবননগর উপজেলার নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।




দামুড়হুদায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সকল এনজিও সংস্থা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্রাক, ইমপ্যাক্ট ফাউন্ডেশন, জামান সোসাল ফাউন্ডেশন, আশা সংস্থা, আত্নবিশ্বাস, জনকল্যাণ সংস্থা, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, মিতালি নারী কল্যান সমিতি, আদর্শ ফাউন্ডেশন, আর আর এফ সহ উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঠিক ভাবে এনজিও বিষয়ক কার্যক্রম সম্পাদনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।




কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

গাংনী উপজেলা কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাথুলী ইউনিয়ন পরিষদে দোয়ার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মিজানুর রহমান রানা।

বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফিরোজ আহম্মেদ পলাশ, বক্তব্য রাখেন ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, ইউ পি সদস্য কাবের আলী,ইউ পি সদস্য আজমাইন হোসেন,আনারুল ইসলাম, বাবুল হোসেন,সহ উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম,গাড়াবাড়ীয়া ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল ইসলাম,সহ আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কাথুলীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জীবন বাচাই রক্ত দিয়ে মানবতা যাক এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে কাথুলী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।

গতকাল  মঙ্গলবার কাথুলী ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম সকাল ৮ থেকে বিকাল ৫ পর্যন্ত কর্যক্রম পরিচালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান রেজা, সহ ব্লাড ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ।

এ বিষয়ে কাথুলী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নাছিম আহম্মেদ জানান, অসহায় গরীব দুঃখী মানুষের রক্তের অভাবে যেন কোন মাকে অপারেশন থিয়েটারে সন্তান প্রসব করতে যেয়ে রক্তের অভাবে জীবন দিতে না হয় সে জন্য আমাদের এই কাথুলী ব্লাড ফাউন্ডেশন। সবার পাশে থেকে সেবা দিয়ে যেতে যায় কাথুলী ব্লাড ফাউন্ডেশন।




সাইবার হামলার শঙ্কায় ইসির সার্ভার বন্ধ

সাইবার হামলার শঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।

ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢোকা যায়নি। পরে তারা জানতে পারেন, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার ঘোষণা দিয়েছিল হ্যাকাররা। সেই হামলা থেকে নিরাপদ থাকার জন্যই সার্ভার বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক




দর্শনায় ২৭৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়েছে দর্শনা থানা পুলিশ। এ অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা সহ আটক করা হয়েছে জাহিদ হোসেন ও উজ্জল মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে।

এদের মধ্যে উজ্জল মিয়াকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা হতে ও জাহিদ হোসেনকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের বেগমপুর চিলমারীপাড়া গ্রামের দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৫)আগষ্ট দুপুর ২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই খান আঃ রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ের ঝাঝাডাঙ্গা গ্রামে। এসময় গ্রামের আবুল ফজলের বাড়ির পাশে গলির ভিতর থেকে ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ফেনসিডিলসহ উজ্জল মিয়া (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সহ জব্দ করা হয় একটি ব্যাটারি চালিত ইজিবাইক। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উজ্জল মিয়া দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ের ঝাঝাডাঙ্গা গ্রামের আবুল ফজলের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গতকাল মঙ্গলবার ভোর ৫ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের চিলমারীপাড়া গ্রামের বেগমপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা সহ আমদানী নিষিদ্ধ ১৫৭ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয় জাহিদ হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত জাহিদ হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহ্ পাড়ার হানিফ শেখের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।