দামুড়হুদা মডেল থানার উদ্যোগে এলাকায় পুলিশের মহড়া জোরদার
দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর উদ্যোগে থানা এলাকায় পুলিশের বিশেষ মহড়া জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দামুড়হুদা মডেল থানার সামনে থেকে দামুড়হুদা থানা মোড়, চৌরাস্তার মোড়, জয়রামপুর শেখপাড়া, কাঁঠালতলা, ডুগডুগি, লোকনাথপুর, হাউলী সহ বিভিন্ন স্থানে পুলিশ মহড়া দেয়। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্র বিরোধী, দুষ্কৃতিকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ীদের প্রতিহতর জন্য পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষ নির্বিঘ্নে রাতে যেন ঘুমাতে পারে। সেটা বর্তমান পুলিশ প্রশাসন নিশ্চিত করেছেন। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, রাতে ঘুমাতে পারে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা সহ পুলিশ প্রশাসন রাত দিন ২৪ ঘন্টা কাজ করে চলেছে। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশের এই বিশেষ মহড়া চলমান থাকবে। দেশ বিরোধী চক্রান্ত সহ মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চোরাকারবারি, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে দামুড়হুদা মডেল থানা পুলিশ সবসময়ই বদ্ধপরিকর। কোন অবস্থাতেই থানা এলাকায় কোনরকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।
তিনি আরো বলেন, সবাইকে সাবধান করা হলো, আপনারা যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছেন তারা সবাই ভালো হয়ে যান। অপরাধ থেকে সুস্থ জীবনে ফিরে আসুন, তা না হলে আজ হোক কাল হোক পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোন অপরাধি চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবে না। সঠিক ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সবসময় জনগণের পাশে আছে, পুলিশ জনতার বন্ধু।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, ওসি অপারেশন শফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, এসআই সালাউদ্দিন আহমেদ, এসআই খসরু, এসআই মিজান, এএসআই বিপ্লব কুমার, এএসআই দিরাজ সহ দামুড়হুদা মডেল থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।