দামুড়হুদা মডেল থানার উদ্যোগে এলাকায় পুলিশের মহড়া জোরদার

দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর উদ্যোগে থানা এলাকায় পুলিশের বিশেষ মহড়া জোরদার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দামুড়হুদা মডেল থানার সামনে থেকে দামুড়হুদা থানা মোড়, চৌরাস্তার মোড়, জয়রামপুর শেখপাড়া, কাঁঠালতলা, ডুগডুগি, লোকনাথপুর, হাউলী সহ বিভিন্ন স্থানে পুলিশ মহড়া দেয়। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্র বিরোধী, দুষ্কৃতিকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ীদের প্রতিহতর জন্য পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষ নির্বিঘ্নে রাতে যেন ঘুমাতে পারে। সেটা বর্তমান পুলিশ প্রশাসন নিশ্চিত করেছেন। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, রাতে ঘুমাতে পারে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা সহ পুলিশ প্রশাসন রাত দিন ২৪ ঘন্টা কাজ করে চলেছে। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশের এই বিশেষ মহড়া চলমান থাকবে। দেশ বিরোধী চক্রান্ত সহ মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চোরাকারবারি, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে দামুড়হুদা মডেল থানা পুলিশ সবসময়ই বদ্ধপরিকর। কোন অবস্থাতেই থানা এলাকায় কোনরকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, সবাইকে সাবধান করা হলো, আপনারা যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছেন তারা সবাই ভালো হয়ে যান। অপরাধ থেকে সুস্থ জীবনে ফিরে আসুন, তা না হলে আজ হোক কাল হোক পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোন অপরাধি চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবে না। সঠিক ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সবসময় জনগণের পাশে আছে, পুলিশ জনতার বন্ধু।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, ওসি অপারেশন শফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, এসআই সালাউদ্দিন আহমেদ, এসআই খসরু, এসআই মিজান, এএসআই বিপ্লব কুমার, এএসআই দিরাজ সহ দামুড়হুদা মডেল থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় গোসল করতে গিয়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার

দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত জুবান মালিতার স্ত্রী জায়েদা খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্রোতে নিখোঁজ হয়। দুইদিন ধরে ডুবুরি দল ব্যর্থ চেষ্টা করে ফিরে যান নিজের গন্তব্যস্থলে। স্থানীয় এলাকাবাসীর সন্ধানে অবশেষে ৩৬ ঘন্টা পর রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ হওয়া ঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উপজেলার পারকৃষ্ণপুর ব্রিজের পিলারে লাশটি আটকে ছিল। আজ সোমবার সকাল ৯ টার সময় জানাজা শেষে পুরাতন বাস্তপুর কবরস্থানে দাফন সম্পন করা হয়।
উল্লেখ থাকে যে, জানাযায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর মালিতা পাড়ার জুবান বিশ্বাসের স্ত্রী জায়েদা বানু (৭০) মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে এলকার লোকজন অনেক খোজাখোজির পরও পাওয়া যায়নি।

পরে দর্শনা ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে টিম লিডার নাসির উদ্দীন ঘটনাস্থলে পৌয়ছায়। দর্শনা ফায়ার সার্ভিস সার্ব অফিসার নাসির উদ্দীনের মাধ্যমে খুলনা ডুবরি টিমকে খবর দিলে টিম লিডার মোশাররফ হোসেনের ৬ সদস্য টিম নিয়ে পানির নিচে খোজ করেন ডুবুরি দল ৭ ঘন্টা খোজ করার পর ও ডুবে যাওয়া নারীর খোঁজে পাওয়া যায়নি। পরের দিন সকাল সাতটার সময় থেকে আবার খোঁজার কাজ শুরু করেন। একটানা ৫ ঘন্টা পানির নিচে অনুসন্ধান চালিয়ে সন্ধান মেলেনি বৃদ্ধ নারীর মরদেহ।

৩৬ ঘন্টা পর স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় পারকৃষ্টপুর পুর ব্রীজের নিচে থেকে লাশ উদ্ধার করা হয়। পরে দর্শনা থানার পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সন্ধা সাড়ে ৬ টার দিকে মৃত ব্যাক্তির পরিবারের শান্তনা দেন এবং মৃত ব্যাক্তির ছেলে আক্তারুল ইসলামের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, উপজেলা পি আই ও অফিস সহায়ক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




জীবননগরে রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে এমপি টগর

জীবননগরে ২কোটি ৬৫লাখ ১৫হাজার টাকা ব্যায়ে ৪টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া,ধান্যখোলা,হরিহরনগর ও মেদনীপুর গ্রামে এ রাস্তার কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

রাস্তা উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন,বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে সব আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে থাকে। গ্রাম এখন শহরে রুপ নিয়েছে প্রতিটি গ্রামে রাস্তা ,ঘাট,স্কুল, কলেজ,মাদরাসা,এমন কোন জায়গা নেই যেখানে দেশনেন্ত্রী শেখ হাসিনার ছোয়া লাগেনী। গ্রামের মধ্যে রাস্তার পাশে এখন ড্রেন নিমান করা হচ্ছে যেটা কখনও গ্রামের মানুষ ভাবেনি গ্রামের মধ্যে ড্রেন হবে সেটা প্রধানমন্ত্রী করে দিচ্ছেন ।

এত উন্নয়নমূল কাজ করা সত্বেও জামায়াত-বিএনপির নেতাদের এ সমস্থ উন্নয়নমূলক কাজগুলো চোখে পড়বে না। আগামি জাতীয় সংসদ নিবাচন এই নিবাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং আমরা সকলে একত্রিত হয়ে জামায়াত-বিএনপির অপপ্রচারের জবাব দিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোতুজা, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন প্রমুখ।




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভুটানে অনুভূত হয়।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয়।




হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবারও ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়।

৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
কাশিমপুর কারাগারে দেলাওয়ার হোসাইন সাঈদী রবিবার (১৩ আগস্ট) বিকেলে হার্টে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮৪ বছর বয়সী সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছিল।

২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন জামায়াতে ইসলামীর এই সাবেক নায়েবে আমির।




সৌদি লিগেই যাচ্ছেন নেইমার

দলবদলের বাজারে কত গুঞ্জনই তো শোনা যায়। নেইমার প্যারিস সেন্ত জার্মেই ছাড়ছেন, এই গুঞ্জনটাও ছিল তেমনই। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর আমলে নিলে ওই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সৌদি আরবের লিগেই যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই বছরের চুক্তিতে তার আল হিলালে যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা!

বিবিসি জানিয়েছে, নেইমারের ব্যাপারে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে পিএসজি। ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা শিগগিরই আসছে। ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের স্বাস্থ্য পরীক্ষা ও দরকারি কাগজপত্রে সাক্ষর হলেই চূড়ান্ত হবে দলবদল।

পিএসজির নতুন কোচ লুই এনরিকে। স্প্যানিশ কোচের অধীনে বার্সেলোনায় খেলেছেন নেইমার। ধারণা ছিল, নেইমারকে রেখেই দল সাজাবেন তিনি। কিন্তু হয়েছে উল্টোটা। নেইমারের ইনজুরি ও শৃঙ্খলাজনিত ঘটনা আমলে নিয়ে এনরিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে রাখতে রাজি নন। অর্থাৎ, পিএসজিতে নেইমারকে নিয়ে কোনও পরিকল্পনা নেই স্প্যানিশ কোচের।

ফলে বার্সেলোনায় ফেরার জোর গুঞ্জন ওঠে। কিন্তু বার্সেলোনা নেইমারের প্রতি আগ্রহ দেখায়নি। অতঃপর আলোচনায় আসে আল হিলাল। এখন সেটিই সত্যি হওয়ার পথে।

প্যারিসের ক্লাবে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতন পেতেন নেইমার। আল হিলালে ঠিক কত পাবেন, সেটি এখনও নিশ্চিত নয়। তবে গোল ডটকমের খবর, সৌদি ক্লাবে বছরে ৮০ মিলিয়ন ইউরো বেতন পাবেন নেইমার। দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো। চুক্তিতে অবশ্য আরও এক বছর সময় বাড়ানোর সুযোগ আছে। সেক্ষেত্রে সৌদি ক্লাবে ৩৪ বছর পর্যন্ত খেলবেন নেইমার।

দলবদলের হিসাব আমলে নিলে নেইমার এখনও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। যদিও এত দামের প্রতিদান দিতে পেরেছেন সামান্যই।




প্রথমবার ওটিটিতে ‘হাসিনা: এ ডটারস টেল’

বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনায়কের পরিচয় ছাপিয়ে একজন সাধারণ নারী থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হওয়ার পুরো জীবন যেন এক রূপকথার গল্প। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’। এবার ‘হাসিনা: এ ডটারস টেল’ শিরোনামের ডকুফিল্মটি দেখানো হবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকীতে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, সোমবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৫ আগস্ট রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’।

এটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। নির্মাণ করছেন অ্যাপল বক্স ফিল্মসের নির্মাতা পিপলু আর খান।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।

আজ সোমবার (১৪ আগষ্ট) সকালে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ এর আওতায় গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ জোনের মহারাজপুর এলাকার আওতাধীন বিষয়খালী শাখার পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ৪৮ নং কেন্দ্রর মিটিং শেষে বৃক্ষরোপন করা হয়। এই কেন্দ্রর সকল সদস্যদের মাঝে ১০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মহারাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে ঝিনাইদহ যোনের জোনাল ম্যানেজার মজিবুর রহমান ও এরিয়া ম্যানেজার এস এম গফুর উদ্দিন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ।

বৃক্ষপরাপণ কর্মসূচীর উদ্বোধন শেষে গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ যোনের জোনাল ম্যানেজার মজিবুর রহমান বলেন, বর্তমান পরিবেশের এই সংকটকালীন সময়ে বৃক্ষরোপণ এর বিকল্প কিছু নাই। সারা দেশকে একটি বাসযোগ্য পরিবেশ এর আওতায় আনতে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

তিনি সদস্যদের উদ্দ্যেশে বলেন, আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেন ঠিক একইভাবে আপনাদের এই গাছকে পরিচর্যা করতে হবে তাহলে আপনার দুর্দিনের সঙ্গী হয়ে দাঁড়াবে ।

অনুষ্ঠানে মহারাজপুর শাখার সেকেন্ড ম্যানেজার তরিকুল ইসলাম বলেন আমাদের এই পরিবেশের দুর্দিনে গাছের কোন বিকল্প নাই তাই বেশী বেশী করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। এই সময় বিষয়খালী শাখার কর্মরত সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া বেড়বাড়ি গ্রামের ৪৮ নং শাখায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের উদ্দ্যেশে ১মিনিট নিরাবতা পালন করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।




দামুড়হুদায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক,যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মামুন অর রশিদ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হেলেনা আক্তার নিপা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দর্শনা বিজিবি (বিওপি)কমান্ডার শহিদুল ইসলাম,মুন্সিপুর বিজিবি (বিওপি) কমান্ডার মিজানুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ নিজাম উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দামুড়হুদা উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া,চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিংও আইনশৃংখলা বিষয়ে গুরুত্ব আরোপ করেন।বিশেষ করে দামুড়হুদা বাসস্ট্যান্ডের বটগাছের নিচে অবৈধভাবে গড়েওঠা দোকানগুলোর কারণে যে যানজট সৃষ্টি হয়, এই যানজট কিভাবে নিরসন হয় এবিষয়ে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তুলে ধরেন।

এসময় ইউএনও রোকসানা মিতা বক্তব্য বলেন, বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে যে যানজট সৃষ্টি হয়, সেজন্য তাৎক্ষনিকভাবে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীরকে বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন।মাসিক সভা শেষে মডেল থানার ওসি আলমগীর কবির সরোজমিনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন ও অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেন।




এসএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসংখ্যা

৫০

পদের নাম

কাস্টমার সার্ভিস এসিস্টেন্ট (লোডার)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৪ বছর। বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ২৪ বছর। উচ্চতাঃ সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নীলফামারী, বরিশাল, যশোর, রাজশাহী, সিলেট।

বেতন

জয়েনিং : ১৪,৫০০-১৬,০০০/- প্রতি মাস।

কোম্পানির সুযোগ সুবিধাদি

প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইন্স্যুরেন্স, সাপ্তাহিক দুইদিন ছুটি। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ১,৫০০/- টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ। উৎসব ভাতাঃ প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৪ সেপ্টেম্বর ২০২৩ ।

সূত্র : বিডিজবস