মেহেরপুরে পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

শারদীয় দূর্গা উৎসবে মেহেরপুর জেলার ৩৮ টি পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

আজ (৭ অক্টোবর) সোমবার ১০টায় সময় মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিস কার্যালয় থেকে জানা গেছে, মেহেরপুর জেলার ৩৮টি পূজা মন্ডপের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৪ টি মন্ডপে ৬৪ জন পুরুষ ২৮ জন মহিলা সহ ৯২ জন, মুজিবনগর উপজেলার ৭টি মন্ডপে ২৮ জন পুরুষ এবং ১৪ জন মহিলা সহ ৪২ জন, গাংনী উপজেলার ১৭ টি মন্ডপে ৭৪ জন পুরুষ ও ৩৪ জন মহিলা সহ ১০৮ জন ভিডিপি সদস্য তাদের দায়িত্ব পালন করবেন।

এ দিকে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং কালে এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুটেন্ট আব্দুল আল মামুন প্রমুখ।




মেহেরপুর বুড়িপোতা সীমান্তে প্রবাস ফেরৎ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবতী বুড়িপোতা গ্রামে এক প্রবাস ফেরৎ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি প্রতিপক্ষরা  মিরাজকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে।

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে গ্রামের একটি বাগানের একটি কাঠাল গাছ মেহেরপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবক মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

নিহতর মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় ছিলেন। এ সময় মিরাজের স্ত্রী সাবিনার সাথে আদম ব্যবসায়ী জিয়ার সাথে গোপন সম্পর্ক ছিলো। মিরাজ দেশে ফিরার আগে স্ত্রী সাবিনা কোন কিছু না জানিয়ে জিয়ার সাথে অন্যত্র চলে যায়। আমার ধারনা আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালন

“তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি” আলোচনা সভা ও র‍্যালির মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর)  সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে বিশ্ব বসতি দিবসের র‌্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়।

বিশ্ব বসতি দিবসের র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান এসময় তিনি বলেন বসতি দিবসে তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়িয়ে তুলতে তরুণদের একএে হবার আশা প্রকাশ করেন।

এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন তাদের বক্তব্যে বলেন তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়িয়ে তরুণদের সম্পৃক্ত করে উন্নত মানের একটি দেশ গড়ার কথা বলেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে গাজী মূয়ীদুর রহমান, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হাসেন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।




ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করেছে বিজিবি।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

গত রাতেই মহেশপুর ৫৮ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং একই দিনে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে।




আমঝুপিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০ টার দিকে আমঝুপিতে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গণসাক্ষরতা অভিযান (CAMPE) ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) যৌথ ভাবে এই সভার আয়োজন করে। মউকের হলরুমে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আসাদুল ইসলাম।

এ সময় মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম র্কমসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: আনিছুর রহমান, বাংলাদেশ সরকারি প্রথমিক শিক্ষক এ্যাসেসিয়েশন জেলা সভাপতি নাজমুল হক লিটন, সাধারন সম্পাদক মো: আসাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা।

আলোচনায় আরো অংশ গ্রহন করেন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছ নবী, হাজী আজগর আলী মাস্টার, সমাজসেবক আব্দুর রকিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মানবাধীকার কর্মী সাদ আহম্মেদ। অনুষ্ঠানের আগে একটি র‌্যালী আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।




ঝিনাইদহে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৪-২৫ এর আওতায় ঝিনাইদহে কাবাডি, দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা গতকাল রোববার বিকালে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আক্তার জাহানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, কোটচাঁদপুর উপজেলার ৬টি স্কুল দুটি প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।




কেন্দ্রীয় যুবলীগ নেতা জেমস স্বপন মল্লিক বাবু গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেমস স্বপন মল্লিক বাবুকে গ্রেফতার করেছে রাজধানীর সূত্রাপুর থানা পুলিশ।

আজ সোমবার বিকাল ৪টার দিকে সদরঘাট এলাকার নিজ অফিস তাকে গ্রেফতার করা হয়।

জেমস স্বপন মল্লিক বাবু মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ব্রজেন মল্লিকের ছেলে।




মেহেরপুরে ঋণ প্রদানের নামে অর্ধকোটি টাকা নিয়ে এনজিও লাপাত্তা

মেহেরপুরে ঋণ দেওয়ার নাম করে গ্রাহকের কাছ খেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সিডার’ ক্ষুদ্র ঋণ কমর্সূচি নামের খটি এনজিও।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর শহরের কুষ্টিয়া সড়কের দিঘীর পাড়া এলাকায় এনজিওটির অফিসে গ্রাহকরা ঋণ নিতে এসে দেখেন অফিস গুটিয়ে পালিয়েছে এনজিওর কর্মকর্তারা। সে সময় সেখানে কান্নায় ভেঙে পড়েন গ্রাহকরা।

মেহেরপুর সদর উপজেলার মদনা, গোপালপুর, শ্যামপুরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রাহক সংগ্রহ করে ঋণ দেওয়ার নামে ১০ শতাংশ করে জামানত সংগ্রহ করে সংস্থাটি। এনজিও সংস্থার মেহেরপুর শাখার ম্যানেজার হিসেবে গ্রাহকদের কাছে আশরাফুল আলম নামে জাতীয় পরিচয় পত্র প্রদান করেন। এমন প্রত্যারনার স্বীকার হয়েছেন তিন শতাধিক মানুষ।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে আব্দুল মতিন নামের একজনের কাছে থেকে বাড়ি ভাড়া নিয়ে তারা অফিসে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। হঠাৎ দুএকদিন আসা যাওয়া করেন তারা।

আজ সোমবার গ্রাহকদের ঋণ দেওয়ার দিনে তারা আসবাবপত্র নিয়ে উধাও হয়েছে। তবে তাদের কখনো কেউ দেখতে পাননি বলে জানিয়েছেন এলাকাবাসী। পরে বাড়ি মালিক এনজিও সাইনবোর্ড টি খুলে দেন।

এনজিওটির সদস্য নতুন মদনাডাঙ্গা গ্রামের সীমা খাতুন জানান, ৩ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে তার সাথে ১৮ হাজার টাকা নেওয়া হয়েছে। আজ সোমবার তার ঋণের ৩ লাখ টাকা দেওয়া কথা কিন্তু সকালে অফিসে এসে দেখতে পান অফিসে কেউ নেই। আসবাবপত্রও নেই।

তিনি বলেন, তার স্বামীকে গোপন করে তিনি এ টাকা দিয়েছেন। তার স্বামী জানতে পারলে তাকে বাড়িতে উঠতে দেবে না। এখন পথে বসা ছাড়া উপায় নেই।

একই গ্রামের হেলাল জানান, তার সাথেও ৩ লাখ ঋণ নেওয়ার কথা বলে ১৮ হাজার নেওয়া হয়েছে, নাজমা খাতুন, হাফিদজুল ইসলাম সহ মদনাডাঙ্গা গ্রাম থেকে ৯ জন দিয়েছেন ১ লাখ টাকা। এসময় তাদের কাছে সংস্থাটি পাসবই দেয় বলে জানান তারা।

কুতুরপুর গ্রামের সাজেদা খাতুন এক লাখ ঋণ পাবেন বলে দিয়েছেন ১০ হাজার টাকা, মর্জিনা খাতুন দিয়েছেন ৫ হাজার টাকা, হিরা খাতুন ৭ হাজার, আনোয়ার হোসেন ৭ হাজার টাকা। শ্যমপুরের ভ্যান চালক মাসুম হোসেন ২ লাখ টাকা ঋণ পাবেন বলে দিয়েছেন ১২ হাজার। ঋণ নিতে এসে অফিস উধাওয়ের খবর পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এছাড়াও সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে গ্রাহকরা এসে অফিসে কাউকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সেখানে অবস্থান নেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের শান্ত করেন। এবং এনজিও কর্মকর্তাকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গ্রাহকদের আশ্বাস দেন।

তবে জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের ফজলে রাব্বী বলেন, “সিডার নামের কোন এনজিওর অনুমোদন মেহেরপুরে নেই। এক ধরণের প্রতারকরা নাম সর্বস্ব এনজিও খুলে মানুষের কাছে থেকে টাকা লগ্নি করে উধাও হচ্ছে। এদের থেকে সচেতন থাকতে হবে। তাদের কাছে টাকা দেওয়ার আগে অবশ্যই তাদের কাগজপত্র যাচাই করে নিতে হবে”।

এছাড়া জেলা সমবায় অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ‍ সিডার ফাউন্ডেশন নামের কোন প্রতিষ্ঠানের নিবন্ধন তাদের দপ্তরেও নেই।

বাড়ির মালিক আব্দুল মতিন জানান, কয়েক দিন আগে সিডার এনজিও সংস্থার মেহেরপুর শাখার ম্যানেজার হিসেবে আশরাফুল আলম নামে একজন ১৪ হাজার টাকা মাসিক ভাড়া চুক্তিতে বাসা ভাড়া নেন। ১০ অক্টোবর থেকে আনুষ্ঠিক ভাবে কাষক্রম শুরু করার কথা থাকলেও শনিবার থেকে এনজিও ম্যানেজারের ফোন বন্ধ পান। পরে বাড়ির সামনে গ্রাহকদের ভিড় জমতে দেখেন। বাসা ভাড়ার সময় একটি জাতীয় পরিচয় পত্র প্রদান করেন তারা।




৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ

দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান-জিৎ। আসছে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে।

সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ-লায়নের হবে কঠিন লড়াই।

২০১৬ সালের ঈদে ‘শিকারী’ ও ‘বাদশাহ’ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।

সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে ‘বরবাদ’। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসবো।

‘বরবাদে’ শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু ‘লায়নে’ জিৎয়ের নায়িকা কে হবে সেটির ঘোষণা দেননি পরিচালক রাফী। তিনি বলেন, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।

‘প্রিয়তমা’ ও ‘তুফানে’র সাফল্যে শাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিৎয়ের সময় কিছুটা খারাপ যাচ্ছে।

সিনেমাপ্রেমীরা বলছেন, ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফীকে বেছে নিয়েছেন জিৎ। শাকিব-জিৎয়ের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই।

সূত্র: ইত্তেফাক




বাফুফে নির্বাচনের ডামাডোল শুরু, তফসিল ঘোষণা

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সোমবার (৭ অক্টোবর) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। মোট ২১টি পদে নির্বাচন হবে এবার। সভাপতি ১ জন, সিনিয়র সভাপতি ১ জন, সহ সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

তফশিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।

সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২-৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা ১৩৩।

সূত্র: ইত্তেফাক