মেহেরপুরের বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতা মান্নানের গণসংযোগ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

শনিবার উপজেলার দারিয়াপুর, আনন্দবাস, বাগোয়ান, রতনপুর ,সদর উপজেলার আমদহ ইউনিয়নের ভবানন্দপুর, আরশাফপুর গ্রামে গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা ও শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও নৌকা মার্কার ভোট প্রাথনা করেন। গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোস্তাফিজ বাবুল।




দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

দামুড়হুদা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধা নিখোঁজের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের কাজে ব্যস্ত রয়েছে।

স্থানীয়রা ও পরিবারের স্বজনরা জানান আজ শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর মালিতা পাড়ার জুবান মন্ডলের স্ত্রী জায়েদা খাতুন (৬৫) প্রতিদিনের ন্যায় বাড়ির পাশেই মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে ডুবদিয়ে গোসল করার সময় নিখোঁজ হন জায়েদা।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এবিষয়ে দর্শনা ফারার সার্ভিসের ফায়ার ফাইটার জিয়াউর রহমান বলেন, আমরা খবর শোনার পরপরই আমাদের একটি দলসহ স্থানীয় লোকজন প্রায় তিন ঘন্টা চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।

আমরা খুলনা থেকে ভুবুরি আসার জন্য বলেছি, ইতিমধ্যেই তারা রওনা হয়েছে। ডুবুরির দল এসে কাজ শুরু করলে অবশ্যই আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হবো। শেষ খবর সাড়ে ৩ ঘন্টায়ও মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।




মেহেরপুুরের নতুনপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ প‌রিদর্শনে মেয়র

মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

নতুন পাড়া মসজিদের পাশ দিয়ে ও মহিলা কাউন্সিলর শারমিন পারভীনের বাড়ির সামনে দিয়ে আধুনিক মডেলের রাস্তা-ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

শনিবার (১২ আগষ্ট) দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ কাজ পরিদর্শন করেন।

এসময় পৌরসভার প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, চার,পাঁচ,ছয় নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন পারভিন, মোঃ শাহজাহানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।




সমস্যায় পড়লে ফেসবুক থেকে সহায়তা পাবেন

ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কারও আবার ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হয়ে যায়। এসব সমস্যা সমাধানের জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বেশ কিছু অফিশিয়াল মাধ্যম রয়েছে। ফেসবুকের কারিগরি সহায়তা নেওয়ার মাধ্যমগুলো দেখে নেওয়া যাক—

হেল্প সেন্টার
বিভিন্ন সমস্যার সমাধানের দিকনির্দেশনা দিতে হেল্প সেন্টার রয়েছে ফেসবুকের। হেল্প সেন্টারে ফেসবুকের বিভিন্ন সুবিধা ব্যবহারের কৌশল জানার পাশাপাশি সমস্যা সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাবে। সমস্যার ধরন বুঝে প্রশ্ন নির্বাচন করলেই সে বিষয়ের সমাধান জানিয়ে থাকে হেল্প সেন্টারটি। ফলে ব্যবহারকারীরা নিজেরাই সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে পারেন। হেল্প সেন্টার চালুর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাব নির্বাচন করতে হবে। এরপর ‘হেল্প সেন্টার’ নির্বাচন করলে নতুন একটি পেজে ‘হাউ ক্যান উই হেল্প ইউ?’ অপশন পাওয়া যাবে। এরপর নিচে থাকা সার্চ বারে সমস্যার ধরন লিখলেই সে বিষয়ের সমাধান জানা যাবে।

সাপোর্ট ইনবক্স
কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে অভিযোগ করার পর সেটির অবস্থা জানার জন্য সাপোর্ট ইনবক্স সুবিধা রয়েছে ফেসবুকের। সাপোর্ট ইনবক্স সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘সাপোর্ট ইনবক্স’ ট্যাবে ক্লিক করলেই ‘রিপোর্ট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করলে আপনার করা অভিযোগের বিষয়ে ফেসবুক কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যাবে। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করলে, সে তথ্য জানা যাবে ‘ইউর অ্যালার্টস’ অপশনে।

ই–মেইলে যোগাযোগ
সমস্যা সমাধানে সরাসরি ই–মেইলের মাধ্যমেও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য বেশ কিছু ই–মেইল ঠিকানাও রয়েছে ফেসবুকের। সাধারণ যেকোনো সমস্যার জন্য support@fb.com, সংবাদ জানার জন্য press@fb.com, ফিশিং হামলার বিরুদ্ধে অভিযোগ করার জন্য phish@fb.com এবং সাইবার নিপীড়ন করলে abuse@fb.com ঠিকানায় যোগাযোগ করতে হবে।

সূত্র: গ্যাজেটস নাউ




গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে বজ্রপাতে জাব্বারুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

নিহত জাব্বারুল ইসলাম গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আব্দাল হকের ছেলে।

আজ শনিবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বাথানপাড়া মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক জাব্বারুল ইসলাম বাথানপাড়া মাঠে ধান লাগিয়ে বাড়ি ফিরছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে সে আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আশিকুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।




সাংবাদিকতায় আন্ত:প্রাণ মফিজুল; তথ্যের সন্ধানে ছুটে চলেছেন দেশ থেকে বিদেশে

১৯৮৯ সালের ১ জুলাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের নওপাড়া গ্রামে মফিজুল সাদিকের জন্ম। ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক পড়ার সময় অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজডটকমে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে। সেখানে ২০১৬ সালে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে পদোন্নতি পান। সাংবাদিকতার শুরু থেকেই অর্থনীতি বিটে কাজ করছেন। প্রতিবেদন করছেন পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-সহ আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয়ে। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে। ২০২১ সালের অক্টোবরে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন জাগোনিউজ২৪.কমে।

পরিবারের সবাই কৃষিকাজে ওতপ্রোতভাবে জড়িত, ব্যতিক্রম মো. মফিজুল ইসলাম, সাংবাদিক সমাজে মফিজুল সাদিক নামে পরিচিত। গ্রাম থেকে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান শহরে। ছোট বেলা থেকেই লেখালেখি হাতে খড়ি ছিল। তিনি বেছে নিলেন সাংবাদিকতা পেশা। বাবা-মা, ভাই-বোন সবাই তাকে বোঝাতে চেষ্টা করলেন সাংবাদিকতা পেশার ভবিষ্যৎ নেই, সরকারি চাকরি কর্াে। কিন্তু তিনি মনের গভীরে লুকিয়ে ছিলো সাংবাদিকতা পেশার প্রতি অগাধ ভালোবাসা। সে কারণে তিনি বেছে নিলেন সাংবাদিকতা পেশা।

ঢাকা কলেজে ভুলোগ ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্স করা অবস্থায় সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ নেন মফিজুল সাদিক। এর পরে প্রথমে শীর্ষ নিউজ অনলাইন নিউজপোর্টালে চাকরি জীবন শুরু করেন ২০০৯ সালের শেষার্ধে। সেখানে গিয়ে পর্যায়ক্রমে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন তিনি। এরপর যোগ দেন বাংলানিউজ২৪.কমে। অর্থনৈতিক বিটে কাজ করার দায়িত্ব পান। সেখানে তিনি একের পর এক আলোচিত রিপোর্ট করে আলোচনায় আসেন। বিশেষ করে অর্থনৈতিক বিটের সিনিয়র রিপোর্টারদের দৃষ্টিতে আসেন মফিজুল সাদিক। দেশের আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রকাশিত শাহিন হাওলাদারের অনুসন্ধানী প্রতিবেনগুলো সর্বমহলে প্রশংশিত হয়। অর্থমন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনসহ অর্থনৈতিক সেক্টরের এসব নিউজ মফিজুল সাদিককে ব্যাপক পরিচিত করে তোলে।

এরই মধ্যে বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের অনন্য সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিট‘র সদস্য পদ অর্জন করেন তিনি। সর্বশেষ তিনি ভালো বেতন-ভাতা ও সুযোগ সুবিধার অফার পেয়ে জাগোনিউজ২৪.কমে যোগ দেন তিনি। পেশাদার অনলাইন গণমাধ্যম হিসেবে জাগোনিউজ প্রথম সারিতে। এই পোর্টালেও বেশ কিছু আলোচিত রিপোর্ট করেন তিনি। সংবাদ অনুসন্ধানের জন্য কখনও পল্লী গ্রাম থেকে শুরু করে ছুটে গেছেন মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে। আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের সম্মেলনের নিউজ কভার করার দায়িত্বও পান তিনি।

একান্ত আলাপাচারিতায় সাংবাদিক মফিজুল সাদিক বলেন, সাংবাদিকতায় আমার ধ্যান ও জ্ঞন। যুক্তরাজ্যে অনুষ্ঠিত কপ২৬ সম্মেলন থেকে শুরু করে, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার নিউজ কাভার করেছি। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভাও কাভার করেছি। তথ্যের জন্য কখনও গ্রাম থেকে ছুটে গেছি সভা ও সমাবেশে।

শিক্ষাজীবন
সাংবাদিক মফিজুল সাদিক ২০০৪ সালে মেহেরপুর জেলার গাংণী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৬ সালে বিএন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। এরপর ঢাকা কলেজ থেকে ভুগোল ও পরিবেশ বিজ্ঞানে অনার্স এবং ঢাকা কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কৃতজ্ঞতা
সাংবাদিক মফিজুল সাদিক তাঁর কর্মজীবনের এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




চুয়াডাঙ্গায় রেল বাজার ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গায় রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার সময় শহরের একাডেমি মোড়ে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। এই ফ্লাইওভার নির্মাণ শেষ হলে চুয়াডাঙ্গার দৃশ্য পাল্টে যাবে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বিশ্বাসী।আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ আবারো আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপি এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান দিবে বাংলার জনগণ।

ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম। ৪১৯ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থ্যের ওভারপাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ১১ লাখ ৭ হাজার টাকা। ওভারপাসে সর্বমোট ১৩ টি স্প্যান থাকবে। আগামী ২০২৪ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ঢাকার বনানীর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।




রজনীকান্তের ‘জেলার’ মুক্তির প্রথম দিনে আয় ১০০ কোটি

টানা দুই বছর পর বড়পর্দায় মুক্তি পেয়েছে ভারতের আইকনিক অভিনেতা রজনীকান্তের সিনেমা জেলার। মুক্তির পর থেকেই রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে সিনেমাটি। ১০ আগস্ট মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করে নিয়েছে রজনীকান্তের ‘জেলার’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা ভারতের দক্ষিণ ও বিদেশের বাজারে ‘জেলার’-এর প্রথম দিনের বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করেছেন। তার মতে, তামিল এই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় অতিক্রম করেছে।

রমেশ বালা টুইটারে একটি টুইট শেয়ার করেছেন, যাতে লেখা ছিল, ‘জেলার ১০০ কোটি রুপি মার্ক অতিক্রম করেছে। এটি সুপারস্টার রজনীকান্তর জন্য ১১তম চলচ্চিত্র, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

এদিকে জানা যায়, দ্বিতীয় দিনের জন্যও সলিড বুকিং রয়েছে সিনেমাটির।’ রমেশ বালা জেলারের আন্তর্জাতিক আয়ের পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, ‘জেলার বিশ্বব্যাপী এক দিনে তামিলনাড়ুতে ২৬ কোটি রুপি, কেরালা ৫.৮৫ কোটি রুপি, কর্ণাটক ১১.৮৫ কোটি, তেলুগু রাজ্যগুলোতে ১২ কোটি, ভারতের অন্যান্য মার্কেটে তিন কোটি রুপি ও বিদেশি বাজারে ৪০ কোটি রুপি তুলে নিয়েছে। মোট ৯৮.৭০ কোটি রুপি।’

তবে আন্তর্জাতিক কিছু মার্কেটের আয়ের হিসাব এখনো বাকি রয়েছে। অর্থাৎ ১০০ কোটির ক্লাবে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে সিনেমাটি।

‘জেলার’ মুক্তি উপলক্ষে দুই দিনের ছুটি দিয়েছে চেন্নাই-বেঙ্গালুরুর বেশির ভাগ অফিস। এর আগে রজনীকান্ত সবাইকে কথা দিয়েছিলেন এইসিনেমায় তিনি সেরা অ্যাকশন প্যাক বিনোদন দিতে চলেছেন। তাই হল। ছবি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহে জনজোয়ার। শুধু দেশ নয়, বিদেশেও চলছে রজনীকান্তর দাপট।

নেলসনের পরিচালনায় জেলার’ সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, ও জ্যাকি শ্রফ।




রেকর্ড গড়া দামে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন

অবশেষে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন হ্যারি কেইন। জার্মান লিগের ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ইংলিশ এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে বাভারিয়ানরা। আগেই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। শনিবার (১২ আগস্ট) আনুষ্ঠানিক ঘোষণা দেয় জার্মান ক্লাবটি।

৪ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কেইন। ক্লাবটিতে ৯ নম্বর জার্সি গায়ে খেলবেন তিনি। চুক্তির ঘোষণা দিয়ে বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে পোস্ট করেছে। সেখানে কেইনের হাতে জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। পোস্টে লিখেছেন, ‘হ্যারি কেইন এখন বায়ার্ন মিউনিখের খেলেয়াড়।’

চুক্তি শেষে এক ভিডিও বার্তায় বায়ার্ন ভক্তদের কেইন বলেছেন, ‘তোমাদের গর্বিত করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আশা করছি তোমাদের অনেক সেরা মুহূর্ত দিতে পারবো, যার স্মৃতি হবে অমলিন। এখন থেকে আমি তোমাদের।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সিপিবি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ‘উদ্যোগে এক কর্মী সমাবেশ মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডে পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন।

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কাননের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডঃ মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মহাম্মদ আলী, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

সভায় বক্তারা নির্দলীয় নিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালানোর অঙ্গিকার করেন। সেই সাথে জণগণকে সাথে নিয়ে বিকল্প বাম শক্তি গড়ে তুলে আন্দোলন-সংগ্রাম জোরদার করার জন্য মতামত ব্যক্ত করেন।