গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পরিচিত সভা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাংনী পৌর ও উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ আগষ্ট ) সকাল ১০ টার দিকে গাংনী সরকারি ডিগ্রী কলেজের হলরুমে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা কমিটির সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের গাংনী উপজেলা শাখার হাজী শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ সভাপতি শহিদুল ইসলাম শাহ, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের সভাপতি ইয়াসিন রেজা, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া আল্পনা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ লিংকন প্রমুখ।
পরিচিতি সভায় উপজেলা ও পৌর কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে গাংনী উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী পৌর কমিটির সভাপতি একরামুল হক ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল সহ কমিটির সকল সদস্যদের পরিচিতি করা হয়।




অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখ আবারও আটক

অনেক ধড়পাকড়ের পরও এখনো সক্রিয় রয়েছে অনলাইন জুয়ার এজেন্টরা। নতুন করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে আবারও আটক করার পর থেকে বিষয়টি আবার সামেেন এসেছে।

গতকাল শুক্রবার ভোরের দিকে তাকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও চ্যানেলসহ আটক করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার সময় থেকে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি বড় টিমি তার বাড়িতে অভিযান শুরু করে। আটক বিজয় শেখ শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে।

গ্রেফতারকালে আসামীর নিকট হতে স্টেনলি মেইন, ওয়ান এক্স বেট নামক অনলাইন জুয়া চ্যানেল ও এজেন্ট সীমসহ ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

১০ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক অনলাইন জুয়াসহ অনলাইনের মাধ্যমে সকল অবৈধ লেনদেন প্রতিরোধে সরকার জিরো টলারেন্সে উল্লেখ করে সকল গণমাধ্যমকে বিবৃতি দিয়েছে। অনলাইন জুয়া নিয়ে পুনরায় মেহেরপুর প্রতিনিদিনের অনুসন্ধান শুরু হয়েছে। ধারাবাহিকভাবে অনলাইন জুয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার এজেন্ট বদরুদ্দোজা রয়েলকে আটক করা হয়েছিলো গত বছরের ২৪ আগষ্ট। রয়েল পুলিশের কাছে বিজয় শেখসহ ১৫ জনের নাম করে একটি স্বীকারোক্তি দিয়েছিলো। সেই স্বীকারোক্তী অনুযায়ী তদন্তে বিজয় শেখের সম্পৃক্ততার সত্যতা মেলে। গত ৭ জুন তাকে প্রথম বার আটক করা হয়। কিছুদিন হাজত বাস করার পরসে পুনরায় অনলাইন জুয়ার কার্ক্রম চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যায়।

উল্লেখ্য, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিনই কোটি কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাহিরে। এতে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বিপথে যাচ্ছেন তরুণ ও যুবকরা। পুলিশের তথ্যমতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক তরুণ যুবক এই অনলাইন জুয়ার সাথে জড়িত। তারা অনলাইন জুয়ার মাধ্যমে নিজেরা কোটি পতি হয়েছে। আর অপরদিকে সর্বশান্ত হচ্ছে সাধারণ তরুণ যুবকরা। পুলিশ গত কয়েক মাসে প্রায় অর্ধশত অনলাইন জুয়ার এজেন্ট আটক করেছে।

গোয়েন্দা সংসস্থার মতে, মেহেরপুর জেলাতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছেনা অনলাইন জুয়ার। রাতারাতিই কোটিপতি বনে যাচ্ছেন অনেকে। জুয়াড়িরা বিভিন্ন অ্যাপস ও সাইট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন গেমিং বেটিং বা বাজি খেলার সাইটে জুয়ায় মেতে উঠেছে। বিট কয়েন বা ডিজিটাল মুদ্রার (ক্রিপ্টোকারেনসি) মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হয়। অবৈধ পন্থায় ডিজিটাল মুদ্রা কেনাবেচার লেনদেনে দুই বছরে বছরে প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে অনুমান করছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে এই টাকা পাচার হয়েছে বলে জানান সংস্থ্যাগুলো। রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত।




দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবীরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর কবীর।

দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজলের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সফিউল আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, অর্থ সম্পাদক আহাদ আলী মোল্লা, নির্বাহী সদস্য আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব সদস্য তাছির আহমেদ, মোজাম্মেল শিশির, খালেকুজ্জামান, রশেদুল ইসলাম, সালেকিন মিয়া সাগর, এসএম সুজন, রাসেল আহমেদ, রকিবুল হাসান তোতা, মশিউর রহমান তুষার সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক আশাবুল হক, মখলেছুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতেই দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেয়া হয়।

মতবিনিময় সভায় (ওসি) মো আলমগীর কবীর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখেন সাংবাদিকরা। দামুড়হুদা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি এই সংগঠনের সকল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যেন তাদের লেখেনির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠন ক্ষতিগ্রস্থ না হয়। আপনারা সংবাদ পরিবেশের আগে তথ্যের সত্যতা যাচায়-বাছায় করে সংবাদ পরিবেশের করবেন।

তিনি আরও বলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখেনির মাধ্যমে যেন রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বহুল প্রচারিত হয়। আপনারা থানা এলাকার যে কোনো ধরণের আপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলেই আমাকে জানাবেন। আমি সেই তথ্যের হাঁড়ির খবর খুঁজে বের করে আপরাধ দমনে আইনগত ব্যবস্থা নেবো।




দামুড়হুদা বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন বাঘাডাঙ্গা গ্রামের ইব্রাহিম হালসোনার ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১ টার দিকে নিজ বাস ভবণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনী, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই শুক্রবার বেলা ৫ টা ৪৫ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিনের নিজ বাড়ি প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সজল কুমার দাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন শফিউল আলমসহ পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন করা হয়।




আলমডাঙ্গার মুন্সীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ যুবক আটক

আলমডাঙ্গার মুন্সীগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ গড়চাপড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকৃত মাদক ব্যবসায়ী হলেন- জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে দুদু (১৯)।

পুলিশ জানায়, উপজলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের দুদু নামের এক যুবক দীর্ঘদিন মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশের আইসি উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় মুন্সিগঞ্জ অঘোরনাথ মোড়ের ওয়াপদা নিকট থেকে গড়চাপড়া গ্রামের দুদুকে আটক করে পুলিশ। তার শরীর তল্লাশী করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। আজ শনিবার সংশ্লিষ্ট মামলায় কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠাবে পুলিশ।




দামুড়হুদার জয়রামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ বিঘা চিচিঙ্গা গাছ কেটে দেওয়ার অভিযোগ

দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আলমগীরের জয়রামপুর মাঠে চাষ করা ফলন্ত ২ বিঘা জমির চিচিঙ্গা গাছ পূর্ব শত্রুতার জের ধরে জয়রামপুর গ্রামের সেলিম, রোকন ও মতি হুজুর কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ চিচিঙ্গা গাছ কাটার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে দামুড়হুদা মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে আলমগীর বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে।

ঘটনার বিবরণে জানা যায়, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত কাদের আলি ছেলে আলমগীর হোসেন জয়রামপুর গ্রামের সলেমান মল্লিকের ছেলে আজিবার এর নিকট হইতে মেয়াদী হিসাবে গ্রহণ করিয়া ৪বিঘা চিচিঙ্গা চাষাবাদ করে আসছে।

চিচিঙ্গা ধরার পর থেকেই জয়রামপুর গ্রামের মহিরের ছেলে সেলিমের নিকট বিক্রয় করে। গত বৃহস্পতিবার চিচিঙ্গা বিক্রয় করা নিয়ে আলমগীর ও সেলিম এর সাথে কথাকাটাকাটি হয়। তখন সেলিম বলে তোর দেখে নিবো। পরে আজ শুক্রবার সকালে চিচিঙ্গার জমিতে এসে দেখে ২ বিঘা চিচিঙ্গা গাছ কেটে দিয়েছে। এতে আমলগীরের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।

পরে দামুড়হুদা মডেল থানায় আলমগীর বাদি হয়ে জয়রামপুর গ্রামের মহির ছেলে সেলিম,সেলিমের ছেলে রোকন ও মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে মতি হুজুর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে আলমগীর বলেন, আমি একজন চাষী মানুষ। দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামস্থ আজিবরের এর নিকট হইতে ৪ বিঘা জমি মেয়াদী হিসাবে গ্রহণ করিয়া চাষাবাদ করিয়া আসিতেছি। গত ইং ১০/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময়ে আমি চিচিঙ্গে তুলে নিয়ে গিয়ে সেলিমের নিকট জিজ্ঞাসাবাদ করি যে, আপনি কত করে দাম দেবেন তখন সে বলে আমি ০৫/- টাকা করে কেজি দিবো। দর কসাকসির এক পর্যায় দাম সঠিক না পাওয়ায় আমি অন্যত্র এক ব্যাপারির কাছে ১৬ টাকা দরে বিক্রয় করে দিই। এ সময়ে সে ক্ষিপ্ত হইয়া আমার চিচেঙ্গের কার্টুনে লাথি মারে এবং আমাকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে এবং আমাকে হুমকি প্রদান করে যে তোকে দেখে নেবো এবং তোর যে কি ক্ষতি করিবো তুই বুঝতেও পারবি না। তারই জের ধরে গত ইং ১০/০৮/২০২৩ তারিখে সন্ধ্যার পর হইতে অদ্য ইং ১১/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময়ের মধ্যে যে কোন সময়ে উক্ত বিবাদীগণ যোগসাজসে আমার ০৪ বিঘা জমির চিচিঙ্গে ক্ষেতের মধ্যে ০২ বিঘা জমির চিচিঙ্গে ক্ষেত কর্তন করিয়া ব্যাপক ক্ষয়-ক্ষতি করিয়াছে।

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এস আই তোবারক সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওসি স্যারের নির্দেশক্রমে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহন করা হবে।




দর্শনায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দর্শনায় ১৫ই আগস্ট শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাত আটটায় দর্শনা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।

দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।

তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বসবাস করছি। বাঙালি জাতির মুক্তিদাতা জাতির জনক কে ১৫ আগস্ট সপরিবারে হত্যার মধ্য দিয়ে এদেশের কলঙ্কিত সন্তানেরা সৃষ্টি করেছিল এক কালো অধ্যায়ের। আমরা জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এই উন্নয়নকে ধরে রাখতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে এজন্যে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। একটি কথা মনে রাখতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে ঐক্কের কোন বিকল্প নেই।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু,দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালি মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম , দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল আলম, আ.লীগ নেতা দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ফরজ মল্লিক, আ’লীগ নেতা জয়নাল আবেদীন নফর, সোলায়মান কবির, ফয়সাল আহম্মেদ, হাজী হায়দার আলী, হাবিবুর রহমান, দাউদ হোসেন, হবি, সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু, খালিদ হোসেন মিঠু।




দামুড়হুদায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার বিকেলে উপজেলার ডাকবাংলোর সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তম আলী, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু,পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম,জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, নাটুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক।এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




দর্শনা সীমান্তে পুলিশ বিজিবি অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ২

দর্শনায় পুলিশ, বিজিবি পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকসহ আটক করেছে ২ জনকে। আটককৃত ২ জনের মধ্যে দর্শনা জয়নগরের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (২৪)ও ভারতের মালদা,পশ্চিমবঙ্গ জেলার হবিবপুর থানার কোটালপুর গ্রামের নগেন বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস(৪৪) কে আটক করে।

জানাযায় শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহ’র নেতৃত্বে অভিযান চালায় ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়ার লাভলুর বাড়িতে। এ সময় দর্শনা থানার এসআই শামিম রেজা, এএসআই মারুফুল ইসলাম, এএসআই মামুনুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাভলু হোসেনের ভাড়াটিয়া বাড়ির সোহেল রানার উত্তর দুয়ারী বসত ঘরের মধ্যে থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এস আই শামীম রেজা বাদি হয়ে সোহেল রানা বিরুদ্ধে মামলাসহ চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করেছে। অপরদিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রী কাছ থেকে বাংলাদেশের প্রবেশ করার সময় অবৈধ মাদকদ্রব্য ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক বোতল ভারতীয় মদ এবং ভারতীয় প্রসাধনীসহ ভারতের মালদা,পশ্চিমবঙ্গ জেলার হবিবপুর থানার কোটালপুর গ্রামের নগেন বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস(৪৪),কে আটক করে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ভারতের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন গেদে চেকপোস্টের মাধ্যমে দর্শনা জয়নগর চেকপোষ্ট পৌছালে ৬ বিজিবির দর্শনা আইসিপি বিজিবির সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে। পরে বিজিবির সদস্যরা ব্যাগ তল্লাশি করে ৫৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক বোতল ভারতীয় মদ এবং ভারতীয় প্রসাধনীসহ তাকে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিককে বিজিবি মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করে।

আজ দুজনকে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ সাকিবকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিবের নেতৃত্বে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

এর আগে গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই নতুন অধিনায়ক খুঁজছিল বিসিবি। অধিনায়ক ইস্যুতে গত ৮ আগস্ট পরিচালকদের জরুরি সভাও ডাকা হয়। তবে অধিনায়ক ঠিক করা ছাড়াই সে সভা শেষ হয়।

সূত্র: ইত্তেফাক