টিকটকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি করা যায়। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরি করে টিকটকে পোস্ট করছেন অনেকেই। বিষয়টি অজানা নয় টিকটকের কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও আলাদাভাবে চেনার সুযোগ দিতে ভিডিওতে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শন বাধ্যতামূলক করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

নতুন এ নিয়মের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ভিডিও তৈরি করলেই বাধ্যতামূলকভাবে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শন করতে হবে নির্মাতাদের। ফলে অন্য ব্যবহারকারী জানতে পারবেন ভিডিওর বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। গুজব বা ভুল তথ্য যাতে না ছড়ায়, এ জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। লেবেল প্রদর্শন না করলে ভিডিও মুছে ফেলা হবে। ফলে নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভিডিও টিকটকে প্রকাশ করতে পারবেন না।

টিকটকের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা ভিডিও আপলোডের সময়ই লেবেল যুক্ত করতে হবে। এ জন্য বাড়তি কষ্ট করতে হবে না নির্মাতাদের। ভিডিও আপলোডের সময় ‘মোর অপশনস’ থেকে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেটি ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে।

উল্লেখ্য, ভুল তথ্য ছড়ানো ঠেকাতে ২০২০ সালে ভুয়া বা ডিপফেক ভিডিও নিষিদ্ধ করেছে টিকটক। শুধু তা–ই নয়, বিভিন্ন সময়ে ডিপফেক ভিডিও মুছেও ফেলেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শনের নিয়ম চালুর মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও সম্পর্কে জানতে পারবেন। ফলে ভুল তথ্য প্রচার হবে না।

সূত্র: ম্যাশেবল




মেহেরপুরের ১৩ জঙ্গি সদস্য এটিইউ’র হেফাজতে

মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার ৩টি পরিবারের শিশু ও নারীসহ ১৩ জনকে জঙ্গি সন্দেহে পুলিশের এনটি টেরিরিজম ইউনিটের (এটিইউ) একটি টিম তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তারা সকলেই নিষিদ্ধ সংগঠণ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে একজন নিরুদ্দেশ হয়েছেন। তবে ৫ শিশূকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

গত ২ আগষ্ট দিবাগত রাতে শহরের শিশু বাগানপাড়া এলাকার ইদ্রিস আলী মিস্ত্রির ছেলে স্ট্রিট ফুড বিক্রেতা আনোয়ার হোসেনকে (৩০) তার বাড়ি থেকে আইনশৃংখলা রক্ষাকারীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।

আনোয়ার হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রতিবেশি সেন্টু হোসেন ও পলাশ পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ার সময় মেহেরপুর সার্কিট হাউসসহ বিভিন্ন স্থানথেকে তাদের আটক করেছে বলে পলাশের পরিবারের লোকজন জানিয়েছেন।

তারা হলেন- শিশু বাগানপাড়ার কিতাব আলীর ছেলে সেন্টু হোসেন (২৮), তার স্ত্রী দিলরুবা খাতুন (২৫), ছেলে লাসিন ও হুজাইফা, একই পাড়ার রিকসা চালক পলাশ (৫৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (৪৮), মেয়ে ফারহানা, প্রিয়া খাতুন, জামাতা ঝন্টু মিয়া, ছেলে ফরহাদ হোসেন, ফয়সাল হোসেন, নাতি বুখারি হোসেন, পলাশের আরেক মিনারুল ইসলাম, নাতনি মিতা খাতুন, রিতা খাতুন ও শাহিনুর।

এদিকে, ঘটনার পর থেকে নিরুদ্দেশ হয়েছেন একই পাড়ার মাংস বিক্রেতা রফিকুল ইসলামের ছেলে রকিব মোল্লা ওরফে মুজাহিদ (৩০)।

এদের মধ্যে বুখারি, ফয়সাল, মিতা, লাসিন ও হুজাইফা শিশু হওয়ায় গত মঙ্গলবার মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাধ্যমে তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে ফেরৎ দেওয়া হয়েছে।

তবে, নাম প্রকাশ না করার শর্তে তাদের এক প্রতিবেশী বলেছেন, আটকরা সকলেই জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সক্রিয় সদস্য ছিলেন। পুলিশের কাছে এই তালিকায় ১৮ জনের নাম আছে বলেও জানান তিনি।

আনোয়ার হোসেনের মা আনোয়ারা খাতুন ও পিতা ইদ্রিস আলী মিস্ত্রি বলেন, ছেলেকে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের দুজনের পরনে পুলিশের পোশাক এবং অন্যরা সাদা পোশাকে ছিল।

আনোয়ারের স্ত্রী পলি খাতুন বলেন, তারা বলেছিলেন, দু একটা কথা জিজ্ঞাসা করে এখনি ছেড়ে দিয়ে যাবেন। সেই যে নিয়ে গেলো তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি।

তারা বলেন, আনোয়ারকে নিয়ে যাওয়ার কয়েকবার মেহেরপুর থানা, র‌্যাব অফিসে গিয়েছি। কোনো খোঁজ পাইনি। সেখানে না পেয়ে তারা জেলার অন্যান্য উপজেলার পুলিশ স্টেশন, র‌্যাব ও ডিবি অফিসে সন্ধান করেছি। কিন্তু সেসব জায়গায়ও আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। থানায় জিডি দিতে গেলেও থানা পুলিশ জিডি নেননি।

জেলা গোয়েন্দা পুলিশের একটি সুত্র থেকে জানা গেছে, আটককৃতরা জঙ্গি সংগঠণ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সক্রিয় সদস্য। তথ্য উপাত্তের ভিত্তিতে ঢাকা থেকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের একটি গ্রুপ মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগীতায় তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে। আটককৃত ৬ শিশুর মধ্যে ৫ জন শিশুকে জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিকট ফেরৎ দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সেন্টু হোসেন ও আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সবাই বারান্দায় বসে আছেন। তাদের সান্ত্বনা দিতে পড়শীদের কয়েকজনও সেখানে আছেন। এছাড়া পলাশ ও রাকিব মোল্লার বাড়িতে গিয়ে তাদের বাড়িতে তালা মারা দেখা গেছে। পলাশের ফেরৎ দেওয়া ছেলে ফয়সাল ও ফরহাদের ছেলে বুখারীকে পাওয়া যায়নি। তারা তাদের কোন আত্মীয়র বাড়িতে গেছে তাও বলতে পারেনি প্রতিবেশীরা।

সেন্টু হোসেনের দুই ছেলে লাসিন ও হুজাইফাকে ফেরৎ পেয়েছেন তার দাদী আদরী খাতুন। এর মধ্যে হুজাইফার একটি পা ভেঙ্গে গেছে। সেন্টুর মা আদুরী খাতুন বলেন এই দুটি দুধের শিশু নিয়ে আমি এখন কি করবো। কুল কিনারা পাচ্ছিনা।
বোন পাপিয়া খাতুন বলেন, আমার ভাইকে ধরে নিয়ে কোথায় রেখেছে সেটা তো আমরা জানার অধিকার রাখি। তারা অন্যায় করলে সাজা হোক। কিন্তু আমাদের পরিবারকে খোঁজ দিক।

আনোয়ার হোসেনের মা আনোয়ারা খাতুন জানান, রাত ১টার পরপরই দুজন পুলিশের পোশাক পরে, চারজন সাদা পোশাকে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। আইনের লোক পরিচয়ে ছেলেকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ শেষে ফিরিয়ে দেওয়ার কথা বলে। সকালে থানায়, ডিবি কার্যালয়, র‌্যাব ক্যাম্পে গেলে কেউ স্বীকার করেনি ছেলেকে নিয়ে যাওয়ার কথা।
আনোয়ারের স্ত্রী পলি খাতুন বলেন, ‘স্বামীর সন্ধানে অনেক জায়গায় গিয়েছি কোথাও সন্ধান মিলল না। আমার স্বামী নিরপরাধ। তাকে কেন রাতের আঁধারে তুলে নেওয়া হলো তা বুঝতে পারছি না।’

প্রতিবেশী জাহিদ হোসেন বলেন, আনোয়ার ফুট পথে ব্যবসা করতো। তবে, নিয়মিত মসজিদে আসার আহ্বান জানাতেন। ধারণা করা হচ্ছে, জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে গেছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিষয়টি পরিবারটিকে জানানো। যদি আইনশৃঙ্খলা বাহিনী তুলে না নিয়ে থাকে তাহলে তাদেরই উচিত আনোয়ারকে খুঁজে বের করা।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মেহেরপুরের পুলিশের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। অন্য কোনো সংস্থা তাদের আটক করেছে কিনা তাও জানা নেই।




মুজিবনগরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের পিতা কে কুপিয়ে জখম

মুজিবনগরে পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর প্রতিদিন ও দৈনিক অর্থনীতির মুজিবনগর প্রতিনিধি সাংবাদিক সানোয়ার হোসেনের পিতা হাইদার গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সিরাজ ও তার পিতা আব্দুল কুদ্দুসসহ – আব্দুল কুদ্দুসের ছেলে বাদশা ,আকরামুল, স্বপন,মতিন ,রাশিদুল ,খাপাড়ার মৃত কুদ্দুসের ছেলে সাগর আলী।

ঘটনা সূত্রে জানা গেছে গত ৬ তারিখ এলাকাই আধিপত্য বিস্তার নিয়ে প্রবীর গ্রুপ ও সিরাজ গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয় তারই জের ধরে এই হামলা।

এলাকার সূত্রে জানা গেছে আহত হায়দার গাজী বৃহস্পতিবার বিকেলে কলার গাড়ি লোড দেয়ার উদ্দেশ্যে রশিকপুর মসজিদের কাছে অবস্থান করছিল এ সময় তাকে একা পেয়ে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারতে থাকে হায়দার গাজী মারা গেছে মনে করে তারা ফেলে রেখে চলে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কলার গাড়ি লোডের সময় কাছে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্য চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শেষ খবর পাওয়া  পর্যন্ত তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শরীরে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে যেটি অস্ত্র প্রচার করা লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা।

এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে আর কোন যেন বিশৃঙ্খলা যাতে সূষ্টি না হয়।




দামুড়হুদার জয়রামপুর তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়ী

দামুড়হুদার জয়রামপুর তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়াটার ফাইনালে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ২ গোলে জয়ী হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা জয়রামপুর ইউথ ক্লাবের আয়োজনে ক্লাবের মাঠে মুখোমুখি মাঠে খেলতে নামে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম রামাযুস রামনগর মাথাভাঙ্গা ক্লাব দর্শনা।

খেলার নির্ধারিত সময়ে রামাযুস রামনগর মাথাভাঙ্গা ক্লাব দর্শনা কে ২-০ গোলে হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার ইমরান হোসেন ২টি গোল করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব কে সেমিফাইনালে খেলার সুযোগ করে দেয় এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

দামুড়হুদার জয়রামপুর ইউথ ক্লাবের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দামুড়হুদা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, দামুড়হুদা উপজেলা যুবলীগের অন্যতম নেতা শাহীন উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদ আজম সদু, নওশাদ আলী, সাবেক মেম্বার ইকরামুল হক, সাবেক ফুটবলার জাকির হোসেন, এনামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা গোলাম ছরোয়ার ছোটন, ফুটবলপ্রেমী সেলিম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, আজিজুল হক, ইমান আলী।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, সহকারী রেফারি ছিলেন লিটা হাসান ও রবিউল হক। ধারাভাষ্যকার ছিলেন শামীম খান। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের এই জয়ে ক্লাব সভাপতি এখলাছ উদ্দিন সুজন ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড় ও শুভাকাঙ্খিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গা পৌরশহরের রেল স্টেশনের নিকট থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন, পৌর এলাকার বাবুপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৩), স্টেশন পাড়ার রেজাউল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৭)। আটকৃতদের আজ শুক্রবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার পৌর এলাকার রেল স্টেশন নিকট দুজন যুবক মাদক ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সাদ্দাম ও রুবেল নামের দু’যুবককে গ্রেপ্তার করে। তাদের শরীর তল্লাশী করে পুলিশ ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।




জীবননগরে ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযান অনুষ্ঠিত

জীবননগরে ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা পরিষধ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযানে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সুজন, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন, আবুল কাশেম, আপিল মাহমুদ প্রমুখ।




জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে মাসিক সাধারন সভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম (ইশা), মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা (লাকী), জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস প্রমুখ।




জীবননগরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জীবনননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) জাবিদ হাসান প্রমুখ।




আলমডাঙ্গার দুটি চালের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দুটি চালের দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে। চালের বস্তায় পাটজাত মোড়ক বস্তা ব্যবহার না করার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করার দায়ে ওই দুই ব্যবসায় প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে,পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন থাকলেও আলমডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তা করা হয়না, এমন অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আলমডাঙ্গা বাজারের দুই চাল ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। আলিফ উদ্দিন মোড়ের মেসার্স জিকে ট্রেডার্সের মালিক বাবুকে চালের বস্তায় পাটজাত দ্রব্যে ব্যবহার না করায় ৪ হাজার টাকা ও চাল বাজারের মেসার্স আজিবার রহমান ট্রেডাূসের মালিক আশরাফুল হক মুক্তারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সকল দোকানদার ও ব্যবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক(বস্তা) ব্যবহারে সতর্ক করা হয়।

অভিযানকালে চুয়াডাঙ্গা জেলা পাট অধিদপ্তরের পরির্দশক আসাদুজ্জামান ও আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১০ আগষ্ট বিকালে মেহেরপুর পৌর কমিটি সেন্টারে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম বিশ্বাস, সিরাজুল ইসলাম মাস্টার,আব্দুল মান্নান, এড. ইয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ইব্রাহিম শাহিন, রেজাউল হক মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এড. পল্লব ভট্টাচার্য, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এড. কাজী শহিদুল হক,নদপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগমসহ জেলা আওয়ামী লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।