দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে গরুসহ চোর আটক

দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে গরুসহ একজন চোরকে আটক করেছেন। আটকৃত চোর হোসেন গাজি (৪০) নতুন বাস্তপুর গ্রামের মৃত মোতালেব গাজির ছেলে।

বুধবার বেলা ১১ টার দিকে নতুন বাস্তপুর গ্রামে হোসেন গাজির নিজ বসতঘর থেকে এই গরু উদ্ধার করা হয়।

জানাযায়,পুরাতন হাউলি গ্রামের মৃত আলিহিম গাজির ছেলে ইয়াছিন আলির গত মঙ্গলবার রাতে একটি এড়ে গরু চুরি হয়ে যায়।পরদিন সকালে গরুর মালিক গরুর পায়ের ছাপ ধরে নতুন বাস্তপুর গ্রামের মোতালেব গাজির ছেলে হোসেন গাজির বাড়ি হাজির হয়।পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে হোসেন গাজির বাড়ি তল্লাশি করে একটি লাল রংয়ের এড়ে গরুর বাছুর উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দিলে দামুড়হুদা মডেল থানার এস আই খসরু আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।

দামুড়হুদা মডেল থানার হোসেন গাজির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন একটি গরুসহ গরুচোরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




দামুড়হুদায় ভূমিহীনদের মাঝে ৪র্থ পর্যায়ে ঘর প্রদান

ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) সারা দেশব্যাপী নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী ২২,১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমি ও গৃহ সহ হস্তান্তর কার্যক্রমের (বিটিভি লিংকের মাধ্যমে) ভিডিও কনফারেন্সের মাধ্যেম শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করা এবং বাংলাদেশের যেন একটি পরিবারও গৃহহীন না থাকে। সেই লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, ওসি অপারেশন শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, পার কৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের মটরসাইকেল শোডাউন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বিকালে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু’র নেতৃত্বে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ প্রায় তিন শত মটর সাইকেলের এক বিশাল শোডাউন করেছে।

”শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন” এ শ্লোগান দিয়ে স্থানীয় সাংসদ হাজী আলী আজগার টগর এমপির পক্ষে এই মটর সাইকেলের বহর চিৎলা থেকে বের হয়ে উপজেলাব্যাপী প্রদক্ষিন করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে এমপি টগর এর নির্দেশে উপজেলা ব্যাপী মটরসাইকেল শোডাউনের করা হয়। আজ  বুধবার বিকালে উপজেলার দামুড়হুদা, হাউলী, দর্শনা,কুড়ালগাছি,কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা মটর সাইকেল নিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান নেতা কর্মীরা।

সবার হাতে নৌকা সম্বলিত প্লাকার্ড, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ তাতে লেখা নৌকা মার্কায় ভোট দিন। এই শোডাউনে প্রায় ৬ শতাধিক ছাত্রলীগ নেতা কর্মী অংশ নেন। প্রায় তিন শত মটর সাইকেল শোডাউনের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক ও সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু।

এ সময় উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহাম্মেদ,যুগ্ন আহবায়ক রায়হানুল ইসলাম। নাটুদা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিমন খান, ছাত্রলীগ নেতা ছালিম হোসেন, তারিকুল, সুলতান, মিফতাহ, হেকমত, শফিকুল, মফিজুল, ছাত্রলীগ নেতা রায়হান, সুলতান, শাহিন, শিমুল, সাজ্জাদ, শেখ রাসেল, সুমন, লিংকন, লিজন, রাজ্জাক, আল মামুন, ছাইদুর, নাইমুর,  সাগর প্রমুখ।




দামুড়হুদায় জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির মহাসচিব শামীম হায়দার। এসময় বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান, শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান।

জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ হাওলাদার, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাও কাউসার আহমেদ চাঁদপুরীসহ দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলার জাকের পার্টির নেতৃবৃন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় জাতীয় পাটির সদস্যদের মাঝ থেকে গণতান্ত্রিকভাবে গোপন ভোটের মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী নিবাচন করা হয়। এতে জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজকে নির্বাচিত করে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।




কুষ্টিয়ায় জাসদ নেতার বাড়ি-দোকানে আ.লীগের কর্মীদের হামলা-অগ্নিসংযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জাসদ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিনভর তাণ্ডব চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় প্রামাণিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। বুধবার সকাল থেকে ভেড়ামারা বাজারের সব দোকানপাট বন্ধ করে দেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষুব্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাসদ সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া -পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ বিভিন্ন স্পটে আহত হয়েছেন অর্ধ শতাধিক।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে ভেড়ামারাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি শোভনসহ ৫জনকে ঘটনার দিনগত রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের অগ্নিকাণ্ডে ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুর ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে কুষ্টিয়া-দৌলতপুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম জানিয়েছেন, সকাল পৌনে ১১টায় শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চলছে।

তিনি বলেন, শুরু থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৪টি বাড়িতে এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাড়িগুলিতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনার সময় বিভিন্ন স্পট থেকে ৫ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ মুহূর্তে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য বলা যাচ্ছে না।

উল্লেখ্য, স্থানীয় একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আগাতে মাথায় জখম হয় সঞ্জয়ের। হামলায় সঞ্জয়ের সঙ্গে থাকা বেলাল ও শ্যামল নামে আরও দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হন।

জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ২৫/৩০ জন মিলে এ হামলা করে বলে অভিযোগ।

গত ২ আগস্ট (বুধবার) রাতে সঞ্জয়ের ওপর হামলা ও গুলির ঘটনায় জড়িত অভিযোগ এনে তার স্ত্রী বিথী রানী বাদী হয়ে জাসদ যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন।

এর দুদিন পর (৪ আগস্ট) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সঞ্জয়কে ঢাকায় নিয়ে যায় তার পরিবার। সেখানেই তার মৃত্যু হয়।




ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

বিক্রয় প্রতিনিধি (ইলেকট্রিকাল একসেসোরিজ প্রোডাক্ট)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক অথবা ডিপ্লোমা পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা যেতে পারে। ঢাকা মহানগরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে। বয়স ২২ থেকে ২৮ বছর। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধিক সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। সময় সচেতন হতে হবে। প্রার্থীর যোগাযোগের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, উদ্যোমী ও নৈতিকতাবোধ সম্পন্ন হতে হবে। সকল প্রার্থীর অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

৩১ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবস




গাংনীতে ছাত্রলীগে বিক্ষোভ মিছিল

জামায়াত বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখা।

আজ বুধবার (৯ আগষ্ট) বিকাল পাঁচটার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ধরে একই স্থানে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোহান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আমঝুপিতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ১৫ই আগষ্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ (চুন্নু)।

এসময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি বোরহান উদ্দীন আহমেদ চুন্নু আমঝুপি ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীকে নির্দেশ দেন, যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট পালন করতে হবে। স্ব স্ব ওয়ার্ডে ১৫ই আগষ্ট পালন করতে সব ধরনের সহযোগীতা করা হবে। ১৫ই আগষ্ট কাঙ্গালী ভোজের শেষে শোক র‌্যালীর করার প্রস্তাব গৃহীত হয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।




মুজিবনগরের মোনাখালীতে গণসংযোগ করেন আ.লীগ নেতা মান্নান

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

আজ বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  দলীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন। এসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। গনসংযোগকালে শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।




গাংনীতে ভুমিহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘর প্রদান

গাংনীতে ভুমিহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় গণভবন থকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২১০১ টি ঘর প্রদান ও ১২ টি জেলা এবং ১২৩ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন। এসময় গাংনী উপজেলায় ৩১ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলীল প্রদান করা হয়।

গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও দলীল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মেহেরপুর -২আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেহেরপুর মোঃ শামীম হাসান।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক,গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ,সাংবাদিক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং উপকার ভোগীরা।