গাংনীতে ভুমিহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘর প্রদান

গাংনীতে ভুমিহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় গণভবন থকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২১০১ টি ঘর প্রদান ও ১২ টি জেলা এবং ১২৩ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন। এসময় গাংনী উপজেলায় ৩১ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলীল প্রদান করা হয়।

গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও দলীল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মেহেরপুর -২আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেহেরপুর মোঃ শামীম হাসান।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক,গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃত্ব বৃন্দ,সাংবাদিক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং উপকার ভোগীরা।




সংসার ভাঙল বেঞ্জামিন ও নাটালির

শোবিজ জগতে একের পর এক তারকার সম্পর্কে ভাঙন সুর শোনা যাচ্ছে। সম্প্রতি প্রায় ১১ বছরের দাম্পত্য ভাঙলেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তার স্বামী বেঞ্জামিন মিলেপিড। যদিও অভিনেত্রী নিজে তাদের বিচ্ছেদের ঘোষণা করেননি। তবুও এমনই খবর শোনা যাচ্ছে।

নিউ ইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ইউএস উইকলির প্রকাশিত খবরে বলা হয়েছে, এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি আবার গুজব উঠেছিল যে অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।

একটি ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, এই অভিনেত্রী তার বিয়ে বাঁচাতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।

ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না। নাটালি চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।

একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, অভিনেত্রী তার বিয়ে বাঁচানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।




হৃদয়কে নিয়ে জাফনার আবেগঘন বার্তা

জাতীয় দলে এখনো নবীণ ব্যাটার তাওহিদ হৃদয়। তবে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। ডাক পান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার। সেখানেও নিজের জাত চিনিয়েছেন হৃদয়।

চলমান এলপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলে হৃদয়কে ডেকেছিল জাফনা। ৮ আগস্ট পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) ছিল হৃদয়ের শেষ ম্যাচ।

ম্যাচ শেষে হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে জাফনা। ভেরিফায়েড ফেসবুক পেইজে তারা লিখেছে, ‘তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’

এলপিএল অভিষেকেই ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। ৬ ম্যাচে ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন হৃদয়।

সূত্র: ইত্তেফাক




নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মাদ ( স:) সম্পর্কে কটুক্তি ও অশালীন মন্তব্য করায় ব্লগার আসাদ নুর ও ব্লগার আবদুল্লাহ আল মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাংনীর তৌহিদী জনতা।

আজ বুধবার জোহরের নামাজের পর গাংনী বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে আমিরুল ইসলাম ইসলাম ফাউন্ডেশন।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মওলানা মোঃ আব্দুল কাদের, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম মওলানা মোঃ ইলিয়াস হোসেন,গাংনী মাদ্রাসা জামে মসজিদের ইমাম মওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনিসুজ্জামান বকুল প্রমুখ।

গাংনী বাজার জামে মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলামা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনের সমাপনী বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সভাপতি ও আমিরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিঃ সালাউদ্দিন শাওন।

মানববন্ধনে বক্তারা বলেন,২০১৭ সাল থেকে ব্লগার আসাদ নূর নামের একটি ব্লগ পেজ থেকে মুসলিম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটুক্তি ও মন্তব্য প্রকাশ করে আসছে, যা সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উপর চরম আঘাত হেনেছে। গত কয়েকদিন আগেও আসাদ নূরের ব্লগ পেজ থেকে হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি করে একটি ভিডিও আপলোড করেছে। শুধু আসাদ নূরের পেজে নয় আব্দুল্লাহ আল মাসুদ নামের একটি ব্লগ পেজ থেকে মহান আল্লাহ তায়ালা এবং হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অশালীন অযৌক্তিক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে।

এ সকল বক্তব্যে হযরত মুহাম্মদ (সঃ) এবং মহান আল্লাহ তায়ালার সম্পর্কে যে কটুক্তি করেছে তা বানোয়াট ভিত্তিহীন। মুসলমানদের খেপিয়ে তোলার জন্যই এই দুই ব্লগে বক্তব্য প্রকাশ করেছ। তারই প্রতিবাদে গাংনীতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন। ওই দুই ব্লগারকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।




মুজিবনগরে নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেফতার

মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে।

এরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একছেদ আলীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই উপজেলার খানপুর গ্রামের মো: মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াছ হোসেন (৩৬)।

সোহেল রানা জামায়াতের দারিয়াপুর ওয়ার্ড সভাপতি ও রাজনৈতিক সেক্রেটারী এবং ইলিয়াছ হোসেন সমাজসেবা বিষয়ক সম্পাদক।

এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)২৫-ডি ধারায় পুলিশের দায়ের করা মামলা নং ১১, তারিখ ২৪/০১/২০২৩ ইং মামলায় তাদের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত দুই জামায়াত নেতাকে আজ বুধবার (৯ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৪ জন, ৩৪ ধারায় ১ জন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও নিয়মিত মামলায় ১ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ১ আসামি রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ বুধবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।

আজ বুধবার (৯ আগষ্ট) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আলমডাঙ্গায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

আলমডাঙ্গায় নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বপ্রথম বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ। এর পর আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন ও পুলিশ পরিদর্শক অপারেশন শেখ ফরিদ।

উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, আলমডাঙ্গা সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তথ্য অফিস, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সামাজিক পুষ্পমাল্য অর্পণ করে। এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারি কশিনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, ৭০“র অগ্নিসেনা বীরমুক্তিযোদ্ধা মঈদ উদ্দিন পারভেজ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, জনস্বাস্থ্য সহকারি হাসিবুজ্জামান, খাদ্য পরিদর্শক(ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপসহকারি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, উপসহকারি প্রকৌশলী রোকন উদ্দিন, আবু তৈয়ব, লাইনম্যান মাহমুব আলম, মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, পিইউসি শাহাদৎ হোসেন,ইসি মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।




দর্শনা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

দর্শনায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সোহাগ ঘটু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল মাদক বিরোধী বিশেষ অভিযান চলায় দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায়।

এসময় মোবারকপাড়ার জৈনক নজরুল ইসলাম মাষ্টারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ১শ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে,নাতে গ্রেফতার করা হয় সোহাগ ঘটু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহাগ ঘটু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আবুল খালেকের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে, চোরাচালান, চুরি, চোরাই মাল হেফাজতে রাখা ও মারামারি ৭ টি মামলা ইতিপূর্বে রয়েছে এ মর্মে রেকর্ডে আছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




দামুড়হুদায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

দামুড়হুদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে দামুড়হুদা উপজেলা পরিষদ-প্রশাসন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দামুড়হুদা প্রেসক্লাব, দর্শনা ফায়ার সার্ভিস সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা মসজিদের ইমাম আশরাফুল আলম।

পরে বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সজল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা ইন্জিনিয়ার আব্দুর রশিদ, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, আঃলীগ নেতা আবুল হাশেম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশিদ, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলার ৭জন আসহায় নারীকে সেলাই মেশিন ও ৯জন কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর বাদ যোহর সুবিধা মতো সময়ে উপজেলার বিভিন্ন মসজিদ, ও বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে দোয়া ও বিশেষ প্রাথনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ।




গাংনীতে নৌকার বিজয় পেতে উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধতার সাথে কাজ করতে হবে-মোখলেছুর রহমান মুকুল

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা করেছে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান মুকুল।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য হাজি মোঃ ইছারুদ্দীন।

প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান মুকুল বলেন, গাংনীতে আবারও নৌকার বিজয় ছিনিয়ে আনতে উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবতার সাথে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা যে যেখানেই থাকুকনা কেন নির্বাচনের সময় সকলেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখহাসিনার সৈনিক। তারা জাতে মাতাল তালে ঠিক। যে যেমন মানুষ বাংলাদেশ আওয়ামীলী তাকে সেই মুল্যায়ন করে বলেই বর্তমান সরকার আর সার্বজন নন্দিত। আমরা সেই আওয়ামীলীগের সৈনিক হিসেবে গাংনী উপজেলা আওয়ামীলীগকে আরও গতিশীল করতে মাঠে কাজ করছি। গ্রামে গ্রামে তৃণমুল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি। বিগত ৩০ বছরে গাংনীতে আওয়ামীলীগের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে ঐক্যবদ্ধ আওয়ামীলীগে রুপান্তিরিত করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করতে এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তকে রুখে দিতে গাংনী উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধতার সাথে কাজ করবে।

তিনি আরও বলেন, ব্যবসা ভিত্তিক রাজনীতি করে কখনও মানুষের সেবা করা যায়না, মানুষের মন জয় করা যায়না। ব্যবসা ভিত্তিক রাজনীতি থেকে গাংনীর রাজনীতিকে বের করে জনসেবা মুলক রাজনীতি হিসেবে গড়ে তোলার জন্য তৃণমুলের নেতাকর্মী ও সমর্থকদের একত্রে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত তৃণমুলের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার কাছে মোখলেসুর রহমান মুকুলের পক্ষে নৌকার মনোনয়ন দাবী করেন। অন্যান্য বক্তারা বলেন, এপর্যন্ত যারা এমপি হয়েছেন তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যাস্ত থেকেছেন। জনগনের দুর্দশার কথা শোনেননি কেউ। সকলেই জনগনের দাবীকে কানের মধ্যেই গুজে রেখেছেন। মোখলেসুর রহমান মুকুল কখনও নিজের কথা না ভেবে,পরিবারের কথা না ভেবে মানুষের সেবা করেছেন। জনগনের জন্য মাঠে ময়দানে কাজ করেছেন। মানুষের সেবা করতে গিয়ে প্রতিহিংসায় জেল খেটেছেন একাধিকবার এবং আওয়ামীলীগ করতে গিয়ে জামাত বিএনপির রোষানলে পড়ে গ্রাম ছাড়া হয়েছিলেন দীর্ঘদিন। তার এই ত্যাগের মুল্যায়ন করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এবারের নির্বাচনেও সময়ও মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চাইছেন।

অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ বারি, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ষোলটাকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, মটমুড়া ইউনিয়ন আওয়াসমীলীগের সহ সভাপতি আব্দুল মেলেটারি, গাংনী পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীরুদ্দীন প্রমুখ। প্রস্তুতিমুলক আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।