মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়।মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদের আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: মারুফ আহাম্মদ বিজন, যুগ্ম সম্পাদক অ্যাড: কামরুল হাসান, সদস্য অ্যাড: মোখলেসুর রহমান খান স্বপন, অ্যাড: নজরুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা অংশ নেন।




মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিক উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো: শামীম হাসানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া।

এছাড়াও এসময় সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আনসার কমান্ডেন্ট সাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা, পৌর কাউন্সিলর রোকসান কামাল রুনু প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিক উপলক্ষে ২৫ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।




মেহেরপুরে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়ামিত অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী, সদর ও মুজিবনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এই তিন আসামি গ্রেফতার করেন।

সদর থানা পুলিশের অভিযানে ১, গাংনী থানা পুলিশের অভিযানে ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১ জন আসামি গ্রেফতার হয়েছে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামিদের আজ মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




কবিগুরুর স্মরণে কোক স্টুডিও তে ‘আনন্দধারা’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। ‘আনন্দধারা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। কবিগুরুর গত রোববার ছিল ৮২তম মৃত্যুবার্ষিকী।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। রোববার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটি। এটি দ্বিতীয় সিজনের ১১তম গান।

নতুন এ গানে ব্যবহার করা হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র। পাইথন কোডিংয়ের মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউস বিটসের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ তৈরি করেছেন অর্ণব। রাগ মালকোষের ওপর ভিত্তি করে তৈরি গানটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটেছে।

এ যুগের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতা অক্ষুণ্ণ রেখেছেন অর্ণব। গানটি শুধু রবীন্দ্রনাথের অতুলনীয় সৃষ্টিকেই উদ্যাপন করে না, এই মহাবিশ্বের বিশালতার কথাও উঠে এসেছে গানে। এই ঐশ্বরিক সুরই আনন্দধারা।

বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশন করা আমার জন্য সব সময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুব উপভোগ করেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারাও গানটি বেশ উপভোগ করবেন।’

সূত্র: ইত্তেফাক




শাস্তির কবলে পুরান

আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় পুরানকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ এবং লেভেল ওয়ান অপরাধ করেছেন পুরান। মাঠের কোনও ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলে এই শাস্তি দেওয়া হয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে লেগ বিফোর আউট নিয়ে ঘটনা ঘটে। লেগ বিফোর সিদ্বান্ত নেয়ার জন্য তৃতীয় আম্পায়ারের শরনাপন্ন হওয়ায় অনফিল্ড আম্পায়ারদের সমালোচনা করেন পুরান। পুরানের মতে আউট ছিলেন না সতীর্থ কাইল মায়ার্স। পরবর্তীতে রিভিউতে আউট হন মায়ার্স।

ম্যাচ শেষে পুরানের বিপক্ষে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার এবং নাইজেল ডুগুইড, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন পুরান। ফলে কোন শুনানির প্রয়োজন পড়েনি।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি হলো, ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া। সর্বোচ্চ শাস্তি হিসাবে ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া।

শাস্তি পাওয়া ম্যাচে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে জয়ের স্বাদ পাইয়ে দেন পুরান। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে হেফজখানার খাদেম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হেফজখানার খাদেম ছৈরুদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের দক্ষিণপাড়ার আলী হোসেনের ছেলে ইমদাদুল হক ইন্দা ও একই গ্রামের শুকুর আলী ছেলে মো: খোকন আলী।

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ্ এই রায় দেন।

মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছৈরুদ্দিন সাহেবনগর কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন। ঘটনার দিন সকাল ৯ টার দিকে হেফজখানায় দান করা ৩ ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। ঐদিন সকাল ৯ টা ১০ মিনিটের দিকে ছৈরুদ্দিন সাহেবনগর গ্রামের মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছানোর পর জঙ্গলের মধ্যে পাতা কাটতে ঢোকেন। এসময় সেখানে ওৎ পেতে থাকা ইমদাদুল হক ইন্দা ও মো: খোকন আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় নিহত ছৈরুদ্দিনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। গাংনী থানার মামলা নং ০২, তারিখ ০৩/০৯/২০২০ ইং, জি আর মামলা নং ২০৬/২০২০। সেশন মামলা নং ৩২০/২০২১।

প্রথমে মামলাটির তদন্ত ভার পড়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি বি আই)’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

এতে আসামী ইমদাদুল হক ইন্দা ও মো: খোকন আলী দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহতীতভাবে প্রমানিত হওয়ায় তাদের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।




মেহেরপুরে হারানো ৩৯ ফোন উদ্ধার করে দিল পুলিশ

হারানো ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সেইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্থান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১২ টায় মেহেরপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্থান্তর করেন পুলিশ সুপার মো: রাফিউল আলম।

তিনি জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্বার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোনের মধ্যে সদর থানা ১৩ টি, গাংনী থানা ১৫ টি ও মুজিবনগর থানায় ১১ টি ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।

এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




তরুনদের কাছে জনপ্রিয় প্রার্থী ইমন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসন থেকে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে জানান দিয়ে ইতোমধ্যে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তবে বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচনে মেহেরপুর-১ আসনের জন্য আওয়ামী লীগে থাকতে পারে নতুন চমক। এমন দাবি ক্রমেই প্রবল হয়ে উঠছে স্থানীয় নেতাকর্মীর মাঝে। তবে বৃহৎ দু’দলের ভোটের সমীকরণ যাই হোক না কেন, নতুন প্রার্থীদের আগমনী বার্তায় কিছুটা বিমর্ষ পুরাতন প্রার্থীরা।

মেহেরপুর-১ আসনে বিগত রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, ১৯৭৯ থেকে ২০১৮ পর্যন্ত বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসছেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন চরম পর্যায় পৌঁছেছে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এর পর থেকে জেলা আওয়ামী লীগের কোন্দলের মাত্রা আরও এক ধাপ এগিয়ে যায়। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যেও বিবাদ এখন তুঙ্গে।

জেলা আওয়ামীলীগ এখন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন এবং সদর উপজেলা কমিটির সভাপতি বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন রয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গ্রপে। বাকী সকল নেতা কর্মী এক ছাদের নিচে।

তবে, মাঠে বেশ মজবুতভাবেই সক্রিয় রয়েছেন বর্তমান জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এমএএস ইমন। ইতোমধ্যে এমএএস ইমন ও তার কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের উন্নয়ন চিত্র ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। বর্তমানে মেহেরপুর-১ আসনের তৃণমুলের নেতা কর্মীর কাছে সবচেয়ে বেশী জনপ্রিয় হয়ে উঠেছেন এমএএস ইমন। তিনি দীর্ঘদিন যাবৎ মেহেরপুরের স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যা,সাধারণ জনগনের কাছে তার গ্রহণযোগ্যতা বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

এছাড়া তিনি রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস পেট্রোবাংলার পরিচালক ছিলেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসিবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ছিলেন, বর্তমানে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেহেরপুর-১ আসন (সদর মুজিবনগর) থেকে সরকার সমর্থিত বেশ ক’জন মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন সরবে। এদের মধ্যে দু’একজন প্রার্থী ঈদ-কোরবানি উপলক্ষ্য করে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে সেঁটে দিয়েছেন রঙ্গিন পোস্টার। তবে, এ আসনে আওয়ামী লীগের পুরনো প্রার্থীর চেয়ে নবাগত প্রার্থীদের বেশ দাপটও লক্ষ্য করা যাচ্ছে। এ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নৌকার টিকিট লাভে প্রত্যাশী বলে জানা গেছে।

মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম শিহির। তাদের সাংগঠনিক কর্মতৎপরতা লক্ষ করা যাচ্ছে।

স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ রেজা পান্না বলেন, মেহেরপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যক্তি ইমেজ ও নির্বাচনী মাঠে এমএএস ইমনের কোনো বিকল্প নেই। মেহেরপুরে নতুন করে কাউকে ভাবলে এবং নৌকার বিজয় ছিনিয়ে আনতে অপ্রতিরোধ্য হিসেবে ইমনকেই ভাবছেন সাধারণ জনগন। ইমনের মাঠ পর্যায়ে রয়েছে বিরাট কর্মী বাহিনী। তৃনমূলে রয়েছে তার অসংখ্য ত্যাগী নেতাকর্মী। যাদেরকে নিয়ে তিনি বলীয়ান। এই নেতা মনে করেন দল তাকে মনোনয়ন দিলে দলীয় সকল গ্রুপিংয়ের অবসান ঘটাতে সক্ষম হবেন এবং নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবেন।

মেহেরপুর শহর আওয়ামী লীগের সদস্য বেলাল হোসেন বলেন, মেহেরপুর সদর আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কাছে ইমন ছাড়া কোনো কথা নেই। সামনের নির্বাচনে বিএনপি মাঠে থাকলে মেহেরপুরের আসনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয় ছিনিয়ে আনতে হলে ইমনকেই মনোনয়ন দিতে হবে। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মনোনয়ন দিলে মাসুদ অরুনের কাছে তিনি টিকবেন না। তাই তার সাথে ভোটযুদ্ধে ইমনের কোনো বিকল্প নেই। বর্তমানে আওয়ামী লীগের মধ্যে মত পার্থক্য আর বিভক্তি কাটিয়ে উঠতে হলে নতৃনত্ব আনতেই হবে।

পৌর আওয়ামী লীগের সদস্য এএসএম ফরিদ উদ্দীন বলেন, জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও এমপি ফরহাদ হোসেনের সাথে জেলা উপজেলা, ইউনিয়ন ও তৃণমুলের কোনো নেতা কর্মীর সাথে যোগযোগ নেই। তার নিজের আত্মীয় স্বজনদের নিয়েই ব্যাস্ত সময় পার করে। তার সময়ে দলীয় কোন্দলে জর্জরিত জেলা আওয়ামীলীগ। সামনের নির্বাচনে বিএনপি এলে মেহেরপুর-১ আসনটি মাসুদ অরুনের কাছ থেকে  ছিনিয়ে নিতে হলে ইমনের কোনো বিকল্প নেই। মেহেরপুর সদর ও মুজিবনগরের মানুষের সাথে এমএএস ইমনের দৈনন্দিন যোগাযোগ হয়। যার ফলে তৃণমুল মানুষের কাছে ইমন একটি আবেগের স্থানে রয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে এমএএস ইমন মনোনয়ন পেলে সাধারণ ভোটারদের একটি বিরাট অংশ ভোট ইমন পাবে বলে আমার বিশ্বাস।

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমএএস ইমন বলেন, নতুনত্ব ও যুগ উপযোগী পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আমি মেহেরপুর জেলাকে গড়ে তুলতে চাই। নতুন প্রজন্মকে মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ নৈতিকতা ও সত্যিকারের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশের অস্থায়ী রাজধানী মেহেরপুরকে দেশের দ্বিতীয় স্থায়ী রাজধানী হিসেবে বাস্তবায়নের চেষ্টা করা। মুজিবনগরে বছরে অন্তত একটি সংসদ অধিবেশনের ব্যবস্থা করা, বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় জেলাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া। তিনি বলেন, অবিলম্বে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠা করা, সরকারি উদ্যোগে জেলাতে একটি কৃষি ভিত্তিক কলকারখানা স্থাপনের ব্যবস্থা করা, মেহেরপুরের বিসিককে আধুনিকায়ন ও গণমুখী করা। মেহেরপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা।

শিক্ষার উন্নয়ন নিয়ে এম এ এস ইমন বলেন, মান সম্পন্ন কারিগরী ও প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠাণ গড়ে তোলা, মেহেরপুরে পর্যটন শিল্পের বিকাশে একটি সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা এবং মেহেরপুর কৃষি প্রধান জেলা হওয়ায় জেলাতে একটি আন্তর্জাতিক মানের কৃষি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করে কৃষি উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা।




ঈশ্বরদীতে বালুর স্তুপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

ঈশ্বরদীর সারা ঘাটে বালুর স্তূপে খেলা করতে গিয়ে বালুচাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ আগস্ট)  বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার স্বীকার শিশু দুইটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ৫ নং সারা ঘাট এলাকার হাসানের ছেলে জিহাদ (১২) এবং মোহাম্মদ আশরাফুলের ছেলে হিমেল (৯)। ঘটনাটি ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী নৌ পুলিশ সদস্যরা তদরকি করছে।

জানা গেছ, স্কুল ছুটির পর বিকাল ৪ টার দিকে শিশু দুটি খেলা করতে যায়। বালুর স্থুপে খেলা করতে করতে কখন যে তারা বালুর স্তুপে চাপা পড়ে সেটি কেউ দেখেনি। ছেলে সন্ধ্যায় বাড়িতে না আসায় হিমেলের পিতা আশরাফুল ও আরো লোকজন শিশু দুটিকে খুজতে খুজতে আনুমানিক রাত আটটার দিকে লোকমুখে শুনতে পায় যে বালুর স্তুপে তারা খেলা করছিলো। এলাকাবাসীর সহযোগিতায় শিশু দুটির স্বজনরা বালুর স্তুপের বিভিন্ন জায়গায় বালু সরিয়ে অনুসন্ধান করে বালুর স্তুপের ভিতর বাচ্চা দুটিকে পেয়ে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশু দুটিকে মৃত ঘোষনা করেন।

ঘটনাটি নিছক দুর্ঘটনা না অন্য কিছু সে বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় সার্বিক ভাবে তদন্ত করছে নৌ পুলিশের ঈশ্বরদী শাখা।




আলমডাঙ্গার হাউসপুর থেকে চোরাই মালামালসহ ৩জন আটক

আলমডাঙ্গার হাউসপুর এলাকা থেকে চোরাই মালামালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন ও পাখি ভ্যানের ব্যাটারি।  সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মামুন আলী ওরফে পারুল(২৯), মুন্সিগঞ্জ রেললাইনের ঢালের নবী শেখের ছেলে সবুজ শেখ(২৩) ও হাউসপুর হঠাৎপাড়ার বজলুর রহমানের ছেলে ভাংড়ী ব্যবসায়ী রাসেল উদ্দিন (৪২)।

পুলিশ সুত্রে জানা গেছে আটক সবুজ শেখ ও মামুন আলী ওরফে পার্লু এলাকার চিহ্নিত চোর। তারা এলাকার গভীর রাতে প্রাচীর টপকিয়ে মানুষের বাড়িতে প্রবেশ করে সাইকেল, পানি উঠানো মোটর(পাম্ব), পাখিভ্যানের ব্যাটারিসহ বিভিন্ন প্রয়োজনীয় দামী জিনিস চুরি করে আসছিল। চোরাই এসব মালামাল তারা হাউসপুর হঠাৎপাড়ার ভাংড়ী ব্যবসায়ী রাসেল আলীর নিকট বিক্রয় করতো। গত ৪ আগস্ট দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা কলোনী থেকে বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী পৌর কাউন্সিলর আলাল উদ্দিন ও তার বড় ভাইয়ের ঠিকাদারী মালামালের গোডাউন থেকে একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন চুরি করে মামুন ওরফে পারুল।

সোমবার দুপুরে থানার এসআই তারিফুজ্জামান ও এএসআই রওশন অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মামুন, সবুজ শেখ ও রাসেলকে আটক করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।