কুষ্টিয়ায় মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যর মৃত্যুতে শোক সভা

কুষ্টিয়ায় মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্য প্রেসিডেন্ট মরহুমা নারগিস রহমান ও সদস্য মলি ও রাহেলা খাতুনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: এএফএম আমিনুল হক রতন।

ডা: উৎপল কুমার সেনগুপ্তর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শামসুজ্জামান, নায়েব আলী, আবু জাফর, সামসুল হক, রওশনারা বেগম, মরিয়ম বেগম, সাবিনা আক্তার টলি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম রব্বানী। শোকসভায় মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্য ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দামুড়হুদায় ২৩ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মোঃ শালতাফ হোসেন এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মঞ্জুরুল হক এবং কিলো-২১ ডিউটিতে নিয়োজিত এসআই তোবারক আলী এর সমন্বয়ে সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদরে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে দামুড়হুদা টু কার্পাসডাঙ্গা পাকা রাস্তার উপর থেকে জাহিদুল ইসলামকে ২৩ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর নিকট উদ্ধারকৃত আলামত, জব্দতালিকা মুলে পুলিশ নিজ হেফাজতে গ্রহণ করে। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা অজু করা হয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির বলেন, ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




কোটচাঁদপুরে সনাতন ধর্মা ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে বাগডাংগা গ্রামের শ্রীঐর্শিন দাসের ছেলে শ্রী অসিত দাস (৩২) নামে এক জন ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তার বর্তমান নাম মোঃ ওসমান গনি।

রবিবার স্থানীয় মৌলভী সাহেবের কাছে তওবা পাঠ করে আগের হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

কোটচাঁদপুর পৌর এলাকার কলেজ স্টান্ড বক চত্বরের সামনে একটি সেলুনের দোকান আছে। তার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস ও মনোভাব জানতে চাইলে তিনি বলেন, আমার দোকানের পাশ দিয়ে প্রতিদিন মুসল্লী,রা দল বেঁধে মসজিদে নামাজ পড়তে যেতে দেখে হঠাৎ করে একদিন আমি সিদ্ধান্ত নিলাম কত সুন্দর ধর্ম এই ইসলাম ধর্ম তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। আকৃষ্ট হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিতে থাকলাম।

পরামর্শ নিয়ে হঠাৎ আজ সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে আজ আমি আনন্দ উপভোগ করছি। আমার দোকানের আশপাশে যেসব দোকানদার আছেন তারা আমার মুসলমান হওয়া শুনে খুব খুশি হয়েছেন। মসজিদে জোহরের নামাজ আদায় করতে দেখে ইমাম, মোয়াজ্জিম সহ মুসল্লিরা খুব খুশি হয়েছেন। তারা আমাকে বলেছেন কোন সহযোগিতা লাগলে বলতে। সকল দোকানদাররা মিলে সাহায্য করবেন বলে আমাকে জানিয়েছেন।

এমনটাই বলেছেন আমার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারনে যদি সংসার চালাতে কোন সহযোগিতা লাগে সেটাও করবেন পাশের সকল দোকানের মালিকগন। বিজ্ঞ নোটারি পাবলিকের যশোর কার্যালয় থেকে এভিডেভিট করে ইসলাম ধর্মে নাম লেখান। এর ৩ মাস আগে স্ত্রী, এক ছেলে এক কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানান মোঃওসমান গনি।




দামুড়হুদা থানা পুলিশের অভিযানে ২১পিস ইয়াবাসহ গ্রেফতার ২

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়  রবিবার ভোর ৪টার দিকে চিৎলা গ্রাম থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা মডেল থানাধীন চিৎলা কদমতলা সাঈদের মটর সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের সুজন আলীর ছেলে সাকিল আহম্মেদ (২২) ও গোবিন্দহুদা গ্রামের বাবু শেখের ছেলে আজিজুল শেখ (৩২)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের বস্তায় ৯ কেজি গাঁজা আটক ১

ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা আমের বস্তা থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম। উদ্ধারকৃত গাঁজার মুল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

 রবিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজাসহ পলি খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়। পলি খাতুন মাগুরার বুজরুক শ্রীকুন্ডি গ্রামের পিকুল বিশ্বাসের মেয়ে। তার স্বামীর নাম ফরিদ হোসেন।

গ্রেফতারের পর পুলি পুলিশকে জানিয়েছেন, জয়নাল নামে মাগুরার এক ব্যক্তি খাগড়াছড়ি থেকে তার নামে আমের সঙ্গে ৯ কেজি গাঁজা পাঠিয়ে দেয়। অর্থের বিনিময়ে তিনি এই গাঁজার গন্তব্যে পৌছে দিতে গতকাল রবিবার দুপুরে আমের বস্তা রিসিভ করতে আসেন।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দীন জানান, পুলিশ সুপার আজিম উল আহসান মহোদয়ের সার্বিক তত্বাবধানে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই খালিদ হাসান, এসআই রবিউল ইসলাম ও এএসআই ইকলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়।

অভিযানকালে আমের বস্তা থেকে ৯ কেজি গাজা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলি খাতুন নামে এক নারীকে আটক করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে একটি মামলা।




গাংনীতে জমি নিয়ে বিরোধ মেহগনী গাছ কেটে প্রতিশোধ

মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে জমিজমা বিরোধে বোনের লাগানো মেহগনী গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাতের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে ।

গতকাল শনিবার রাতের আধারে ওই গ্রামের শোলমারি মাঠে গাছ কেটে দেয়ার ঘটনা ঘটে ।

বাগান মালিক মর্জিনা খাতুনের অভিযোগ, তার ১৮ কাঠা জমিতে মেহগনী গাছ লাগানো হয়েছিল। পাশাপাশি তার বোন হাদিছন খাতুনের ১৫ কাঠা জমিতে ছিল ধইঞ্চা আবাদ।

গতকাল শনিবার রাতে তার আপন ভাই ও বোনসহ তাদের লোকজন মিলে গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাত করে। এসময় তারা ১৩টি মেহগনী গাছ কেটে ফেলে এবং বোনের ১৫ কাটা জমির ধইঞ্চা সম্পূর্ণরুপে তছরুপাত করে। হাদিছন খাতুন অভিযোগে আরও বলেন, আমরা ছয় ভাইবোন মিলে পিতার নামীয় ২৭ কাঠা জমি নিয়ে বিগত ১০ বছর ধরে মামলা পরিচালনা করে আসছি। একাজে যত টাকা খরচ হয়েছে তা আমরা সকল ভাই বোন মিলে ব্যয় করেছি। জমিটি আমাদের পাওয়ার পরে ভাই আবু তালেব, দুই বোন সাদিকা ও রাহিদা মিলে আমার মায়ের কাছে থেকে গোপনে রেজিষ্ট্রি করে নেয়।

এ বিষয়ে আমরা বাকি ভাই বোন যখন জানতে পারি তখন মামলা চলার সময় ১০ বছরে যত টাকা খরচ হয়েছে তা ফেরৎ দাবি করি। কিন্তু তারা টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ চলে আসছে। এর জের ধরে তারা গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাত করেছে বলে অীভযোগ করেন হাদিছন নেছা। তিনি আরোও বলেন এর আগেও ভাই আবু তালেব ও দুই বোন সাদিকা ও রাহিদা মিলে দেড় বিঘা জমির মরিচ গাছ কেটে তছরুপাত করেছিল। অনেক জায়গায় অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বাড়িতে যাওয়ার পরও তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাই তাদের পক্ষ থেকে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




ঝিনাইদহে নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে নিজ ঘর থেকে ইয়াছিন সরকার (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন সরকার একই গ্রামের ইউনুছ সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে টাকা নেয় ইয়াছিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে ইয়াছিনকে টাকা দেওয়া পরে সপ্তাহ খানেক হলো তার বাবা-মা ঝিনাইদহ শহরে আরেক ছেলের বাসায় বেড়াতে যান। রবিবার সকালে পথচারী ও গ্রামবাসীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ইয়াছিনের বাবা ইউনুছ সরকারকে খবর দেয়। খবর পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চন্ডিপুর গ্রামে ঘরের ভেতরে যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।




রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকী দুই মাস। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের আসছে এই ট্রফি। রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে ট্রফিটি পৌঁছানোর কথা রয়েছে ঢাকায়।

বিশ্বকাপের ট্রফি বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত অতিথিদের বরণ করে নিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। ঢাকায় তিন দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফিটি।

ট্রফি প্রদর্শনের জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) পদ্মা বহুমুখী সেতুতে হবে অফিসিয়াল ফটোশুট। সেখান থেকে ফিরে রাজধানীর একটি হোটেলে রাখা হবে ট্রফিটি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে।

তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা।

এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা.জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের মামলার রায় কে ফরমায়েশি দাবি করে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ রবিবার (৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে বিক্ষোভ মিছিলটি আইনজীবী ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. মারুফ আহাম্মেদ বিজনের নেতৃত্বে এসময় এড. আনোয়ার হোসেন, এড. মোখলেছুর রহমান স্বপন, এড. কামরুজ্জামান, এড. নজরুল ইসলাম, এড. আসাদুল আজম খান খোকন, এড. সাইদুর রহমান টোকন, এড. আবদুল্লাহ আল মামুন অনল, এড. ফরিদ উদ্দিনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আইনজীবীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় ঘোষণাসহ সারাদেশে আওয়ামী লীগের দুর্নীতি, নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ করেন।

অ্যাডভোকেট মারুফ আহাম্মেদ বিজন বলেন, সারাদেশে ৪৫ লাখ আর ঢাকা শহরে ২০ লাখ মামলা বিচারের আশায় ঝুলে আছে। সেসব মামলা নিস্পত্তি হচ্ছেনা। মাত্র ১ মাসে ৪৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা  রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ফরমায়েসি রায় দেওয়া হয়েছে।

মারুফ আহাম্মেদ আরও বলেন, ইতোমধ্যে একজন বিচারক এই মামলায় তারেক রহমানকে মামলা থেকে খালাস দেওয়ায় তার জীবনে নেমে এসেছে দূর্বিসহ যন্ত্রণা। ওই বিচারকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। অবশেষে তিনি এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি এসকে সিনহা যতদিন আওয়ামীলীগের ফরমায়েসী রায় দিয়েছেন ততদিন আওয়ামীলীগের চোখের মনি ছিলেন। যখন সুষ্ঠ বিচার করতে শুরু করলেন তখন তাকে লাঠি মেরে তাড়ানো হয়েছে। মেয়র তাপসের কথা উল্লেখ করে তিনি বলেন, তাপস বলেছিল আমরা প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছি। এতে প্রমানিত হয় যে, এই সরকারের আমলে সরকার যেটি চাইনা তেমন রায় দেওয়ার ক্ষমতা আদালতের নেই। এই সরকার আদালতকে নানাভাবে আটকিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, ভাল ভাল বিচারকদের প্রমোশন না দিয়ে সাধারণ বিচারকদের প্রমোশন দিয়ে তাদের ফরমায়েসি রায় দিয়াচ্ছেন। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে তারেক রহমানকে কারাগারে রাখার ষঢ়যন্ত্র করছে।




চুয়াডাঙ্গায় উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার আল কুরআন বিতরণ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহাগ্রন্থ-আল কুরআন পোড়ানোর প্রতিবাদে ১০০০ (এক হাজার) কুরআন বিতরণ কর্মসূচি পালন করছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা। এক হাজার কুরআন বিতরণ অবদি এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।

গতকাল শনিবার (৫ আগস্ট) বাদ আসর জেলার শহীদ হাসান চত্বরে এই কুরআন বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় শতশত ধর্মপ্রাণ মুসল্লিদের হাতে পবিত্র কুরআন তুলে দেয় সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দগণ।

কুরআন বিতরণ পূর্ব জমায়েতে নেতৃবৃন্দ বলেন, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এর আগেও আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বিক্ষোভ কর্মসূচিতে ঘোষিত ১ হাজার কুরআন বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার আমরা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জমায়েত হয়েছি। আজ রবিবার থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদেও এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, আমরা সুইডেনকে জানিয়ে দিতে চাই, একটা মাত্র কাগজের কুরআন পুড়িয়ে পৃথিবীর বুকে কুরআনের প্রচারণাকে থামিয়ে দেয়া যাবেনা।কারণ মুসলমানরা কুরআন শরীফ কাগজের পাতায় ধারণ করেনা বরং তারা এই পবিত্র কুরআন তাদের হৃদয়ে ধারণ করে। এজন্য কুরআনের পাতা পুড়িয়ে কুরআন থেকে মুসলমানদের বিচ্ছিন্ন করার সুযোগ নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, ১ হাজার কুরআন বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে মাদরাসা মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে, আজ চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর থেকে তার কার্যক্রম শুরু হলো।

বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআনসহ আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বা যারাই কটুক্তিকর বক্তব্য দেয়ার দু:সাহস দেখানোর চেষ্টা করবে, আমরা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ এর প্রতিবাদে দাত ভাঙ্গা জবাব দিতে মাঠে নামবই, ইনশাআল্লাহ।

বক্তারা আরও বলেন, সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বরং বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না।

আয়োজিত ১০০০ (এক হাজার) কুরআন বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংগঠনটির সভাপতি মাওলানা হাসানুজ্জামান, সেক্রেটারী মাওলানা আখতারুজ্জামান, সহ-সভাপতি মুফতী আব্দুর রশিদ রজব, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান মাফী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ তাজুল ইসলাম, সহ-সেক্রেটারী মাওলানা আমির খসরু, মাওলানা আব্দুল্লাহ, সপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ আল মুনির ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।