নতুন শ্যুটিং গেম আনলো মেটা

মেটা সম্প্রতি সুপার রাম্বল নামে একটি শুটিং গেম চালু করেছে। গেমটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাচ্চাদের জন্য মনে হলেও গেমটি এখন সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে।

গেমটি শুরু হলে আপনাকে একটি এরিনাতে পাঠানো হবে। সেখানে সাতটি ভিন্ন অস্ত্র আপনি নিতে পারবেন। এই অস্ত্রের মাধ্যমে এরিনার অন্য খেলোয়াড়দের মারতে হবে। প্রতিটি রাউন্ড কয়েক মিনিটের দীর্ঘ। আপনি মরে যাওয়ার কিছুক্ষণ পর আবার রিস্পন হবেন। অর্থাৎ আপনাকে একেবারে বাতিল হওয়ার সুযোগ নয়।

বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার সুবিধা চালুবাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার সুবিধা চালু
মেটাভার্সের জন্য এই গেমটি একটি আশির্বাদই হয়ে উঠেছে। কারণ মেটাভার্স জগতের জন্য এই গেমটি ব্যবহারকারীদের কিছুটা সুবিধা দিচ্ছে। সুপার রাম্বলের মাধ্যমে অন্তত মেটাভার্সে ভালো সময় কাটানোর সুযোগ পাওয়া গেছে। ভার্চুয়াল রিয়েলিটিতে সুপার রাম্বল একটি ভালো গেম। আর গেমটি খেলার অভিজ্ঞতাও ভালো। গেমটিতে ৩৬০ ডিগ্রিতে ঘোরার সুযোগ রয়েছে। মেটা এভাটার হিসেবেও এই গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে।

তবে মেটার কাজ এখনও শেষ হয়নি। তাদেরকে নতুন লেভেল যোগ করতে হবে, নতুন অস্ত্র প্রয়োজন হবে ও শক্তির বিষয়টিও জরুরি। তারা আপডেট কিভাবে আনবে তাই দেখার বিষয়।

সূত্র: দ্য ভার্জ




ঢাকায় মুক্তি পেলো ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’

জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পায়।

প্রথম দুই ছবি ‘ইনসিডিয়াস’ ও ‘ইনসিডিয়াস : চ্যাপ্টার ২’-এর সরাসরি সিক্যুয়াল এটি। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।

গেল মাসে ছবির ট্রেলার প্রকাশের পরই এটি নিয়ে দর্শকের বেশ কৌতূহল দেখা যায়। ছবির গল্পে দেখা যাবে, ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য।

প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) উদ্যোগে মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে মেহেরপুর টিটিসি অফিস চত্তরে এ রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর টিটিসি’র হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম ওবায়দুল বাসার, শ্যামপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি।

এর আগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও সচেতনতামূলক একটি র‌্যালী টিটিসি প্রাঙ্গণ থেকে বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের টিটিসি থেকে পুলিশ লাইনস পর্যন্ত ঘুরে এসে একই স্থানে শেষ হয়।




মেহেরপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

মেহেরপুরে পুলিশের নিয়মিত ১২ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ১১ আসামি গ্রেফতার হয়েছে।

শনিবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম গ্রেফতার অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৬ জন, গাংনী থানা পুলিশের অভিযানে ৪ জন ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেন।

আজ রবিবার (৬ আগষ্ট) বেলা ১২ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আলমডাঙ্গায় আন্তজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে আন্তঃজেলা ট্রাক ট্রাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ১৮৯৫র আলমডাঙ্গা শাখা কার্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রিয়াজ উদ্দিন সভাপতি ও মজিবার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আলমডাঙ্গায় গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে আন্তঃজেলা ট্রাক ট্রাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ১৮৯৫র শাখা কার্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৪৩৩ টি ভোটার মধ্যে ৪০৫ টি ভোট পোল হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মো: রিয়াজ উদ্দিন ছাতা প্রতিক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালেক সাইকেল প্রতিক পেয়েছেন ১৩৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মজিবার রহমান আনারস প্রতিক নিয়ে ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আকুল আলী মাছ প্রতিক নিয়ে পেয়েছেন ১১২ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী রফিকুল ইসলাম কুড়েঘর প্রতিক নিয়ে পেয়েছে ৭৮ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে হাফিজুল ইসলাম দাড়িপাল্লা প্রতিক নিয়ে ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শহিদুল ইসলাম ইপি হরিণ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৫ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মশাল প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সাজ্জাদুর রহমান সাজু ট্রাক প্রতিক নিয়ে ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল জব্বার হাতি প্রতিক নিয়ে ১১৩ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান দোয়াতকলম প্রতিক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট। সহ-সম্পাদক পদে মুক্তার আলী মই প্রতিক নিয়ে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুরমত আলী চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ১৩৪ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হান্নান বালতি প্রতিক নিয়ে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুজন শেখ মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোজাফ্ফর হোসেন গোলাপ প্রতিক নিয়ে পেয়েছেন ১১৯ ভোট। প্রচার সম্পাদক পদে আশরাফুল হক রুবেল উড়োজাহাজ প্রতিক নিয়ে ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এনামুল হক মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৩ ভোট।

নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মামুন অর রশিদ।




দর্শনার বাড়াদী সীমান্তে ২০ কেজি দানাদার রুপা জব্দ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪ লাখ ৫০ হাজার টাকা মৃল্যের দানাদার রুপা আটক করেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসির নেতৃত্বে,অভিযান চালায় বাড়াদী সীমান্তে। এ অভিযানে বিজিবি ২০ কেজি ওজনের পলিথিন পিপি প্যাকেটে মোড়ানো ১৭১৪.৬৭ ভরি ভারতীয় দানাদার রুপা আটক করেছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী সীমান্তে বারাদী বিওপি হতে নিয়মিত টহল পরিচালনাকালে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার সোহরাওয়াদী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়াদী সীমান্তের মেইন পিলার ৮০/৬-আর হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর পাড়ে এ্যাম্বুশ করে।

এসময় বিকাল ৫ টার দিকে অজ্ঞাত কিছু ব্যক্তিকে শুন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসতে দেখে।বাড়াদী বিজিবি সশস্ত্র টহল দুই ভাগে বিভক্ত হয়ে চোরাচালানীদেরকে ধাওয়া করে। ফলে বিজিবির ধাওয়া খেয়ে চোরাচালানীরা তাদের মাথায় থাকা বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে। জব্দকৃত বস্তার ভিতর ১৬টি পলিথিনের প্যাকেট হতে ২০ কেজি (১৭১৪.৬৭ ভরি) ভারতীয় দানাদার রুপা আটক কর।।

এ ব্যাপারে হাবিলদার সোহরাওয়াদী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে। আটককৃত ভারতীয় দানাদার রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




আলমডাঙ্গায় উপজেলা ঠিকাদার সমিতির আহবায়ক কমিটি গঠন

আলমডাঙ্গা উপজেলা ঠিকাদার সমিতির কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ঠিকাদার মিজানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঠিকাদার সাবেক খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিবর রহমান।

বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ইটভাটা মালিক হেলাল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার সিরাজুল ইসলাম,আহসান হাবিবব, সিরাজুল ইসলাম লাল্টু, আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, আশরাফুল হক,আলাল উদ্দিন, রকিবুল ইসলাম রকি, হাসানিজ্জামান হাসান প্রমুখ।

মতবিনিময় শেষে সদস্যের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।

সাবেক আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী হেলাল উদ্দীনকে আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আজিবার রহমান,বিশিষ্ট ঠিকাদার সামসুল ইসলাম, আলাল উদ্দিন, রকিবুল ইসলাম রকি, মুন্সি শফিকুল ইসলাম, মীর মুছা ওয়ালীউল্লাহ লাল্টু, আলম হোসেন, সাজ্জাদুল ইসলাম স্বপন, আহসান হাবিব, আহসানউল্লাহ, বাবুল মিয়া, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান বকুল, বসির উদ্দীন, কামাল জোয়াদ্দার, আশাবুল হক, মোজাম্মেল হক, মিজানুর রহমান, আলিউজ্জামান।




দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদ আজম সদু, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, সাবেক ফুটবলার শরিফুল ইসলাম শরিফ, জাকির হোসেন, আশাদুল হক, নুরুজ্জামান নুরু, আজিজুল ইসলাম, ইনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নওশাদ আলী, আমিনুল ইসলাম সন্টু, দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি মো মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক মশিউর রহমান।

প্রস্তুতিসভায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল কে সম্মানী প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়।




জীবননগরে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভ’মি তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান, উপজেলা পরিষদের মহিলা বাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।




কাথুলী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে উন্নয়নের ডিজিটাল প্রচারণ ও গ্রাম শান্তি সভা

কাথুলী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে উন্নয়নের ডিজিটাল প্রচারণ ও গ্রাম শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭ সময় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ১৫ মিনিটের ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ১ নং কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশ, কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক স্বাধীন আলী। কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সকল ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের মেম্বার জিনারুল ইসলাম ও ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, ইউ পি সদস্য আনারুল ইসলাম, বাবলু হোসেন,সাবেক ইউ পি সদস্য হারুনর রশীদ কৃষক লীগ নেতা মিজারুল ইসলাম, মনিরুল ইসলাম, বিশারত আলী ও, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি শাহীন আলম, গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পলাশ আহম্মেদ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জনগনের কাছে শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে গাড়াবাড়ীয়া বাজারে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।