মুজিবনগরে ইন্টারনেট পরিষেবা আম্বার আইটি এর অফিস উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গঠনে স্বল্প খরচে ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে মুজিবনগরের দারিয়াপুরে ইন্টারনেট কোম্পানী আম্বার আইটির উপজেলা অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে আম্বার আইটি এর এজিএম হেড অফ রিটেইল মহসিন আলম এর সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে অফিস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য মি:বাবুল মল্লিক। আম্বার আইটি এর চ্যানেল পার্টনার সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, আম্বার আইটি এর কর্মকর্তা, কর্মচারি ও আম্বার আইটি এর গ্রাহক ও সুধিবৃন্দ।

এ সময় ইন্টারনেট কোম্পানি আম্বার আইটি এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।




মেহেরপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকায় সিঁড়ি ঘরের আড়া থেকে গৃহবধু নাজমা খাতুনের ঝুলন্তা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

২ সন্তানের জননী নাজমা খাতুন (৪৬) সদর উপজেলার ঝাউবাড়িয়ার গ্রামের হাফিজুল ইসলাম (তেলা)র স্ত্রী ও একই উপজেলার আলমপুর গ্রামের নাজিম উদ্দীনের মেয়ে। এই ঘটনার পর থেকেই স্বামী হাফিজুল ইসলামসহ তার বাড়ির লোকজন পলাতক রয়েছে।

আজ শনিবার (৫ আগষ্ট) ভোরবেলায় তার ঝুলন্ত মরদেহ তার বাড়ির সিঁড়ি ঘরের আড়া থেকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নাজমীন খাতুনের বড় ভাই মনিরুজ্জামান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় হত্যার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজুল ইসলামের প্রতিবেশী সার ব্যবসায়ী মিয়ারুল ইসলাম বলেন, প্রায় দিনই হাফিজুল ইসলাম তার স্ত্রী নাজমীনকে মারধর করতো। এই ঘটনার আগের দিনে তার স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে বেদম প্রহার করেছে বলে শুনতে পেরেছি। এর আগে কয়েক বার সে বাবার বাড়িতেও চলে গিয়েছিল। গ্রামের লোকজন স্ত্রীকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে আবার স্বামীর বাড়িতে নিয়ে এসেছে। প্রতিবেশী রেশেন্নারা খাতুন জানান, এই বাড়িতে গতকাল কোনো মারামারি হয়নি। পরশুদিন মেয়েটাকে মারধর করেছিলো তার স্বামী হাফিজুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী নারী জানান, এতো পরিমান মারে বউটাকে। যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি বলেন আমাদেরও স্বামী সংসার আছে। এভাবে মারধর চোখে দেখা যায়না।

নিহত নাজমার ফুঁফু আসমা খাতুন বলেন, ২০ বছর আগে নাজমার বিয়ে হয়েছে। তার পর থেকেই তার স্বামী কারণে অকারনে নাজমার উপর অমানুষিক নির্যাতন করে। এর আগে একবার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেল। মেরে একবার হাত ভেঙ্গে দিয়েছে। তারপরেও নাজমা কিছু বলতে দেইনি। বলেছে, আমার দুটো ছেলে মেয়ে আছে ওদের মুখের দিকে তাকিয়ে সংসার করবো। আমাদের মেয়েটাকে পাষন্ড হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এই হত্যা মামলার সঠিক বিচার চাই। লাশের বদলে লাশ চাই।

নিহত নাজমার খালাতো বোন মমতাজ খাতুন বলেন, আমরা গিয়ে লাশ ঝুলতে দেখিনি। আমরা গিয়ে দেখি লাশ মাটিতে শোয়ানো রয়েছে। তার শোয়ার ঘরের মধ্যে দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, একটি রক্ত মাখা লুঙ্গি পড়ে আছে। যেখানে গলায় ফাঁস দেওয়ার কথা বলছে। সেখানে সামান্য উচু স্থান। ওখান থেকে কোনোভাবে ফাঁশ দেওয়া সম্ভব নয়। কারন পা বেধে যাবে। আমাদের ধারনা তাকে হত্যা করে লাশ ঝোলানো হয়েছে।

চাচাত ভাই নাইমুর রহমান বলেন, আমাদের বোন মারা গেছে। ওই পরিবার থেকে আমাদের ফোন দেওয়ার কথা। অথচ, প্রতিবেশীরা আমাদের বোন মরার খবর দিয়েছেন। ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা লাশ নিচে নামিয়ে রেখেছে। ঘরের যে সিঁড়ি বেয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি সিঁড়িতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। ঘরের মধ্যে দেওয়ালের সাথে রক্তের প্রচুর ছোপ ছোপ দাগ রয়েছে।

আমাদের ধারনা আমাদের বোনকে পাষন্ড স্বামী নির্যাতনের পর হত্যা করে সিড়ি ঘরের সাথে ঝুলিয়ে রেখেছে। আমাদের বোনকে যেভাবে মেরেছে আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের দাবী তাকে ফাঁসির দড়িয়ে ঝুলিয়ে এই হত্যকান্ডের চরম বিচার হওয়া উচিৎ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে লাশের সুরোতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের জন্য। ময়না তদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হব।




যেভাবে হোয়াটসঅ্যাপে ভিডিওবার্তা পাঠাবেন

পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সহজমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। এতদিন বার্তা বা ছবি আদান-প্রদান, ভয়েস ও ভিডিওকলের সুযোগ মিললেও সম্প্রতি ভিডিওবার্তা পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।

ভিডিওবার্তা পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট অপশনে প্রবেশ করতে হবে। এর পর অডিওবার্তা পাঠানোর আদলে মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মেসেজ বাটন নির্বাচন করতে হবে।

এবার বাটনটি ট্যাপ করার পর ভিডিও আইকন চেপে ধরে ভিডিও রেকর্ড করতে হবে। বাটন থেকে আঙুল তুলে নিলেই রেকর্ড করা ভিডিওবার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।

উল্লেখ্য, ভিডিওবার্তার মাধ্যমে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। ফলে চাইলে ভিডিওবার্তার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বা অন্যদের বার্তার প্রতিক্রিয়াও জানানো সম্ভব।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব-১২) অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করেছেন।

গ্রেফতারকুতরা হলো, গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ শরিফুল বিশ্বাস(৩৮)ও একই গ্রামের -মোঃ হেলাল বিশ্বাসের ছেলে মোঃ সবুজ বিশ্বাস(২৮)।

আজ শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে র‌্যাব-১২ এর একটি টিম র‌্যাব কমান্ডার সিপিসি মেহেরপুর এর সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার রামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে করে ৫০ বোতল ফেন্সিডিলসহ এই ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




কুষ্টিয়ায় শেখ কামালের জন্মদিন পালিত

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন।

সাধারণ সম্পাদক আসগর আলীর পরিচালনায় জেলা আওয়ামী লীগ অফিসের হলরুমের আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু, সহ সভাপতি ডা: আ ফ ম আমিনুল হক রতন, মতিউর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকর হাসু, যুব ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মমিজ, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হাজী হারুন অর রশীদ, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যডঃ শীলা বসু, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মুকুল হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিকসহ সকল অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, ‘মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য লড়েছিলেন। বহু গুণে গুণান্বিত ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক।’ বক্তারা আরও বলেন, শেখ কামাল ‘বেঁচে থাকলে পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।

আলোচনা সভার পর দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হাজী হারুন অর রশীদ।




সুখের মূল সুস্বাস্থ্য

শহুরে জীবনে সারা দিনের চাকরি-ব্যবসার ব্যস্ততায় শরীরের দিকে নজর দেওয়ার সময় কোথায়। এদিকে, যা দিনকাল পড়েছে শরীর স্বাস্থ্যের যত্ন না নিলে রোগে ভুগে নাকাল অবস্থার মধ্যে পড়তেই হবে। আর কে না জানে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই শহরে কি গ্রামে কিংবা দূর মফস্সলে সবাইকেই ভাবতে হচ্ছে স্বাস্থ্য নিয়ে। ভাবতে হচ্ছে স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে। তাই, সকালের আদুরে ঘুম কাটিয়ে পড়িমড়ি করে সবাই পার্কে, রাস্তায় ছোটে হাঁটতে, ব্যায়াম করতে। এদিকে, করোনাকাল বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়ে গেছে শারীরিকভাবে সুস্থ থাকা কতটা জরুরি। স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে দিনদিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে।

স্বাস্থ্যঝুঁকির কারণ তো আর কম নেই। খাদ্যে ভেজাল, দুধে ভেজাল, ফলমূলে কিটনাশক—এসবের প্রভাব তো শরীরে আসেই। এসব কিছু থেকে রক্ষা পেতেই শরীরের ফিটনেস বাড়ানোর দিকে ঝুঁকছেন যুবক-বুড়ো থেকে সবাই। স্বাস্থ্য সচেতনতা মূলত স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ বজায় রাখার একটি প্রক্রিয়া যাতে অন্তর্ভুক্ত থাকে সুষম খাবার গ্রহণ, সঠিক সময়ে সঠিক খাবার, নিরাপদ পানীয়, নিয়মিত শরীর চর্চার মতো বিষয়গুলো। সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগতভাবে এই সচেতনতা অত্যাবশ্যকীয় কেননা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলাতে আমরা হিমশিম খাচ্ছি প্রতিনিয়ত। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর। তাই স্বাস্থ্য রক্ষায় সচেতনতার গুরুত্ব অপরিসীম।

সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন, দৈনিক ১১ মিনিটের ব্যায়াম মৃত্যুঝুঁকিসহ হূদেরাগ ও ক্যানসারের হার কমায়। প্রতিদিনের কাজের মধ্যে মাত্র ১১ মিনিট সময় বের করে মাঝারি থেকে ভারি অ্যারোবিক ব্যায়াম করলে তা শরীরের জন্য দারুণ কার্যকরী হতে পারে। এর ফলে ক্যানসার, হৃদরাগ কিংবা অপ্রাপ্তবয়সে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমতে পারে।

গবেষণা বলছে, যত বেশি শারীরিক কসরত করা হবে, ততই জটিল রোগ কিংবা অকালে মৃত্যুর ঝুঁকি কমে আসবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রায় ১৯৬টি গবেষণার তথ্য পর্যালোচনা করেছেন। যাতে প্রায় ৩ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে ১০ বছরের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে। মূলত যারা দৈনিক গড়ে ২২ মিনিট ও সপ্তাহে গড়ে ১৫০ মিনিট ব্যায়াম করে থাকেন, তাদের তথ্য পর্যালোচনা করা হয়েছে।

ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস ম্যাগাজিনে প্রকাশ করে বলা হয়েছে, যারা একদমই ব্যায়াম করেন না তাদের তুলনায় যারা সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি থেকে শুরু করে ভারি অ্যারোবিক শারীরিক ব্যায়াম করেন তাদের মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কম। একই সঙ্গে ব্যায়াম না করা ব্যক্তিদের থেকে সপ্তাহে ঐ নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করা ব্যক্তিদের হূদেরাগে আক্রান্ত হওয়ার সম্ভবনা ২৭ শতাংশ ও ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১২ শতাংশ কম।

রাজধানী থেকে প্রকাশিত ত্রৈমাসিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ম্যাগাজিন ‘আমার স্বাস্থ্য’ কয়েক বছর আগে রাজধানীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক জরিপ করে। এ থেকে জানা যায়, ৭৪ শতাংশ মানুষ তারা স্বাস্থ্যবিষয়ে সচেতন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে মনে করেন প্রায় ৮১ শতাংশ। ৬৮ শতাংশ মানুষ নিয়মিত হাঁটেন। দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি খান। ৬০ শতাংশ মানুষ সপ্তাহে মাত্র এক দিন লাল মাংস খান অর্থাত্ মোটামুটি আশানুরূপ পরিবর্তন বা সচেতনতা এসেছে মানুষের মধ্যে। ৬৯ শতাংশ মানুষ রোজ পরিমাণমতোই ঘুমান। তারপরও প্রতিনিয়ত বিভিন্ন অসুখে ভুগছে মানুষ।

এ প্রসঙ্গে জরিপ থেকে জানা যায়, ৬১ শতাংশ মানুষ প্রতিদিন এক বেলার খাবার ঘরের বাইরে খান। এক্ষেত্রে শিশুর সংখ্যাই বেশি অথচ জরিপে ৭৭ শতাংশ বলছেন তারা তাদের শিশুর সুষম খাবারের ব্যাপারে সচেতন। জরিপে এটাও উঠে এসেছে যে, ৯৫ শতাংশই ভেজাল এবং জীবাণুযুক্ত খাবার তারা খাচ্ছে, যা সব সময় স্বাস্থ্যকর নয়। এই ঝুঁকি কমাতে যতটা সম্ভব বাইরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। বাইরের মুখরোচক খাবার সম্পর্কে পুষ্টি বিজ্ঞানীরা জানান, বাচ্চাদের স্কুলের টিফিনের বিষয়ে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া দরকার। তা না হলে আজকের শিশু দীর্ঘ মেয়াদে ঝুঁকির মুখে পড়বে। তাই ঘরে তৈরি খাবারে শিশুদের অভ্যস্ত করতে হবে।

বাড়ছে সচেতনতা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্রামের চেয়ে শহরাঞ্চলে অসংক্রামক রোগের ঝুঁকি দিনদিন বাড়ছে। এসব জটিলতা থেকে মুক্ত থাকতে নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম জরুরি। রোগে আক্রান্ত হওয়ার আগে থেকেই যদি নিয়মিত শরীরচর্চার অভ্যাস করা যায় তাহলে রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মনে করেন চিকিত্সকরা। তাই এখন যোগ ব্যায়াম, হাঁটার দিকে ঝোঁক বাড়ছে নাগরিকদের। শহরের আনাচেকানাচে গড়ে উঠেছে জিম। সেখানে তরুণ যুবকদের ভিড় সবচেয়ে বেশি। শহরগুলোতে মাঠ কমে আসার পাশাপাশি খেলার সুযোগও কমে আসছে। তাই তরুণ প্রজন্ম ঝুঁকছে জিমনেসিয়ামে গিয়ে শরীর রক্ষার দিকে।

এই যে সচেতনতা বাড়ছে মানুষের এর প্রভাবে মানষের গড় আয়ুও বাড়তে দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২২’ শীর্ষক প্রতিবেদন বলছে, বর্তমানে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর ও পুরুষদের গড় আয়ু ৭০ দশমিক ৮ বছর। নিজেকে সতেজ আর নিরোগ রাখতে তাই স্বাস্থ্য সচেতনতা বাড়ছে নগরীর মানুষের মধ্যে। নগরজীবনের ব্যস্ততায় শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমই বেশি। ফলে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা ধরনের রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে হাঁটহাঁটি আর ব্যায়ামের প্রতি ঝুঁকছে নগরবাসী। ভোরের সূর্য ওঠার আগে থেকেই রাজধানীর বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে সরব উপস্থিতি স্বাস্থ্য সচেতন মানুষের। হাতির ঝিল, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক প্রভৃতি স্থানে মানুষের ঢল নামে। গুলশান, বনানী, উত্তরা, মিরপুর এলাকার পার্ক, উন্মুক্ত স্থান বা একটু প্রশস্ত রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে আর ব্যায়াম করতে দেখা যায় নগরবাসীকে। নারী-পুরুষ, বৃদ্ধ, তরুণ—সবাই আছেন এই ভোরে ভ্রমণকারীর দলে। কেউ দৌড়াচ্ছেন, আবার কেউ-বা বয়সের ধকলে লাঠিতে ভর করেও হাঁটছেন। তবে, স্বাস্থ্য ভালো রাখতে যে সকালেই হাঁটতে হবে এমন কোনো নিয়ম নেই। যখন সময় পাবেন সেই সময়েই সেরে নিতে পারেন ব্যায়ামের কাজটা। আর বিশেষজ্ঞরা বলছেন, ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো সময় বিকাল বা সন্ধ্যা।

তবে, শুধু ব্যায়াম করলেই তো চলবে না। খাওয়া হতে হবে পরিমিত এবং স্বাস্থ্য উপযোগী। ডায়েটিশিয়ানরা বলছেন, সব খেতে পারেন, খেতে পারেন যত ইচ্ছা। শুধু ব্যায়াম করে সেই ক্যালরিকে পুড়িয়ে ফেলতে হবে। তা যদি না করেন, তবেই পরিধি বাড়বে শরীরের।




চুয়াডাঙ্গায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান গণ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা শুরুতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সভাপতিত্বে দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।সূচনা বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ।আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৪৯ সালের এই দিনে বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

এ সময় চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১, অফিসার ইনচার্জ (চুয়াডাঙ্গা), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।




১৫০ জনকে নিয়োগ দেবে শপআপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শপআপ। প্রতিষ্ঠানটিতে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা

এই পদে সর্বমোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

বিক্রয় প্রতিনিধি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।অবশ্যই মোহাম্মদপুর/খিলগাঁও/বনশ্রী এরিয়া তে কাজের জন্য আবেদন করবেন।

কর্মস্থল

ঢাকা (আদাবর, ঢাকা উদ্যান, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী)।

বেতন

৮,৫০০ – ১৫,৫০০/- (মাসিক )।

টেলকো ডিস্ট্রিবিউশন ব্যবসা তে পারফরমেন্স বোনাসে বেশি জোর দেওয়া হয়। মূল বেতনের পাশাপাশি ইনসেন্টিভ রয়েছে , বছরে রয়েছে দুইটি পারফরম্যান্স বোনাস , এছাড়া কোম্পানির পলিসি অনুযায়ী আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ আগষ্ট , ২০২৩।

সূত্র : বিডিজবস




গাংনীতে জনতার হাতে দুই ছাগল চোর আটক; পুলিশে সোপর্দ

গাংনী উপজেলা চিতলা গ্রামে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হতে আটক৷ হয়েছে দামুড়হুদা থানার দশমী গ্রামের ফজলে হোসেন(৪০) ও বাঘাডাংগা গ্রামের লিটন হোসেন (৩৫)।

ফজলে হোসেন দশমী গ্রামের লুতফুর রহমানের ছেলে ও লিটন হোসেন বাঘাডাংগা গ্রামের তেতুল মন্ডলের ছেলে।

শনিবার দুপুরে তাদের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। আটক কৃতদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চিতলা গ্রামের আশরাফুল ইসলামের একটি খাশি ছাগল চুরি করে অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। চোরের দল পাকুড়িয়া গ্রামে পৌঁছালে ছাগলমালিক তার ছাগল চিনতে পেরে তাদের আটক করে। এসময় ৫ জন চোর চক্রের মধ্যে অটোরিকশা ফেলে তিনজন পালিয়ে যায়। ফজলে হোসেন ও লিটনকে ধরে গণধোলাইয়ের পর গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুৃমার নন্দী জানান, ছাগল চুরির অপরাধে দুজনকে গাংনী থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




যথাযোগ্য মর্যাদায় দামুড়হুদায় আট স্মৃতি শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় দামুড়হুদায় শনিবার স্থানীয় আট স্মৃতি শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার নাটুদা মাঠে ৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল।

আজ শনিবার সকাল ৯টার সময় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সোলাইমান হক জোয়াদ্দার সেলুন, মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড: কিসিঞ্জার চাকমা, কালো পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

পরে শহীদ বেদিতে পুস্তক অর্পণ করেন চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, দামুড়হুদা উপজেলা প্রশাসন, শহীদ পরিবারের সন্তানরা, দামুড়হুদা উপজেলা পরিষদ, জেলা মহিলা লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্র লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদের জন্য দোয়া মাহফিল করা হয়।

পরে জেলা আওয়ামী ও জেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: সোলাইমান হক জোয়াদ্দার সেলুনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, আজগর ফটিক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মাসুদুর রহমান লিটু, আ,লীগ নেতা ও শিল্প পতি রাজ্জাক খান, আব্দুল হাকিম প্রমুখ। জেলা ও উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় প্রশাসন ও মু‌ক্তিযোদ্ধারা তাদের স্মরনে প্রতিবছর এই দিবসটি যথাযোগ্য মর্যদার সাথে প্রতি বছর দিবসটি পালন করে আসছে।

যুদ্ধহত অবস্থায় বেচে যাওয়া বীর মুক্তিযোদ্ধা আজগার ফটিক স্মৃতি চারণ বক্তব্য বলেন, দামুড়হুদা-মেহেরপুরের মাঝামাঝি একটি গ্রাম জয়পুরে ১৯৭১ সা‌লে ৫ আগষ্ট যখন মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে ছিল, ঠিক তখনি ছদ্দবেশী একজন খবর দিল যে দামুড়হুদার নাটুদা মাঠের সব পাকাধান পাকবাহিনীরা জোর পুর্বক কেটে নিয়ে যাচ্ছে। এই সংবাদ পে‌য়ে মুক্তিযোদ্ধারা কিছু না বুঝেই দলবেধে দ্রত ঘটনাস্হলে পৌঁছে। পরে দেখা গেল কিছুই না, তারা রাজাকা‌রের কৌশলে পাকবা‌হিনীর ফা‌দে পা দি‌য়ে‌ছে। এসময় প‌রি‌স্থি‌তি বুঝ‌তে একজন মুক্তিযোদ্ধা ফাঁকা গুলি ছুড়লে। তখন ইউ আকৃ‌তি‌তে মু‌ক্তি‌যোদ্ধা‌দের ঘি‌রে ফেলা পাকসেনারা শত শত রাউন্ড গুলি ছুড়তে থাকে। এসময় প‌রি‌স্থি‌তি বেগ‌তিক পিছা‌নোর কোন পথ নেই বুঝ‌তে পে‌রে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের জন্য প্রস্তুত হয়।

গোলাপু‌লির এক পর্যা‌য়ে দামুড়হুদার নাটুদা স্কুলে পাকসেনাদের ক্যাম্প থে‌কে আ‌রো পাক‌সেনা পিছন থেকে অগ্রসর হয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে বৃষ্টিমত গুলি ছোড়ে। মুক্তিযোদ্ধাদের বাঁচতে হলে মুভ করতে হবে, মুক্তিযোদ্ধারাও গুলি চালাতে চালাতে ক্লান্ত প্রায়। এর ফাঁকে মুক্তিযোদ্ধা হাসান এর ডানহাতে গুলি লাগে, হাত গামছা দিয়ে বেধে গুলি চালাতে থাকে, কতক্ষণ প্রশিক্ষিত একটি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ চালানো যায়। হাসান সকলের পিছুটান দেয়ার কথা বলেই মৃত্যু বরন করলেন, পিছু হটার সাথে সাথে পাকসেনারা তাদের ধরে গুলি ও বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারিক, আফাজ, খোকন, আবুল কাশেম, রবিউল, রওশন, কিয়ামদ্দিন ও হাসানকে গুলি করে হত্যা করে। দেশ মাতৃকার মুক্তির জন্য নিঃশেষে প্রানদান করে শহীদ হন ৮ বীরমুক্তিযোদ্ধা।

জেলা ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ, মক্তি‌যোদ্ধা সংসদ স্বাধীনতারপর থেকে এই ৮ শহী‌দের স্মরনে প্রতিবছর এই দিবসটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। এখানে স্থানীয় শহীদ দিবস পালনে সকাল থেকে কোরান তেলাওয়াত, বিশেষ আলোচনা দোয়া ও কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও শহীদ পরিবারের আত্মীয় স্বজন এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্তিত থেকে শহীদদের শ্রদ্ধা জানান।