মেহেরপুরে স্বামীর দায়ের করা মামলায় স্ত্রীর বিরুদ্ধে আদালতের সমন

বুধবার (২ আগস্ট )স্বামী মোঃ মামুনুর রশিদের ২০১৮ সালের যৌন নির্যাতন আইনের ৩ ধারাতে করা একটি নালিশি মামলার আবেদন আমলে নিয়ে গাংনীর আমলী আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ বাদীর স্ত্রী তহমিনা খাতুন (২৭)এর বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার আবেদনে বাদী তার স্ত্রীকে একজন কুচক্রী, ফন্দিবাজ, যৌতুকলোভী, পরকিয়া প্রেমের অধিকারী ও সংসার নষ্টকারী মহিলা বলে দাবী করে সুবিচারের আবেদন করেছেন।

বাদীর নালিশের বর্ণনা থেকে জানা গেছে ২০০৮ সালের ৭ আগস্ট গাংনীর বানিয়াপুকুরের মোঃ মামুনুর রশিদ ও যুগিন্দার তহমিনা খাতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মামলার সাক্ষি তার সন্তান তাসনিমের জন্মের পর জীবিকার তাগিদে স্ত্রী-সন্তান ও পরিজন রেখে তিনি প্রবাসে (সিঙ্গাপুর) সাত বছর কাটান। প্রবাসে থাকা কালীন সময়ে তার পাঠানো টাকা পয়সা ও অলঙ্কার আসামী তার নিজ পিতা-মাতার বাড়ীতে রেখে দেয় এবং সেখানে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বাদী দেশে আসার পর বাদী ও আসামী কিছুদিন একত্রে সংসার করলেও ৪ মাস পূর্বে তহমিনা খাতুন বাড়ীর ১ বিঘা জমি তার নামে জমি রেজিস্ট্রী ও নগদ দশ লক্ষ টাকা ব্যাংকে তার ব্যাংক হিসাবে রাখার দাবী করে সন্তানদের রেখে বাবার বাড়ীতে চলে যায়। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে বাদী সুবিচার পেতে আদালতের দ্বারস্থ হন।




কিশোরদের ডায়াবেটিস: ঝুঁকি ও করণীয়

টিনএজ বা কিশোর বয়সে ডায়াবেটিস হতে পারে। তবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয় কম। করোনা মহামারির পর আমাদের জীবন-যাপনে অনেক পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের ফলে নানা শারীরিক সমস্যাও বেড়েছে। খাবারে অনিয়ম, ফাস্টফুডে আসক্তি, দৈনন্দিন জীবনে নিয়ম না মানা এসব নানা কারণে হরমোনাল ইমব্যালেন্সের পাশাপাশি ওজনও বাড়ে। এ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা মো. দেলোয়ার হোসেন।

কিশোরদের ডায়াবেটিসের আরও কিছু সমস্যা
ওজন কমানোর জন্য অনেক টিনএজার ক্র্যাশ ডায়েট করে। বা হয়তো একদম কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেয় খাবার থেকে। মনে রাখতে হবে, মস্তিষ্কের কাজের জন্যও গ্লুকোজ়ের প্রয়োজন। সেই গ্লুকোজ় খাবারের মাধ্যমে শরীরে না পৌঁছালে হঠাৎ করে সুগার ফল করতে পারে। রিপিটেড হাইপোগ্লাইসেমিয়া হলে, শরীর ইনসুলিন রেজ়িস্ট্যান্ট হয়ে পড়ে। ফলে, ডায়াবেটিসের প্রবণতা আরও বাড়ে। আবার স্ট্রেসের ফলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় বেশি, ইনসুলিন নিঃসরণ কমে। ঘুমের সময়ে হ্যাপি হরমোন রিলিজ় হয়। স্ট্রেসের ফলে ঘুম কম হয়, ফলে সুগার মেটাবলাইজ়ড হয় না। রক্তে শর্করা জমতে থাকলে ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে। মনে রাখা প্রয়োজন, টিনএজারদের সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিস হলেও (শরীরে এক্ষেত্রে ইনসুলিন তৈরি হয় না) কিছু ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসও হতে পারে। অর্থাৎ, কারও শরীরে ইনসুলিন তৈরি হলেও তা যথাযথ কাজ করে না। এই দু’ক্ষেত্রে ওষুধ আর ডায়েট, আলাদা আলাদা হয়।

ডায়াবেটিসের ধরন বুঝে খাওয়া-দাওয়া

1.কিশোর বয়সে ডায়াবেটিস হলে ডায়াবেটিসের ধরণ বুঝে খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। ফাস্টফুডের বিকল্প অবশ্যই খুঁজে নিতে হবে। পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব না হলেও, একদম খালি পেটে জাঙ্ক ফুড না খাওয়াই ভালো।
2. ডায়াবেটিসের ক্ষেত্রে সারাদিনের নির্দিষ্ট পরিমাণ ক্যালরি গ্রহণের একটি মাত্রা বেঁধে দেওয়া হয়। সারাদিনের খাবারে ক্যালরি সেই অনুপাতেই ভাগ করে নেওয়া যেতে পারে।
3. ইমার্জেন্সি সুগার ফল করার আশঙ্কা থাকলে সঙ্গে ক্যান্ডি, গ্লুকোজ় ওয়াটার ক্যারি করা ভাল। তবে সিভিয়ার ইমার্জেন্সির ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা জরুরি। টিনএজ মেয়েদের, যাদের হেভি ব্লিডিং হয়, তারা যদি কড়া ডায়েটে থাকে তাহলে এই দুয়ে মিলে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। এদের টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে, জটিলতা বাড়তে পারে। কিডনি বা কার্ডিয়াক সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে হাই প্রোটিন সাপ্লিমেন্ট নিতে হতে পারে।
4. টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকের হয়তো ফাস্টিংয়ে সুগারের মাত্রা বেশি থাকে। এদের ক্ষেত্রে রাতে ঈষদুষ্ণ গরম দুধে দু’তিনটে কাঠবাদাম ভিজিয়ে খাওয়ার নিয়মিত অভ্যাস গড়ে নেওয়া ভালো। আবার পিপি বেশি থাকলে, সকালের মাঝামাঝি কোনো সময়ে যেকোনো একটি ফল ও প্রোটিন খাওয়া ভালো। গোটা ফল, টক দই খাওয়ার দেড়-দু’ঘণ্টা পরে দুপুরের খাবার খেতে মানা নেই।

5. যেহেতু টিনেজার তাই অনেক সময় অনেকের ফাস্টিং ও পিপি, দুই-ই নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ডায়াবেটিসের লক্ষণ তাদের মধ্যে পাওয়া যায়। তখন এইচবিএওয়ানসি (HbA1c) টেস্টে হয়তো ধরা পড়ল সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত। তাদেরকে নিয়মিত মনিটর করা প্রয়োজন। টাইপ ওয়ান বা টু, দু’ধরনের ডায়াবেটিসেই সিম্পল কার্বোহাইড্রেট (চিনি, মিষ্টি) একদম না। বিস্কিট ও মুড়ি এড়িয়ে চলা ভালো।
6. ছোট ছোট ফ্রিকোয়েন্ট মিল উপকারী, আর প্রতিটি মিলেই অন্তত একটি প্রোটিন আইটেম যেন থাকে। অর্থাৎ, সারাদিনে যদি ৫০ গ্রাম প্রোটিন থাকে, তা যেন চারটি মিলে ভাগ করা থাকে। সিডস ও নাটস সুগারের মাত্রা ওঠানামা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
7. এখন ইয়ং অ্যাডাল্টদের মধ্যেও হার্টের অসুখের উদাহরণ বাড়ছে। এর অন্যতম কারণ হতে পারে সুগার ফ্লাকচুয়েশন। ডার্ক চকোলেটও ভাল। এর সঙ্গে অবশ্যই প্রয়োজন অ্যাক্টিভিটি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় ও যোগব্যায়ামের মাধ্যমে হরমোনাল ইমব্যালেন্স অনেকাংশে দূর করা যায়।




বার্সেলোনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ডেম্বেলে

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে প্রস্তাব পাওয়ার পর বার্সেলোনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ওসমানে ডেম্বেলে। কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর আমেরিকায় প্রাক মৌসুম সফরে থাকা স্প্যানিশ ক্লাবের হয়ে গতকাল লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চে ছিলেন ২৬ বছর বয়সী ডেম্বেলে। ম্যাচে ১-০ গোলে জয় পায় জাভির শিষ্যরা।

ম্যাচ শেষে স্প্যানিশ টিভিকে কাতালান বস বলেন, ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানানোর পর তাকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ডালাসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ডেম্বেলের গোলেই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়লাভ করেছিল বার্সেলোনা।

জাভি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে একেবারেই পরিষ্কার। ডেম্বেলে আমাদের বলেছে, তিনি ক্লাব ছেড়ে দিতে চান। সারসরি জানিয়ে দিয়েছেন যে তিনি পিএসজির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কষ্টের। কারণ আমরা তাকে অত্যন্ত যত্নের মধ্যে রেখেছিলাম। যাতে সে খুশিতে থাকেন এবং আমাদের দলকে অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার কাজে মনোযোগ দিতে পারে। ডেম্বেলে জানিয়েছে তার কাছে প্রস্তাব এসেছে এবং তিনি আমাদের ছেড়ে যেতে চান। ওই কারণেই আজ (মঙ্গলবার) তাকে খেলানো হয়নি।’

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়া ডেম্বেলের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর রয়েছে। গতকাল আনসু ফাতির দ্বিতীয়ার্ধে দেওয়া গোলেই জয়লাভ করেছে কাতালান জায়ান্টরা। লাস ভেগাসের অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫৫ মিনিটে বার্সেলোনার হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেন ফাতি।




সাংবাদিকদের সাথে ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান।

বুধবার (২আগস্ট) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেসময় পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ডিআইও ওয়ান আতিকুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, নিজাম উদ্দিন জোয়ারদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান, ঝিনাইদহ থেকে মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, কিশোরগ্যাং, সুদে কারবারীসহ সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশ বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সকলের প্রচেষ্টা এবং সময় কার্যকরি উপদেশকে কাজে লাগিয়ে ঝিনাইদহকে ভালো রাখতে চাই। সামাজিক নানান সমস্যা সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করতে হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।




নিয়োগ দেবে গ্রিনডেল বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে মার্কেট প্রমোশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

মার্কেট প্রমোশন অফিসার (এমপিও)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কোম্পানির সুযোগ সুবিধাদি

আকর্ষণীয় ডিএ ও অ্যাকচুয়াল টিএ। দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফাণ্ড ও গ্রাচুইটি, প্রোফিট শেয়ার। বিক্রয়ের বিপরিতে ইনসেনটিভ এবং সপরিবারে দেশ ও বিদেশে ভ্রমণ করার ইচ্ছা থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যে কোনো স্থানে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবস




বিনামূল্যে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিচ্ছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গুগল ও মাইক্রোসফট নিজেদের গোপন রাখতে সতর্ক। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তারা উন্মুক্ত করতে দিতে চায় না। তবে মেটা তাদের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল বিনামূল্যেই দিয়ে দিচ্ছে। এললামা ২ নামের এই ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ আসায় অনেকেই অবাক। মেটার এখানে আসলে সুবিধা কোথায়?

মেটার এললামা চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য পর্যাপ্ত৷ আর যেহেতু এটি ওপেন সোর্স তাই একটি বড় প্রশ্নও রয়েছে। কে কৃত্রিম বুদ্ধিমত্তাটির নিয়ন্ত্রণ করবে ও ব্যবহারকারীরা এখানে নিরাপদ থাকবে কি-না এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হচ্ছে ততই ঝুঁকি বাড়ছে৷ কিন্তু টেক কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

জাকারবার্গ সম্প্রতি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলের সঙ্গে একটি ছবি আপলোড করেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ওপেন সোর্স করার সপক্ষে নিজের যুক্তি উপস্থাপন করেন। ফেসবুকে আলাদা একটি পোস্টে তিনি লেখেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক ডেভেলপার কাজ করার সুযোগ পায় তাই এর অগ্রগতিও হয় দ্রুত। যখন সফটওয়ার উন্মুক্ত থাকে তখন মানুষ এর সমস্যা শনাক্ত করে দ্রুত সমাধানের চেষ্টা করে।’

তবে এর কিছু নেতিবাচকতাও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় মানুষকে হঠিয়ে সমস্যা তৈরি করতে পারে। এললামার প্রথম সংস্করণ আসার পরই আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন সময়ে বর্ণবাদি লেখা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়ায় ব্যাপকভাবে৷ বড় টেক কোম্পানিগুলোও বরাবরই একে বদ্ধ রাখার কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতির কথা বলছে। মেটা জানাচ্ছে সব নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে তারা এখনও টিচিং ডাটা উন্মুক্ত করেনি। সম্প্রতি আরেকটি গবেষণায় জানা গেছে, এ আই প্রচুর ডাটা চুরি করে। মেটার মতো কোম্পানির জন্য এটাও একে ওপেন সোর্স করার কারণ হতে পারে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ফেন্সিডেল সহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেন্সিডেল সহ পলাশ আহমেদ (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি র‌্যাব-১২।

বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিপিসি-মেহেরপুর র‌্যাব-১২র সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম মারুফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সহড়াতলা (মাদ্রাসাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডেলসহ তাকে আটক করে।

আটক পলাশ আহমেদ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার মিনহাজ আলীর ছেলে।

সিপিসি র‌্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহড়াতলা (মাদরাসাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডেল সহ পলাশ আহমেদ নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছে থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক পলাশের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর কাছে কেনাবেচা করে আসছিল বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।




গাংনীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন।

আজ বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভুমি কর্মকর্তা ও সহকারি কমিশনার(ভুমি) নাদির হোসেন শামীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ,ইউনিয়নের চেয়ারম্যানগণ,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধি বৃন্দ।




আলমডাঙ্গার খাসকররা ক্যাম্পের এসআই’র বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার খাসকররা ক্যাম্পের এসআই ফরিদুল ইসলামের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালের স্ত্রী নুরানী পারভেজ সংবাদ সম্মেলন করেছেন। আসামী ধরার নামে বাড়িতে জোরপূর্বক উপ-পরিদর্শক (এসআই) তাদের আলমডাঙ্গার স্টেশনপাড়ার বসতবাড়িতে ঢুকে আসবাবপত্র তছনছ, গালিগালাজ ও আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেবার অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার রাতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নুরানী পারভেজ বলেন, ‘ গতকাল মঙ্গলবার ভোররাতে চেয়ারম্যান লাল বাড়িতে ছিলেন না। এসআই ফরিদুল ইসলাম প্রথমে তার বাড়ির নিচতলার ভাড়াটিয়া শফিকুল ইসলাম, শাহিন শাহিদ, সাবেক কমিশনার শরিফুল ইসলাম ও শরিফুল ইসলামের স্ত্রী অহিদা খাতুনকে গ্রেফতারের ভয় দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরো বলেন, এরপর দোতলায় আমার বাসায় জোরপূর্বক পুলিশ প্রবেশ করে । পুলিশ আমার স্বামীকে খুঁজতে থাকে। এসময় আমার স্বামী চেয়ারম্যান লাল বাড়িতে ছিলেন না। আমি আমার মেয়েকে নিয়ে একা বাড়িতে ছিলাম। পুলিশ জোর করে আমার শয়নকক্ষে প্রবেশ করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে বাড়িতে চেয়ারম্যান লালকে খুঁজতে ঘরের আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে ঘরের আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি ও আমার মেয়ে এসআই ফরিদুল ইসলামের জঘন্য আচরণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। বাড়ির ভাড়াটিয়াদের সামনেই এই কর্মকান্ড চালিয়ে তারা চলে যায়।

লিখিত বক্তব্যে নুরানী পারভেজ আরো বলেন, আমার স্বামী তাফসির আহমেদ লাল চেয়ারম্যান সালিশ বৈঠকে কোন ভুল ত্রুটি করে থাকলে তা আইন আমলে বিচারযোগ্য হবে। কিন্ত পুলিশ আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে অনধিকার প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে টাকা ছিনিয়ে নেওয়া কোন আইনের ভেতরে পড়ে?

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এর সুরাহা কামনা করেছেন।




ট্রেন থেকে ভিডিও ধারণের খুঁটিতে আঘাত লেগে দামুড়হুদার এক শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার অদূরে এ ঘটনা ঘটে। নিহত ইমজামাম হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও ধারণ করছিল। এসময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।