দামুড়হুদা জুড়ানপুর ইউপি সচিবের বিদায় ও নবাগত সচিবের বরণ

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলমগীর হোসেন এর বিদায় এবং নবাগত সচিব মো. সুজাল আহমেদ এর বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টার সময় জুড়ানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মেহেরুন্নেছা পার্কে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন।

এসময় পরিষদের হিসাব সহকারী হাসিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের বিদায়ী সচিব মোহাম্মদ আলমগীর হোসেন , নবাগত সচিব মো. সুজাল আহমেদ , ১নং ওয়ার্ড মেম্বার মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ আলী,সাংবাদিক মশিউর রহমান। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, গাংনী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আরমান হোসেন, ইউপি সদস্য খোকন আলী, রতন আলী, ইমরান হোসেন,নজরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম,সোনিয়া আক্তার।এছাড়াও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বক্তব্য বলেন, আমাদের বিদায়ী সচিব মোহাম্মদ আলমগীর হোসেন একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা, শ্রম, দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের সম্মান বৃদ্ধি করেছেন। তিনি প্রতিদিন খুব সকালে পরিষদে এসে নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন শেষে আবার বাড়িতে গিয়েও পরিষদের কাজ করতেন। করোনার দুর্যোগে তিনি মেম্বার এবং গ্রাম পুলিশদের সাথে জনসচেতনতার পাশাপাশি মানবিক কাজ করেছেন। আমরা বিশ্বাস করি এই মানুষটি যেখানেই যাবেন, সেখানে তিনি তার কর্মের দ্যুতি ছড়িয়ে দিতে পারবেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিব মোহাম্মাদ আলমগীর হোসেনের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় । একই সাথে নবাগত সচিব মোঃ সুজাল আহমেদকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেয়া হয়।




দুর্দান্ত পাঁচটি ফিচারে যাত্রা শুরু ভিভো ওয়াই ২৭

প্রতিদিনের সঙ্গী হিসেবে কেমন স্মার্টফোন আপনার পছন্দ? নিশ্চয়ই আকর্ষণীয় ডিজাইন, রুচিশীল রঙের সমাহার আর দারুণ পারফরমেন্স এমন স্মার্টফোনই চান! বাংলাদেশে যাত্রা শুরু করছে ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইন এবং দুর্দান্ত রঙের সমন্বয়ে ভিভো ওয়াই২৭। দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা । প্রতিদিনের কাজে দারুণ অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি স্টাইলিশ লুক দিতে এক্সপার্ট ভিভোর এই নতুন স্মার্টফোন। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ওয়াই সিরিজে এবছরের চতুর্থ স্মার্টফোন এটি।

কেন পছন্দের তালিকায় প্রথমেই রাখবেন ভিভো ওয়াই২৭? জেনে নিন এর গুরুত্বপূর্ণ ফিচারসমূহ।

রুচিশীল রঙ এবং মার্জিত ডিজাইন
রঙের ব্যাপারে তরুণরা বেশ রুচিশীল। তরুণদের এই পছন্দের কথা বিবেচনা করে স্মার্টফোনের রঙ নির্ধারণের ব্যাপারে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ভিভো। নতুন ভিভো ওয়াই২৭ এর ব্যাক সাইডে রঙে ক্ষেত্রেও তাই ব্যবহৃত হয়েছে কালো ও নীল রঙ যা মূলত বারগেন্ডি ব্ল্যাক এবং সি ব্লু নামে পরিচিত। বক্স আকারের ক্যামেরা ডিজাইনের বদলে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে চমৎকার সোনালি রঙের রিং। ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইনের সোনালি রঙ আভিজাত্যের প্রতীকও বটে।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং ব্যবস্থা
এর ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন টাইপ-সি ফ্ল্যাশ চার্জার দিয়ে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে দ্রুত। নেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপের কারণে চার্জ শেষ হবার ভয়। তাই স্মার্টফোনে এলার্ম দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সারা রাত চার্জে দেওয়ার প্রয়োজন নেই। বরং ঘুম থেকে ওঠে চার্জে দিয়ে রেডি হতে হতেই মাত্র এক ঘন্টায় হবে ফুল চার্জ। উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় এই স্মার্টফোনে চার্জ দ্রুত ফুল হলেও শেষ হবে না তাড়াতাড়ি। একবার ফুল চার্জেই টানা ক্লাসের রেকর্ড করা, বন্ধুদের কাছে থেকে নোট নেওয়া, প্রজেক্ট কিংবা প্রদর্শনীর কাজে ব্যবহার করা, বন্ধু এবং শিক্ষকদের সাথে সেরা মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখার কাজ হবে নিরবিচ্ছিন্ন। এমনকি ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখলেও তার প্রভাবে কম্বে না স্মার্টফোনের চার্জ।

চমৎকার ডিসপ্লে
২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ × ৭৬.১৭ × ৮.০৭ মিমি এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। ফলে বেশ ভালো এবং হালকা গ্রিপ পাওয়া যায়। বডি টু ডিসপ্লে রেশিও ভালো হওয়ায় এবং চিন এবং ব্যাজেল এর পরিমাণ কম হওয়ায় স্মার্টফোনটি খুব বেশি বড় মনে হবে না। এমনকি রাতে পাশাপাশি দিনের আলোতেও কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৭। কারণ ২৩৮৮ × ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রোদের আলোতেও ব্যবহার উপযোগী।

দুর্দান্ত সফটওয়্যার ও সুবিশাল স্টোরেজ
মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম স্মার্টফোনটির টাচ এবং স্ক্রলিং এ দেবে দারুণ অভিজ্ঞতা। প্রয়োজনীয় সকল অ্যাপ ডাউনলোড করা, অ্যাপ ডেটা সংরক্ষণ করা, এক সাথে হাজার হাজার ছবি তোলা, এইচডি ভিডিও করার সহজ করতে এখানে রয়েছে ৬ জিবি র‍্যাম। এক্সটেন্ডড র‍্যাম টেকনলোজি ৩.০ এর জন্য চাইলেই আরো ৬ জিবি র‍্যাম বাড়িয়ে নিতে পারেন। পাশাপাশি ১২৮ জিবি রম তো আছেই।

চমৎকার ক্যামেরা
৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবির টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। এক্সপ্রেশন হবে জীবন্ত। ছবির বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এক ধরণের পজেটিভ ভাইভ। সাথে হাস্যোজ্জল সময়ের স্বাক্ষী হতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পরিবার কিংবা বন্ধুতে সাথে কাটানো মুহূর্তগুলোর ছবি হবে দুর্দান্ত। পাশাপাশি পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচার তো থাকছেই।
যুগের সাথে তাল মিলিয়ে এখন হতে হবে স্মার্ট। এই স্মার্ট হওয়ার শুরুটা হোক দুর্দান্ত ভিভো ওয়াই২৭ থেকে।




দামুড়হুদার লোকনাথপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা

দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহিদুল হক সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আলি আহমেদ সোনা।

হাউলী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আমিন উদ্দীন সেন্টু,  হাউলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার রিকাত আলী,  ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী।

এছাড়াও বক্তব্য রাখেন হাউলী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতা, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন যুবলীগ নেতা জহুরুল ইসলাম ফকির, লিপু শাহ্।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হাসান শাহ্, মোহাম্মদ তারেক শাহ্, সম্পান শাহ্, খোকন বিশ্বাস, রাসেল শাহ্।




গাংনীর ধানখোলা গ্রামে চাচাত ভাইদের হামলায় মা ছেলে আহত

গাংনী উপজেলার ধানখোলালা মাঝের পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন- ধানখোলা গ্রামের ইয়ামিনের ছেলে ইয়ারুল ইসলাম(৩০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন(৪৬)।

এসময় আহতদের রান্নাঘর ও আসবাপত্র ভাংচুর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইয়ারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার আহসান মিয়ার ৮শতক জমির মধ্যে ৫শতক জমি ক্রয় করেন ইয়ারুল ইসলামের চাচাত ভাইয়েরা। বাঁকি ৩ শতক জমিতে প্রায় ৬০ বছর যাবত ঘর থাকায় উক্ত তিন শতক জমি আহসান মিয়ার নিকট থেকে ইয়ারুল ইসলাম ক্রয় করতে চাইলে বাঁধা দেয় ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ, জিয়ারুল ও জিনারুল ইসলাম। এ নিয়ে কথা কাটাকাটি হলে ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ, জিয়ারুল ও জিনারুল ইসলাম লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন ইয়ারুল ইসলাম ও তার মা রোকেয়া খাতুনকে। শুধু তাই নয়, এসময় ইয়ারুল ইসলামের রান্নাঘর ও আসবাপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা আহতদের উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।




মুজিবনগরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

মুজিবনগরে ৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক -দিবস- ২০২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি নাজমুস সাকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলমসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।

সভায় ৫ ই আগষ্ট ও ১৫ ই আগষ্ট এই দুটি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহনের বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হয়।




মুজিবনগরে ঢেউটিন ও চেক বিতরণ

মুজিবনগরে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে এমপি এর বিশেষ বরাদ্দ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী-কমিশনার ভূমি নাজমুস সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, উপজেলা ইয়াং বাংলা ফিচার লিডারের সভাপতি হাসানুজ্জামান লালটু।

এ সময় ৩৭ টি পরিবার এর মাঝে ৪৪ বাইন টিন ১ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়।




দামুড়হুদায় একটি ট্রাভেলসের শুভ উদ্বোধন

দামুড়হুদায় আস-সুন্নাহ হজ্জ ওমরাহ ট্যুর এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার বিকাল ৫টার সময় দামুড়হুদা বাস ষ্টান্ড নুরুন্নবী মার্কেটে ৩য় তলায়।

আস-সুন্নাহ হজ্জ ওমরাহ ট্যুর এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন শফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, এস আই সালাউদ্দিন।

হাফেজ মাওলানা আব্দুল খালেক এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ পিন্টু , হাজী কুতুব উদ্দিন মাস্টার, হাজী শফিকুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, হযরত মাওলানা আব্দুর রহমান, মাওলানা মিরাজুল ইসলাম, ওমর ফারুখ, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মামুনুর রশিদ।

আস-সুন্নাহ হজ্জ ওমরাহ ট্যুর এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদুল হোসাইন সাদ্দাম বলেন যাদের হজ্জ ও উমরাহ করার তীব্র আকাঙ্ক্ষা আছে কিন্তু আর্থিক সমস্যার কারণে হজ্জ ও উমরাহ করতে পারছেন না তারা ছোট একটি পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সেটা হলো আপনারা একটি গরু পালন করে এক থেকে দুই বছরের মধ্যে হজ্জ বা ওমরাহ পালন করতে পারেন। আমাদের এখানে আপনি মাসিক সঞ্জয়ের পরিকল্পনা, দৈনিক সঞ্জয় পরিকল্পনা, অনিয়মিত সঞ্জয় পরিকল্পনা, এককালীন সঞ্জয় পরিকল্পনা। এবং পাসপোর্ট অনলাইন করতে পারবেন,ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করানো হয়। সৌদির ভিসা প্রসেসিং করানো হয়, কম খরচে ওমরাহ হজসহ তুর্ক, দুবাই ও মিশরের প্যাকেজ ট্যুর করা হয়,বিশ্বের সকল দেশে এয়ার টিকিট ও ভিসা প্রসেসিং করা হয়। বাংলাদেশের মধ্যে দর্শনীয় স্থান যেমন কক্সবাজার, সাজেক, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, স্বপ্নপুর, কুয়াকাটাসহ বিভিন্ন প্রর্যটন কেন্দ্রে ট্যুর এন্ড ফ্যামিলি প্যাকেজ ট্যুরের সু-ব্যবস্থা আছে।




ঢাকায় নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি গার্ড (পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিকিউরিটি গার্ড (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এইচএসসি পাস প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।পুরুষরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে সিরিউরিটি গার্ড পদে কাজ করার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্বরতকালীন অফিস এর সকল ধরনের সম্পদের এবং কর্মীদের সার্বক্ষনিক নিরাপত্তা বিধানের সক্ষম হতে হবে। অফিসের ভিতরে লোক ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। দৈনিক রোস্টার ডিউটি পালন করতে হবে। দায়িত্ব পালনের জন্য অবশ্যই শারীরিকভাবে সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

১২,০০০ (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১২ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবস




ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদ

কয়েকদিন ধরেই জ্বর হাসান মাহমুদের। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা ছিল। গত পাঁচ-ছয় দিন জ্বরে ভোগা হাসান মাহমুদের অবস্থা কী, সেটা জানতে তার রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাতেই জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল (রবিবার) প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল। বর্তমান অবস্থা কী, সেটা জানতে আজ (সোমবার) আবার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল হাসান মাহমুদের। তবে শারীর কিছুটা সুস্থ বোধ করায় আজ আর পরীক্ষা করানো হয়নি।

সামনেই এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন হাসান মাহমুদ। সে কারণেই এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অন্যতম ভরসা তিনি।

এরই মধ্যে মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। গত দুই দিন হয়েছে মেডিক্যাল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ফিটনেস ট্রেনিং চলবে ৭ আগস্ট পর্যন্ত। এর পরদিন থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় পরকীয়ার প্রেমিক জুটিকে জুতার মালা দিলেন ইউপি চেয়ারম্যান, গ্রেপ্তার ৩

আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীকে জুতাপেটা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সালিশকারীরা। পরে তাদের জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। গত ২৯ এপ্রিল শনিবার এই ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সকলের নজরে আসে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী লালন হোসেন সোমবার সন্ধ্যায় খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সাবেক ইউপি সদস্যসহ ৫ জন ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় সালিশকারী তিনজনকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, খাসকররা গ্রামের শফি মল্লিক (৬০), হাসান আলী (৩০), কলম জোয়ারদার (৬০)। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী যুবক লালনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে ওই গৃহবধূর বাড়ির সন্নিকটে সালিশ বৈঠক ডাকেন ইউপি চেয়ারম্যান। অভিযুক্ত লালন সালিশে আসতে না চাইলেও জোরপূর্বক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। প্রায় ২ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতে বৈঠক হয়। পরে সালিশের সিদ্ধান্ত মোতাবেক পরকীয়া গৃহবধূ ও লালনকে শারীরিক নির্যাতনের পর জুতার মালা পড়িয়ে এলাকা ঘুরাই। এছাড়াও দেড় লক্ষাধিক টাকা জরিমানা ও দু’জনকে গ্রাম ছাড়তে নির্দেশ দেয়, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল। এ ঘটনায় সালিশকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।

ভুক্তভোগী ব্যবসায়ী লালন বলেন, ‘ ইউপি চেয়ারম্যানের সাথে পূর্ব বিরোধের জেরে ওরা আমাকে জোর করে বেধেঁ গ্রামের সবার সামনে জুতার মালা দিয়েছে এবং জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে। এখন আর বাঁচার ইচ্ছে নেই আমার। আমি এর বিচার চাই। সোমবার রাতেই থানায় মামলা করেছি’

খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ঘটনা শোনার পরই মামলা নিয়েছি। সোমবার রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এছাড়াও মূল হোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা পলাতক রয়েছে।