রেডিটে পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন মার্ক

টুইটারের পর ফেসবুক, টাম্বলারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিজেদের ভেরিফিকেশন মার্ক রাখার চেষ্টা করেছে। এবার রেডিটও পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন মার্ক দেওয়ার চেষ্টা করছে। লেবেলটা অনেকটা ব্যবহারকারীর নামের পাশে ফ্লেয়ারের মতো। আপাতত এই মার্কটি শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দেওয়া হয়েছে।

রেডিট জানিয়েছে, অফিশিয়াল লেবেলটি শুধু আইফোন ও অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে।

এমনকি অটোমোড নোটিফিকেশনের ক্ষেত্রেও তারা বড় পরিবর্তন এনেছে। রেডিট এখন থেকে মডারেটর বট লাগাবে। এই মডারেটর বট রিপ্লাই বা অন্যকিছু পর্যবেক্ষণ করে দেখবে ব্যবহারকারীরা রেডিটের নিয়ম অনুসরণ করছে কি-না। তবে এটুকুই তাদের বড় পরিবর্তন না।

রেডিট এক্সেসবিলিটি ফিচারেও বড় পরিবর্তন আনছে। রেডিটের এপিআই এর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ঠেকাতেই নতুন এই ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এক্সেসবিলিটি ফিচারের মাধ্যমে অ্যাপে অনেক পরিবর্তন আনা হবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে মোবাইল চোরকে ধরে পুলিশে দিলো জনতা

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্তর থেকে খলিলুর রহমান (৪৮) নামের এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছেন জনতা।

মোবাইল ফোন চোর খলিলুর রহমান মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ইসলাম খাঁ’র ছেলে।

আজ সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্তর থেকে তাকে জনতা ধরে পুলিশে সোপর্দ করেন।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাওহিদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাকে মোবাইল ফোন চুরির সময় হাতে নাতে ধরে পুলিশে দেন। তাকে মেহেরপুর সদর থানার পেন্ডিং মামলা নং ২১ আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




যৌথভাবে ২০৩২ ইউরো আয়োজন করতে চায় ইতালি-তুরস্ক

ইতালি ও তুরস্ক যৌথভাবে আয়োজন করতে চায় ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ। উয়েফা জানিয়েছে দেশ দুটি যৌথভাবে বিডে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে । এখনো পর্যন্ত শুধুমাত্র এই একটি বিডের ব্যপারে আগ্রহ দেখা গেছে বলেও উয়েফা জানিয়েছে।

এই দুই দেশের ফুটবল ফেডারেশন যে বিডের জন্য আগ্রহ দেখিয়েছে তার চূড়ান্ত ফল জানা যাবে আগামী ১০ অক্টোবর উয়েফার কার্যনির্বাহী কমিটির সদস্যের ভোটে।

নয় বছর পর ২৪টি দলের ৫১ ম্যাচের এই টুর্নামেন্টে একক স্বাগতিক হিসেবে ঝুঁকি না নিয়ে যৌথ বিডে উয়েফা বেশি আগ্রহী হবে বলে ইতালি ও তুরষ্ক বিশ্বাস করছে। যদিও এক্ষেত্রে ইতালির জন্য কাজটা কিছুটা সময় সাপেক্ষ। সেখানে পুরনো স্টেডিয়ামে সংখ্যা বেশি। দীর্ঘদিন যেখানো কোন সংষ্কারের ছোঁয়া লাগেনি। আমলাতান্ত্রিক জটিলতায় মিলানের সান সিরোর মতো ঐতিহাসিক স্টেডিয়ামের সংষ্কার প্রকল্পে দেখা দিয়েছে ধীরগতি।

অন্যদিকে, বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের দুই দশকের রাজনৈতিক নেতৃত্বের অধীনে তুরষ্কে বিশাল নির্মাণ প্রকল্পের আওতায় স্টেডিয়াম ও অবাকাঠামোগুলো প্রায় পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে।

অন্তত ২০ বছর ধরে তুরষ্ক বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের বিডে অংশ নিয়েও সফল হতে পারেনি। এ কারণেই এবার তারা যৌথভাবে বিডে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে ইস্তাম্বুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির সমর্থকরা বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়ায় তুরষ্কের সফলতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

উয়েফা জানিয়েছে ২৪ দলের এই টুর্নামেন্টের প্রয়োজনীয় সব চাহিদা বিডে পূর্ণ করা হয়েছে তা নিশ্চিত করতে দুই ফেডারেশনের সঙ্গে কাজ শুরু করবে উয়েফা। ২০২৮ ইউরোর বিডেও অংশ নিয়েছে তুরষ্ক। যদিও এই বিডে যুক্তরাজ্যের চারটি ফেডারেশন ও আয়ারল্যান্ডের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যখন ২০৩০ বিশ্বকাপ বিডে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেয় তখনই তাদেরকে ইউরো ২০২৮’র বিডে অংশ নেওয়ার প্রস্তাবে অনুমতি দেয় উয়েফা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ ঘোষণা করা হবে আগামী বছর।

আগামী ১০ অক্টোবর নিঁয়নে উয়েফা উভয় ইউরো প্রতিযোগিতার স্বাগতিকের নাম ঘোষণা করবে। ইউরো ২০২৪ এককভাবে জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তুরষ্ককে সহজেই ভোটে হারিয়ে জার্মানি এই স্বত্ব লাভ করেছিল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক 

হাফ ডজ্জন মাদক মামলার আসামি রেনু খাতুন এবার সাড়ে ৫ গ্রাম হেরোইন নিয়ে ধরা পড়লেন বারাদী ক্যাম্পের পুলিশের হাতে।

মাদক ব্যবসায়ী রেনু খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।

আজ সোমবার (৩১ জুলাই) সকাল ৮ টার সময় বারাদী বাজারে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রেনুকে আটক করেন। পরে তার শরীরের গোপন অঙ্গের ভিতর থেকে হেরোইন উদ্ধার করা হয়।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারে অভিযান চালিয়ে রেনুকে আটক করা হয়। পর তার শরীরের যৌনাঙ্গের ভিতর থেকে হেরোইন জব্দ করা হয়। তিনি বলেন, এর আগে রেনু খাতুনের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে আদালতে ৬ টি মামলা চলমান রয়েছে।

হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৪৯, তারিখ ৩১/০৭/২৩ ইং। আটককৃত আসামি রেনু খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে কারিতাস বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ক্রেডিট অফিসার (সিএমএফপি)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস। তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

মৌলভীবাজার, হবিগঞ্জ।

বেতন

শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ১৫,০০০/- (পনের হাজার) টাকা।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৩ আগষ্ট,২০২৩।

সূত্র : বিডিজবস।




গাংনীতে একই মঞ্চে আওয়ামীলীগ-বিএনপি নেতৃবৃন্দ

মহাসমাবেশ ও শান্তি সমাবেশকে ঘিরে যখন রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে সংঘর্ষ, সহিংসতা, বাসে আগুন দেওয়া হয়েছে। তখন মেহেরপুরের গাংনীতে একই মঞ্চে মিলিত হলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। এক মঞ্চে বসে তারা অঙ্গীকার করলেন সহিংসতার পথে না গিয়ে মেনে চলবেন নির্বাচনী আচরণ বিধি।

দি হাঙ্গার প্রজেক্ট গাংনী উপজেলা শাখা সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে বসার আয়োজন করে।

মঞ্চে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রচারনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগের সাস্কৃতিক সম্পাদক আজিজুল হক রানু, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, আল্পনা আক্তার। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, জেলা বিএনপির নেতা আব্দাল হক। জাতীয় পার্টির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিব উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সমন্বয়ক প্রভাসক রফিকুল ইসলাম বকুল, করমদী ডিগ্রী কলেজের প্রভাসক এএসএম সায়েম পল্টু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।

গতকাল রবিবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে এই আয়োজন করা হয়।

এসময় দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, গাংনী এরিয়া অফিসের সমন্বয়ক হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জাতীয় পর্যায়ে যাই হোক আমরা স্থানীয়ভাবে শান্তিপূর্ণ অবস্থান তৈরী করবো। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানে থাকবো।




আলমডাঙ্গার কুলপালায় সড়ক দুর্ঘটনায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত

আলমডাঙ্গা উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

রবিবার সন্ধ্যা ৭ টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়ক কুলপালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) নজরুল ইসলাম (৪২) ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান (৪৫)। তবে তাৎক্ষণিক আহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওসিএলএসডি নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ার মৃত ইউনুস শেখের ছেলে। খাদ্য অফিসের এএসআই সাইদুর রহমানের বাড়ি মেহেরপুর শহরে।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টায় মেহেরপুর থেকে দ্রূত গতিতে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এসময় মাইক্রোবাসটির একটি চাকা পাঙচার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছাই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




মেহেরপুর জেলা আওয়ামীলীগের একাংশের বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের একাংশের উদ্যোগে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর সদর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।

এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




মেহেরপুরে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান হিরন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




ঝিনাইদহ জেলা আ’লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩০ জুলাই ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এই উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে জেলা শিল্প কলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি শফিকুল অপু ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগকে বিজয়ী করার বিভিন্ন কৌশল এবং নারী পুরুষকে সমভাবে আওয়ামী লীগের কর্মসূচীতে অংশ গ্রহনের আহবান জানান।