গুগলের ওয়েব রিডিং অ্যাপ

আজকাল অনেক লেখাই ওয়েবসাইটে পড়তে হয়। আর ওয়েবসাইটের লে আউট বাজে হলে পড়ার ঝক্কি তো বাড়বেই। আজকাল ওয়েবসাইটে ব্যানার, পপ আপ, ভিডিও প্লেব্যাক, বিজ্ঞাপনের ভিড়ে টেক্সট খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে উপায় কি? গুগল অবশ্য একটি ভালো সমাধান নিয়ে এসেছে। গুগলের ওয়েব রিডিং অ্যাপের মাধ্যমে সবচেয়ে জঘন্য ওয়েবসাইটের লেখাও এখন পড়া যাবে।

এই অ্যাপ ইনস্টলের পর মাত্র আঙুলের সোয়াইপের মাধ্যমেই আপনি এখন পড়তে পারবেন। গত বছরের শেষের দিকে গুগল রিডিং মোড চালু করে। ফলে মোবাইলে কন্টেন্ট পড়া অনেক সহজ হয়ে যায়। টাইপসেট কাস্টোমাইজ করা বাদেও ফন্ট বদল করা যায় এই ফিচারে। তাছাড়া গুগলের টেক্সট টু স্পিচ তো চালু রয়েছেই৷ আগে সমস্যা ছিল রিডিং মোড ব্রাউজারে ছিল। তবে এখন এটি একটি অ্যাপ হওয়ায় যেকোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ পাঠকদের জন্য খুশির খবর।
কোনো কন্টেন্টে যেসব উপাদান পড়ার ব্যাঘাত ঘটায় অর্থাৎ ভিডিও, ছবি, বিজ্ঞাপন, ভিডিও প্লেব্যাক সবই সরিয়ে দেয়। তাছাড়া এই অ্যাপ চালু থাকলে নোটিফিকেশন ও পপ আপ বন্ধ হয়ে যায়।

একাধিক পদ্ধতিতে এই অ্যাপ চালু করা যায়। তবে সবচেয়ে সহজ উপায় দুই আঙুলের সোয়াইপ অপশন। এখন যেহেতু অধিকাংশ কন্টেন্টই মোবাইলে দেখা হয় তাই এই ফিচারটি অনেক উপকারি।

সূত্র: ইত্তেফাক




লিগ শুরুর আগেই এমবাপ্পেকে দলে চায় রিয়াল

লা-লিগার নতুন মৌসুম শুরুর আগেই কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয় চূড়ান্ত করতে চায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এখনো এমবাপ্পে ও পিএসজির সিদ্ধান্তের অপেক্ষায় আছে রিয়াল।

পিএসজি ইতিমধ্যেই জানিয়েছে, আগামী বছর ফ্রি ট্রান্সফার এড়ানোর জন্য এমবাপ্পেকে এবারের গ্রীষ্মেই তারা ছেড়ে দিতে চায়। কিন্তু নতুন মৌসুম শুরুর দুই সপ্তাহ বাকি থাকলেও দুই ক্লাবের মধ্যে এ ব্যাপারে এখনো কোন চূড়ান্ত আলোচনা হয়নি।

পিএসজি যদি আলোচনা শুরু করতে আগ্রহ দেখায় তবে মাদ্রিদও এই চুক্তির বিষয়ে প্রস্তুত আছে। স্প্যানিশ জায়ান্টরা জানে এমবাপ্পেকে দলে নিতে হলে তাদের অন্তত ২০০ মিলিয়ন ইউরোর উপর ব্যয় করতে হবে। একই সঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক আরও ব্যয় রয়েছে। রিয়াল চাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত এমবাপ্পের সঙ্গে ছয় বছরের চুক্তি করতে।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি পিএসজি এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো হাঁকিয়েছে। প্যারিসের ক্লাবটি আলোচনার মাধ্যমে এর থেকে কম অর্থও শেষ পর্যন্ত মেনে নিবে। পিএসজি বর্তমানে বার্সেলোনা থেকে ওসমানে ডেম্বেলের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে, মাদ্রিদ এমবাপ্পের জন্য ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করার প্রত্যাশা করেছিল। কিন্তু আগামী বছর প্রিমিয়ার লিগের যেকোনো ক্লাব এমবাপ্পের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় আর ঝুঁকি নিতে চায়নি মাদ্রিদ। চুক্তির বিষয়ে ক্লাবের পক্ষ থেকে অবশ্য সরাসরি কেউই কিছু বলছে না।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাংনীতে ৭ কেজি গাঁজা সহ রাজিব ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১২)।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলার গাংনী-সাহারবাটি চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রাজিবুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী র‌্যাব ১২ কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা হতে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।




ঢাবি’র সলিমুল্লাহ মুসলিম হল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হলেন এমএএস ইমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল শাখা এলামনাই এসোসিয়েশনের ৪৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২০২৩-২০২৫ পর্যন্ত। পরিষদের প্রধান পৃষ্টপোষক সাউথ ইষ্ট ব্যাংক লি: এর চেয়ারম্যান আলমগীর কবির।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসা গ্রুপ ও রাজধানী টিভির চেয়ারম্যান এমএএস ইমন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাহাব উল্লাহ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে কুঞ্জ ডেভেলপারস লি: এর প্রোপাইটার নাছির উদ্দীন মাহমুদ, সাবেক সচিব কেএম মোজাম্মেল হক মুকুল, সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক (জজ)।

যুগ্ম মহাসিচব-১, নির্বাচিত হয়েছেন, সেইফ এক্সপ্রেস এর প্রোপাইটর আরিফুজ্জামান ছইফ, যুগ্ম মহাসচিব-২ নির্বাচিত হয়েছেন, ব্যবসায়ী মো: আতাউর রহমান, কোষাধ্যক্ষ নির্বাটিত হয়েছেন, কর পরিদর্শন পরিদপ্তর এর মহাপরিচালক আহসান হাবিব (রিপন), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এডিশনাল ডিআইজি (সিআইডি) এসএম আশরাফুজ্জামান, শিক্ষা ও সমাজ সেবা সম্পাদক বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো: জহুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মমতাজুল করিম রুবেল, তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন উপসচিব জেলা প্রশাসক গাজীপুর আবুল ফাতে মোহাম্মাদ সফিকুল ইসলাম।

নির্বাহী সদস্যরা হলেন, ব্যাংকার কায়েস সামি, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল কাসেম, সাবেক সিনিয়র সচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো: ইউনুসুর রহমান, প্রোপাইটার এআইএম এসোসিয়েটস, মিজানুর রহমান মেসবাহ, বিসিআইসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ রাফেজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রাকাবের সাবেক জিএম আব্দুল হালিম কাফি, নিউএইজ এর অ্যাডভাইজার ফকির আবুল কালাম আজাদ, তাফা ট্রাভেলস কন্সালটেন্ট এর প্রোপাইটার একেএম বারী, ইউনিভার্স ওভারসিজ লিমিটেডের সিইও আখতার হোসেন চৌধুরী, প্যান প্যাসিফিক সোনার গাও হোটেল ঢাকা সাবেক ডিরেক্টর অব সেল্স আবুল কালাম, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কাষ্টমস এর সাবেক সহকারি কমিশনার মো: নিজামুল হক বাহাদুর, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মঞ্জুর কাদের খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মশিউর রহমান, বাটন টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজাদ খান নান্টু, ব্যবসায়ী ইকবাল হোসেন রাজু, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক যুগ্ম সচিব মো: আমিনুল ইসলাম, জনতা ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন দিপু, ব্যবসায়ী আব্দুল আলীম, বাংলাদেশ পুলিশের (এপিবিএন) ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, গুলশান জোনের উপপুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক খাইরুল ইসলাম জীবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর শেখ রেজউল ইসলাম, যুগ্ম সচিব ড. মো: ফেরদৌস আলম, অগ্রনী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মো: আশাদুর রহমান (আসাদ), ঢাবি’র অধ্যাপক রফিক শাহরিয়ার, প্রধান মন্ত্রির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন, আইনজীবী মো: হানিফ ও যমুনা ব্যাংকের কর্মকর্তা নাসিম আলম খান (পনির)।




সেরা অভিনেত্রীর পেলেনপুরস্কার রুনা খান

অভিনেত্রী রুনা খান দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই বিভিন্ন রূপে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। সম্প্রতি ওয়েব সিরিজ ‘বোধ’র জন্য ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’-এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

শনিবার (২৯ জুলাই) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি নিজেই জানিয়েছেন রুনা খান।

অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে গেল বছরের ৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তাঁর অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই অভিনেত্রী।

এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।




মেহেরপুরে পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৪ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২ আসামি ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীতে জামায়াতের ১০ নেতা কর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় জামায়াতের ১০ নেতা কর্মী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি ককটেল ও দলীয় বই, লিপলেট উদ্ধার করা হয়েছে।

এরা হলেন, গাংনী উপজেলার গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৪০), গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের মৃত আখছেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫০), রাজাপুর গ্রামের হাউস আলীর ছেলে জাকারিয়া হোসেন (৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে সোহেল রানা (৪০), সানঘাট গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধানখোলা গ্রামের আসমত আলীর ছেলে জামাল উদ্দীন (৬৪), ধানখোলা গ্রামের মাঝপাড়া এলাকার রইছদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৬০), রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ(৫৫) ও তেঁতুলবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

গাংনী থানার পৃথক পুলিশের টিম শনিবার দিবাগত রাতভর আজ রবিবার (৩০ জুলাই) ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের এসব নেতা কর্মীকে গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নং ৪৩(৭)২৩ এর আসামি। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)(২৫) ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪/৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, আসামিদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা থাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আজ রবিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে হুমকি, ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, দৈনিক জবাবদিহি ও আমাদের অর্থনীতির সাংবাদিকদ্বয়কে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও মায়ের হাসি ক্লিনিক মালিকের বিচার দাবীতে মানববন্ধন করেছেন জেলা সাংবাদিকরা।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী মেহেরপুর জেলা প্রশাসকের অফিসের সামনের সড়কে সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশত সাংবাদিক ও প্রজন্ম সুশীল সমাজের ব্যানারে একটি সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ রবি, মাইটিভির গাংনী প্রতিনিধি মাসুদ রেজা, জবাবদিহির পত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, আমাদের অর্থনীতির প্রতিনিধি মাসুদ রানা, প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল, মাইটিভি প্রতিনিধি মাসুদ রানা, বার্তা মেহেরপুর প্রতিনিধি সাজিবুল হক প্রমুখ।
মানববন্ধনে বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, বাংলাটিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, ভোরের কাগজ প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক, জবাবদিহি প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল, আজকালের খবর প্রতিনিধি কামরুল ইসলাম, ভোরের কাগজের মুজিবনগর প্রতিনিধি শের খান, বার্তা মেহেরপুরের সম্পাদক রাশেদ্জ্জুামান, অধিকার প্রতিনিধি শাকিল রেজা, মেহেরপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, আবু রাইহান, কাথুলী প্রতিনিধি পলাশ আহমেদ, আঞ্চলিক প্রতিনিধি এস এম তারেক, সাংবাদিক শ্রাবন খান সোহানসহ অর্ধশতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু একজন দুর্নীতি পরায়ন ও ক্ষমতালিপ্সু ব্যক্তি। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ দেড় ডজন মামলা চলমান। এখনো আদালতে চলমান। কথায় কথায় মানুষকে হুমকী প্রদান ও মামলা করা মতুর প্রধান কাজ। এজন্য এই শহরে তাকে মামলাবাজ মতু হিসেবেই চেনে। সে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার সীমানা নির্ধারণী মামলা করে একটানা ১৪ বছর পৌরসভার ক্ষমতায় আসীন ছিলেন। তার উগ্র আচরণ মানুষকে সব সময় আহত করে। তার বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীদের মদদ দেওয়ারও অভিযোগ আছে।

প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল বলেন, সাবেক মেয়র মতুর মেয়ে রুমানা হেলালী মাতৃসদনের ডাক্তার। সে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে মায়ের হাসি ক্লিনিকে নিয়ে গিয়ে সিজার করেন। মেহেরপুরের ক্লিনিকগুলো যত সিজার হয়না, তার থেকে বেশি সিজা মায়ের হাসি ক্লিনিকে হয়। অবিলম্বে রুমানা হেলালীকে অপসারণ করতে হবে।

সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী রফিকুল আলম বলেন, সাংবাদিকদের সাথে যে ঘটনা মোতাচ্ছিম বিল্লাহ মতু ঘটিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইত্তেফাকের গাংনী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম বলেন, মায়ের হাসি ক্লিনিক নামে যে ক্লিনিক আছে সেখানে নানা অপকর্ম হওয়ার অভিযোগ আছে। মায়ের হাসি ক্লিনিকের নাম মায়ের হাসি বাদ দিয়ে মায়ের কান্না নাম দিলেই ভালো হয়। মায়ের হাসি ক্লিনিকের মালিক ১৪/১৫ বছর একটি পৌরসভার মেয়র ছিলেন। তার এ ধরণের উগ্র আচরণ করা ঠিক নয়। সাংবাদিকরা নিউজের স্বার্থে ছবি তুলতেই পারে এটি তাদের কাজ।

সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ রবি বলেন, মেয়র মতু ১৪ বছর মেয়রগিরি করেছেন মামলাবাজি করে। উনাকে আমি মামলাবাজ হিসেবেই চিনি। আজ আমি উদাত্ত আহবান জানাই, তিনি মেয়র হওয়ার আগে কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন এবং মেয়র হওয়ার পর কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার হিসাব নেওয়ার জন্য।

মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন বলেন, মোতাচ্ছিম বিল্লাহ মতু আপনাকে বলছি, কোন দুর্নীতিবাজ হুমকি দিয়ে সাংবাদিকের কলম থামাতে পারেনি। আপনিও পারবেন না। আপনার সকল অপকর্মের কথা মেহেরপুরের সকলে জানে। আপনার সম্পর্কে পত্রিকার মাধ্যমে মেহেরপুর মানুষ আরো জানবে।

মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়, আমি অন্যায় করলে আমার তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। ঠিক তেমনি মোতাচ্ছিম বিল্লাহ মতু আপনিও আইনের উর্ধ্বে নয়। তিনি দুদকের প্রতি আহবান জানিয়ে বলেন, আমারসহ সকল সাংবাদিকের সম্পদের হিসাব নেওয়ার আহবান জানান দুদকের প্রতি। একই সঙ্গে সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব নেওয়ার আহবান জানান তিনি।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম বলেন, মেহেরপুরে অসংখ্যা সাংবাদিকদের মধ্যে যারা মানববন্ধনে আসতে পারেননি তাদের ধন্যবাদ। আপনারা সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর কাছে থেকে সুবিধা পেয়ে থাকেন সেটা আজ প্রমাণ করে দিলেন।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা মহড়া অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিকনির্দেশনায় প্রত্যেকটি থানা এলাকায় একযোগে আইন-শৃঙ্খলা মহড়া অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিট।

চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিরোধে করতে পুলিশ সুপার নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিরা সুলতানা এর নেতৃত্বে ডিবি, সদর থানা, সদর ফাঁড়ি, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, জীবননগর থানা, আলমডাঙ্গা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্রত্যেক থানা এলাকার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।




মেহেরপুরে জেলা যুবলীগের একাংশের লিফলেট বিতরণ

সরকারের উন্নয়ন ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুরে উন্নয়নের চিত্র তুলে ধরতে মেহেরপুরে জেলা যুবলীগের একাংশের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২৯ জুলাই বিকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা নাসির আহমেদ, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ইসকান্দার মাহবুদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বিশ্বাস প্রমুখ।