চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে পাখি ভ্যান চুরি; দিশেহারা শিশু ভ্যান চালক ইব্রাহিম

চুয়াডাঙ্গায় রেল বাজার হতে দিনে-দুপুরে ভ্যান চালককে প্রতারণা করে চুরি করে নিয়েছে আয়ের শেষ সম্বল পাখি ভ্যান।

আজ শনিবার সকাল নয়টার টার দিকে চুয়াডাঙ্গার রেল বাজারে এ ঘটনা ঘটে। পাখি ভ্যান চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়ে চুয়াডাঙ্গার শিশু ভ্যান চালক ইব্রাহিম।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রিকোল বোয়ালিয়া দিনমজুর শাহাজাহান আলির ছেলে শিশু ইব্রাহিম। শিশু ইব্রাহীমের বাবা অসুস্থ থাকার কারণে ইব্রাহিম শনিবার ভ্যান নিয়ে বাহির হয় কিছু ভাড়ার আশায়। সংসারের অভাবে কারণে ইব্রাহিমের বাবা শাহাজান আলী ৩০ হাজার টাকা ঋণ নিয়ে পাখি ভ্যান ক্রয় করে। গত কয়েক মাস আগে পাখি ভ্যান কিনে ইব্রাহিমের বাবা।

সে সকাল থেকে রাত পর্যন্ত ৫ থেকে ৭ শত টাকা আয় করে পরিবারের অভাব ঘুচাত পরিবারের শেষ সম্বল ভ্যানে।

আজ শনিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে এজেন্ট ব্যাংকিং সেবা ইসলামিক ব্যাংকের সামনে থেকে উঠে বসুভান্ডারদহ ও পরে রেল বাজার যাওয়ার জন্য ২ জন অজ্ঞাত ব্যক্তি ভাড়া হিসেবে ৩ শত টাকা চুক্তি করে।

শিশু ভ্যান চালক ডিঙ্গেদহ থেকে হয়ে সকাল সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গা রেল বাজারে পৌঁছালে প্যাসেঞ্জার একজন শিশু ভ্যান চালক ইব্রাহিম কে বলে ওই দোকানে কিছু বস্তা আছে সেগুলো ধরতে হলে তোমার সহযোগিতার লাগবে তখন ভ্যান চালক শিশু ইব্রাহিম ওনার সাথে যেতে সম্মতি প্রকাশ করে ওনার সাথে চলে যায়। বস্তা সল্প পরিমাণের হওয়াই তখন ভ্যান চালককে ভ্যানে ফিরে যেতে বলে ওই প্রতারক। ভ্যানের কাছে ফিরে এসে ভ্যান ও প্যাসেঞ্জার কাউকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু ইব্রাহিম। ইব্রাহিমের সাথে বস্তা নিতে যাওয়া অন্য প্রচারকও উধাও হয়ে যাও।

ভ্যান হারানোর জন্য শিশু ইব্রাহিমকে সাথে নিয়ে তার বাবা শাহাজাহান আলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি হারানো মামলা দায়ের করা হয়েছে।




দামুড়হুদায় জয়রামপুর ইউথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

একমাত্র খেলা-ধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সেই উপলক্ষে দামুড়হুদার জয়রামপুর ইউথ ক্লাব আয়োজিত তপন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ৪ টায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর ইউথ ক্লাব মাঠে। এ খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে সম্পূর্ণ খেলা নকআউট ভিত্তিতে হবে। উদ্বোধনী ম্যাচে মাধবপুর একাদশ বনাম লাবিব স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা অংশ গ্রহণ করে। খেলায় মাধবপুর একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে লাবিব স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা জয়লাভ করে।

জয়রামপুর ইউথ ক্লাব সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে: প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় আমাদের দেশের খেলা-ধুলার মান খুবই খারাপ ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকার সাথে সাথে খেলা-ধুলার মানও উন্নতির দিকে এগিয়ে চলেছে। সকলকে মাদক পরিহারের অঙ্গীকার করতে হবে। একমাত্র খেলা-ধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে। আমাদের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলা-ধুলার বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ এখলাছ উদ্দীন সুজন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের দুরে রাখতে হবে। মাদক থেকে দুরে থাকতে হলে খেলা-ধুলার বিকল্প নেই। মাদকাসক্ত একটি সন্তান ওই পরিবারের অভিশাপ। একটি পরিবারকে ধ্বংশ করতে একজন মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। তাই অভিভাবকদেরও লক্ষ রাখতে হবে আপনার সন্তান কোথায় যায়, সে মাদকাসক্ত কিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম মাস্টার, আহসান কবীর রিপন মিয়া,নিশান তরফদার।

জয়রামপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল বিন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,রাজীব, রাশেদুল ইসলাম স্বপন, রাশেদুল ইসলাম রনি, হাফিজুর,আরিফ, নাজির,মুসা, আজাদ, হাসিবুল সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিক্যাল টিমের দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক ও রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দামুড়হুদা। রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর, একরামুল হাসান নিপুণ, তারিকুল ইসলাম আলো। ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন ও রাশেদ।




গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ঢাকাসহ সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের গাংনী উপজেলা শাখা।

আজ শনিবার (২৯ জুলাই) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন গাংনী ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।




চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাঁজা সহ আটক-১

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গাঁজা সহ ১মাদক ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:মুনছুর আলী (৪৫) পিতা মৃত:গোপাল শেখ, গ্রাম:হকপাড়া , থানা:চুয়াডাঙ্গা সদর জেলা:চুয়াডাঙ্গা কে চুয়াডাঙ্গা সদর থানাধীন হক পাড়া গ্রামস্থ মো: গোলাম মোস্তফার বসতবাড়ির দক্ষিণ পাশে গলি রাস্তায় আসামিকে ঘেরাও পূর্বক আটক করে ০২ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয় উক্ত গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।




গাংনীতে পুলিশের মহড়া অনুষ্ঠিত

ঢাকাসহ সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যে প্রতিহত করতে গাংনী উপজেলা শহরে থানা পুলিশের আয়োজনে সতর্কতামূলক ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ জুলাই) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব পুলিশের একাধিকদলে বিভক্ত হয়ে এই মহড়া দেওয়া হয়।

মহড়াটি গাংনী থানা থেকে শুরু করে বড় বাজার, থেকে বাঁশবাড়িয়া, গাংনী পূর্ব মালশাদহ ও পশ্চিম মালশাদহ হয়ে গাংনী উপজেলা শহরের বিভিন্ন অলি গলিতে দেওয়া হয়। পরে গাংনী বড় বাজার শহীদ রেজাউল চত্তরে এসে জড়ো হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঢাকাতে বিএনপির মহাসমাবেশ ও আজকের অবস্থান ধর্মঘটের কারনে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরী হয়েছে। মানুষের মধ্যেকার সেই ভীতি দুর করতেই পুলিশের মহড়ার এই আয়োজন। মানুষকে জানান দেওয়া পুলিশ সব সময় তাদের পাশে আছেন। কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই।




গাংনীতে ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন

গাংনীতে ফার্নিচার ব্যবসায়ী রতন আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার (২৯ জুলাই) বিকালে গাংনী উপজেলার ছাতিয়ান বাজার বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ তারিখ সকাল ৯ টায় বাড়ি থেকে বামন্দী বাজারে যাওয়ার সময় হাওড়াপাড়া নামক স্থানে

একদল সন্ত্রাসী ফার্নিচার ব্যবসায়ী রতন আলীর মোটরসাইকেল রোধ করে দেশীয় অস্ত্র রড,হাতুড়ী দিয়ে নির্মম ভাবে পিটিয়ে রতনের দুই পা এবং হাত ভেঙ্গে দেয়। সেই সাথে তার সাথে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে রতন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রতনের চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে ৫ এজাহার নামীয় সহ অজ্ঞাত ৪/৫জন কে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৩০ তাং ১৯.০৭.২০২৩ ইং।

মামলার ১ নং আসামী ছাতিয়ান গ্রামের আছেল উদ্দীনের ছেলে মুদিও ব্যবসায়ী রতন মিয়াকে গ্রেফতার করলেও অন্য আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। মানববন্ধনে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবী জানান বক্তারা।




প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বৃক্ষের কোনো বিকল্প নেই -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বৃক্ষের কোনো বিকল্প নেই। আমাদের বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। কারণ, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের সম্পদ, আগামী দিনের সুদূঢ়হ অর্থনৈতিক ভীত।

মেহেরপুরে বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

আজ শনিবার (২৯ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে ৭ দিন ব্যাপি এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ এ মেলার আয়োজন করে। সপ্তাহব্যাপী চলবে এ মেলা। জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম, মেহেরপুর কৃষি সম্প্রসারণ উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল কাদিরেরর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।

এর আগে শনিবার সকালে মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিস চত্তরে গিয়ে শেষ হয়।

বনজ, ফলজ ঔষধি গাছ বেশিবেশি করে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরের মাঠগুলো সবুজে ভরপুর। আমাদের এলাকায় জলবায়ুর বিরুপ প্রভাব সেটা আমরা অনুভব করতে পারছি। তাই আমাদের বাড়ির আঙিনায় অবস্যই একটি ফলের গাছ, ্একটি ওষধি গাছ ও একটি করে বনজ গাছ লাগাতে হবে।
তিনি বলেন, আমাদের শিশুরা গাছের প্রতি দূর্বল থাকে। তাই শিক্ষকদের কাছে অনুরোধ গাছ লাগানো ও গাছের উপকারিতার উপর শিশুদের বলবেন। দেখেবেন তারা গভীর মনযোগ দিয়ে শুনছেন।

মেলায় ৪১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার নার্সারি বাগান মালিকরা অংশ নিয়েছেন।




আইএমডিবি’র তালিকায় সেরা ১০ ওয়েব সিরিজ

চলতি বছরের প্রথম ছয় মাসে জনপ্রিয় সিরিজের একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)।

১০টি সিরিজের এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের একটি ওয়েব সিরিজ রয়েছে।

রাজ ও ডিকের ‘ফরজি’ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে নাম লেখান শহীদ কাপুর। সিরিজটি ভারতের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা পায়। এর রেটিং ৮.৪, ভোট দিয়েছেন ৩৫ হাজার দর্শক। গত ছয় মাসে জনপ্রিয় সিরিজের তালিকার দুইয়ে রয়েছে ‘ফরজি’। শহীদ ছাড়াও এতে অভিনয় করেছেন রাশি খান্না, বিজয় সেতুপতি।

বাফটা মনোনয়ন পাওয়া সিরিজ ‘কাঙ্ক অন আর্থ’ বিবিসিতে মুক্তি পায় চলতি বছরের ৩১ জানুয়ারি। ফিলোমেনা কাঙ্ককে ঘিরে এই মকডকুমেন্টারি সিরিজটি এগিয়েছে, বড় বড় সব উদ্ভাবন নিয়ে বিশেষজ্ঞদেরও যে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেয়। সিরিয়াস বিষয় নিয়ে মজার ছলে নির্মিত সিরিজটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন। এটির আইএমডিবি রেটিং ৮.১, ভোট দিয়েছেন ১৮ হাজার দর্শক। গত ছয় মাসে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে এটি রয়েছে ৫ নম্বরে।

চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ১০ পর্বের সিরিজ ‘বিফ’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ৯৪ হাজার মানুষের ভোটে সিরিজটির গড় রেটিং ৮.১। সিরিজটি এবার এমিতে ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে। অদ্ভুত দুই ব্যক্তি হঠাৎ পথের মধ্যে গাড়ি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে, একে অন্যকে ধাওয়া করে—এই নিয়ে এগিয়ে চলে সিরিজের গল্প। সিরিজটি এপ্রিলে মুক্তি পেয়েছে। যা তালিকায় ৪ নম্বরে রয়েছে।

অ্যামাজন ফ্রিভিতে মুক্তি পাওয়া আট পর্বের সিরিজ ‘জুরি ডিউটি’। এটি তালিকায় তিন নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি চলমান মামলার শুনানি নিয়ে এগিয়ে চলে সিরিজের গল্প। হঠাৎ গুঞ্জন ওঠে, এই মামলা পুরোটাই ভুয়া। রোল্যান্ড নামে এই সিরিজের রেটিং ৮.৩। জুরি ডিউটি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছে।

চলতি বছরের এমিতে ২৫টি মনোনয়ন বাগিয়েছে এইচবিওর সিরিজ ‘দ্য লাস্ট অব আস’। বিশ্বের ৪ লাখ ৩৫ হাজার দর্শকের ভোটে এটির রেটিং ৮.৮। দেড় হাজারের বেশি সমালোচক সিরিজটির রিভিউ দিয়েছেন, যার ৯০ ভাগই ইতিবাচক।সিরিজটি তালিকার ১ নম্বরে রয়েছে।

সিনেমায় উঠে এসেছে গল্প, নির্মাণ, অভিনয় ও শুটিং লোকেশনের প্রশংসা। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ও ড্রামা জনরার এই সিরিজের পটভূমি মহামারি–পরবর্তী অবস্থা। গল্পে দেখানো হয়েছে, মহামারির কারণে ধ্বংসের পথে একটি সভ্যতা। এর মধ্যে বেঁচে থাকা কিছু মানুষ পরিবারের কাছে ফেরার চেষ্টা করে। কিন্তু নানা বাধার মুখে পড়তে থাকে তারা। গ পর্ব শেষে দারুণ চমক পরবর্তী পর্ব নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তোলে। চলতি বছরের সেরা সিরিজ ব্রুস স্ট্র্যালি ও নেইল ড্রাকম্যানের দ্য লাস্ট অব আস। অনুমিতভাবেই আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছে এটি।

সেরা ১০ ‘র তালিকায় অন্য পাঁচটি সিরিজ হলো ‘সাইলো’, ‘ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স’, ‘শ্রিংকিং’, ‘দ্য ডিপ্লোম্যাট’ ও ‘পোকার ফেস’।




বিশ্বকাপের সূচি পরিবর্তনের আভাস

গত ২৭ জুন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ঐ সূচিতে পরিবর্তন হবে জানিয়েছেন বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি জানান, আইসিসির সঙ্গে পরামর্শ করে পূর্বে ঘোষিত সূচিতে পরিবর্তন করে কিছু দিনের মধ্যে নতুন সূচি চূড়ান্ত করা হবে।

ঘোষিত সূচিতে ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সম্প্রতি দু’দলের ঐ ম্যাচের সূচিতে পরিবর্তন নিয়ে গুঞ্জন উঠে। কারণ ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দু প্রধান দেশটিতে ঐ দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে বিসিসিআইকে জানিয়েছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করে বিসিসিআই।

যদিও ভারত-পাকিস্তান ম্যাচই শুধুমাত্র পরিবর্তন হবে কিনা তা খোলাসা করেননি জয়। তিনি জানান, লজিস্টিক দলের সমস্যার কথা উল্লেখ করে সূচি পরিবর্তনের অনুরোধ করে কয়েকটি দেশ চিঠি দিয়েছে তাদের। যদিও দেশগুলোর নাম বলেননি তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিল্লিতে বিসিসিআইয়ের বৈঠকের পর জয় বলেন, ‘বিশ্বকাপ সূচিতে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি এবং আগামী দুই-তিন দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে পারবো।’

ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র কারণে বিশ্বকাপের সূচিতে ভারত-পাকিস্তান পরিবর্তনের কারণ নয় বলে জানান জয়। তিনি বলেন, ‘যদি নিরাপত্তা সমস্যা থাকতো, তাহলে সেখানে (আহদাবাদে) ম্যাচ রাখা হতো না। ১৪-১৫ (অক্টোবর) সমস্যা নয়। দুই বা তিনটি বোর্ড লিখেছে, লজিস্টিক চ্যালেঞ্জের ভিত্তিতে পরিবর্তন করতে। কিছু ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতি আছে। এজন্য খেলার পর, পরের দিন ভ্রমণ করা কঠিন হবে।’

জয় জানান, সূচিতে পরিবর্তন হলেও ম্যাচের ভেন্যু একই থাকবে। ম্যাচগুলোর মধ্যে বিরতির সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘যতটা সম্ভব ম্যাচের পাশাপাশি ভেন্যু পরিবর্তন না করার দিকে নজর দিচ্ছি। যেসব ম্যাচের মধ্যে ছয় দিন বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনার চেষ্টা করছি। আর যেগুলোর মধ্যে দুই দিনের বিরতি, সেগুলোতে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’

৫ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে তা এখনও ঘোষণা করেনি আইসিসি ও বিসিসিআই। এ ব্যাপারে জয় জানান, বিশ্বকাপের টিকিটের মূল্য ও অন্যান্য বিষয়ে আগামী সপ্তাহে আইসিসির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে।

সূত্র:ইত্তেফাক




গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ১

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লেগে এসবি পরিবহনের একটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এঘটনায় এসবি পরিবহনের সুপারভাইজার আজমল আলী (৪০) এর পা ভেঙ্গে গেছে। বর্তমানে সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আজমল আলী গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে ও এসবি পরিবহনের সুপারভাইজার।

আজ শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলায় বাঁশবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শি বাঁশবাড়িয়া গ্রামের মুনসুর আলী জানান, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম। এসময় একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে বের হয়ে দেখি এসবি গাড়ি ট্র্যাকের সাথে ধাক্কা লেগে বাসের সামনের অংশ ভেঙ্গে গেছে। বাসের ভিতরে লোকজন চিৎকার করেছে। পরে পাড়ার লোকজন এসে সুপারভাইজার কে গাড়ির ভিতর থেকে বের করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। রোগীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।