৫০ টি চাঁদাবাজি মামলা করার হুমকির কল রেকর্ড

২৪ জুলাই দুপুর আড়াইটার দিকে মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিনকে মোবাইলে ফোন করে ৫০টি চাঁদাবাজি মামলা করার হুমকি দিলেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। কিন্তু দিন না যেতেই ওই রাতেই মেহেরপুর সদর থানা মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করলেন তার ক্লিনিক ম্যানেজারকে দিয়ে। অভিযোগে তিনি জানান, মাহাবুব চান্দু ২৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে তার মায়ের হাসি ক্লিনিকে গিয়ে চাঁদা দাবি করেছেন।

প্রকৃত সত্য হলো, মাহাবুব চান্দু ও মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন দুজনেই গিয়েছিলেন মেহেরপুর মা ও শিশু হাসপাতাল (মেটার্নিটি) ও পরিবার পরিকল্পনা বিভাগের ডিডির কার্যালয়ে। কারণ মা ও শিশু হাসপাতালে চাকরি করেন মোতাচ্ছিম বিল্লাহ মতুর মেয়ে ডা. রুমানা হেলালী জুসি। তিনি গত মে মাস থেকে মাতৃকালীন ছুটিতে আছেন। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি ছুটিতে থাকলেও মায়ের হাসি ক্লিনিকে নিয়মিত সিজারিয়ান অপারেশন করছেন এ ব্যাপারে অনুসন্ধান করতে এবং তার উর্দ্ধতন কর্তৃপক্ষের বক্তব্য নিতে। মাহাবুব চান্দুর ওই যাওয়াকে কেন্দ্র করে যাতে সংবাদ প্রকাশ করা না হয় সেকারণে তিনি সম্পাদককে চাঁদাবাজি মামলার হুমকি দেন এবং রাতে থানায় মাহাবুব চান্দুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পরদিন ২৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আমাদের অর্থনীতির সাংবাদিক মাসুদ রানা ও জবাবদিহীর সাংবাদিক এ সিদ্দিকী শাহিন মায়ের হাসি ক্লিনিকের ফটকের সামনে ছবি তুলতে গেলে মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার ছেলে মুত্তাকী বিল্লাহ শাফিন শাহিনের মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদের দুজনকে লাঞ্ছিত করে। অপরদিকে, ছায়াতদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে থানা সে অভিযোগ আমলে নেয়নি বলে সদর থানার ওসি সাইফুল ইসলাম মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাহাবুব চান্দু কোনদিনই তার মায়ের হাসি ক্লিনিকে যাননি।

এদিকে মেহেরপুর প্রতিদিন সম্পাদক নিজের ও তার স্টাফদের নিরাপত্তার স্বার্থে গত বুধবার সন্ধ্যায় সদর থানায় একটি জিডি করেন।

মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে মোবাইল আলাপন ও হুমকি দেওয়ার অডিওটি শুনলে পাঠকরা পরিস্কার হবেন।

বিস্তারিত শুনুন নিচের লিংকে:




দামুড়হুদায় রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙা গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন হাতিভাঙা-ছাতিয়ানতলা ফেরীঘাটের রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা গ্রামবাসীর আয়োজনে ফেরীঘাটের রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রতিটি সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ঠিক তেমনিভাবে ভাবে দেশের মানুষের ভালোভাবে চলাচলের জন্য প্রচুর রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন প্রকল্পের কাজ করা হয়েছে যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের গ্রামীণ সড়কের অভূতপূর্ব পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের মধ্য দিয়ে আরেকটি গ্রামের মধ্যে পিস রাস্তার সড়কের যে মেলবন্ধন তিনি এটে দিয়েছেন তা অসাধারণ। বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথ সুগম হবে। এলজিইডি এর বাস্তবায়নে ৬৪ লক্ষ ৯ হাজার টাকায় ৭০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন হবে।

দামুড়হুদা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সাথে জীবননগরের কর্মরত সকল সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ মিনিটে সময় উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণ নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সবাই নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ সাংবাদিকদের কাছে এই উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক গণ উপজেলা নির্বাহী অফিসার কে এই উপজেলার উন্নয়ন কাজে সহযোগিতার করার আশ্বাস দেন।

এ সময় জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম, আর বাবু সাধারণ সম্পাদক কাজী শামসুজ্জামান চঞ্চল, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন কাজল, জহিরুল ইসলাম, হাকিমুল ইসলাম, চাষি রমজান, মুতাছিন বিল্লাহ এবং দৈনিক মেহেরপুর প্রতিদিনের জীবননগর বুরো প্রধান মাজেদুল মিল্টন প্রমুখ।




দামুড়হুদায় ২দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্ধোধন

দামুড়হুদা উপজেলায় ২দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কবি সাহিত্যিক শিল্পীরাও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করা হয়। সাহিত্য মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি জেলা গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মুনমুন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ ।

এসময় সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বলেন, কবি সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সাহিত্য মেলার আয়োজন করেছে সরকার। এ মেলার মাধ্যমে উপজেলা পর্যায়ে সাহিত্যের প্রসার ঘটানোর পাশাপাশি স্থানীয় সাহিত্যিকদের সাহিত্য কেন্দ্রীয় সাহিত্যে একীভূত করতে চেয়েছে সরকার। উপজেলার বিভিন্ন এলাকায় যেসব কবি-সাহিত্যিক ও লেখক ছড়িয়ে–ছিটিয়ে আছেন দেখা যায় তাদের সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। যথাযথ পৃষ্ঠপোষকতা,সংগ্রহ-সংরক্ষণের অভাবে বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যায়। কবি সাহিত্যিকদের জন্য সরকারের এই উদ্যোগ, যাতে তারা হারিয়ে না যায়।

এরপর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও নজরুল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, আলমডাঙ্গা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ, দর্শনা সাহিত্য পরিষদের উপদেষ্টা আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ। এসময় স্বরচিত প্রবন্ধ পাঠ করেন দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সার্থক আলীম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।

সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, ২৭ ও ২৮ জুলাই উপজেলার অডিটোরিয়ামে দুই দিনব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় উপজেলায় যারা শিল্প-সাহিত্যের সাথে জড়িত, সাহিত্যিক ও নবীণ লেখক রয়েছেন তারা প্রথম দিন নাম রেজিস্ট্রেশন করে মেলায় অংশ নিতে পারবেন। বিকাল ৩টায় কবি সাহিত্যিকদের স্বরচিত ছড়া,কবিতা,প্রবন্ধ পাঠ ও অভিজ্ঞতা শেয়ার করেন।




মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান ও ডেঙ্গু রোধে সচেতনামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ক্যাশবপাড়ায় মশক নিধন অভিযান ও ডেঙ্গু রোধে সচেতনামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

মশক নিধন অভিযান ও ডেঙ্গু রোধে সচেতনামূলক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেডিকেল অফিসার ডা. মো: ইনজামাম-উল- হক, ভুট্টো, মধু, মো: জোহা সহ মেহেরপুর পৌর ৬নং ওয়ার্ড ক্যাশবপাড়ার এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।




মুজিবনগরে দুইদিন ব্যাপি সাহিত্যমেলা ও কবিতা উৎসবের উদ্বোধন

বাংলা একাডেমির সমন্বয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সূষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধারার লক্ষ্যে মুজিবনগরে দুইদিন ব্যাপি সাহিত্য মেলা ও কবিতা উৎসব শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপি এই সাহিত্য মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন মেহেরপুর ১ আসনের সাংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

জেলা প্রসাশক শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন,

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজিবের সঞ্চালনায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের প্রফেসর বিশিষ্ট সাহিত্যিক আল-আমিন ধুমকেতু, উপজেলা বিশিষ্ট কবি আনোয়ারুল আইয়ুব।

উদ্বোধন শেষে বিকেলে উপজেলা পর্যায়ের বিভিন্ন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিকদের উপস্থিতিতে লেখক কর্মশালা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সকালে মুজিবনগর উপজেলার সাহিত্য কবিতা উৎসব উপলক্ষে সাহিত্যিক কবিদের রেজিস্ট্রেশন করা হয় উপজেলায় সাহিত্য মেলা কবিতা উৎসবে ৬টি ক্যাটাগরিতে ১০৬ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।




এরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব দিবে এরাই আমাদের ভবিষ্যৎ–জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আজকে সারা বাংলাদেশে খেলাধুলার যে বিশাল আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এই খেলাধুলা গত ১৪ বছর আগে এরকম ছিল না মাননীয় প্রধানমন্ত্রী এটি শুরু করেছেন আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর সাথে ছিলেন যোগ্য সহধর্মনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এই দুইজনের নামে এই যে খেলা এই খেলার মাধ্যমে সারা বাংলাদেশে খেলোয়াড় তৈরি হচ্ছে। তাতে আগামী দিনে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি আরো বলেন এখনকার বাচ্চারা হাঁটতে হাঁটতে স্কুলে যায় এবং দৌড়াতে দৌড়াতে বাড়ি আসে। কিন্তু আমরা এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করছি যাতে শিশুরা দৌড়াতে দৌড়াতে স্কুলে যাবে এবং হাঁটতে হাঁটতে স্কুল থেকে বাড়ি আসবে। স্কুলের প্রতি তাদের আগ্রহ বাড়বে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা স্কুলে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করবেন যাতে শিশুরা স্কুলে আনন্দ করতে যেতে পারে স্কুলের প্রতি তাদের আগ্রহ বাড়ে।

মুজিবনগর উপজেলা প্রশাসন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, মুজিবনগর উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত খেলার পরে উপজেলার ৪টি ইউনিয়ন থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপের ৪টি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে।

উপজেলা পর্যায়ে খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয় যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনালে মহিষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক হারানো মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসারগণ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল হতে মোবাইল ফোন এবং বিকাশে ডিজিট ভুল হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় বিকাশ/নগদ/রকেট প্রতারণার টাকা ও হারানো মোবাইল উদ্ধার পূর্বক বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার সময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১৩(তের)টি স্মার্ট ফোন এবং বিকাশে খোয়া যাওয়া ৯১,০০০/- (একানব্বই হাজার) টাকা উদ্ধারপূর্বক চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় হারানো সখের মোবাইল ফোন ও বিকাশ/নগদ/রকেট প্রতারণা টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গা কোর্টের সামনে বিকাশ/নগদ/রকেট এজেন্ট ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন বলেন একটি বিকাশ নম্বরে টাকা লোড দেওয়ার সময় একটি ডিজিট ভুলক্রমে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা অন্যত্র চলে যায়। উক্ত নাম্বারের মালিকের সাথে যোগাযোগ করলে সে, টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা টিমের সাথে যোগাযোগ করলে আমার কষ্টোর্জিত টাকা ফেরত আনতে সক্ষম হয়। আমার কষ্টোর্জিত টাকা সাইবার টিমের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাবো ভাবতে পারিনি’। চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, চুয়াডাঙ্গায় কর্মরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সভাপতি চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা সরদার আল আমিন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার মোহাম্মদ আবদুল আলীম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ শেখ মাহাবুব সহ চুয়াডাঙ্গাসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গায় কর্মরত অফিসারগণ।




গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন

সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাতের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার গাংনী উপজেলা ভাটপাড়া কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় বিলুপ্তপ্রায় পোনাসহ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, মোহা: কামরুজ্জামান পরিচালক কর্মসূচি, পিএসকেএস। এছাড়া অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কর্মসূচী বাস্তবায়ন করেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)।




থাকছে না উইন্ডোজ মেইল ও ক্যালেন্ডার ফিচার

মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছে তারা উইন্ডোজ ১১ তে উইন্ডোজ মেইল আর ক্যালেন্ডার অ্যাপ রাখবে না। এখন এই দুটো অ্যাপ্লিকেশন সরাসরি আউটলুকের সঙ্গে যুক্ত হবে। মাইক্রোসফট ২০১৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ মেইল ফিচার চালু করে।

এই ফিচার চালু করায় ব্যবহারকারীরা খুব সহজেই তাদের একাধিক মেইল একসঙ্গে রাখতে পারতেন এবং সহজেই লগিন করতে পারতেন। তবে আপাতত মাইক্রোসফট তাদের আউটলুক অ্যাপ্লিকেশনের ওপর জোর দিচ্ছে বেশি।

আপাতত নতুন আউটলুকের ফিচার প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে রয়েছে। তবে শীঘ্রই বিনামূল্যে নতুন ফিচার দেখা যাবে। আউটলুকের ‘ট্রাই নিউ আউটলুক’ টগলে ক্লিক করে সহজেই উপভোগ করা যাবে নতুন আউটলুক।

মাইক্রোসফট জানিয়েছে আগামী বছরের মধ্যে নতুন আউটলুক ব্যবহারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক