মেহেরপুরে দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবর্ষিকী পালন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবর্ষিকী।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন। শোভযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলী আঙ্গুর সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে প্রেস ক্লাবে আলোচনসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পত্রিকারি জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি। বক্তব্য রাখেন, মেহরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারক প্রিন্স, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, মুজিবনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফি সহ সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, আজকের পত্রিকা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো জনস্বার্থে বিষয়ক নিউজ পত্রিকাটি বেশি বেশি করবে। সমাজের অসঙ্গতি তুলে ধরবে।

এ সময় প্রেস ক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে আজেকের পত্রিকার জেরা প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।




শাকিবের বিপরীতে এবার থাকছেন বলিউডের নায়িকা!

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমায় সুপার স্টার শাকিব খান। ছেলে জয় ও অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ও তুলেছে। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর শাকিব যেন আরও খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখছেন। এরই মধ্যে সুখবরের ইঙ্গিত এলো শাকিবের নতুন সিনেমায় এবার তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের নায়িকা।

একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন তার নতুন সিনেমায়। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে।

এদিকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই পরিস্কার করেননি। তবে বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্মাতা অনন্য মামুন বলেছেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

সূত্র: ইত্তেফাক




দর্শনা সীমান্তে ২ কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সুলতানপুর সীমান্ত থেকে প্রায় ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট-বড় ৪টি স্বর্ণের বারসহ কুষুম পোদ্দার (৪৭) নামের এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারি কুষুম পোদ্দার গাজীপুর জেলার টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণেরবার চোরাচালান হবে। খবর পেয়ে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভিতরে হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান করেন। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে সিভিল বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দলের সন্দেহ হয়। বিজিবি সশস্ত্র টহল দল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে কোনো চোরাচালানী পণ্য নেই বলে বিজিবি টহল দলকে অবহিত করেন। পরবর্তীতে বিজিবি টহলদল আটক চোরাকারবারী কুষুম পোদ্দারের দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভিতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় ৪টি স্বর্ণের বার এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন। আটক এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




ঢাকায় নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি গার্ড (পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিকিউরিটি গার্ড (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এইচএসসি পাস প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।পুরুষরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে সিরিউরিটি গার্ড পদে কাজ করার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্বরতকালীন অফিস এর সকল ধরনের সম্পদের এবং কর্মীদের সার্বক্ষনিক নিরাপত্তা বিধানের সক্ষম হতে হবে। অফিসের ভিতরে লোক ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। দৈনিক রোস্টার ডিউটি পালন করতে হবে। দায়িত্ব পালনের জন্য অবশ্যই শারীরিকভাবে সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

১২,০০০ (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১২ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবস




বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে মালদ্বীপ

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষেই লড়তে হবে লাল সবুজের জার্সিধারীদের।

হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের খেলায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দ্বীপ দেশটিতে গিয়েই তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর পাঁচ দিন পর ১৭ অক্টোবর নিজেদের মাটিতে মালদ্বীপকে আতিথ্য দেবে জামাল ভুঁইয়ারা।

৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপে এশিয়া থেকে সর্বমোট ৯ টি দল অংশ নেবে। তাদের মধ্যে ৮টি দল সরাসরি বাছাই থেকে আর বাকি একটি দল যাবে প্ল-অফের মাধ্যমে। দুই লেগ মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে জিততে পারলেই বাংলাদেশ চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।

ফিফা র‍্যাংকিংয়ে মালদ্বীপের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে মালদ্বীপের অবস্থান ১৫৫তম আর বাংলাদেশ রয়েছে ১৮৯ নম্বরে। তবে র‍্যাংকিং ছাপিয়ে অতি সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। আর তাছাড়া বর্তমানে মালদ্বীপের ফুটবলের ধারা অনেকটা কমে যাওয়াই বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই নিয়ে আশাবাদী হতেই পারে বাংলাদেশ।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের জন্য এশিয়া সর্বমোট ৪৬টি দল ড্রতে যোগ দেয়। সর্বশেষ ঘোষিত ফিফা র‍্যাংকিংয়ে এশিয়ান অঞ্চলের সর্বনিম্ন ২০ টি দল প্রথম রাউন্ডে অংশ নেবে। এদের মধ্যে থেকে পরের পর্বে যাওয়া ১০ দল লড়বে এশিয়ান অঞ্চলের শীর্ষ ২৬ দলের সঙ্গে।

সর্বমোট ৩৬ দল নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। গ্রুপ ভিত্তিক খেলা শেষে নয় গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স-আপরা চলে যাবে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে।

সূত্র: ইত্তেফাক




সাবেক মেয়র মতুর বিরুদ্ধে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের জিডি

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মায়ের হাসি ক্লিনিকের মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।

গতকাল সন্ধ্যায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন সদর থানায় হাজির হয়ে এ জিডি করেন। যার নম্বর-১৩৯১।

জিডিতে সম্পাদক বলেন, গত ২৪ জুলাই সোমবার দুপুরে তিনি মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে প্রতিদিনের ন্যায় দাপ্তরিক কাজ করছিলেন। ওই সময় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার ব্যবহৃত ০১৭৩২-৯৪৪০৭০ মোবাইল নম্বর থেকে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের ০১৩০৫-২১৭৫৮৮ অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করেন।

এসময় স্বাভাবিক কথাবার্তা চলার এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন তার মেয়ে ডা. রুমানা জুসির বিরুদ্ধে কোন নিউজ প্রকাশ করলে ৫০টি চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করেন এবং শারিরীকভাবে ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন। যার অডিও রেকর্ড মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিরাপত্তার স্বার্থে এ জিডি করা হয়েছে।




মেহেরপুরের রঘুনাথপুরে “উঠান বৈঠক অনুষ্ঠিত”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মান সম্মত শিক্ষা, ঝরে পড়া রোধ ও অনিয়মিত বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টার সময় আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযান এর সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম এবং অনুপমা। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকগণ সহ, জন প্রতিনিধি, এস এম সি, ও ওয়াচ গ্রুপ সদস্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় ঝরে পড়া, বাল্যবিবাহ রোধসহ ছাত্রছাত্রীদের অনিয়মিত বিদ্যালয়ে আসা দুর করতে এস.এম.সি, শিক্ষক, পিটিএ ও ওয়াচ কমিটি একসাথে কাজ করতে পৃথক কর্মসূচী গ্রহন করে।




মেহেরপুরে ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ৮ জন গ্রেফতার

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত(রিকল)সিআর মামলায় ২, জিআর মামলায় ২ ও মাদক মামলায় ১ জন, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাতভর দুটি উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীতে আমগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের শহীদ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে একটি আম গাছে উঠে শুকনো ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসিবুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল গাংনী পৌরসভার বসুন্ধরাপাড়া মোঃ ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এরা হলেন, -চেংগাড়া গ্রামের পশ্চিমপাড়ার মোঃ সামছুল আরেফিন মন্ডলের ছেলে মোঃ ফয়সাল হোসেন(২৭) ও একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে মোঃ আরিফ ইসলাম(২৫)।
সিপিসি-মেহেরপুর কমান্ডার, র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার
মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা শহরের বসুন্ধরাপাড়ার মোঃ ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই টি মোবাইল ফোনসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।