মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট পালন

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।

আজ বুধবার সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করছে। এতে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ঔষধ তত্বাবধায়ক নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এলে তারা সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাতে ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। মামলার পর ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে সকাল থেকেই ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। আর এতে চরম বিপাকে পড়েছে বাজার করতে আসা সব শ্রেণীর মানুষ।

শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা আম্বিয়া খাতুন বলেন, আমার বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। এখন কি করি কোথা থেকে বাজার করি তা নিয়ে তো বিপদে আছি।

কেজি কলেজ এলাকার কলেজ ছাত্র আহসান কবির বলেন, আমরা ম্যাচে ৩৫ জন ছাত্র থাকি। এখন বাজারে এলাম কেনা-কাটা করব বলে। কিন্তু সব দোকান তো বন্ধ। এখন বাজার করতে না পারলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে।

নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে বাজারে আসেনি। ডিসি স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি এই সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।




মুজিবনগরে ছয়টি ট্রান্সফরমারের তামার তার চুরি

মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের পাশে বেগুন মাঠ থেকে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে দুটি ডিপ টিউবওয়েল। ফলে তীব্র খরার মধ্যে ৫০০ বিঘা জমির ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। গেল রাতের কোন এক সময় চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের তামার তার চুরি করে পালিয়ে যায়।

গেল ৪/৫ দিন আগে একই উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে আরও ছয়টি ট্রান্সফরমার একইভাবে তামার তার চুরি হয়েছিল।

আমন ধান রোপণ ও সবজি চারা রোপণের ভরা মৌসূমের ট্রান্সফরমারের তার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা।
ক্ষতিগ্রস্থ ডিপটিউবওয়েল মালিক শরিফুল ইসলাম জানান, ছয়টি ট্রান্সফরমার কিনতে চার লাখ টাকার উপরে খরচ হবে। পল্লী বিদ্যুত থেকে বিনামূল্যে পাওয়ার সুযোগ না থাকায় তাকেই কিনতে হবে। তার পক্ষে ট্রান্সফরমার কেনার সাধ্য না থাকায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।

ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির মুজিবনগর অফিসে ৯টি ট্রান্সফরমার এর তার চুরির অভিযোগ করেছে কৃষকরা। অভিযোগগুলোর প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ পত্র দাখিল করা হবে বলে জানান মুজিবনগর সাব জেনাল অফিসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিনুল ইসলাম।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদীর রাসেল জানান, পূর্বে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফর্মার মালিকদের সতর্ক করা হয়েছিল। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।




ঝিনাইদহে জনসচেতনতা মূলক নাটক ‘অপমৃত্যু’র টেকনিক্যাল শো প্রদর্শিত

ঝিনাইদহে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্ত ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনামূলক নাটক অপমৃত্যু’র টেকনিক্যাল শো প্রদর্শিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে নাটকটির এ শো পরিবেশিত হয়।

সাঈদ সরোয়ার’র রচনায় ও নাজিমুদ্দিন জুলিয়াস’র নির্দেশনায় জনসচেতনামূলক নাটকে অভিয়ন করে অংকুর নাট্য একাডেমীর নাট্য শিল্পীরা।

বাল্যবিবাহ ও যৌতুকের কারণে একটি একটি মেয়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন। অসহায় হয়ে পড়া মেয়েটির আত্মহননের পথ বেছে নেওয়া, মাদকাসক্ত ব্যক্তির নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়াসহ নানা দিক তুলে ধরা হয় নাটকটিতে।

টেকনিক্যাল শো অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম’ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, আজীবন সদস্য ও সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম টুকু, জয়া রানী চন্দ্র অধ্যক্ষ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, এসডাব নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজান, অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য জিয়াউল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ আটক ১

মেহেরপুরে ৭ গ্রাম হেরোইনসহ মো: হাবিল ফরাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল।

আটক হাবিল ফরাজী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কোলদিয়ার গ্রামের মৃত ছলিম ফরাজীর ছেলে।

বুধবার (২৬ জুলাই) বিকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চারা পাকুড়তলা চৌরাস্তা মোড় এলাকায় আজিম উদ্দিনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিপিসি-মেহেরপুর কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

এঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মুজিবনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুজিবনগর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন করেন।

মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাকিব, বাগোওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খানসহ উপজেলার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।

মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।




মেহেরপুরে মায়ের হাসি ক্লিনিকের ছবি তুলতে গিয়ে মতুর হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

ক্লিনিকের ছবি তোলাকে কেন্দ্র করে ক্লিনিক মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার ছেলে মোত্তাকিম বিল্লাহ সাফিনের হামলার শিকার হলেন মেহেরপুরের দুই সাংবাদিক।
লাঞ্ছিত সাংবাদিকরা হলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহিন ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক এবং মেহেরপুর জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা।

অভিযুক্ত মোতাচ্ছিম বিল্লাহ মতু মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র এবং হোটেল বাজার এলাকার মৃত আব্দুর রবের মাষ্টারের ছেলে।

শুধু হামলায় নয় কেড়ে নেওয়া হয় সাংবাদিক এ সিদ্দিকী শাহিনের ব্যবহৃত মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। এসময় ক্লিনিকের ভাড়াটিয়া ক্যাডাররা ঘোরাঘুরি করছিল।

ঘটনার বিবরনে জানা গেছে, মেহেরপুর কাশারিপাড়াস্থ মায়ের হাসি ক্লিনিকের বাইরে সামনের ফটোকের সাইনবোর্ড এবং ডাক্তারদের পরিচয় সংবলিত ইলেক্ট্রিক ব্যানারের ছবি তোলেন সাংবাদিক এ সিদ্দিকী শাহিন ও মাসুদ রানা। এসময় ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্লিনিকের মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার ছেলে সাফিন। তারা গেটের বাইরে রাস্তার উপরে দাড়িয়ে থাকা দুই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগালি ও শার্টের কলার ধরে ক্লিনিকের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সাথে সাংবাদিক শাহিনের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন মোতাচ্ছিম বিল্লাহ মতু। এসময় হৈ চৈ এর শব্দ পেয়ে মেহেরপুর জেলা প্রেসক্লাবের অন্যান্য সহকর্মীরা ছুটে এসে তাদের হাত থেকে আক্রান্ত দুই  সাংবাদিককে ছিনিয়ে নেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার একদল পুলিশ এসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
রাত সাড়ে ১০ টা নাগাদ ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি মোতাচ্ছিম বিল্লাহ ফেরৎ দিতে বাধ্য হন। এ ঘটনার সকল ভিডিও ফুটেজ ও ছবি মেহেরপুর জেলা প্রেসক্লাবে সংরক্ষিত রয়েছে।

এই বিষয় নিয়ে মেহেরপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিকরা আজ বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টার সময় এক জরুরী বৈঠকে মিলিত হন। আলোচনা হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে। সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পেশাদারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরণের অশুভ, অপশক্তির বিরুদ্ধে সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে তাদের লেখনির মাধ্যমে মোকাবেলা করতে বদ্ধপরিকর।

এব্যাপারে দৈনিক জবাবদিহির সাংবাদিক ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহিন বলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে মোবাইল দিয়ে দু/একটা ছবি তোলার পরেই মোতাচ্ছিম বিল্লাহ মতু এসে আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। শুধু মোবাইল ফোনটি ছিনিয়ে নেননি। সে আমার কলার ধরে রাস্তা থেকে তার ক্লিনিকের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমার সহকর্মিরা এসে তার কাছ থেকে আমাকে মুক্ত করেন।

আক্রান্ত অপর সাংবাদিক দৈনিক আমাদের অর্থনীতির  পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, সাংবাদিকরা যেকোনো স্থানের ছবি তুলতে পারে। কিন্তু মোতাচ্ছিম বিল্লাহ মতু আমাদের সাথে যে আচরণ করেছেন সেটা কোনো সভ্য মানুষ করতে পারেনা। তার গণমাধ্যম সম্পর্কে কোনো ধারনায় নেই

এ্যবাপারে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু বলেন, আমি খবর পেয়ে সেখানে উপস্থিত হলে ক্লিনিক মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু তার পূর্ব অভ্যাসমত আমাকেও গালাগালি শুরু করেন। আমি তাকে গালাগালি থেকে নিবৃত করার চেষ্টা করলে আমার উপরেও মারমুখি হন তিনি। মোতাচ্ছিম বিল্লাহ মতু কথায় কথায় সাংবাদিকদের চাঁদাবাজ বলতে স্বাচ্ছন্দবোধ করেন। সাংবাদিকদের পেশাদারিত্বের উপর এই ন্যাক্কার জনক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অভিযুক্ত ক্লিনিক মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার ছেলেসহ ভাড়াটিয়াদের তদন্ত ও বিচার দাবি করছি।  ক্লাবের সকল সদস্যদের উদ্দ্যেশ্যে তিনি বলেন শান্ত থেকে আইনি লড়াই করার প্রস্তুতি নিতে হবে।

মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মেয়র মতু’র যে আস্ফালন, স্বাধীন সাংবাদিকতাকে হুমকীর মুখে ফেলবে। কোনো সাংবাদিক তার সাথে কথা বলতে গেলে তিনি চড়াও হন এবং সাংবাদিককে চাঁদাবাজ অখ্যায়িত করে হুমকি দিয়ে থাকেন। তার সাখে আমার মোবাইলে কথোপকথোনের একটি অডিও রেকর্ডও আছে। যেখানে সে দাঁত ভেঙ্গে দেওয়ার কথা বলেন এবং ৫০ টি চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। এই অডিও রেকর্ডটি ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকদের সাথে এই ধরনের আচরণ অনভিপ্রেত।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম বলেন, ক্লিনিকের বাইরের দৃশ্য ধারণের কারনে সাংবাদিক এ সিদ্দিকী শাহীনের মোবাইল কেড়ে নেয়া ও মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম। তিনি প্রকৃত হামলাকারীদের আইনের মাধ্যমে স্ষ্ঠুু বিচারে প্রকৃত অপরাধীর শাস্তি  দাবি করেন। না হলে কলম সৈনিকেরা হারাবে সত্য প্রকাশের স্বাধীনতা। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে সাংবাদিকতায় সহায়তা করা। মাহবুব চান্দু ও শাহীন পেশাগত সেই দায়ীত্বই  পালন করছিলেন।  হামলাকারীদের আটক করে আইনের আওতায় না আনা হলে আমরা মেহেরপুরের সাংবাদকরা কর্মসূচি দিতে বাধ্য হবো।

মেহেরপুর সদর থানার এস আই সঞ্জিব ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ক্লিনিক মালিক পক্ষকে নিবৃত করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ফেসবুকের তথ্য হাতিয়ে নিচ্ছে প্লে স্টোরের জনপ্রিয় এক অ্যাপ

সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ ফেসবুকের ওপর নয়। অন্য একটি থার্ড পার্টি অ্যাপের ওপর। যেকোনো ছবিকে কার্টুনে বদলে দেওয়ার জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন ক্রাফট আর্ট কার্টুন ফটো টুলস (Craftsart Cartoon Photo Tools) নামের একটি অ্যাপ ব্যবহারকারীর ডিভাইসে ক্ষতিকারক কোড প্রবেশ করিয়ে পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সম্প্রতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

প্রাডিও (Pradeo) নামে একটি সাইবার সিকিউরিটি রিসার্চ ফার্ম দীর্ঘদিন ধরে এ বিষয়ে তদন্ত করছে। তারাই প্রথম বিষয়টি সবার সামনে নিয়ে আসে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রাফট আর্ট কার্টুন ফটো টুলস’ ফেসবুক ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে। তার মধ্যে রয়েছে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড। সংস্থাটির এই তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে গুগল প্লে-স্টোর কর্তৃপক্ষ অ্যাপটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে। তবে এরমধ্যে প্রায় ১ লক্ষ ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছেন বলে জানা গিয়েছে।

সিকিউরিটি রিসার্চ ফার্মের রিপোর্টে জানানো হয়, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ব্যবহারকারীর সামনে একটি ফেসবুক লগ-ইন পেজ আসে। যা এড়িয়ে গেলে অ্যাপের হোম পেজে যাওয়া অসম্ভব। এক্ষেত্রে ব্যবহারকারী তার লগ-ইন সংক্রান্ত তথ্য প্রদান করলে অ্যাপ্লিকেশন তাকে এমন একটি কমান্ড ও কন্ট্রোল সার্ভারে প্রেরণ করে যেখান থেকে ইউজারের ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নেওয়া যাবে। এ বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়ার নয়। শুধু তাই নয়।

এই অ্যাপ ব্যবহারকারীর ডিভাইসে একটি ক্ষুদ্র কোড প্রবেশ করায়। এর মাধ্যমে গুগল প্লে-স্টোরের পলিসিকে ফাঁকি দিয়ে সহজে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হয়। প্লেস্টোরের জনপ্রিয় অনেক অ্যাপই নানা পন্থায় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। বিষয়টি ভয়াবহ দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ




ভারতের লোকগানের শিল্পী সুরিন্দর শিণ্ডার মারা গেছেন

পাঞ্জাবের লোকগানের জনপ্রিয় শিল্পী সুরিন্দর শিণ্ডার মারা গেছেন। বুধবার (২৬ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, সুরিন্দর শিণ্ডারের মৃত্যুতে শোকস্তব্ধ পাঞ্জাবের সঙ্গীত জগত। খ্যাতিমান এ শিল্পীর মৃত্যুতে ভক্ত বা সহকর্মীরা শোকার্ত হয়ে পড়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। ছেলে মহিন্দর শিণ্ডা ছাড়াও মৃত্যুকালে সুরিন্দর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ ছেলেও একজন সঙ্গীতশিল্পী।

পাঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। তিনি অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গিয়েছেন। তাছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে। তাকে ‘ভয়েস অব পাঞ্জাব’ বলা হতো।

শ্রোতাপ্রিয় এ গায়কের মৃত্যুর খবর পেয়েই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পাঞ্জাব।

শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পাঞ্জাবের সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান বলে শেষ করার নয়। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সঙ্গীতশিল্পীর মৃত্যু যেন ‘পাঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’




মুজিবনগরে ছাত্র ছাত্রীদের মাঝে ফরম ফিলাপের টাকা বিতরণ

গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, পন্সর ছাত্র ছাত্রীদের মাঝে এসএসসি পরিক্ষার ফরম ফিলাপের টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফরম ফিলাপের টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম)রিফাত আল মাহমুদের সঞ্চালনায় এবং গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি ম্যানেজার বিভোব দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মুজিবনগর উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসনাইন করিম,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবুল মল্লিক।

এ সময় গুডনেইবারর্স এর পন্সর ১৭জন ছাত্র ছাত্রীদের মাঝে এসএসসি পরিক্ষার ফরম ফিলাপের টাকা বিতরণ করা।




মেহেরপুরে বাঁশ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের তিন নারীকে জখম

বিবাদমান জমির বাঁশ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের তিন নারীকে ধারালো দা ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেছে আপন চাচা ও চাচাত ভাই।

আহতরা হলেন, মৃত গোলাম হোসেনের স্ত্রী আন্নাতুন্নেছা, মাসুদ রানার সাবিনা ইয়াসমীন ও আব্দুল জাব্বাারের স্ত্রী গুলশানারা খাতুন।

আজ বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা বেলায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জানা গেছে, কুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম আন্নাতুন্নেছা দেবর ও ভাবি। আন্নাতুন্নেছার বাঁশবাগানের বাঁশ জোর করে কেটে নিচ্ছিলেন দেবর শফিকুল ইসলাম। বাঁশ কাটতে বাঁধা দেওয়ায় শফিকুল ইসলাম ও তার ছেলে স্বপন বাঁশ ও দা দিয়ে আন্নাতুন্নেচ্ছা ও তার দুই মেয়ে সাবিনা ইয়াসমীন ও গুলশানারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করেন। সাথে সাথে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে আন্নাতুন্নেছার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক শরিফুল ইসলাম।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারামারির ঘটনা শুনেছি। এখনো কেউ থানায় আসেনি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।