মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মেহেরপুর শহরের ফৌজদারিপাড়ার মৃত মহিরুদ্দীনের ছেলে নবাব শেখ (৩৫), স্টেডিয়ামপাড়ার সমসের আলীর ছেলে জিয়াউদ্দিন (৪২) ও নতুন পাড়ার আলমগীর হোসেনের ছেলে নয়ন (২৭)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মেহেরপুর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

থানা সূত্র বলেছেন, নবাব শেখের বিরুদ্ধে মামলা নং সিআর ২৪/২১, জিয়া উদ্দিনের বিরুদ্ধে মামলা নং পারিজায় ১৫/১০ এবং নয়নের বিরুদ্ধে মামলা নং ৩৮(৭)২৩ রয়েছে। তারা তিন আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক জীবন যাপন করছিলেন।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মুজিবনগর পুলিশের অভিযানে জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মী আটক

সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করাকালিন সময়ে পুলিশের অভিযানে জামায়াতে ইসলামীর ৮ সক্রিয় নারী কর্মী আটক হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ মুজিবনগর উপজেলার খাঁনপুর কালীতলার মোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর এই ৮ নারী কর্মীকে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমান জিহাদী বই টাকা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলছুম খাতুন (৩৮), মনোয়ার হোসেন এর স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি মেহেদী রাসেল আরও জানান, সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিল। যা জনগনের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী)/২০১৩ এর ৬/৭/১০ ধরায় তাদের নামে মামলা করা হয়েছে।

গ্রেফতার হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে  বলেও জানান তিনি।




এসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (ধানমণ্ডি, মোহাম্মদপুর)।

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা (ধানমণ্ডি, মোহাম্মদপুর)।

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২২ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবস




টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার সায়াজরুলের বিশ্বরেকর্ড

বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া নামটি বেশ অখ্যাত, আর সেই দেশের ৩২ বছর পেরোনো এক অখ্যাত বোলার সায়াজরুল ইজাত ইদ্রাস। নামটি আগে কেউ না শুনলেও এবার সেই সায়াজরুলই করে ফেলেছেন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর ৭টি উইকেটই তিনি নিয়েছেন বোল্ড করে।

জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার (২৬ জুলাই) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ অঞ্চলের বাছাইপর্বে চীনের বিপক্ষে এই রেকর্ড গড়েন সায়াজরুল।

বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে চীনের মুখোমুখি হয়েছিলো মালয়েশিয়া। প্রথমে ব্যাটিং করে ১১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান সংগ্রহ করে চীন। ২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া।

মালয়েশিয়ার হয়ে সায়াজরুল একাই ধসিয়ে দেন চীনের ব্যাটিং লাইনআপ। ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন সায়াজরুল। ৭টি উইকেটই তিনি পেয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের বোল্ড করে। তার বলে ৫ ব্যাটার সাজঘরে ফিরেছেন শূন্য রানেই। বাকি দুজনের মধ্যে একজন করেছেন ৭ রান আর অপরজন করেছেন ৩ রান।

সায়াজরুলের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেউই ৭ উইকেট পাওয়ার কীর্তি গড়েননি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিলো নাইজেরিয়ার পিটার আহোর দখলে। ২০২১ সালে সিয়েরা লিওনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন আহো। সেই রেকর্ড ভেঙে সায়াজরুল একাই নিলেন ৭ উইকেট। তার এমন কীর্তি গড়ার পরই সাড়া পড়ে গেছে সমগ্র ক্রিকেট বিশ্বে। সবার রেকর্ড ভেঙে শীর্ষে নাম লেখালেন সায়াজরুল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ আসামি গ্রেফতার হয়েছেন।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযান বিভিন্ন মামলার ৩ জন, মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন গাংনী থানা পুলিশের অভিযানে চুরির মামলায় ১ আসামি রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের পৃথক টিম মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগী

মেহেরপুর জেলায় আশংকাজনক ভাবে বেড়ে গেছে ডেঙ্গু রোগী। সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও কমিউনিটি ট্রান্সমিশন রোধ করতে এখন চিকিৎসকরা ডেঙ্গু রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নিতে পরামর্শ দিচ্ছেন।

সিভিল সার্জন মেহেরপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে বললেও গত ১৬ দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডেই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৫ জন রোগী এবং বর্তমানে ভর্তি আছেন ৫ জন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেসুর রহমান পলাশ জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির যদি আরও অবনতি হয় সেখেত্রেও পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর জেনারেল হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি আছে।

সোমবার ২৪ জুলায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন আমদহ গ্রামের মুকুল, মেহেরপুর বড় বাজারের বিশাল দত্ত , তাতি পাড়ার খন্দকার মনিরুল, জুগিন্দা গ্রামের নজরুল ইসলাম এবং গাংনী উপজেলার বাওটের কমল হোসেনের ছেলে হামজা। চিকিৎসা নিয়ে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করলেও এক রোগীর স্বজন জানান, ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ মেডিসিন যুক্ত সাদা মশারী তাদের দেওয়া হয়নি।

জেলাতে এই বছরে এখন পর্যন্ত মোট কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের কাছে। শুক্র ও শনিবার মেহেরপুরে অনেক অতিথি চিকিৎসক যত্রতত্র প্রাইভেট চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন, তারা যে সকল ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেন সে তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ পর্যন্ত পৌছায় না। এজন্য বিশেষজ্ঞরা আহবান জানিয়েছেন রোগী চিকিৎসা যেখানেই করুক না কেন, ডেঙ্গু পজিটিভ হলেই যেন নিকটস্থ সরকারি হাসপাতালে অবহিত করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন,’ সরকারি নির্দেশনা মোতাবেক মেহেরপুর জেনারেল হাসপাতালে একটি ডেঙ্গু কর্নার ও একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রয়োজনে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালে যেকোনো জ্বরের রোগী আসলেই তাদের আগে ডেঙ্গু কর্ণারে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরে জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডেঙ্গুর সকল পরীক্ষা সরকার নির্ধারিত সুলভ মুল্যে করা হচ্ছে।‘

তবে তিনি ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভুমিকাতে ক্ষোভ প্রকাশ করেন, বিশেষ করে মেহেরপুর পৌর কর্তৃপক্ষের মশকনিধন কার্যক্রম না থাকায়।

মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন বলেন, মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। আজ (আগামীকাল) মঙ্গলবার থেকে আরো জোরদার করা হবে এবং সচেতনতার জন্য বিশেষ প্রচারের ব্যবস্থা করা হবে।

সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন,’ রাজধানী সহ সারা দেশের ৬৪ টি জেলাতেই থাবা পড়েছে ডেঙ্গুর। ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিগত বছরগুলো তুলনায় এবার অনেক বেশি। প্রতিদিন সারাদেশেই বাড়ছে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এখন পর্যন্ত মেহেরপুর জেলার ডেঙ্গু পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো।‘




জীবননগরে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহ পালিত

জীবননগরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিক্ষা অফিসের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল লতিফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলার সহকারী কমিশনার ভূ’মি তিথি মিত্র,উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ প্রমুখ।




আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী, আলোচনাসভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়“ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আলমডাঙ্গা উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজিউল ইসলাম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের আনোয়ার হোসেন ও মিজানুর রহমান, খামারী শাতিল হাসান, আশিক আদনান, শাহিন রেজা, সেলিম রেজা, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর বেলাল হোসেন প্রমুখ। পরে ৩ জন মৎস্য খামারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।




দামুড়হুদায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্ম*হত্যা

“বিদায় বান্ধবী বিদায়, আমিও ভুলে যাব, তুমিও ভুলে যেও আমায়” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা দাস পাড়ায় হিন্দু সম্প্রদায়ের এক যুবক গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টার সময় ময়নাতদন্ত শেষে মৃতের লাশের সৎকার করা হয়। মৃত্যুবরণ কারী হলো জয়রামপুর কাঁঠালতলা দাস পাড়ার শ্রী রতন দাসের ছেলে শ্রী শুভ দাস (২০)।

পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষ করে শুভ তার নিজ ঘরে শুয়েছিল। রাত ৩টার দিকে নিজ বসতবাড়ির উঠানে আম গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা সুত্রে জানাগেছে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলা দাস পাড়ার শ্রী রতন দাসের ছেলে শ্রী শুভ দাস (২০) ও জয়রামপুর কাঁঠালতলা বাসস্ট্যান্ড পাড়ার ভ্যান চালক কাছেদের মেয়ে কামনা (২১) এদের মধ্যে বেশ কয়েক বছর ধরে চলে আসছে প্রেমের সম্পর্ক । এক পর্যায়ে তাদের দুজনের কিছু অন্তরঙ্গ ছবি এলাকায় ভাইরাল হয়ে যায়। এবিষয় নিয়ে এলাকার মন্ডল মাতবরদের বিচারে তাদের পরিবারকে ডাকা হলে কেউ হাজির হয়নি, তখন এক পর্যায়ে মাতব্বরা ঐ পরিবারটিকে এক ঘোরে করে রাখলে উল্টো সেই মন্ডল মাতব্বরদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন ভ্যান চালক কাছেদ ও তার পরিবার।

অবশেষে ঐ দুই পরিবার ও এলাকার মন্ডল মাতব্বরদের দামুড়হুদা মডেল থানায় ডেকে মিমাংসা করে দেওয়া হয়। ছেলে হিন্দু ধর্ম, মেয়ে মুসলিম বলে দামুড়হুদা মডেল থানা থেকে বিচার করে দিয়ে ছিল উভয় পক্ষ কেউ কারো সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবে না। সে কারণে শুভ দাসের পিতা রতন দাস পাবনা চাটমোহর শুভ দাসের নানার বাড়িতে ছেলেকে পাঠিয়ে দেয়, সেখানে শুভ দাসের নানার বাড়ির লোকজনের সাথেই শুভ দাস বসবাস করতো। সেখানে এক পর্যায়ে শুভর সাথে তার মামাতো বোনের বিয়ে ঠিক হয়। বিষয়টি কাছেদ আলীর মেয়ে কামনা খাতুন জানতে পেরে পাবনা চাটমোহরে শুভর কাছে চলে যায়। এতে শুভর মামাতো বোনের সাথে বিয়ে ভেঙে যায়। গত রোববার শুভদাস জয়রামপুর নিজ বাড়িতে ফিরে আসেন।

এবিষয়ে শুভ তার ব্যক্তিগত ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছেন, ” বিদায় বান্ধবী বিদায়, আমিও ভুলে যাব, তুমিও ভুলে যেও আমায়”। অপর এক স্ট্যাটাসে লিখেছেন সে আমার জীবনটা নষ্ট করে দিল, আমার শুধু ব্যবহারই করল সে, তবুও চাই সে সুখে থাক ভাল থাক।
এবিষয়ে মৃত শুভ দাসের মামি বলেন, আমাদের এখানে বোরকা পরে এসেছিল কামনাকে আমি দেখেছি ৪/৫ দিন দিন আমাদের ওখানে ছিল। এলাকাবাসী ধারণা করছে কামনা সেখানে গিয়ে বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণে কামনার উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনক ব্যক্তি বলেন কামনার সাথে শুভদাসের এখনো সম্পর্ক ছিল। কামনার মোবাইল এবং শুভদাসের মোবাইলের কল লিস্ট বের করলে সব ধরা পড়ে যাবে। এ বিষয়ে মৃত শুভর পরিবারের সাথে কথা বললে সবাই কান্নায় ভেঙে পড়েন এবং বলেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা কারো নামে কোন অভিযোগ করব কিনা। ঘটনার পর থেকে কাছেদ তার পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছে, এবং তার মেয়েকে বাঁচাতে বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করেছে।

এবিষয়ে কামনার পিতা কাছেদ আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন লাশ ময়না তদন্তের পরে মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এখনো পর্যন্ত কারো কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা সদর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।




মুজিবনগরে মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ভবের পাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপেজলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার, উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও তৌফিক আহাম্মেদ, উপজেলা সমবায় অফিসার জহুরুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুব আলম,মুজিবনগর
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মহসিন আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড এ্যাসিস্ট্যান্ট ফজলুল হক।