মেহেরপুরে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে ইটভাটার দুইটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সোমবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় পোড়ানোর এই ঘটনা ঘটে।
স্কেভেটরের মালিক হায়াত আলীর ভাগ্নে সুজন আহম্মেদ বলেন, প্রতিদিনের মতো ইটভাটায় স্কেভেটর রেখে রাতে বাড়িতে চলে আসি। সকালের দিকে খবর পাই রাতে স্কেভেটর দুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্কেভেটর দুটির মুল্য প্রায় ৪০ লাখ টাকা।
এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একটি লিখিত আবেদন পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ৫ মাদকসেবী আটক

মেহেরপুর সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে ৫ মাদকসেবী আটক হয়েছেন।

আটকরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শোলমারী পূর্বপাড়া এলাকার ফকির আলীর ছেলে কুতুব উদ্দীন (৩৫), মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নবিছদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩৮), কেশবপাড়ার সামসুল হকের ছেলে সোলাইমান (২৭), একইপাড়ার মজিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৬) ও নতুন মাঠপাড়ার নাজির হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাতক সেবিদের আটক করেন।

ওসি সাইফুর রহমান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক সেবিদের আইনের আশ্রয় নিতেই এই ধরনের অভিযান শুরু করা হয়েছে। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে চাই। একজন মাদক সেবিকেও শহরে বসবাস করতে দেওয়া হবেনা। তিনি বলেন, আটক মাদকসেবিদের ডোপ টেস্ট করানোর পর আইনগত ব্যবস্থা।

আজ মঙ্গলবার আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




আলমডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে সাপের কামড়ে জোসনা খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জোসনা খাতুন খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোসনা খাতুন সোমবার সন্ধ্যা ৬ টার বাড়ির রান্না ঘরের পাশে ঝোঁপে খড়ি গোছাতে যায়। এসময় ঝোঁপে থাকা একটি বিষধর সাপে তাঁকে দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে পরিবারের লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জোসনা খাতুন মারা যান।

সাপের কামড়ে জোসনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল বলেন, সোমবার সন্ধ্যায় সাপের কামড়ে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। অনেক সময় সাপে কাটা রোগীদের স্বজনেরা ওঝা ডেকে চিকিৎসা করাতে গিয়ে দেরি করে ফলেন। এতে অনেকে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, সাপের দংশনে নারী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।




মেহেরপুরের প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ অব্যহত

বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নান বিভিন্ন গ্রামে গনোসংযোগ অব্যহত রেখেছেন।

গতকাল সোমবার বিকালে সদর উপজেলার কালিগাংনী, শ্যামপুর, মদনাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, হাজী ইয়াকুব আলী, মঈন উদ্দীন মিন্টু আলাউদ্দীন আহামেদ, হাজী ইমরান হোসেনের সাথে সাক্ষাৎ করেন।

গণসংযোগ কালে জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, মির্জা গালিব উজ্জ্বল, রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল, মোঃ সেলিম রেজা, সাজেদুর রহমান সাজু, নয়ন আহামেদ, ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু, জিয়া, সুমন আহমেদ, মিরাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।




আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবছরের ন্যায় এ বছরেও গতকাল সোমবার জুলাই হতে ৩০ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হবে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

” নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান বাস্তবায়নই এ বছরের মৎস সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মৎস্য সপ্তাহ পালিত হবে।

আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্ সপ্তাহ পালনে উপজেলার মৎস্যচাষি, মৎসজীবী, আড়ৎদার, মৎস ব্যবসায়ীসহ সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রাজিউল ইসলাম জানান,মাইকিং এর মাধ্যমে প্রচারণা,সড়ক র‌্যালি,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষী ব্যক্তি, উদ্যোক্তা,

প্রতিষ্ঠানকে মৎস পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্ত কারণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎসজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগত সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন,উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস কর্মকর্তা মোঃ রাজিউল আহাম্মদ, অফিস সহকারী মোঃ বেলাল হোসেন,ক্ষেত্র সহকারী এন এ টি পি মোঃ হাবিবুর রহমান, লিফ মোঃ মারুফুল বিশ্বাস অরুপ, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এন এইচ শাওন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তানভীর সোহেল, রানা আহমেদ, মৎস চাষী ও মৎস্যজীবী হোসেন, হেলাল,বাবু, সম্রাট, আসিফ, মারুফুল ইসলাম, রানা, আসাদ, পলান, মনিরুজ্জামান প্রমূখ




কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ:করিম বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আ:কাদের বিশ্বাস,সাধারন সম্পাদক নজীর আহমেদ,যুগ্ম সম্পাদক আ:সালাম বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল,মখলেছুর রহমান রিপন,নাসির উদ্দীন,নাজমুল হাসান গেগার,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান হোসেন,হুদা পাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার শুকুর আলী, এ এস আই মসলেম উদ্দীন,এ এস আই সাইদুর, বিল্লাল হোসেন মেম্বর, আলমগীর মেম্বর, সিরাজুল মেম্বর, সালাম, মাহাবুব, আনেহার, দেলোয়ারা খাতুন, ইউপি সচিব হাসানুজ্জামান, কিতাব আলী, ওমেদুল,উদ্যোক্তা হারুন প্রমুখ।




মেহেরপুর আমঝুপিতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শেয়ারিং সভা

সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রান্তিক নারী জনসমবায় দলের সদস্য ও দলনেত্রীদের লিংকেজ শেয়ারিং সভা গতকাল সোমবার সকাল ১০টার দিকে মউক এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এএলআরডি’র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।

মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারিং সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের এনিমেটর মোঃ শাহিনুর হোসেন।

প্রান্তিক জনগোষ্ঠীর বসত বাড়ীতে ফলমূল ও শাক সবজী চাষে, হাঁস মুরগী ও গবাদীপশু পালন বিষয়ে বিস্তারিত আলোচনায় স্থান পায়। এলাকার ১২টি জনসমবায় দলের ৩২জন দলনেত্রী ও সদস্য উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী মোঃ সাদ আহাম্মদ।




কুষ্টিয়ায় ইজিবাইক চালকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ায় ইজিবাইক চালক বশির উদ্দিন (৬০) কে হত্যার দায়ে রঞ্জু মন্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

গতকাল সোমবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আসামী হলেন কুমারখালী উপজেলা উত্তর পারসাঁওতা গ্রামের মৃত সালামত মন্ডলের ছেলে।

আদালতের মামলা সূত্রে জানা যায় গত ২০২০ সালের ২৪ আগষ্ট বিকেলের দিকে নিহত ব্যক্তি বশির উদ্দিন তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ীটি নিয়ে ভাড়া মারা জন্য বাড়ী থেকে বের হয়। পরের দিন সে বাড়ীতে আর ফিরে আসেন নাই। পরেদিন সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার মেটন চর গোপালপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর লাশ ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে গত ২৬ আগষ্টে নিহতের ছেলে মিঠুন শেখ অজ্ঞাত ব্যক্তিদের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকারী কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম মামলাটির তদন্ত শেষ করে আদালতে আসামীর উল্লেখ করে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।




দামুড়হুদা মডেল থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি

“নিজ আঙ্গিনা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত আবাস গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে দামুড়হুদা মডেল থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা অভিযান, জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার সময় থানা চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে থানা করিডোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত শফিকুল ইসলাম, ওসি অপারেশন শফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক সহ থানার সকল অফিসার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। এখনই যদি আমরা সচেতন হতে না পারি তাহলে ডেঙ্গুর আক্রমণ থেকে আমরা কেউই রক্ষা পাবো না। তাই সবাইকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। মূলত এডিস মশা থেকেই ডেঙ্গুর উৎপত্তি হয়। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।

এ সময় তিনি সবাইকে সচেতন করে বলেন অফিসে, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনা গুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোন পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিনদিনের মধ্যে পরিবর্তন করুন। দিনে এবং রাতে শোয়ার সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। আমরা নিজেরা একটু সচেতন হলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়ঙ্কর থাবা থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারি এবং প্রতিরোধ করা সম্ভব।




গাংনীর গাড়াবাড়ীয়াতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

গাংনীর গাড়াবাড়িয়াতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় একদিকে অংশগ্রহণ করেছেন শাপলা ফুটবল একাদশ অপরদিকে অংশগ্রহণ করেছেন সূর্যোদয় ফুটবল একাদশ।

এই খেলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান, ক্রীড়া শিক্ষক ইমদাদুল হক, জয়নুল আবেদীন, ইয়ারুল ইসলাম,সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

এই খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন জিনারুল ইসলাম ইউপি সদস্য, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ এবং রাজা।

৭০ মিনিট খেলায় উভয় পক্ষ কোন গোল না করতে পারায় ট্রাইবেকার করে।ট্রাইবেকারেও উভয় দল সমতা থাকায় পুনরায় ট্রাইবেকার করে ১-০ গোলে সূর্যদ্বয় ফুটবল একাদশ কে হারিয়ে শাপলা ফুটবল একাদশ বিজয় লাভ করেন।