মেহেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

অত্র জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত মাস্টার প্যারেডে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।




মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ গঠন

মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের (স্টাফ কাউন্সিলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আমিন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এছাড়া ইংরেজি বিভাগের প্রভাষক মিলন মন্ডলকে সহ-সম্পাদক এবং রসায়ন বিভাগের প্রভাষক নাহিদ রেজা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো.শফিউল ইসলাম সরদার নতুন ও বিদায়ী কার্যনির্বাহী কমিটিসহ উপস্থিত সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।




মেহেরপুরের হিতিমপাড়ায় ভৈরব নদের মাটি বিক্রির অভিযোগ

মেহেরপুর সদরের কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া গ্রামে ভৈরব নদের পাড় থেকে মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে গেলেও যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, হিতিমপাড়া গ্রামের ভৈরব নদের পাড়ে স্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রাক্টরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ কালু মিয়া নামের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নদের পাড় কেটে মাটি বিক্রয় করছেন। হিতিমপাড়া এলাকার কয়েক কিলোমিটার নদীর পাড় সকাল থেকে রাত পর্যন্ত কেটে সাবাড় করে চলেছে। দিনরাত মাটির ট্রাক্টর চলাচল করায় আশপাশের পাকা রাস্তা, ইটের সলিংসহ কাচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা ধুলাবালির কারণে ঠিকমতো চলাফেরা করতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান এখানে মাটি কেটে গাড়ি প্রতি ১৫০০ -১৭০০ টাকা করে বিক্রি করছেন। প্রতিদিন শতাধিক গাড়ি মাটি তুলছেন ওই চক্রটি।

এদিকে, মাটির ট্রাক্টর রাস্তাগুলো ভেঙ্গে গেলেও সাধারণ মানুষ প্রতিবাদ তো দূরের কথা মুখ পর্যন্ত খুলতে সাহস পায়নি।

সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের প্রচেষ্টায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ভৈরব নদ খনন করা হয়। এলাকার ভৈরব নদের পাড় রাস্তা আকারে সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করে। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া ওই এলাকা থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী চক্রটি।

এদিকে অবাধে মাটি বিক্রির ফলে ফসলি জমির পাড় কেটেও নিচ্ছে এই চক্রটি। মাটি কাটার ফলে স্বপ্ন পুড়ছে অসহায় গরীব কৃষকের।

এ বিষয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান এখানে যে ভাবে মাটি কাটা হচ্ছে এভাবে কাটলে আমাদের আবাদি জমি গুলো বৃষ্টিতে ধসে বিলিন হতে পারে।। আমরা মূর্খ মানুষ এ ব্যাপারে জানিনা তবে এটি বন্ধ হওয়া দরকার। সরকারী মাটি কেটেই লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে চলেছেন।

এ ব্যাপারে হামিদুল ইসলাম জানান এই মাটি কাটার কারনে আমাদের চাঁদপুর হিতিমপাড়া রামদাসপুর যাওয়ার পিচ রাস্তা একটু বৃষ্টি হলেই চলা চলের অযোগ্য হয়ে পড়ছে। সড়ক দুর্ঘটনা আশংকা করছে এলাকাবাসি।

এ বিষয়ে মোঃ কালু মিয়া জানান এখানে যখন আমরা মাটি কাটছি তখন সরকারি অনুমতি নিয়েই কাটছি। আমাদের অনুমতি আছে এ মাটি কাটার। তবে সাংবাদিকদের সাথেও এ বিষয়ে কথা হয়। আর এই দিক দিয়ে ওয়াকওয়ে রাস্তার কাজ হবে এই রাস্তা নির্মানের জন্যা মাটি সরানোর কাজ করছি। কারোর কোন ক্ষতি করে মাটি কাটছিনা। তবে এ ব্যাপারে লিখিত ডকুমেন্ট দেখতে চাইলে বাড়িতে আছে বলে জানান।

সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বলেন, আমি একটি অভিযোগ পাওয়ার পর তারা একটা কাগজ এনে আমাকে দেখিয়েছেন। আমি আগামীকাল তাদের ওই কাগজ এডিএমকে দেখানোর জন্য বলেছি। মাটি কাটা আজ থেকে বন্ধ রয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বসে এই বিষয়ে স্বীদ্ধান্ত হবে।




গাংনীতে প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বিশেষ বরাদ্দের ঢেউটিন প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ঢেউটিন বিতরণ করা হয়।

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নিরাঞ্জন চক্রবর্তির সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন চলতি অর্থ বছরে দূর্যোগ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দে ২০০ বান্ডিল ঢেউটিন পান। এর আগে ২৭ বান বিতরণ করা হয়েছে। বাকি ১৭৬ বান ঢেউটিন আজ সোমবার বিতরণ করা হয়। এসময় তাদের হাতে ৩ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়




গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য চাষ উন্নয়ন কমিটি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে গাংনী প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , জাতীয় সংদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে মৎস্য সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার শহিদুর রহমান।

মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করা হয়। এসময় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষনা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, মৎস্যচাষে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মাছ উৎপাদনে করণীয় বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম , সাংবাদিক মাজেদুল হক মানিক প্রমুখ।

উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সভায় গাংনী উপজেলা মৎস্য চাষ উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে দামুড়হুদা মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত ’বিট পুলিশিং-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা। এ সময় প্রধান অতিথি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি ইত্যাদি বিষয়ে নির্দেশনামূলক ও জনসচেতনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ এবং জনগণের দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করা সহ অপরাধ নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার (ওসি) অপারেশন শফিউল আলম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, সচিব নাঈম উদ্দিন, এস আই মনজুরুল হক, এএসআই শ্রী বিপ্লব দাস, ইউপি সদস্য শহিদুল ইসলাম,রিকাত আলী, শাহাজামাল, সেলিম হোসেন, জাহাঙ্গীর আলম টিক্কা,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী, ইউপি সদস্য রহিমা খাতুন।

সভায় উপস্থিত বক্তারা মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ক নানা ধরনের তথ্য তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, আলেম ওলামাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই সালাউদ্দিন।




৪৫ সিনেমা নিয়ে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৮ জুলাই থেকে শুরু হবে চার দিনব্যাপী এই উৎসব। এবারের আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৪৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য, ৫টি প্রামাণ্যচিত্র ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ জানিয়েছেন, সিনেমা বাছাইয়ের জন্য গত ১২ জুলাই বৈঠকে বসেছিলেন তারা। সেখানে প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয়। এর মধ্যে পাঁচটি প্রামাণ্যচিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।

প্রাথমিক এই তালিকায় এই নাম রয়েছে কোরবানির ঈদের মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’ এবং গত বছরে প্রেক্ষাগৃহে সাড়া ফেলা দুই সিনেমা ‘হাওয়া’ ও ‘পরাণ’।

এছাড়া প্রাথমিক তালিকায় আরও রাখা হয়েছে — ‘রিকশা গার্ল’, ‘জেকে ১৯৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দু:সাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপূণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, ‘কূড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।

প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে ‘ওমর ফারুকের মা’ ও ‘ধড়’।




মেহেরপুরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তসহ ১৫ আসামি গ্রেফতার

মেহেরপুরে পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তসহ ৬ জনসহ মোট ১৫ আসামি গ্রেফতার হয়েছেন।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ৪ ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জনসহ বিভিন্ন মামলায় ১০ জন আসামি, সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলা ৪ আসামি ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১০ মাসের সাজাপ্রাপ্ত ১ জন আসামি রয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতে আজ সোমবার (২৪ জুলাই) ভোররাত পর্যন্ত জেলার তিনটি থানার পৃথক টিম পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসের নেতৃত্বে পুলিশের টিম গ্রেফতার অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের আজ সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আগামী সপ্তাহেই অ্যান্ড্রয়েডে আসছে চ্যাট জিপিটি

চ্যাটজিপিটিই ছিল সবচেয়ে দ্রুতগতিতে জনপ্রিয়তা পাওয়া অ্যাপ, অন্তত মেটার থ্রেডস অ্যাপ উন্মোচনের আগে পর্যন্ত। সেই অবস্থান হারানো চ্যাটবট থেকে নতুন ঘোষণা এসেছে যেটি ফিরিয়ে দিতে পারে হারানো খেতাব — অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

ওপেনএআই এক টুইটে বলেছে, চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু হবে আগামী সপ্তাহ থেকে। তবে, এর কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। কয়েক মাস আগেই আইফোন ও আইপ্যাডের মতো ডিভাইসের জন্য অ্যাপটির ‘আইওএস’ সংস্করণ চালু করেছে কোম্পানিটি।

এরইমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রিঅর্ডার শুরু হয়েছে। মে মাসে এর আইওএস সংস্করণ উন্মোচনের সময় ওপেনএআই বলেছিল, তারা ‘শীঘ্রই’ এর অ্যান্ড্রয়েড সংস্করণ আনবে। আর এখন সেটাই বাস্তব হতে চলেছে।

অন্যদিকে, গুগলের চ্যাটবট বার্ডের এখনও কোনো মোবাইল অ্যাপ চালু হয়নি। কেবল ওয়েব ভিত্তিক ইন্টারফেইসের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। তবে, চ্যাটজিপিটি’র অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য ব্যবহারকারীরা অপেক্ষা করতে না চাইলে তারা মাইক্রোসফটের ‘বিং’ অ্যাপটি ব্যবহার করতে পারেন। ফেব্রুয়ারি থেকেই অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ পাওয়া যাচ্ছে, যেখানে ব্যবহৃত হয়েছে মাইক্রোসফটের ‘প্রমিথিউজ মডেল’ ও ‘জিপিটি ৪’ প্রযুক্তি।

জুন মাসে চ্যাটজিপিটি’র ওয়েব ট্রাফিক ও অ্যাপটির ইনস্টল সংখ্যা কমে যাওয়া নিয়ে বাজার বিশ্লেষক কোম্পানি ‘সেন্সর টাওয়ার’ ও ‘সিমিলার ওয়েবের’ ডেটা প্রকাশ পাওয়ার পরপরই অ্যাপটি চালু করার ঘোষণা দিল ওপেনএআই। এ ছাড়া, গত কয়েক দিনে জিপিটি ৪-এর ‘গতি কমা ও বোকা হয়ে যাওয়া’ নিয়ে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীদের একটি অংশ। এর মধ্যে দ্বিতীয় দাবির জবাবে ওপেনএআই বলেছে, তারা অ্যাপের ‘এপিআই’ আপডেট চালিয়ে যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক




বৃষ্টিতে ধুয়ে গেলো ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধাদের স্বপ্ন

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম দিনের বৃষ্টিতে ড্র হয় সিরিজের চতুর্থ ম্যাচটি। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার ঘরেই থাকলো ‘অ্যাশেজ সিরিজ’। কারণ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট হারলেও, সিরিজ হারতে হচ্ছে না অজিদের। ২০২১-২২ মৌসুমে সর্বশেষ সিরিজ জয়ের কারণে অ্যাশেজ দখলে রাখবে অজিরা।

ম্যানচেস্টারের এই ম্যাচে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রান তুলে দ্বিতীয় দিন গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ৫৯২ রান তুলে তৃতীয় দিন অলআউট হয় ইংল্যান্ড।

২৭৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন বৃষ্টির কারণে মাত্র ৩০ ওভার খেলা হয়। চতুর্থ দিন শেষে ৭১ ওভারে ৫ উইকেটে ২১৪ রান সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এসময় ৫ উইকেট হাতে নিয়ে ৬১ রানে পিছিয়ে ছিলো অজিরা।

পঞ্চম ও শেষ দিন টানা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দুই দল। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত শেষ সেশনে এসে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১৮৯ রান করে ম্যাচ সেরা হন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে শতক হাকিয়ে ১১১ রান করেন মার্নাস ল্যাবুশানে।

এই টেস্টে বল হাতে সেরা পারফরমার ছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস ও অজি পেসার জশ হ্যাজেলউড। দু’জনই প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নেন। আগামী ২৭ জুলাই থেকে ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

সূত্র: ইত্তেফাক