শাহরুখের মাধ্যমে হেটার্সদের মুখ বন্ধ করলেন শুভশ্রী

টালিউডের তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী সবসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন। সেদিক থেকে তাদের ছেলে ইউভানও জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয়। তবে পান থেকে চুন খসলেই বিভিন্ন সময় তাদের সমালোচনা করতে ছাড়েন না নেটিজেনরা। তেমনি ঘটনায় শাহরুখ খানকে দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে ঠিকঠাক জবাব দিয়ে দিলেন শুভশ্রী। সম্প্রতি শাহরুখের খানের একটি ইন্টারভিউ-এর অংশ নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘হেটার্সদের জন্য আমার ফিলিংস’।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে বলিউড বাদশা ট্রোলিং নিয়ে কথা বলেছিলেন। আর শুভশ্রী কিং খানের সে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে শাহরুখ বলেছিলেন, ‘আমাকে তো অনেকদিন ট্রোল করা না হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আমার জনপ্রিয়তা কমে গেল নাকি! ট্রোলারের প্রোফাইল চেক করি। ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে ঠিক আছে! আমি শুধু হেটার্সদের একটাই অনুরোধ করব টুইটারে গালাগালি দিলে বানানটা ঠিক করতে। ভুল বানানে না সেই মজাটা আসে না!’

জুন মাসেই আবারও মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শুভশ্রী। ২০১৮ সালের ১১ মে বাওয়ালির রাজবাড়িতে ধুমধাম করে বিয়ে করেন রাজ-শুবশ্রী। বিয়ের আড়াই বছরের মাথায় ২০২০ সালে জন্ম হয় ইউভানের। এরপর ২০২৩ সালে ফের মিলল সুখবর। আসছে দ্বিতীয় সন্তান।

দ্বিতীয় প্রেগন্যান্সিতে এখনও কাজ থেকে ছুটি নেননি শুভশ্রী। ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে রাজের পরিচালনায় মুক্তি পেতে চলা আবার প্রলয়-এর প্রযোজকও তিনি। জি ফাইভে আসছে এই ওয়েব সিরিজটি।




মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

আজ রবিবার বিভিন্ন গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা এবং স্থানীয় ব্যাক্তিবর্গ ও নতুন প্রজন্মের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নসহ স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় সুবিদপুর, বৈকন্টপুর, কুলবাড়িয়া, মনোহারপুর, উজলপুর, ফতেপুর,কান্দেবপুর, ইছাখালি, ঝাঝা, হরিরামপুর, গোভীপুর এসে দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

গণসংযোগ উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম। সদস্য সচিব সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মেহেরপুর জেলা শাখা মির্জা গালিব উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মেহেরপুর জেলা শাখা রাশেদুজ্জামান সুজন, পরিবেশ আন্দোলন (বাপা) আবু তালহা বিন হাবিব জুয়েল, সভাপতি হরিরামপুর যুব উন্নয়ন সমিতি মোঃ সেলিম রেজা, সভাপতি থানা শ্রমিকলীগ মেহেরপুর সাজেদুর রহমান সাজু, হরিরামপুর যুবউন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নয়ন আহামেদ, সাইদুর ইসলাম, ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু, আব্বাস উদ্দিন, জিয়া, সুমন আহমেদ, গোলাম নবী, শফিকুর ইসলাম লিল্টু, হুমায়ূন কবির বাবু, মতিউর, আহসান হাবিব লাল মিয়া, হুমায়ূন কবির, মিরাজুল ইসলাম প্রমুখ।




চুয়াডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন-এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড় ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বক্তারা বলেন, শত শত বছরের ক্রমবিবর্তনের ধারায় বাংলাদেশে সিভিল সার্ভিস এখন অনেক সুসংগঠিত এবং জনবান্ধব ও জনমুখী। জনগণের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে পাবলিক সার্ভিসে কর্মরত ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে সুশাসনের জন্যে উদ্ভাবিত পাঁচটি কৌশল- সিটিজেন চার্টার, শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সহায়ক ভূমিকা পালন করছে। দপ্তরগুলোতে চালু করা হয়েছে ওয়ান ষ্টপ সার্ভিস সেন্টার, ই-নথি থেকে ডি-নথিতে রুপান্তর, কাইযেন পদ্ধতি, চলছে তাৎক্ষণিক জরুরী সেবা প্রদানের হট লাইন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. ইসরাফিল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রোভার স্কাউট ও সাংবাদিকবৃন্দ।




৩০০ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

অফিসার, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক/সমমান পাস হতে হবে। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ২৫,০০০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। শিক্ষানবিশকাল ছয় মাস।

আবেদনের প্রক্রিয়া

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।

ম্যানেজার, শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানিরিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় ম্যানেজার পদের জন্য ২০,০০০ টাকা, শাখা হিসাবরক্ষক (সহকারী ম্যানেজার) পদের জন্য ১৫.০০০ টাকা এবং অফিসার পদের জন্য ১০,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে। জামানতের টাকা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।

ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষণ এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর- ৭৪০০।

আবেদনের সময়সীমা

৩১ জুলাই,২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুর আমঝুপিতে জনসমবায় নারী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

রবিবার সকাল দশটার দিকে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র মউক এর হলরুমে জনসমবায় নারী দল নেতাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এএলআরডি’র সহযোগিতায়, মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।

দলনেত্রী রোজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। আলোচনায় আরো বক্তব্য রাখেন চাঁদবিল হালদারপাড়া নারী জনসমবায় দলের সেক্রেটারী শিউলি রানী, ক্যাশিয়ার সপ্তমী রানী ও চাঁদবিল দক্ষিণপাড়া নারী জনসমবায় দলের সভাপতি সাহেরা খাতুন । সভায় গ্রামীণ পর্যায়ে প্রান্তিক নারীদের উৎপাদন মূখী উন্নয়ন বিষয়ে সকলের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসমবায় দলের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেন।




চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি

বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা সদর থানা হতে র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

এ সময় তিনি বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু রোগী বিভিন্ন স্থানে সনাক্ত হচ্ছে ।ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রকার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতাই চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বাহির করা হয়েছে।

উক্ত র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণ, আরআই, পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।




গাংনীর শালদাহ গ্রামের দুই কিলোমিটার কাচা রাস্তা পাকা করনের দাবী স্থানীয়দের

মেহেরপুরের গাংনীর উপজেলার রাইপুর ইউনিয়নের শালদাহ বিলপাড়ার দুই কিলোমিটার কাচা রাস্তার বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতেই কাদা হয়ে যায় রাস্তায়। ফলে গ্রামবাসিদের জনগুরুত্বপুর্ণ রাস্তাটি হাটু কাদায় মানুষ চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে। দির্ঘদিনের জনভোগান্তির কাচা রাস্তাটি পাকা করনের জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ করেও কোন সুরাহা পাইনি স্থানীয়রা। গ্রামের মধ্যে এই কাচা রাস্তাটি দ্রত পাকা করনের জন্য সংশ্লিষ্টদেও কাছে আবেদন করেছেন এলাকাবাসি।

শালদাহ গ্রামের রজব আলী জানান,শালদাহ গ্রামের বিলপাড়ার মধ্যবর্তী দুই কিলোমিটার কাচা রাস্তাটি অল্প বৃষ্টি হলেই হাটু কাদায় পরিনত হয়। কাদা হওয়ায় ওই রাস্তা দিয়ে মানুষ মসজিদে নামাজের জন্য যেতে পারেনা। উক্ত রাস্তা দিয়েই কোমলমতি শিশুরা প্রাইমারি স্কুলে যাতায়াত করে। কাদাযুক্ত রাস্তার কারনে অনেকেই পিছলে পড়ে যায়। গ্রামের নওশাদ আলী জানান,মাত্র দুই কিলোমিটার কাচা রাস্তার কারনে গ্রামের মানুষ চলাচলে নানা ভোগন্তিতে পড়ে। স্থানীয় চেয়ারম্রান মেম্বারদের বিষয়টি বারবার জানানো হলেও কাচা রাস্তাটি আজ অবদি পাকা করনের কোন উদ্যোগ নেয়া হয়নি।

শালদাহ গ্রামের লাল্টু ও মন্টু জানান, আশপাশের এলাকায় অনেক উন্নয়ন হলেও আমাদেও গ্রামে তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। নির্বাচন এগিয়ে আসলে চেয়াম্যান ও ওমম্বার প্রার্থীরা রাস্তাটি পাকা করনের প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হলেই রাস্তাটির কথা সকলেই ভুলে যান। দুই কিলোমিটার কাচা রাস্তাটি পাকা করনের জন্য উপজেলা এলজিইডির দৃষ্টি কামনা করেন তারা।

রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই কিলোমিটার রাস্তা পাকা করনের কোন সুযোগ নেই। সুযোগ থাকলে অনেক আগেই জন দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে পাকা করনের উদ্যোগ নেয়া হতো। বিষয়টি উপজেলা এলজিইডির হস্তক্ষেপ কামনা করেন এই জনপ্রতিনিধি।

গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, রাস্তাটি সম্পর্কে আমাকে কেউ অবহিত করেনি। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম। বিষয়টি নজরে এসেছে। পাকা করনের উদ্যোগ নেয়া হবে।




বর্ষায় লবণ ও চিনি ভালো রাখতে করনীয়

বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে। শীতেও রান্নাঘরের ছায়াযুক্ত স্থানে তা থাকতে পারে। তখন লবণ ও চিনিতে কেন যেন পানি জমেছে মনে হয়। এই সমস্যার কারণে অনেক সময় লবণ বা চিনি ফেলে দিতে হয়। স্বাস্থ্য সমস্যার বিষয়টি বিবেচনাধীন তো থাকেই।

চাল ছিটিয়ে রাখুন
লবণ ও চিনি যদি পাত্রে রাখলে ভিজে যাওয়ার সমস্যা দেখা দেয় তাহলে পাত্রের ভিতর কিছু চাল ছিটিয়ে দিন। তাহলে লবণ বা চিনির মধ্যকার আর্দ্রতা শোষণ করে নিবে চাল। প্রাকৃতিকভাবেই চাল এই পানি শোষণ করে। তবে লবণের কৌটা বড় হলে বড় পুটুলিতে চাল রেখে সংরক্ষণ করুন৷ দেখবেন লবণ বা চিনি ভিজবে না।

লবঙ্গ রাখা যায়
চালের মতোই লবঙ্গের পানি শোষণের ক্ষমতা আছে৷ লবঙ্গের একটি বাড়তি সুবিধা এটি লবণের গুণমান ধরে রাখতে সাহায্য করে। তবে লবঙ্গের গন্ধটা যদি পাত্রে ছড়ায় তাহলে একটু অস্বাভাবিক লাগতে পারে। বিশেষত চিনির ক্ষেত্রে একথা প্রযোজ্য। তাই লবঙ্গ রাখলেও তা কাপড়ে মুড়িয়ে রাখুন।

অবস্থান বদল করুন
আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি লবণ বা চিনির কৌটার অবস্থান বদলে ফেলা। শীতল ও ছায়াযুক্ত একটি স্থানে রাখলেও চেষ্টা করুন জায়গাটি যেন শুষ্ক থাকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

মেহেরপুর সদর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম পৃথ অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে চুরির অভিযোগে ১ ও আদালতের পরোয়ানাভূক্ত সিআর ও জিআর মামলায় ৪ জন আসামি রয়েছে।
আজ রবিবার (২৩ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে পাগল সেজে বাস চুরির অপচেষ্টা, হেলপারের দূরদর্শিতায় উদ্ধার

পাগল সেজে দূরপাল্লার পরিবহন বাস চুরি করতে গিয়ে ধরা খেলেন আবু মুসা (৩০) নামের এক ব্যক্তি। আটক আবু মুসা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালগ্রামের আবু বক্করের ছেলে।

শনিবার দিবাগত রাত দেড় টার দিকে মেহেরপুর শহরের কলেজমোড় এলাকা থেকে জে আর পরিবহনের একটি বাস যার নং (ঢাকা মেট্রো ব ১৪-৭১৯৯) বাস চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় ওই বাসের হেলপার রাজু মোটরসাইকেল নিয়ে তাড়া করে। অবশেষে আমঝুপি এআরবি কলেজের সামনে গিয়ে বাস ও চোর আবু মুসাকে আটক করে। পরে সেখান থেকে বাসটি উদ্ধার করে নিয়ে আসেন।

এসময় খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে চোর আবু মুসাকে থানায় নেন।

গাড়ির হেলপার রাজু বলেন, গাড়িটি কলেজ মোড়ে দাড় করিয়ে আমি আর চালক সাগর মিয়া একটি হোটেলে পরোটা খাচ্ছিলাম। হঠাৎ দেখি বাসটি ছেড়ে চলে যাচ্ছে। পরে আমরা মোটরসাইকেলযোগে তাড়া করি। এক পর্যায়ে এআরবি কলেজের সামনে গিয়ে ধরে ফেলি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল হক বলেন, রাতে শ্রমিকদের কাছ থেকে আবু মুসাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জেআর পরিবহনের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি। মামলা না দিলে অন্য মামলায় তাকে চালান দেওয়া হবে।

উল্লেখ্য, আবু মুসা পাগল বেশে কিছুদিন মেহেরপুর বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল। সুযোগ বুঝে জেআর পরিবহনের ওই বাসটি চুরি করে পালাচ্ছিল। বাস চুরি করার অপচেষ্টার বিষয়টি এখন মেহেরপুর শহরের প্রধান আলোচ্য বিষয়।