মুজিবনগরে গাঁজাসহ যুবক আটক

২৫০ গ্রাম গাঁজাসহ মনিরুল ইসলাম ওরফে রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে মুজিবনগ থানা পুলিশ। আটক মনিরুল ইসলাম মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নুরন্নবী বাঙ্গালের ছেলে।

মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মানিকনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করেন।

এসআই আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ রানাকে আটক করা হয়েছে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি দিয়ে রানাকে আজ রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

সরকারের নির্ধারণ করে দেওয়ার পরও ৫টি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে মেহেরপুরে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে রবিবার থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

নিত্যপণ্য ডিম, আলু ও পেয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় গত বৃহস্পতিবার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা , দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা, সয়াবিন তেল ১৫৯ থেকে ১৬৯ টাকা, চিনি ১২০ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু গতকালও মেহেরপুরের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার দোকানগুলো বেশি দামে বিক্রি হচ্ছে এসকল পণ্য।

জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে বড় বাজারে এলসি পেয়াজ ৭০ থেকে ৭৫ টাকা,দেশি পেয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, আলু ৪৫ টাকা, চিনি ১৩০ টাকা, সয়াবিন তেল ১৭০ টাকা লিটার, পামওয়েল ১৪৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না মেহেরপুরের ব্যবসায়ীরা

পাড়া মহল্লার মুদি দোকানে এলসির পেয়াজ ৮০টাকা, দেশি পেয়াজ ৯০ টাকা, আলু ৪৫ টাকা, ডিম আকার ভেদে ৫২ থেকে ৫৪ টাকা হালি, চিনি ১৩০ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৫ থেকে ১৮০ টাকা লিটার ও পামওয়েল ১৪৫ থেকে ১৫০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

বড়বাজারের আলু ও পেয়াজের পায়কারী ব্যবসায়ী সিরাজ বানিজ্যালয়ের সত্ত্বাধিকারী সিরাজ জানান, জেলা প্রশাসন থেকে ব্যবসায়ীদের ১৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত সময় বেধে দিয়েছে বেশি দামে ক্রয়কৃত মুজুদে থাকা পণ্য বিক্রি করে শেষ করতে। সরকার নির্ধারিত মুল্যে নতুন সবজির চালান রবিবার থেকে সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করা হবে।

মেহেরপুর বড়বাজার কাচাবাজারে ক্রেতা আরিফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাধারন চাকুরি করি। বর্তমান বাজারে সংসারের চাহিদা মেটাতে যেয়ে বেতনের পাশাপাশি সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে। ‘

হোটেল বাজারে মুদি দোকানে আসা ক্রেতা শামিম বলেন, বর্তমান বাজারে প্রতিটি পন্য আড়ত থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে আসতে মূল্য ২০ থেকে ২৫ টাকা বেড়ে যায়। এগুলো দেখার কেউ নেই। আর নিউজ করে কি করবেন। দু’এক দিন লোক দেখানো অভিজান হবে। এরপর আবার বাজার আগের অবস্থায় ফিরে যাবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব।

বাজার করতে আসা রিক্সা চালক আব্দুল মালেক ক্ষোভের সাথে বলেন,’ সারাদিন রিক্সা চালিয়েও এখন দুইবেলার খাবারের যোগান হয়না। ব্যবসায়িরা এতো খারাপ, ওরা ৫০০ টাকার পণ্য বিক্রি করলে ৩০০ টাকা লাভ করে।’

বড় বাজারের সবজি দোকানী মন্টু বলেন, আমার পাইকারি আড়তেই নির্ধারিত দামে মালামাল পাইনা। তাহলে ঐ দামে বিক্রি করবো কিভাবে।

মল্লিক পাড়ার মুদি দোকানি টোকন বলেন, আমি প্রতিদিন সকালে আড়ৎ থেকে পণ্য কিনে এনে আমার দোকানে বিক্রি করি। আড়ৎ মূল্যের সাথে পরিবহনের খরচ থাকে। এর পর হয়তো পণ্যভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা লাভ হয়। আসলে মূল্যবৃদ্ধি ঘটে মহাজন ও পাইকারি পর্যায়ে।

মেহেরপুর জেলা প্রশাসক শামিম হাসান বলেন, ‘ বানিজ্য মন্ত্রনালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে মেহেরপুর জেলার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মুল্যে পন্য বিক্রয় করা সহ দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়কৃত পণ্যের ভাওচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই বাজার নিয়ন্ত্রণে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।




শেষ পৃষ্ঠা




তৃতীয় পৃষ্ঠা




দ্বিতীয় পৃষ্ঠা




প্রথম পৃষ্ঠা




দর্শনা থানার ওসির সাথে জাহাঙ্গীরের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)বিপ্লব কুমার সাহা’র সাথে বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম শুভেচ্ছা মতবিনিময় করেছেন।

গতকাল শনিবার রাত ৭ টার দিকে সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার সাহা’র ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, ওসি(তদন্ত) ওসি অপারেশন মতবিনিময় কালে বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা -২ আসনের সর্বসাধারনের উন্নয়নে কাজ করার লক্ষ্যে আগামী দ্বাদশ নির্বাচনে আশা ব্যক্ত করে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ,আহাদ আলী,টিপু সুলতান,পিন্টু মিয়া।




কুষ্টিয়ায় আর্টিকেল নাইনটিনের সাইবার ও ফ্যাক্টচেক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আর্টিকেল নাইনটিনের সাইবার ও ফ্যাক্টচেক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহা: আব্দুল করিম
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিনের (সাউথ এশিয়া) প্রোগ্রাম অফিসার মেহনাজ পারভীন, ফ্যাক্টচেকার, ফ্যাক্টওয়াচ শুভাশীষ দীপ ও সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স’র আইসিটি পলিসি এনালিষ্ট তৌফিক আহমেদ শাহীন।

প্রশিক্ষণে ফ্যাক্টচেক বিষয়ক ধারণা, ফ্যাক্টচেকিং টুলস, ভুয়া তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য কিভাবে ছড়ায় ও ফ্যাক্ট ফাইন্ডিং সম্পর্কে শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রশিক্ষণ এবং ফ্যাক্টচেক প্রতিবেদন লেখার কৌশল, ভুয়া ছবি ও ভিডিও চিত্রের ফ্যাক্টচেক করার পদ্ধতি, ফ্যাক্টচেকিং সাইট পর্যবেক্ষণ এবং সত্যতা যাচাই সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় চ্যানেল আইয়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক,ইত্তেফাকের জেলা প্রতিনিথিধ মোস্তাফিজুর রহমান মঞ্জু, ভোরের পাতার জেলা প্রতিনিধি কাঞ্চন হালদার, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত ও বার্তা টোয়েন্টিফোরের ষ্টাফ করেসপন্ডেন্ট এনএম জামাল উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীনের মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে যুগ্ম জেলা জজ আহসান হাবীব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আহসান হাবীবের (৪০) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান জিন্নাহ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা।

গতকাল শনিবার বাদ আসর লালমাটিয়ার স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাড়িতে নেওয়া হয়। আজ রোববার সকালে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় দর্শনা রামাজুস জয়ী

দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দর্শনা মাথাভাঙ্গা যুবসংঘ রামাজুস বনাম যশোর চৌগাছা একাডেমির মধ্যেকার ৫ম খেলায় দর্শনা মাথাভাঙ্গা যুবসংঘ রামাজুস ২-০ গালে জয়লাভ করেছে।

গতকাল শনিবার বিকাল ৪টায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দামুড়হুদা গোল্ডকাপ টুর্নামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ১২মিনিটের মাথায় রামাজুসের ৯নং জার্সি পরিহিত খেলোয়ার হোসেন আলির করা গোলে ১-০তে এগিয়ে যায় রামাজুস।এরপর চৌগাছা গোল পরিশোধ করে খেলায় ফিরতে মরিয় হয়ে চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় রামাজুসের একই খেলোয়ার হোসেন আলি আরো চৌগাছার গোল রক্ষককে পরাজিত গোলের জালে আরো একটি বল জড়িয়ে গোলের ব্যবধান বাড়ায়-২-০। প্রথমার্ধের খেলা ২-০তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলায় রামাজুসের ৯নং খেলোয়ার হোসেন আলি তার হেট্রিক পূর্ণ করার চেষ্টা করে ব্যাথ্য হয় এসময় কোন গোল না হওয়ায় রামাজুস-২-০গোলে জয়লাভ করে।

দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাক সাবেক জেলা পরিশদের সদস্য শফিউল কবির ইউসুফ,দামুড়হুদা গাল্স স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,আব্দুল মমিন মাষ্টারসহ মাঠ ভর্তি দর্শক খেলা উপভোগ করেন। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম নুরুন্নবী, শরিফ উদ্দীন,ক্রীড়া সংস্থার নির্বহী সদস্য নওশাদ আলি,জাকির হোসেন,সহিদ আজম সদু,সন্টু প্রমুখ।

খেলা পরিচালনা করেন,আব্দুস সবুর, রবিউল ইসলাম,ও সৈয়দ মাসুদুর রহমান। ধারাভাষ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ রোববার মেহেরপুর একাদশ বনাম মহেশপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।