আলমডাঙ্গার সমাজসেবা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় থানায় মামলা

আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায় একই দপ্তরের কর্মরত উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে আসামীকে করে মামলা দায়ের করেছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় আলমডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন। এর আগে উপজেলার সকল কর্মকর্তাদের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মামলার বিষয়ে নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।

জানাগেছে, গত রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে উচ্চ সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজ সেবা অধিদফতর (ডিজি) বরাবর চিঠি তৈরি করতে নির্দেশ দেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলায় মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন।

এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। ঘটনার পরপরই জেলা সমাজ সেবা অধিদফতরের (ডিজি) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার সমাজ সেবা অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন কর্মকর্তারা হাসপাতালে দেখতে যান নাজমুল হুসাইনকে। ঘটনার পরের দিন গতকাল  সোমবার সকাল ১০ টায় সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায় উপজেলার সকল কর্মকর্তারা জরুরী মিটিয়ের আয়োজন করেন। সকল কর্মকর্তাদের সম্মতিক্রমে নাজমুল হুসাইন বাদী হয়ে সকাল সাড়ে ১১ টায় আনিসুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইননুসারে আসামী গ্রেপ্তারে চেস্টা চালানো হচ্ছে।




দর্শনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্টাবার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় দর্শনা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দর্শনা থানা শাখার আয়োজনে বর্ণাট্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা জুয়েলার্স থানা শাখার আয়োজনে দর্শনা রেলবাজার বটতলা স্বর্ণপট্টি হতে এ বর্ণাট্য শোভাযাত্রা বের হয়।

দর্শনার প্রধান, প্রধান সড়ক বর্ণাট্য শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে পূনরায় রেলবাজার স্বর্ণ পট্টিতে এসে মিলিত হয়ে সেখানে কেক কাটে ৫৮ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে দর্শনা থানা শাখার জুয়েলারির সভাপতি আসলাম আলীর সভাপতিত্বে আলোচনা করেন, সংগঠনের সহ-সভাপতি সৈনেল সান্তরা, সাধারন সম্পাদক অবনী সান্তারা মানা, সহ-সাধারন সম্পাদক শরিফুজ্জামান (এন্টনি), কোষাধক্ষ্য পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক মুকুল অধিকারী, দপ্তর সম্পাদক বলাই কর্মকার, সদস্য সমরেশ, অমলপাল, মুক্তার হোসেন সাফু, বিজয় কর্মকার, প্রমুখ।




দর্শনায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ আছর দর্শনা রেলবাজার বটতলা চত্বরে ওলামা পরিষদ দর্শনা থানার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দর্শনার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজার বটতলা চত্বরে উপস্থিত হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উলামা পরিষদ দর্শনা থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় উলামা পরিষদ দর্শনা থানা শাখার সহ-সম্পাদক দর্শনা ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের পেশ ঈমাম মোস্তাফিজুর রহমান ও প্রচার সম্পাদক মাও. মুফতি ওমর ফারুকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, ওলামা পরিষদ দর্শনা শাখার সাধারন সম্পাদক মাও. মুফতি জুনায়েদ আল আজাদ, সাংগঠনিক সম্পাদক মৌওলানা মুফতি ওমর ফারুক, দর্শনা পৌর শাখার সম্পাদক মাও. মুফতি ইউনুচ আলী, দর্শনা হল্ট স্টেশন জামে মসজিদের পেশ ঈমাম হাবিবুর রহমান, বেগমপুর ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল হাই, প্রমুখ।




কার্পাসডাঙ্গা ইউপি জন্ম মৃত্যু নিবন্ধনে উপজেলায় প্রথম স্থান; স্টাফদের মাঝে পুরষ্কার বিতরণ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রেশন কার্যক্রমে প্রথম হওয়ায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে  আজ সোমবার বেলা ১১ টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে পুরষ্কার বিতরণি অনুষ্ঠান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো শরিফুজ্জামান শরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মো হাসানুজ্জামান সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। কার্পাসডাঙ্গা ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান ও ১৯ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আহসান হাবীব, ৮ নং ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আরাফাত,হারা সরকার সহ সকল গ্রাম পুলিশ।

এরপর প্রত্যক শিক্ষা প্রতিষ্ঠানে ১ টি করে ফুটবল ও একটি করে সিলিং ফ্যান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন এই কোমলমতি শিক্ষার্থীরা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরা মোবাইলে ফ্রী ফায়ার পাবজী গেম খেলে এবং মোবাইলে বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য শিশুরা ফুটবল খেলার মাঠে থাকবে। তারা ভবিষ্যৎ জীবন গড়বে।খেলার মাধ্যমে তাদের লেখাপড়া মনমানসিকতা পরিবর্তন হবে। সর্বশেষ প্রধান অতিথি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের মূল ফটক পুরাতন লোহার গেইট পরিবর্তন করে এস এস স্টিলের গেটের উদ্বোধন করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুস সালাম বিশ্বাস।




দামুড়হুদায় জাতীয়করণের দাবীতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এবার বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকেরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে  আজ সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এই কর্মসূচি পালন করে মাধ্যমিক স্কুল শিক্ষকেরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক মোমিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান আলী, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কালাবাড়ি- রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বিষ্ণুপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন নাহার, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএএম হুমায়ুন কবীর, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বখতিয়ার উদ্দীন, চারুলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুণ অর রশিদ, পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবাইদুল্লাহ, লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তব্যে শিক্ষকরা বলেন, গত রোববার থেকে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে এই কর্মসূচি পালন করছি আমরা। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। দাবী মেনে না নিলে আগামীতে আমরণ অনশনের মতো কর্মসূচিও পালন করা হবে।




স্বাধীনতা বিরোধীতারা এখনও সোচ্চার —অ্যাড. শামীম আল সাইফুল

মেহেরপুরে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স¥ার্ট বাংলাদেশে উন্নিত করণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজ সোমবার বিকালে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে আয়োজিত এই বিশাল জনসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জন সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাকির হোসেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মুজিবনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সদস্য কামরুল হাসান চান্দু, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর আল মামুন, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়া, জেলা যুবলীগের সদস্য সামসুর রহমান সাজু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাপদেশ আওয়ামী যুবলীগের সদস্য অ্যাডভোকেট হুমায়ূন কবির, মো: রেজাউল ইসলাম, ম. জেমস স্বপন মল্লিক বাবু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ আরও বলেন, বিশ^ ব্যাংকের টাকা ফেরৎ দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দূর্দশা কমিয়েছেন প্রধান মন্ত্রী। তিনি মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, ফ্লাইওভ্যারসহ মেগা প্রকল্প স্থাপন করে বিশ^কে তাক লাগিয়েছেন। সারা পৃথিবী যখন করোনায় পরাস্থ হয়েছিল, তখন যুবলীগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যখন উন্নত বাংলাদেশের পরিণত, ঠিক তখন পাকিস্তান এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। অথচ, বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল সাহেব বলেন আমরা পাকিস্তান আমলেই ভাল ছিলাম।




ফ্রেঞ্চ ফ্রাই মচমচে রাখার টিপস

ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি স্ন্যাক যা বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়। পদ্ধতিটা তো সহজই। কিন্তু সমস্যা হলো মচমচে ফ্রেঞ্চ ফ্রাইটা পাওয়া যায় না।

বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড কর্ণারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদের পার্থক্য গড়ে দেয় সস আর মচমচে ভাব। এক্ষেত্রে বাড়িতে অনেকেই হতাশ হন। তবে হতাশ হওয়ার কিছুই নেই। কিছু টিপস অনুসরণ করলে সহজেই ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে মচমচে।

সঠিক আলু বাছাই
আমরা সচরাচর আলুর জাত বা ধরন সম্পর্কে এত সচেতন নই। যদিও দেশি আলু আর কিছু বাহ্যিক পরিবর্তনের ভিত্তিতে আলুকে চিহ্নিত করতে পারি। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এমন আলু বাছাই করা জরুরি যাতে স্টার্চ কম। প্রতিনিয়ত ব্যবহারে বুঝতেই পারি। স্টার্চ অনেক সময় ঝরিয়েও নেওয়া যায়। তবে কাজটা অনেক সময় নেয়। তাই এমন আলু খুঁজুন যাতে স্টার্চ কম।

স্টার্চ সরানোর কায়দা
আলু লম্বা লম্বা করে কেটে নিন। আলু কাটার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। আজকাল ফ্রেঞ্চ ফ্রাই কাটার হিসেবে একটা গ্যাজেটও পাওয়া যায়। সেটা হলে ফ্রেঞ্চ ফ্রাই হবে সমান। সমান আকারের করা জরুরি। অনেকেই বিষয়টি এড়িয়ে যান। স্টার্চ সরাতে অবশ্যই ঠান্ডা পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলেই স্টার্চ পানিতে মিশে যাবে। তারপর আলু পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিন। একটি ভালো তোয়ালেতে পানি সরানোর সুবিধা আছে।

পানি ঝরিয়েই ভাজতে নেই
পানি থেকে তুলে সরাসরি তেলে ভাজতে নেই। কারণ আলু থেকে পানি দ্রুত সরে না। ফ্রিজে কিছুক্ষণ রেখে বা ভাপিয়ে নিতে পারলে আলুর স্টার্চ আরেকটু কমবে।

প্রথমে ভাজুন মাঝারি আঁচে
ভালো ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ মুচমুচে করতে হলে দুই দফায় ভাজা দরকার। প্রথম দফায় মাঝারি আঁচে ভেজে তুলে নিন। তারপর ডুবো-তেলে ভেজে নিন। এই দুই দফায় ভাজলে ফ্রেঞ্চ ফ্রাই মচমচে হবেই।

বিকল্প ভরসা এয়ার ফ্রায়ার
এয়ার ফ্রায়ারের অনেকগুলো গুণ আছে। আর মচমচে ফ্রেঞ্চ ফ্রাই পেতে হলে এয়ার ফ্রায়ার সবচেয়ে ভাল। অল্প তেলে প্রচুর ময়েশ্চার তুলে নিয়ে মচমচে করে দিবে। একবার হয়ে গেলে আপনার স্বাদমত সস বা সিজনিং ব্যবহার করুন।

সূত্র: ইত্তেফাক




জাতীয়করণের দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সকল স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিএম কলেজ, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুর পৌনে বারোটার দিকে গাংনী প্রেসক্লাবের সামনের সড়কে  উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে এবং রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল করিম, সিএফএম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আল হেলাল ও গাংনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফি কামাল কামাল পলাশসহ শিক্ষকবৃন্দ।




দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ৫০ ওভারের এই সিরিজের পরের ম্যাচ জিতে সমতা আনে স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে আবার এগিয়ে যায় প্রোটিয়ারা। এরপর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ফের সমতা আনে যুবা টাইগাররা। ফলের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। আর সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশের যুবারা।

আজ (সোমবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ৪ বলে ২১০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশের যুবারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৯ রানে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর ডেভিড টিগার ও রিচার্ড সেলটসওয়ানে মিলে ৫২ রানের জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেয়।

তবে দলীয় ১০১ রানে ৪৭ বলে ২৭ রান করে আউট হন রিচার্ড সেলটসওয়ানে। এরপর ক্রিজে আস অধিনায়ক জুয়ান জেমসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন টিগার। তবে দলীয় ১৪৫ রানে ৮৯ বলে ৬৩ রান করে আউট হন টিগার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে মাহফুজ রাব্বি নেন ৩টি উইকেট।

২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৪০ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে এরপর দ্রুতই জোড় উইকেট হারায় বাংলাদেশ।
রিজওয়ান ২১ বলে ১৩ ও রিজান হোসেন ১১ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা আরিফুলকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন আদিল।

তবে দলীয় ১৩৫ রানে ৭০ বলে ৫৮ রান করে আউট হন আদিল। এরপর আরও তিন উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন আরিফুল।

আরিফুলের ব্যাট ভর করে জয়ের ভীত পায় বাংলাদেশ। দলীয় ১৮৯ রানে ৮১ বলে ৭১ রান করে আউট হন। এরপর মাহফুজ রাব্বি ও রাফি মিলে ১৭ বল হাতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো টাইগার যুবারা।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ই জুলাই) বেলা ১২টার দিকে গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রুস্তম আলী। এই সময়ে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ফলস ও বনজ বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিপ ইনস্ট্রাকটর মোঃ আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসনাত, সিনিয়র ইনস্ট্রাকটর শীতল চন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষক আবু বক্কার সিদ্দিক, জব পেজমেন্ট অফিসার আব্দুল্লা আল মামুন ও অন্যান্য কর্মকর্তা সহ কর্মচারীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে ঝিনাইদহ কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক এর নির্দেশক্রমে গ্রাম এবং শহরকে সবুজায়ন করার লক্ষ্যে এবং প্রবাসীদের স্মরণে এতিম এবং গরিবদের মাঝে একটি করে গাছ বিতরণ করা হবে এবং প্রবাস যেতে ইচ্ছুক দের মাঝেও বৃক্ষ বিতরণ হবে বলে তিনি উল্লেখ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে ঝিনাইদহ কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক এর নির্দেশক্রমে গ্রাম এবং শহরকে সবুজায়ন করার লক্ষ্যে এবং প্রবাসীদের স্মরণে এতিম এবং গরিবদের মাঝে একটি করে গাছ বিতরণ করা হবে এবং প্রবাস যেতে ইচ্ছুক দের মাঝেও বৃক্ষ বিতরণ হবে বলে তিনি উল্লেখ করেন।