ভালোবাসার মানুষ চলে গেলেও পারফেক্ট প্রেম যায় না: মেহজাবীন

নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দক্ষতায় শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এখন আর নাটকে সীমাবদ্ধ নন তিনি।

সাম্প্রতিক এই অভিনেত্রীকে ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্মেও দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। এই মাধ্যমে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরও একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।

পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’

জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।

সূত্র: যুগান্তর




বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

আসন্ন বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

টাইগারদের নিউজিল্যান্ড সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে টাইগার বাহিনী। এরপর ২০ ডিসেম্বর নেলসন আর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে পরের দুই ওয়ানডে।

চারদিনের বিরতির পর ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ আর ৩১ ডিসেম্বর পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

এদিকে, টাইগাররা নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বিশ্বকাপের ঠিক পরই বাংলাদেশ সফরে আসবে কিউইরা। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের সূচি অবশ্য আগেই জানিয়েছে বিসিবি। নভেম্বরের ২৮ তারিখ প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ডিসেম্বরের ৬ তারিখে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি:

১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

১ম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

২য় টি-টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় পেটে বাচ্চা নিয়ে ঝুঁলছিলো গৃহবধূ ; মৃত্যু নিয়ে রহস্য

আলমডাঙ্গা উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার এরশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহত গৃহবধূর নাম সোনিয়া খাতুন (২৫)। সোনিয়া পৌর এলাকার এরশাদপুর গ্রামের টিটুর স্ত্রী ও উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের ইমান আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, পৌর এলাকার এরশাদপুর গ্রামের হবি উদ্দিনের ছেলে টিটুর সাথে দুই বছর আগে বিয়ে হয় সোনিয়ার । বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় টিটু স্ত্রীকে বাড়িতে রেখে মুরগী খামারে পানি দিতে যায়। দরজা বন্ধ দেখে টিটু তার স্ত্রীকে ডাকতে থাকে। প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে প্রবেশ করে শোবার ঘরের (আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহতের স্বামী টিটু বলেন, সকালে মুরগী খামারে পানি দিতে যায়। ফিরে ঘর বন্ধ দেখতে পায়। প্রতিবেশীদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে সোনিয়ার ফাঁসিতে ঝুলতে দেখি। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহত সোনিয়ার পিতা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ভাবে নির্যাতন করতো। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিক হত্যা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, এরশাদপুর গ্রামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। এটি হত্যা না আত্নহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।




মেহেরপুর পুলিশের অভিযানে গ্রেফতার-১১

মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ১ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলায় ৮ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে মারামারি মামলার ২ আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার দিবাগত রাতের ভিন্ন ভিন্ন সময়ে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালান।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।




আলমডাঙ্গায় ট্রাক থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

ধান বোঝাই ট্রাক থেকে পড়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সেলিম হোসেন (২৫) আইলহাঁস ইউনিয়নের কুটি-পাইকপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের সেলিম ইসলাম একই গ্রামের মান্নান মালিথার আড়তে লেবারের কাজ করতেন। গত শুক্রবার সাড়ে ৪ টার দিকে ওই আড়তের ট্রাকে ধান বোঝাই করছিলো। এসময় মাথা ঘুরে ট্রাকের উপর থেকে পাঁকা রাস্তায় পড়লে, সে গুরুত্বর আহত হয়।

তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মৃত্যু বরণ করেন। এঘটনায় নিহত যুবকের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।




দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন

দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্ধোধন করলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।

এ সময় তিনি বলেন ডেঙ্গু এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। আগের যে কোন সময়ের তুলনায় এ বছর আক্রান্ত ও মৃত্যর সংখ্যাও বেশি। ডেঙ্গু পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে একে মহামারিই বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই বর্তমানে ডেঙ্গু পরিস্থিতিকে জনস্বাস্থ্যর জন্য জরুরী অবস্থা হিসাবে ঘোষনা করতে সরকার পরামর্শ দিয়েছে। ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রন ও প্রতিরোধের লক্ষে দর্শনা পৌরসভায় মশক নিধনের শুভ উদ্ধোধন করা হলো।

গতকাল সোমবার বেলা ১২ টার দিকে দর্শনা থানা চত্বরে মশক নিধনের কার্যক্রম শুরু করে।এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাবির হোসেন মিকা, এস আই টিপু সুলতান, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, সাবেক কাউন্সিলর কানছু মাতবর প্রমুখ।




আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আলমডাঙ্গা ভ্রাম্যমাণ আদালত ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ওই ৪টি প্রতিষ্ঠানে গতকাল সোমবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদের নেতৃত্বে বিকেলে পৌর শহরের চার তালার মোড়ের কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, পাটজাত মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা না টাঙানোর অপরাধে মুদিব্যবসায়ী সাইদুর রহমানকে ১হাজার টাকা, বিজেস কুমার রামেকাকে ১ হাজার টাকা, আব্দুল লতিফকে ১ হাজার টাকা, অমিত ভৌতিকাকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানার এসআই দেবাষিশসহ সঙ্গীয় ফোর্স।




আলমডাঙ্গার সমাজসেবা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় থানায় মামলা

আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায় একই দপ্তরের কর্মরত উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে আসামীকে করে মামলা দায়ের করেছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় আলমডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন। এর আগে উপজেলার সকল কর্মকর্তাদের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মামলার বিষয়ে নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।

জানাগেছে, গত রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে উচ্চ সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজ সেবা অধিদফতর (ডিজি) বরাবর চিঠি তৈরি করতে নির্দেশ দেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলায় মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন।

এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। ঘটনার পরপরই জেলা সমাজ সেবা অধিদফতরের (ডিজি) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার সমাজ সেবা অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন কর্মকর্তারা হাসপাতালে দেখতে যান নাজমুল হুসাইনকে। ঘটনার পরের দিন গতকাল  সোমবার সকাল ১০ টায় সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায় উপজেলার সকল কর্মকর্তারা জরুরী মিটিয়ের আয়োজন করেন। সকল কর্মকর্তাদের সম্মতিক্রমে নাজমুল হুসাইন বাদী হয়ে সকাল সাড়ে ১১ টায় আনিসুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইননুসারে আসামী গ্রেপ্তারে চেস্টা চালানো হচ্ছে।




দর্শনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্টাবার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় দর্শনা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দর্শনা থানা শাখার আয়োজনে বর্ণাট্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা জুয়েলার্স থানা শাখার আয়োজনে দর্শনা রেলবাজার বটতলা স্বর্ণপট্টি হতে এ বর্ণাট্য শোভাযাত্রা বের হয়।

দর্শনার প্রধান, প্রধান সড়ক বর্ণাট্য শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে পূনরায় রেলবাজার স্বর্ণ পট্টিতে এসে মিলিত হয়ে সেখানে কেক কাটে ৫৮ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে দর্শনা থানা শাখার জুয়েলারির সভাপতি আসলাম আলীর সভাপতিত্বে আলোচনা করেন, সংগঠনের সহ-সভাপতি সৈনেল সান্তরা, সাধারন সম্পাদক অবনী সান্তারা মানা, সহ-সাধারন সম্পাদক শরিফুজ্জামান (এন্টনি), কোষাধক্ষ্য পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক মুকুল অধিকারী, দপ্তর সম্পাদক বলাই কর্মকার, সদস্য সমরেশ, অমলপাল, মুক্তার হোসেন সাফু, বিজয় কর্মকার, প্রমুখ।




দর্শনায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ আছর দর্শনা রেলবাজার বটতলা চত্বরে ওলামা পরিষদ দর্শনা থানার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দর্শনার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজার বটতলা চত্বরে উপস্থিত হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উলামা পরিষদ দর্শনা থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় উলামা পরিষদ দর্শনা থানা শাখার সহ-সম্পাদক দর্শনা ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের পেশ ঈমাম মোস্তাফিজুর রহমান ও প্রচার সম্পাদক মাও. মুফতি ওমর ফারুকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, ওলামা পরিষদ দর্শনা শাখার সাধারন সম্পাদক মাও. মুফতি জুনায়েদ আল আজাদ, সাংগঠনিক সম্পাদক মৌওলানা মুফতি ওমর ফারুক, দর্শনা পৌর শাখার সম্পাদক মাও. মুফতি ইউনুচ আলী, দর্শনা হল্ট স্টেশন জামে মসজিদের পেশ ঈমাম হাবিবুর রহমান, বেগমপুর ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল হাই, প্রমুখ।