‘বেদের মেয়ে জোসনা’কে ছাড়িয়ে যাচ্ছে ‘প্রিয়তমা’!

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা উপহার দিলেন শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি এবার ‘বেদের মেয়ে জোসনা’র সর্বমোট আয়ের রেকর্ড ভাঙতে চলেছে।

এতোদিন ঢালিউডে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিলো। তোজাম্মেল হক বকুল এর পরিচালনায় ১৯৮৯ সালে নির্মিত ‘বেদের মেয়ে জোসনা’র আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ।

‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার কাহিনিই শুধু দর্শকদের মন জয় করেনি। এ সিনেমার গানও দর্শকের মন ছুঁয়ে যায়। সিনেমাটির টাইটেল সং ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ এখনও দর্শকের মুখে মুখে। এ গানটি এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা।

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি ওই সময় ১,২০০ টি সিনেমা হলে প্রদর্শিত হয়। এবার সে সিনেমার আয়ের রেকর্ড ভাঙলো ‘প্রিয়তমা’।

মূলত রোমান্টিক ঘরানার সিনেমা অভিনীত ‘প্রিয়তমা’ । এ সিনেমায় তুলে ধরা হয়েছে আশাহত এক প্রেমিককে যিনি তার ভালোবাসার মানুষ প্রিয়তমাকে হারিয়ে নিস্তব্ধ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান এবং কলকাতার ইধিকা পাল।

দ্রুত ব্যবসাসফল এ সিনেমাটির আয় কত জানেন? পরিচালক হিমেল আশরাফের ফেসবুক স্ক্রল করে এ সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক হিমেল জানান, প্রথম কয়েকদিনে দর্শকদের কেনা টিকিট আর একটি ওটিটি প্লাটফর্মে সিনেমাটি বিক্রি করেই ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক। কিন্তু এ হিসেবের স্পষ্ট আয়ের অংক প্রকাশ করেনি পরিচালক।
সে হিসাব প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দেশের ১০৭টি হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ১০ কোটি ৩০ লাখ। ১০৯টি হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় ৮ কোটি ৫৫ লাখ।

দেশের ৮৪টি হলে তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে। তা থেকে আয়ের অংক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি।

এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন রোববার (১৬ জুলাই)। ওই পোস্ট থেকে জানা যায়, আমেরিকা, কানাডার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৮৪ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ ৭২ হাজার টাকা।

হিমেল আশরাফ তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা মুক্তি পাবে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে।

এ হিসেব থেকে দেখা যাচ্ছে, ৮৪টি হলে ৩য় সপ্তাহ এবং বিভিন্ন দেশে থেকে (আমেরিকা ও কানাডা বাদে) সিনেমাটির আয় ছাড়াই ‘প্রিয়তমা’ সিনেমা ‘বেদের মেয়েজোসনা’র রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ খুব শিগগিরই ‘বেদের মেয়ে জোসনা’র আয়ের রেকর্ড ভাঙছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা।

তবে গত প্রায় ৩৪ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় নিলে এখনো সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরাছোঁয়ার বাইরে ‘বেদেরে মেয়ে জোসনা’।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর টিটিসিতে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর টিটিসি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

টিটিসির অধ্যক্ষ মো: আরিফুল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল ইন্সট্রেক্টর শিখা খানম, কম্পিউটার ইন্সট্রেক্টর আলামিন হোসেন, ইলেক্ট্রনিক ইন্সট্রেক্টর মাসুদ পারভেজ, ইলিকট্রিক্যাল ইন্সট্রেক্টর সোহেল রানা, গার্মেন্টস ইন্সট্রেক্টর আনিছুর রহমান, চালক ইন্সট্রেক্টর সাজিবুল ইসলাম, জাপানী ভাষা প্রশিক্ষক আল ইমরান, কোরিয়ান ভাষা প্রশিক্ষক শফিকুল আলম প্রমুখ।




বর্ষা এলে – ইলিয়াছ হোসেন

বর্ষা এলে আকাশ জুড়ে
মেঘের ভেলা ভাসে,
মেঘের ফাঁকে দিবাকরে
ক্ষণে ক্ষণে হাসে।

কখনো মেঘ ভারী হয়ে
অঝোর ধারায় ঝরে,
রিমঝিম রিমঝিম বৃষ্টির শব্দে
হৃদয় আনচান করে।

পুকুর নদী খাল ও বিলে
যৌবন ফিরে পায়,
কদম কেয়া জুঁই কামিনী
সৌরভ যে ছড়ায়।

চাষির মনে খুশির জোয়ার
জাম কাঁঠাল আমে,
হাট বাজারে বিক্রি করে
মনের মতো দামে।

বর্ষার শোভায় মুগ্ধ হয়ে
কাব্য লিখেন কবি,
চিত্রকরে তুলি দিয়ে
আঁকেন বর্ষার ছবি।




টিকটকে ফ্যামিলি শেয়ারিং ফিল্টার

শর্ট-ফর্ম ভিডিওর শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম টিকটক। এখন পর্যন্ত তারা একাধিক নতুন ফিচার নিয়ে কাজ করছে। কিশোর-কিশোরীদের নিরাপত্তা বৃদ্ধি ও কল্যাণের জন্য উল্লেখযোগ্য দুটি উদ্যোগ ঘোষণা করেছে।

পিতামাতা ও অভিভাবকদের মূল্যবান সব ফিডব্যাকের ফলে টিকটক তাদের ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কনটেন্ট ফিল্টারিংয়ের ক্ষমতা বৃদ্ধি করেছে। তাই এখন অপ্রাপ্তবয়স্করা কনটেন্টগুলো দেখছে তাদের পিতামাতা বা অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন।

অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের জন্য যেসব শব্দ, হ্যাশট্যাগ এবং থিমকে অনুপযুক্ত মনে করেন সেগুলো কনটেন্ট ফিল্টারিং টুল ব্যবহারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। এর মধ্য দিয়ে তারা তাদের সন্তানদের জন্য একটি উপযুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।

নিরাপত্তার কাঠামোকে সুসংহত এবং অন্তর্ভুক্তিমূলক করতে টিকটকের সঙ্গে বিখ্যাত বিশেষজ্ঞরা কাজ করছেন। যার মধ্যে রয়েছে ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট। বিশেষজ্ঞদের দক্ষতার মাধ্যমে টিকটক অভিভাবকদের উদ্বেগ দূর করে এবং একই সাথে অনলাইনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অধিকারও রক্ষা করে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, টিকটক স্বচ্ছতা নিশ্চিত করে এবং অভিভাবকদের যুক্ত করা কিওয়ার্ডগুলো কিশোর-কিশোরীরা দেখতে পায়। টিকটকের এই স্বচ্ছতা অনলাইনে নিয়ন্ত্রণ এবং এর নিরাপত্তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করে। সেই সঙ্গে সন্তান এবং পিতামাতার মধ্যে পারস্পরিক বোঝাপড়াকেও গুরুত্বপূর্ণ করে তোলে।

টিকটকের নতুন কনটেন্ট ফিল্টারিং ফিচারটি ব্যবহার করলে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা তাদের বয়স অনুযায়ী অনুপযোগী বা জটিল বিষয়ের কনটেন্টগুলো আর দেখতে পারবে না। ফ্যামিলি পেয়ারিং ছাড়াও প্লাটফর্মটি চালু করেছে ইয়ুথ কাউন্সিল। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি টিকটকের নতুন একটি উদ্যোগ। টিকটকের নীতি ও ফিচার তৈরিতে তরুণরা এতে আরও সক্রিয় হতে পারেন। কিশোর-কিশোরীদের ধারণা, নতুন ভাবনা এবং যেকোনো উদ্বেগ শেয়ার করার জন্য ইয়ুথ কাউন্সিল একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ফলে টিকটক কমিউনিটিকে আরও নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক করতে তারা অবদান রাখতে পারবে।

সূত্র: টেকক্রাঞ্চ




স্নাতক পাসে নিয়োগ দেবে হীড বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শাখা ব্যবস্থাপক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন দুই বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত মাইকোফাইন্যান্স কর্মসূচীর সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও মোটর সাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

৩০,০০০ – ৩৫,০০০/- (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ জুলাই, ২০২৩।

সূত্র : বিডিজবস




মুজিবনগরে বৃদ্ধের আত্ম*হত্যা

মুজিবনগরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধ।

জাহান আলী মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মৃত সেধু মালের ছেলে। গতকাল রবিবার দিবাগত রাতের কোন এক সময় মুজিবনগর উপজেলার মানিকনগর-নাজিকোনা রোডে লাউগাড়া মাঠে জৈনেক হিসাব এর পুকুরের পাশে আমগাছের সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে সে।

আত্মহত্যার বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন, কি কারনে সে আত্মহত্যা করেছে এটা বলা যাচ্ছে না। তবে তার মাথার সমস্যা ছিল।

ঘটনা সত্যতা স্বীকার করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদি রাসেল মেহেরপুর প্রতিদিনকে বলেন, জাহান আলী রবিবার দিবাগত রাত্রের কোন এক সময় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তার মাথায় কিছুটা সমস্যা থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এ সময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।




গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শুভ মারা গেছে

গাংনী উপজেলার বামন্দী কাজিপুর সড়কের সাহেবনগর তালতলা নামক স্থানে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা লেগে গুরুতর আহত ৩ কিশোরের মধ্যে শুভ হোসেন (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ সোমবার (১৭ জুলাই) সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত শুভ কাজিপুর হালসানা পাড়ার সৌদি প্রবাসী শিপন আলীর ছেলে।

এছাড়া একই গ্রামের স্বপন আলীর ছেলে জয় (১৪) এবং নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসিব (১৬) চিকিৎসাধীন রয়েছে।

গতকাল রবিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সাহেবনগর তালতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, এক মোটরসাইকেলে ৩ জন দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা দেয়। ঘটনা স্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শুভকে রাজশাহীতে এবং জয়কে কুষ্টিয়ায় রের্ফাড করা হয়েছে। শুভ’র হাতের একটি হাড় কাঁঠাল গাছের সাথে গেঁথে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।




দর্শনায় ফারিয়ার অফিস উদ্বোধন ও উপদেষ্টা কমিটি গঠন

দর্শনায় ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) দর্শনা থানা শাখার অফিস উদ্বোন করা হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে দর্শনা পুরাতন বাজারে অবস্থিত শওকত আলী মার্কেটে এ অফিস উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধন শেষে সংগঠনের দর্শনা শাখার সভাপতি নেছার আহম্মেদ শাহীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ অফিস উদ্বোধন ও আলোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক ফাউজুল আজিম (সানজা) এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি মুনছুর বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু ও দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

এ অফিস উদ্বোধন ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সাধারন সম্পাদক রয়েল, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান ও প্রচার সম্পাদক মামুন সহ সংগঠনের নের্তৃবৃন্দ এবং সদস্যগণেরা।

এ অফিস উদ্বোধন ও আলোচনা শেষে এক বৈঠকে দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুকে প্রধান উপদেষ্টা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এবং এ্যাড. আত্তাব উদ্দিনকে উপদেষ্টা করে ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।




আলমডাঙ্গায় নৌকা মঞ্চ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌকা মঞ্চ কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাবুপাড়া কমিউনিটি সেন্টারে সকাল ১০টার দিকে আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মিদের ব্যানারে গঠিত এ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বক্তাগণ বলেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকে বিগত সরকারের আমলে নির্যাতনের স্বীকার হয়েছি। লড়াই সংগ্রাম করেছি। দলের জন্য মামলা হামলার শিকার হয়েছি। আজকে দল যখন ক্ষমতায়, তখনও আমরা আজ নির্যাতনের শিকার।একজনকেও কোন কমিটিতে রাখা হয়নি। আমাদের অপরাধ আমরা নৌকার লোক।সব সময় নৌকার পক্ষে কাজ করেছি।

গত উপজেলা নির্বাচনে আমরা দলের চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতিকে ভোট করেছিলাম। সেই সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তাদের তৈরী পকেট কমিটির লোকজন বলেছিল এ নৌকা কাগজের নৌকা। তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছিল। আমরা সভানেত্রীর দেয়া নৌকার প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট করেছিলাম। এটাই আমাদের অপরাধ। সে কারণে আমরা আজ নির্যাতিত। নিপীড়িত।

বক্তাগণ আরও বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নৌকার নমিনেশন দেবার জন্য সভানেত্রীর কাছে আবেদন জানাবো। প্রয়োজন আমরা নেত্রীর সাথে দেখা করে বিষয়টি বলবো।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নৌকামঞ্চ কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু ।

নৌকামঞ্চ কমিটির সাধারণ সম্পাদক জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌকা মঞ্চ কমিটির সহসভাপতি ও পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, নৌকা মঞ্চের প্রধান উপদেষ্টা , আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম মন্ডল, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন টাইগার, জেলা কৃষকলীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, জেলা পরিষদের সাবেক সদস্য ও গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও নাগদাহ ইউনিয়নরে সাবেক সাধারন সম্পাদক খন্দকার বজলুর রহমান, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোনায়েম হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তালেব, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাাধারন সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, জেহালা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ফজলুল হক, কুমারী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, বাড়াদি ইউনিয়নের ইউপি সদস্য হাসিবুল ইসলাম, কুমারী ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক বুলু মিয়া, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য (অবসেনা সদস্য) রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, যুবলীগ নেতা রাসেল পারভেজ রাজু, এছাড়াও আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৭১ সদস্য বিশিষ্ট নৌকা মঞ্চ কমিটির নেতৃবৃন্দ।




আলমডাঙ্গায় হিসাবরক্ষকের হাতে লাঞ্চিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা

আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিত করেছে একই প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মনিরুজ্জামান। দাপ্তরিক ভুল কম্পোজ সংশোধন করতে বলায়, তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তার উপর আক্রমণ করেন।

এঘটনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে তাকে হারদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জেলা সমাজ সেবা কর্মকর্তা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার অফিস পরিদর্শন করেন। এঘটনায় দফায়-দফায় মিমাংসের চেস্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত মনিরুজ্জামান।

ঘটনাটি গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলা সমাজ সেবা অফিস কক্ষে ঘটেছে। ভুক্তভোগী উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিতের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করবে জেলা কর্মকর্তা। তবে, আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।

সমাজ সেবা অফিস সূত্রে জানাযায়, রবিবার দুপুরে জেলা সমাজ সেবা অধিদফতর (ডিজি) বরাবর চিঠি তৈরি করতে নির্দেশ দেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলায় অফিসের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদি হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, ডিজি বরাবর চিঠিতে একাধিক ভুল করলে সংশোধন করতে বলা হয়। সে আমার উপর ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারতে থাকে। তিনি আরো বলেন, আমার উপর সে আক্রমণ করলেও কেউ ঠেকাতে আসেনি।

অভিযুক্ত মনিরুজ্জামান মোবাইল ফোনে জানান, এমন কোন ঘটনা ঘটেনি। যা হয়েছে ভুল বোঝাবুঝি। আপস-মিমাংস হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, উপজেলা সমাজ সেবা অফিসারকে লাঞ্চিতের বিষয়টি শুনেছি। তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। উচ্চমান সহকারীর বিরুদ্ধে ওই দপ্তর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।