এইচএসসি পাসে নিয়োগ দেবে বিডিজবস ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডটকম। প্রতিষ্ঠানটিতে ব্র্যান্ড প্রোমোটার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই অনলাইনের মাধ্যামে আবেদন করতে পারবেন।

পদের নাম

ব্র্যান্ড প্রোমোটার (পার্টটাইম জব)।

যোগ্যতা

প্রার্থীকে এইচএসসি /স্নাতক পাস হতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ জুলাই,২০২৩।

সূত্র : বিডিজবস




চুয়াডাঙ্গায় সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের বিক্ষোভ

সুইডেনে আগাম ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদুল আজহার দিনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার সদরের বেলগাছি রেলগেটে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ।

আজ শুক্রবার বাদ জুমা বেলগাছি রেল গেট সংলগ্ন ত্রিমুখী চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন।প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, কুরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি আমরা।

বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির সনদ হলো মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থের যেকোন ধরনের অবমাননা বিশ্ব মুসলিম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না । যারা কুরআনের অবমাননা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বক্তারা আরও বলেন, সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বরং বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না।

সরকারের কাছে দাবী জানিয়ে বক্তারা বলেন, সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। সেই সাথে দাবী জানাচ্ছি, যতদিন পর্যন্ত সুইডেন সরকার বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা না করবে ততদিন পর্যন্ত সুইডিশ দূতাবাস বন্ধ রাখা হোক এবং রাষ্ট্রীয় সকল সম্পর্ক ছিন্ন রাখা হোক।বিক্ষোভ মিছিল শেষে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা শহরে এক হাজার কুরআন শরীফের কপি বিতরণের ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দগণ।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা হাসানুজ্জামান, মাওলানা আব্দুর রশিদ রজব, মাওলানা মাহফুজুর রহমান মাফী, মাওলানা আমীর খসরু, মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।




আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রকে অটোভ্যান গাড়ী প্রদান

স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের পক্ষ থেকে ফিরোজপুর ইউনিয়নের কাঠালপোতা গ্রামের হতদরিদ্র আসলাম মন্ডলকে তার উপার্জনের জন্য একটি অটোভ্যান গাড়ী উপহার দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মুজিবনগর মুক্তিযোদ্ধু স্মৃতি কমপ্লেক্স স্মৃতিসৌধ প্রাঙ্গণ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অটোভ্যান গাড়ি উপহার দেওয়া হয়।

আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক এস রানা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক উপস্থিত থেকে ভ্যান গাড়িটি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে জন্মভূমি মেহেরপুর সংগঠনটি ২০২০ সালের প্রতিষ্ঠিত হয় বর্তমানে সদস্য সংখ্যা ৪২ হাজার ৮০০ জন। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সদস্যদের নিজস্ব অর্থায়নে জেলার বিভিন্ন হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে আসছে।




একাত্তরের সেই পরাজিত সৈনিক এখনো ঘাপটি মেরে বসে আছে

মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বাস করেনা, বাংলাদেশের মানচিত্র মেনে নিতে পারেনি, একাত্তরের সেই পরাজিত সৈনিক এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা আবারও মাথা চাড়া দিয়ে প্রকাশ্যে কাজ করছে। বাংলাদেশের উন্নয়নে তারা এখন বারবার আঘাত হানছে।

আজ শুক্রবার বিকালে গাংনী উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মাহফুজুর রহমান রিটন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে আগামী ১৭ জুলাই মেহেরপুরে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে যুবলীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, কেসমত আলী, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম, আশিকুর রহমান আকাশ প্রমুখ।

মাহফুজুর রিটন আরও বলেন, আপনারা লক্ষ করে দেখবেন যখনি দেশে দু:সময় আসে তখনি তারা শেখ হাসিনার প্রতি আঘাত হানে। তিনি বলেন, শেখ হাসিনার উপর আঘাত আসলে যুবলীগের নেতা কর্মীরা বসে থাকতে পারেনা। অতীতে তারা তাদের সেই প্রমান দিয়েছেন।

তিনি বলেন, মেহেরপুরের সাথে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জড়িয়ে আছে। মেহেরপুরের মাটি পবিত্র। যে পবিত্র মাটিতে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছে। এখান থেকেই বাংলাদেশের শুরু। তাই এই মাটি থেকে আমাদেরকে শুরু করতে হবে।

তিনি বলেন, আওয়ামীলীগের একজন লোক শক্ত হয়ে দাঁড়ালে তার কাছে হাজারও লোক প্রতিহত হবে। কারন আওয়ামীলীগের লোকের মুখে থাকে জয় বাংলার শ্লোগান, তার বুকে থাকে বঙ্গবন্ধুর আদর্শ। তাই জামায়ত বিএনপি অপশক্তি কখনো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুখতে পারবেনা। এই অপশক্তির বিরুদ্ধে আগামীতে যুবলীগ দাঁত ভাঙ্গা জবাব দেবে। তিনি যুবলীগকে তাদের সকল দ্বিধা দ্বদন্দ্ব ভুলে এক কাতারে থাকার আহবান জানান ।

সভাটি যৌথ ভাবে পরিচালনা করেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন।




গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে থানায় মামলা

গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকায় মুরগী ব্যবসায়ী মুরছালিনের বিরুদ্ধে শিশু ছেলেকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করেছে তার পরিবার।

মুরছালিন গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার মোকাদ্দেস হোসেন ওরফে মকার ছেলে। সে পেশায় মুরগী ব্যবসায়ী। শিশুটির বাড়ি একই পাড়ায়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৯, তারিখ ১৪/০৭/২৩ ইং। মামলার পরপরই গা ঢাকা দিয়েছে ওই ধর্ষক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত ৫ জুলাই সকালে শিশুটিকে পাখি ধরার নাম করে তার খেলার সাথি রাহুলকে দিয়ে মুরছালিন ডেকে নিয়ে একটি কলা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। পরে সেখানেই বলাৎকার করে শিশুটিকে। এসময় রাহুল গোপনে ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এদিকে ধর্ষণের পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার মা স্থানীয় ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষধ কিনে খাওয়ান। পরে রাহুল তার কাছে থাকা ছবি এবং ভিডিও শিশুটির মায়ের কাছে দেই। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় স্থানীয় দালালদের অপতৎপরতা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার দিন শিশুটির মা থানায় মামলা দেবে বলে এসেছিলেন। পরে আমার নারী পুলিশ দিয়ে ঘটনার বিবরণ শুনে তাকে মামলা করার জন্য বলি। মামলা লিখেও নেন তিনি। কিন্তু পরে মামলার কাগজপত্রসহ নিয়ে চলে যায়। থানায় আর আসেননি। আজ শুক্রবার আবারও এসেছেন। আমি তার মামলাটি গ্রহণ করেছি। আসামি গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

শিশুটিকে বৎকারের ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসি সোচ্ছার হয়ে উঠেছে।




গাংনীতে মারামারি মামলায় গ্রেফতার ৩

গাংনী উপজেলার রংমহল গ্রামে মারামারির ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সুন্নত আলী, আনারুল ইসলাম ও ইউসুব আলী।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে রংমহল গ্রামের আহাম্মদ আলীকে (৩২)কে ওই গ্রামের শরিফুল ইসলামের নেতৃত্বে ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে পিটিয়ে আহত করে। এছাড়া তার হাত ও পা ভেঙ্গে দেই তারা। আহতাবসস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত আহাম্মদ আলী খাসমহল গ্রামের চান মহাম্মদের ছেলে। তার অবস্থা খারাপ বলে জানান তার পরিবারের লোকজন।

এঘটনায় আহত আহাম্মদ আলীর ভাইস্তে তাজুল ইসলামের ছেলে রুবেল বাদী হয়ে এজাহার নামীয় ১৫ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ১৮, তারিখ ১৩ জুলাই ২০২৩ ইং।

ধারা ১৮৬০ এর ১১৪/১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড।




দামুড়হুদায় তছিম মানবকল্যাণ ফাউন্ডেশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দামুড়হুদায় তছিম মানবকল্যাণ ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিক ভাবে সংস্থাটির উপজেলার সদাবরি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোঃ তছিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: ওয়ায়েছ কুরুনী।

দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে প্রতিষ্ঠিত তছিম মানবকল্যাণ ফাউন্ডেশনের ৪ বছরের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এটি একটি মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দশটি নীতি নির্ধারণের উপরে প্রতিষ্ঠিত। ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি প্রথম ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পরে দামুড়হুদায় স্থানান্তরিত করে কার্যক্রম পরিচালনা করা হয়। ১৩/০৭/২৩ ইং তারিখে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি নতুন করে পূর্ণাঙ্গ কমিটি করেন এবং গতকাল শুক্রবার জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির সদাবরি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ৭ জন। তারা হলেন মোঃ কামাল উদ্দীন (চেয়ারম্যান),শাহ মোঃ এনামুল করিম ইনু (সাবেক চেয়ারম্যান), মোঃ আব্দুল মালেক (বিশিষ্ট সমাজসেবক), মোঃ আরজুল্লাহ বিশ্বাস (সাবেক ইউ.পি সদস্য), মোঃ আব্দুর রব (সাবেক ইউ.পি. সদস্য), মোঃ জয়নাল আবেদীন এবং মোঃ আহসান উল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোছাঃ সানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ রিপন হোসেন (খাঁ), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াসির সারাফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুবায়ের রহমান প্রমূখ।

দামুড়হুদায় তছিম মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো: তছিম উদ্দিন বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে মর্মে আমি আশা করি। সংগঠনটি সুনিদির্ষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। যার কারণে সকলেই স্বাচ্ছন্দ্যভাবে এখানে কাজ করতে পারবেন। সকলের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।




নাটক জমিয়ে ২ উইকেটে জিতলো বাংলাদেশ

শুরুতে অসাধারণ বোলিংয়ের পরও বাংলাদেশকে ১৫৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় আফগানিস্তান। সেই রান তাড়া করতে গিয়ে শুরতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে দুই তরুণ তুর্কি তাওহিদ হৃদয় ও শামিম পাটোয়ারির ব্যাটে লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ওভারে জানাত করিমের নাটকীয় হ্যাটট্রিকের পরও ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে ৫ বলে ৪ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হন ওপেনার রনি তালুকদার।

রনির বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৩০ রানে ১২ বলে ১৪ রান করে আউট হন শান্ত। স্পিনার মুজিবের বলে বোল্ড হন তিনি।

এরপর দলীয় ৩৯ রানে আউট হন লিটন। ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আবার খেলা শুর হয়। এরপর কিছুটা রানের গতি বাড়িয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৬৪ রানে ১৭ বলে ১৯ রান করে আউট হন সাকিব।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন শামিম পাটোয়ারি। হৃদয় ও শামিম মিলে ৭৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৩৭ রানে ২৫ বলে ৩৩ রান করে আউট হন শামিম।

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায় হৃদয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ওভারের প্রথম বলে ৪ মারেন মিরাজ। তবে এরপর টানা তিন বলে মিরাজ, তাসকিন ও নাসুমের উইকেট তুলে নিয়ে নাটক জমিয়ে তুলে আফগান পেসার জানাত করিম।

শেষ দুই বলে প্রয়োজন হয় ২ রান। এ সময় ক্রিজে এসে চার মেরে সব নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। হৃদয় ৩২ বলে ৪৭ ও শরিফুল ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই শুক্রবার বিকাল পাঁচটায় মেহেরপুর পুরাতন বাস টার্মিনাল এলাকার দলীয় কার্যালয়ে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হামিদ।

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কুতুব উদ্দিন, আব্দুল লতিফ, মামলত হোসেন, আখতারুল ইসলাম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের কর্মীগণ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে মোনাখালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুজিবনগরে মোনাখালী ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহীদ ওলিউল বারী আনসার ক্লাব ও মোনাখালী গ্রামবাসির আয়োজনে, মোনাখালী ফুটবল খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মোনাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেকের সঞ্চালনায়, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেস বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক, মোনাখালী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিবসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

মোনাখালী ফুটবল টুর্নামেন্ট -২০২৩ নকআউট শুক্রবার টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে পুরস্কার হিসেবে ৬০ হাজার টাকা প্রদান করা হবে।

উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে যতারপুর ফ্রেন্ডস ক্লাব এবং রাজনগর একাদশ বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী খেলায় যাতারপুর ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলে রাজনগর একাদশকে পরাজিত করে।