আলমডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম

আলমডাঙ্গার কামালপুর গ্রামে এক সাথে তিন মেয়ে ও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৩) নামে এক গৃহবধূ।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারেরর মাধ্যমে ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

সাবিনা ইয়াসমিন উপজেলার কুমারি ইউনিয়নের কামালপুর মক্তবপাড়ার সিঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী। ওই দম্পতি এই প্রথম তিন সন্তানের জন্ম দিয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।

পরিবার জানায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে প্রসূতি সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তারা আগেই জানতেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। হাসপাতালে আনার সময় মায়ের গর্ভে শিশুদের নড়াচড়া কম ছিল। প্রসূতির শরীরে রক্তের পরিমাণও ছিল কম। এ কারণে বেলা সাড়ে ১১ টার দিকে দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রপাচারের মাধ্যমে ওই নারী তিনটি ২ টি মেয়ে ১ টি ছেলে সন্তানের জন্ম দেন।




দর্শনায় ৫২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় ৫২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া দক্ষিন পাড়ার আঃ রবের ছেলে আক্তারুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত  রাত ২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহার নেতৃত্বে অভিযান চালায় ছয়ঘরিয়া গ্রামে। এ সময় দর্শনা থানার এস আই শামিম রেজা এএসআই মামুনুর রহমান, এএসআই শেখ আবু হানিফ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের আক্তারুল ইসলামের স্বীকারক্তিতে বসত বাড়ীর রান্না ঘরে। পুলিশ রান্না ঘরের ভিতর থেকে প্লাষ্টিকে মোড়ানো ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় এস আই শামীম বাদী হয়ে আক্তারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে




দর্শনায় ২ টি ফার্মেন্সীতে ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকার অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ও পন্যের গায়ে রেট না থাকার কারনে ২ টি ফার্মেন্সীতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১২ সেষ্টম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান চালায় দর্শনা রেল বাজার আলো ফার্মেন্সী ও আবিদ ফার্মেসিতে।

এ সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ, আলো ফার্মেন্সীতে বিভিন্ন প্রকার ঔষধের প্যাকেটে মেয়াদ না থাকা ও ফিজিসিয়ান স্যাপুল বিক্রয়ের অপরাধে দোকানের মালিক আলাউদ্দিন ইউসুফ আলোকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে আবিদ ফার্মেন্সীতে অভিযান চালিয়ে একই অপরাধে দোকান মালিক সাহাবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করে। পরে দজনের সতর্ক করে বলেন ঔষধের দাম বেশি নেওয়া যাবেনা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না এবং ফিজিসিয়ান স্যাপুল বিক্রয় করা যাবে না।

এ অভিযানে দর্শনা থানার এ এস আই সানোয়ার অংশ নেয়।




মেহেরপুরের শ্যামপুরে যুব মহিলা লীগের সমাবেশ

মেহেরপুরের শ্যামপুরে যুব মহিলা লীগের সমাবেশের আয়োজন করা হয়।

শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর শাখার সাধারণ সম্পাদিকা রুথ শোভা মন্ডলের সঞ্চালনায় শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফজিলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা সহ নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয় ও মদনা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে সমাপ্ত হয়। ট্রাইবেকারে মদনা মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাফুফে সনদপ্রাপ্ত রেফারি ও ক্রীড়া শিক্ষক তারিকুল ইসলাম মাসুম,সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল খালেক ও ইব্রাহিম হোসেন। এর আগে কাবাডি প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা ও বালিকাদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস,উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।

এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমূখ। আলোচনা সভা শেষে সকল ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন ।




গাংনীতে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃষকদের মাঝে বীজ এবং রসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ ইমরান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন প্রান্তিক চাষীর মাঝে মাশকলাইয়ের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।




বাড়িতেই তৈরি করুন রাসায়নিকমুক্ত দাঁতের মাজন

দাঁতের মাজন ছাড়া একদিনও চলে না। সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা জরুরি। তবে বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই ভরসা রাখতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন।

চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ দিন ধরে এই সমস্ত পেস্ট ব্যবহারের ফলে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে এই সব মাজন। তাই সচেতন মানুষেরা ভেষজ মাজনের ওপরেই ভরসা রাখেন। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু বাড়িতেই মাজন তৈরি করে ফেলা যায়। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন টুথপেস্ট। কীভাবে জানেন? রইল সেই পদ্ধতি:

উপকরণ:

এক চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ লবণ (গুড়া করা), এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, পানি প্রয়োজনমতো।

প্রণালি:

.প্রথমে সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
.এরপর মিশ্রণে নারকেল তেল মিশিয়ে নিন।
.ভালোমতো মেশানো হয়ে গেলে পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।

.এরপর একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন।
.খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় ।
.পেস্ট তৈরি হয়ে গেলে তা কাচের শিশিতে রেখে ফ্রিজে রেখে দিন।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাতীয় ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, খেলা ধুলায় অংশ গ্রহন করা,শুধু জেতার জন্য নয়। অংশ গ্রহন করাটাও একটা বড় ব্যাপার। খেলা ধুলার মধ্যে থাকলে শরীর মন,দুটিই ভাল থাকে। এ ছাড়া এ খেলার মাধ্যমে দেশ কে জাতীয় পর্যায় তুলে ধরা সম্ভব।এড়িয়ে চলা সম্ভব মাদকদ্রব্য থেকে ও।

পরে খেলায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন,অতিথিবৃন্দরা।




যশোরে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ম্যানেজার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে সামাজিক বিজ্ঞান/ পরিসংখ্যান/ পরিবেশ বিজ্ঞান/ ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর পাস হতে হবে।

সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২:০০ এবং ৫:০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২ :৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

কর্মস্থল

যশোর।

বেতন

ছয়মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০/-। সন্তোষজনক শিক্ষানবীশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩৭,৯৪৩ টাকা, এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত job.jcf@gmail.com পাঠাতে পারবেন।

আবেদনের সময়সীমা

২০ সেপ্টেম্বর,২০২৩।

সূত্র : বিডিজবস




আমির খানের সিনেমায় ফারিণ

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এসিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মত গল্প ‘পাত্রী চাই’। এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর। আসন্ন পূজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটির।

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে লাপতা লেডিস। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও।

’পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে তিনি জানান।