মেহেরপুরে হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় কাথুলি বাসস্ট্যান্ডে হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মেহেরপুর পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এর সঞ্চালনায় মেহেরপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী পার্টি যুগ্ম সম্পাদক আব্দুল বাকি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুমন পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খেলাফত আলী, সদর উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার মিঠু, জাতীয় ছাত্র সমাজ মেহেরপুর জেলার সভাপতি মেহেরপুর জেলার সভাপতি রনি হোসেন, জাতীয় যুব সংহতি মেহেরপুর জেলার সভাপতি মাহমুদুল হাসান, শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রাহিন আলী, মইনুল ইসলাম, মোঃ সোহেল, মো: ডালিম সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিল।

এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।




পর্যটক নিয়ে মহাকাশে যাচ্ছে ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশযান

দীর্ঘদিন থেকে মহাকাশ পর্যটন চালুর জন্য কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক। এবার আগস্ট মাসে প্রথমবারের মতো পর্যটক নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রনসন। ‘গ্যালাক্টিক ২’ নামের এই মহাকাশ ভ্রমণের জন্য গুনতে হবে সাড়ে চার লাখ মার্কিন ডলার। বাণিজ্যিক এ মহাকাশযাত্রায় তিনজন পর্যটককে মহাকাশে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ভার্জিন গ্যালাক্টিক।

মহাকাশযানের ক্রু হিসেবে কারা থাকবেন, তাঁদের নাম এখনো জানা যায়নি। তবে ভার্জিন গ্যালাক্টিকে মহাকাশযানটির সঙ্গে একটি ক্যারিয়ার প্লেন যুক্ত থাকবে। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে মহাকাশে ভ্রমণের সুযোগ পাবেন। পর্যটকেরা মহাকাশে পৌঁছানোর পর ‘জিরো গ্রাভিটি’ বা ওজনহীনতার অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি পৃথিবীকে দূর থেকে দেখতে পারবেন। ভার্জিন গ্যালাক্টিক জানিয়েছে, মহাকাশ ভ্রমণের ভিডিও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিন মহাকাশ পাড়ি দিতে রকেট ব্যবহার করলেও ব্রনসনের পদ্ধতিটি আলাদা। এর জন্য দীর্ঘদিন ধরে গবেষণাও করছেন ব্রনসন। এক্স ১, এক্স ১৫ নামের বিমান দিয়ে তিনি গবেষণা করেছেন। এক্স ১৫ এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বিমান।

সূত্র: ডেইলি মেইল




ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে জখম; প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে যুবদল নেতা লিটন হোসেনকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা যুবদল।

শুক্রবার সকালে জেলা যুবদলের পক্ষ থেকে এইচএসএস সড়কে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর থানা গেটের সামনে পৌছালে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সেসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড আব্দুল মজিদ, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যানরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা, আগামী ৩ দিনের মধ্যে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। এর সময়ের দোষীরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে জেলা যুবদল নেতা লিটন হোসেনকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দেয়নি দলটি ও পরিবারের স্বজনরা। তবে জিজ্ঞাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।




টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানের পরিসংখ্যান

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ১৫৫/৮

মিরপুর, ২০২২

আফগানিস্তান ১৬৭/৮

দেরাদুন, ২০১৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ১১৫, মিরপুর, ২০২২

আফগানিস্তান ৭২, মিরপুর, ২০১৪

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ ১৯৪, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ১৪৯

মোহাম্মদ নবী

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ ৭০*, সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১৯

আফগানিস্তান ৮৪*, মোহাম্মদ নবী, মিরপুর, ২০১৯

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ৮৪, মুশফিকুর ও মাহমুদউল্লাহ, দেরাদুন, ২০১৮

আফগানিস্তান ৯৯, উসমান গনি ও হজরতউল্লাহ জাজাই

মিরপুর, ২০২২

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ১১, সাকিব

আফগানিস্তান ১৭, রশিদ খান

সেরা বোলিং

বাংলাদেশ ৪/১০, নাসুম

আহমেদ, মিরপুর, ২০২২

আফগানিস্তান ৪/১২, রশিদ দেরাদুন, ২০১৮

সবচেয়ে বেশি ক্যাচ

বাংলাদেশ ৭, মাহমুদউল্লাহ

আফগানিস্তান ৫, রশিদ

সবচেয়ে বেশি ডিসমিসাল

বাংলাদেশ ৪, মুশফিকুর

আফগানিস্তান ২

মোহাম্মদ শাহজাদ

ও রহমানউল্লাহ গুরবাজ




ক্রিকেট ছেড়ে সিনেমায় নামছেন ধোনি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ সিং ধোনি। খেলাধুলার পাশাপাশি বিনোদন জগতেও আগ্রহ রয়েছে তার। তাই তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্ত্রীর সঙ্গে মিলে খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা, ‘ধোনি এন্টারটেইনমেন্টস’।

এবার আসছে সেই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার।

জানা গেছে, পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে ‘এলজিএম’। রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তামিল ভাষায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। তবে মজার বিষয় হচ্ছে, ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার মূল ভাবনা এসেছে ধোনির স্ত্রী সাক্ষীর কাছ থেকে।

চলতি মাসেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে, ২০১৬ সালে এই সাবেক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছিল ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।




চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ওবাইদুর রহমান চৌধুরী জিপু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। আলোচন সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কারী শান্তি রহমান। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এ সময় তিনি বলেন, আমরা সারা বাংলাদেশ কে সেচ্ছাসেবক লীগকে একটি মডেল হিসেবে দাড় করাতে চাই। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ মাঠ পর্যায়ে কাজ করে আবারো নৌকাকে বিজয় করবে।এ সময় তিনি সম্মেলন সফল করার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এদেশের জনগণ বুঝে গেছে কারা স্বাধীনতার পক্ষে আর কারা বিপক্ষে। বিএনপি এদেশে ভোট ডাকাতির নজির স্থাপন করেছে! জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছে, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে জনগনের ভোটাধিকার হরণ করছে! বিএনপি ভোট ডাকাতি করে দেশে বিদেশে ভোট ডাকাত হিসেবে চিহ্নিত হয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে যদি বিএনপি আবারও ভোট বান চালের চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে তা শক্ত হাতে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, বাংলাদেশের ৪ বারের সফল প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা জনগনের সেবক! শাসক নয়! সেবার মধ্য দিয়ে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয়তা দিয়েই আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকা জয় লাভ করবে।

বিশেষ অতিথি বক্তব্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাজ করে মানুষের জন্য জনগণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সরকারের সফলতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।

শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, খুলনা বিভাগীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল সায়েম,ঢাকা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভূলন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে একক সভাপতি প্রার্থী হিসেবে সৈয়দ ফরিদ আহমেদ কে সভাপতি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রার্থী ১১ জন তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। সকল সাধারণ সম্পাদক প্রার্থীকে নিদিষ্ট সময় দিয়ে একজন প্রার্থী বাঁচার কথা বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকল সাধারণ সম্পাদক প্রার্থীদের মতামতের ভিত্তিতে হাফিজুর রহমান হাফিজকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু,চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান মতি।




দামুড়হুদা জয়রামপুর স্টেশন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমানা আফরোজ রিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইকতিয়ার উদ্দিন,অবিভাবক সদস্য ও হাউলী ইউনিয়ন শাখা যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতাহ,অবিভাবক সদস্য,মোঃ জামাল, মোসাম্মৎ ময়না খাতুন, মোছাম্মৎ চম্পা খাতুন ও হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রায়হান সহ ছাত্র ছাত্রী বিদ্যালয় শিক্ষার্থীদের মায়েরা।

এসময় উপস্থিত অতিথিরা বলেন মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।




দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান গাঁজাসহ গ্রেফতার ১

দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এস আই সমীর চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন জুড়ান পুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মাঠপাড়া সাকিনস্থ মোছাঃ ঠেকারী, স্বামী- মৃত করিমন ঘটক এর বসত ঘরের পিছনে ফাঁকা জায়গা হইতে মৃত সাত্তার জোয়ার্দারের ছেলে মুকুল জোয়ার্দারকে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা প্রমুখ।




দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দুই ফার্মেসী ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই ঔষধ ফার্মেসী ব্যাবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে।

জানা যায় কার্পাসডাঙ্গা বাজারস্থ মেসার্স বিশ্বাস মেডিনোভা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন এর ৫১ ধারা মোতাবেক ৫০,০০০/- হাজার টাকা জরিমানা করেন ও কার্পাসডাঙ্গা বাজারস্থ হায়দার ফার্মেসিকে একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন মোতাঊেশ ৫,০০০/-হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই মসলেম উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স।