ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার বিকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্টিত হয়।

এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি’র ওয়াহিদুজ্জামান, আকরাম হুসাইন রাজ. আশরেফা খাতুন, জবি’র আবু বকর খান , ঢাবি’র সরদার নাদিম মাহমুদ শুভ, বদরুনেচ্ছা কলেজের জান্নাত এছাড়াও খুবি’র বিশ্বজিৎ দত্ত, ঢাকা কলেজের মউনুল ইসলাম ছাড়াও তৌহিদুল ইসলাম শুভ, বাবু খান, রাব্বি, অফ্রিদি প্রমূখ।

এসময় সমন্বয়ক আশরেফা খাতুন ছাত্র জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া ঝিনাইদহ জেলা বৈষম্যবিরাধী ছাত্র আন্দেলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেণ।




গাংনীর কাথুলীতে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

গাংনীর কাথুলীতে ইউনিয়ন বিএনপি কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় কাথুলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আখতারুজ্জামান লাভলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহেদ বেল্টু।

এ সময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহেদ আলী, কাথুলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক রহিদুল ইসলাম মাষ্টার ,কাথুলী ইউনিয়ন বিএন পির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কাথুলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ লতিব, বিএনপি নেতা সাহেব আলী সেন্টু, খোরশেদ আলম খুশি, আলমগীর হোসেন, হুদা মিয়া, আঃমালেক,বাচ্চু মিয়া, ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল, কাবুল হোসেন প্রমুখ।

এ সময় সভাপতির বক্তব্যে ফেরদৌস ওয়াহেদ বেল্টু জানান দীর্ঘদিন আমাদের বিএন পি নেতাকর্মীরা সদ্য বিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তাই আজকে আমরা ইউনিয়ন বিএন পির, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি। বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে থাকার নির্দেশ দিয়ে কাজ করার আহব্বান জানিয়েছেন মেহেরপুরের জেলা বি এন পির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তার ই ফলশ্রুতিতে একত্রিত হয়েছি। আমরা আওয়ামী সরকারের মত জনগনের কাছে থেকে আস্থা হারাতে চাই না। তাই আমরা আগামী নির্বাচনে জনগনের বন্ধু হয়ে পাশে থাকবো, তাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেন সকলে ভোট দিতে পারে সে ব্যাবস্থার জন্য কাজ করবো।

তাই আমাদের এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমরা অবশ্যই কাথুলী ইউনিয়ন বিএন পির নেতা কর্মীরা একত্রিত হয়ে জনবান্ধন নেতা জাভেদ মাসুদ মিল্টনের হাতকে শক্তিশালী করবো এবং দেশ নায়েক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।




দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

দামুড়হুদার জয়রামপুরে মাঠে গরু চোরাতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত শাহার আলী (৪০) জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জয়রামপুর নওদা পাড়া গ্রামের পুটিমারী খাল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে শাহার আলী পুটিমারী খাল মাঠে গরু চোরাতে যায়। এমন সময় বজ্রপাত হলে শাহার আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা আক্তার রুনা পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রপাতে আহত শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।




হঠাৎ রহস্যজনক স্ট্যাটাস সোহানার

গুণী অভিনেত্রী সোহানা সাবা। ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন তিনি। গ্রুপটি আওয়ামী সমর্থিত শিল্পীদের নিয়ে করা হয়েছিল। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর গ্রুপের সদস্যরা বিপাকে পড়েন।

সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায়। সাবাকে নিয়ে কিছু গণমাধ্যমে মিথ্যা সংবাদও প্রকাশ করা হয় দাবি অভিনেত্রীর। যেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার ভাষ্য, ২০ বছরের বেশি ক্যারিয়ার। অথচ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর ছড়িয়ে তার সুনাম নষ্ট করা হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত সাবার। ছিলেন সক্রিয় একজনকর্মী। দলের কঠিন সময়েও রাজপথে থাকতে দেখা যায় তাকে।

এদিকে হঠাৎ করেই ‘আলো আসবেই’ শিরোনামে একটি পোস্ট করেছেন সোহানা সাবা। চার লাইনের কবিতাটি এমন, ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ..সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘোরবিরোধী ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সোহানা। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ছাড়াও ছিলেন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, নির্মাতা মিলন ভট্টাচার্য, এস এ হক অলীকসহ অনেকে।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে নিহত ৪ ছাত্রশিবির কর্মীদের স্মরণে সড়কের নামকরণ

বিচার বহির্ভুতসহ হামলায় নিহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতের নামে নামফলকের উদ্বোধন করা হয়। সেসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালিবসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবু জর গিফারীর স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবিরকর্মী আসলাম হোসাইন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। সড়কের নাম ফলক উদ্বোধন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী আসলাম হোসেন, ২০১৬ সালে আবুজর গিফারী, শামীম মাহমুদ ও মহিউদ্দিন সোহাগকে হত্যা করা হয়।




ঝিনাইদহের মহেশপুরে গণ পিটুনিতে গরু চোর নিহত

ঝিনাইদহের মহেশপুরে গণ পিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামের এক গরু চোর নিহত হয়েছে এসময় আরও ২জন আহত হয়েছে। নিহত রাশেদ শেখ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। এছাড়া গণপিটুনিতে আহত হয়েছে নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা।
এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত রয়েছে তার।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণ পিটুনির স্বীকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।




নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ। প্রতিষ্ঠানটির ওডি অ্যান্ড ট্রেনিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : রূপায়ন সিটি উত্তরা

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : কমপক্ষে ৫ থেকে ৮ বছর

বয়সসীমা : ২৮ থেকে ৩৪ বছর

কর্মস্থল : ঢাকা (উত্তরা)

বেতন : ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা (মাসিক)

আবেদন শুরুর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

আবেদনের শেষ সময় : ১১ অক্টোবর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ

অন্যান্য যোগ্যতা : রিয়েল এস্টেট, গ্রুপ অব কোম্পানি, ডেভেলপারে কাজের দক্ষতা অন্যান্য সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, টি/এ, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




মেহেরপুরে ২ কোটি সাড়ে ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক ২

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার), নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুই স্বর্ণ পাচারকারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের চকপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)।

আজ বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী ছেড়ে আসা “জেআর পরিবহন’’ (যার নং-১৪-৬৭৯১) তল্লাশি করে তাদের আটক করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বিকাল সাড়ে তিনটার সময় প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি”র নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সুনিদির্ষ্ট তথ্যের ভিত্তিতে মেহেরপুর জেলার সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের রাস্তা থেকে জেআর পরিবহনের ওই বাসটি তল্লাশি করে স্বর্ণসহ এই স্বর্ণ পাচারকারী আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

এ ব্যাপারে মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




এক্স অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

এক্স বা টুইটার অ্যাকাউন্ট খোলার সময় অনেকে মনমতো ইউজার নেম পাই না। তবে এখন ব্যবহারকারীরা চাইলেই নিজেদের ইউজার নেম পরিবর্তন করতে পারবে। এক্সের নতুন আপডেটের মাধ্যমে এ পরিবর্তন করা যাবে।

যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানেন, এক্সের ইউজার নেম ও প্রোফাইল নাম বিষয়টি এক নয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করা যায়। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়ে থাকে। একই সঙ্গে পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।

অন্যদিকে এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজার নেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য একক ও ভিন্ন থাকবে।

যে পদ্ধতিতে ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজার নেম পরিবর্তন করা যাবে –

ওয়েব ব্রাউজার বা কম্পিউটার থেকে এক্সের ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

১. প্রথমে এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ২. বাঁপাশের মেনু থেকে ‘মোর’ অপশন যেতে হবে। ৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন। ৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করে ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন। ৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন । ৬. তারপর ‘ইউজার নেম’ নির্বাচন করুন। ৭. ইউজার নেম এর নিচে নতুন ইউজার নেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।

তবে আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজার নেম পরিবর্তনের প্রক্রিয়া একই। এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে –

১. এক্স অ্যাপ চালু করুন এরপর প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন। ২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন। ৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। ৪. এখন ‘ইউজার নেম’ অপশন যেতে হবে। ৫. নতুন ইউজার নেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন। ৬. আপনার নতুন ইউজার নেম টাইপ করুন। তারপর ‘ডান’ অপশনটি নির্বাচন করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।

সূত্র: কালবেলা




প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান ১৫ ক্রিকেটারসহ ১৯ জনের একটি দল।

১৫ ক্রিকেটারের বাইরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

১৬ ক্রিকেটার পাকিস্তানে খেলতে গিয়েছিলেন। সাকিব আল হাসান ইংল্যান্ডের টনটনে কাউন্টি ক্রিকেটে খেলছেন। সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে। সিরিজ জেতা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের বিষয়ে কথা বলবেন।

সূত্র: ইত্তেফাক