চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রুপান্তর ক্যাম্পেইন র্যালি ও আলোচনা সভা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের এক কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান সোহাগ। আয়োজনে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কমিটি।
সভার শুরুতে, খাদ্য অধিকার এবং খাদ্যব্যবস্থার রুপান্তর ক্যাম্পেইন সম্পর্কে উপস্থাপনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। এরপর খাদ্য অধিকার বাংলাদেশ সম্পর্কে একটি লিফলেট প্রতিবেদন পড়ে সভায় উপস্থিত সকলকে শোনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি নাবিলা রুখসানা ছন্দা। খাদ্য অধিকারের কাজ কি বা খাদ্য আইন সম্পর্কে সভায় আলোচনার মধ্যে তা উপস্থাপনা করে বলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান সোহাগ। এরপর খাদ্য অধিকার নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র এ্যাড. রফিকুল আলম রান্টু, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, চুয়াডাঙ্গা আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা রিশো নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন, লোকমোর্চার সদস্য শেখ লিটন, ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য উম্মে হাবিবা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা, খায়রুল কবির,ইসরাত জাহান, তরিকুল ইসলাম , মিরাজ, নুসরাত ইয়াসমিন, সোহেল রানা, আরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের কিশোর কিশোরী ক্লাবের মেন্টর, মহিরুল ইসলাম, সাকিব, আকাশ, সাংবাদিক এম এ মামুন, রিফাত রহমান, মিজানুর রহমান,প্রমুখ।
সভার শেষ পর্বে খাদ্য অধিকার ২৭ সদস্য বিশিষ্ট করে খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রুপান্তর ক্যাম্পেইন চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় এ্যাড. রফিকুল আলম রান্টু, সহ-সভাপতি করা হয় লাইলা শিরিন, সাংবাদিক এম এ মামুন, জান্নাতুল আওলিয়া নিশি ও সাধারণ সম্পাদক ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। পরে বাকি সদস্যদের পুনাঙ্গ কমিটি গঠন করা হবে।