মেহেরপুরে এরশাদের চতুর্থতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই) বেলা ১১ টার সময় জাতীয় পার্টির মেহেরপুর জেলা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কুতুব উদ্দীন, সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও এনামুল হক, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা কৃষক পার্টির আহবায়ক আব্দুল গফুর, মেহেরপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক আক্তারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসালত মিয়া ও তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মামলত হোসেন প্রমুখ।

আগামি ১৪ জুলাই পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন করা হবে।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

মেহেরপুর সদর থানা ও গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার ৬ জন, চুরির মামলায় ৩ ও ১৫১ ধারায় ১ জন আসামি গ্রেফতার করেছে। এছাড়া গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১ জন ও চুরির মামলায় ৩ কিশোরকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময় আজ সোমবার (১০ জুলাই) ভোররাত পর্যন্ত পুলিশের পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আজ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

২০ বছর পর আজ সোমবার ১০ জুলাই মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব উচ্ছাস তৈরি হয়েছে। মেহেরপুর শহর জুড়ে সম্ভাব্য প্রার্থীদের বেনার ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছেন। বিকাল ৩টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ২য় অধিবেশন অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে। তবে দুর্যোগপূণ আবহাওয়া থাকলে প্রথম অধিবেশনও পৌর কমিউনিটি সেন্টারে করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নিবেন বলে জানা গেছে।

এদিকে নতুন কমিটিতে স্থান করে নিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭ জন সম্ভাব্য প্রার্থী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভাপতি পদে বর্তমান জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিউর রহমান বকুল, কৃষক লীগ নেতা রানা নাঈম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিবেন। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগ থেকে পদত্যাগী নেতা কামাল জুয়েল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিবেন বলে শোনা যাচ্ছে।

জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন বলেন, সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জাকজমক পূর্ণ একটি সম্মেলন উপহার দিতে আমরা কাজ করছি।

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবহান বলেন, আশেপাশের জেলা গুলোতে জাকজমকপূর্ণভাবে সম্মেলন করা হচ্ছে। একইভাবে মেহেরপুরেও জাকজমকভাবে সম্মেলন হবে।




চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রুপান্তর ক্যাম্পেইন র‌্যালি আলোচনা সভা ও কমিটি গঠন

চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রুপান্তর ক্যাম্পেইন র‌্যালি ও আলোচনা সভা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের এক কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান সোহাগ। আয়োজনে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কমিটি।

সভার শুরুতে, খাদ্য অধিকার এবং খাদ্যব্যবস্থার রুপান্তর ক্যাম্পেইন সম্পর্কে উপস্থাপনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। এরপর খাদ্য অধিকার বাংলাদেশ সম্পর্কে একটি লিফলেট প্রতিবেদন পড়ে সভায় উপস্থিত সকলকে শোনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি নাবিলা রুখসানা ছন্দা। খাদ্য অধিকারের কাজ কি বা খাদ্য আইন সম্পর্কে সভায় আলোচনার মধ্যে তা উপস্থাপনা করে বলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান সোহাগ। এরপর খাদ্য অধিকার নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র এ্যাড. রফিকুল আলম রান্টু, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, চুয়াডাঙ্গা আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা রিশো নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন, লোকমোর্চার সদস্য শেখ লিটন, ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য উম্মে হাবিবা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা, খায়রুল কবির,ইসরাত জাহান, তরিকুল ইসলাম , মিরাজ, নুসরাত ইয়াসমিন, সোহেল রানা, আরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের কিশোর কিশোরী ক্লাবের মেন্টর, মহিরুল ইসলাম, সাকিব, আকাশ, সাংবাদিক এম এ মামুন, রিফাত রহমান, মিজানুর রহমান,প্রমুখ।

সভার শেষ পর্বে খাদ্য অধিকার ২৭ সদস্য বিশিষ্ট করে খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রুপান্তর ক্যাম্পেইন চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় এ্যাড. রফিকুল আলম রান্টু, সহ-সভাপতি করা হয় লাইলা শিরিন, সাংবাদিক এম এ মামুন, জান্নাতুল আওলিয়া নিশি ও সাধারণ সম্পাদক ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। পরে বাকি সদস্যদের পুনাঙ্গ কমিটি গঠন করা হবে।




নাটুদা জগন্নাথ পুরে শত্রুতামূলক ৪ বিঘা জমির শিম গাছ কর্তনের অভিযোগ

দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪ বিঘা জমির শিম গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতিগ্রস্ত্র কৃষকের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, জগন্নাথপুর গ্রামের খাতুন নেছার ছেলে আক্তার শাহাবুদ্দীন সহ গোলাম মোল্লার ছেলে শহীদ গংয়ের সাথে প্রায় ৮ বিঘা জমি নিয়ে মামলা মোকর্দ্দোমা চলে আসছে মনো মল্লিকের ছেলে আক্কাচ মল্লিক ও রাজ্জাক মল্লিক গংয়ের সাথে।

জমিজমা সংক্রান্ত একটি মামলায় বিজ্ঞ আদালতের রায় আসে শাহাবুদ্দীন গংয়ের পক্ষে। পরবর্তীতে রাজ্জাক গং বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করে নাটুদা ক্যাম্প।

শাহাবুদ্দীন জানান কিন্তু হঠাৎ করেই শনিবার গভীর রাতে সে সহ তার ভাই আক্কাচ মল্লিক,আক্কাচ মল্লিকের ছেলে মোস্তাফা,রাজ্জাকের ছেলে শাহাবুদ্দীন,আক্কাসের জামাই আ:আলিম মিলে আমাদের জমির ৪ বিঘা শিমগাছ পুরো কর্তন করেছে।এবং তারা আমাদের প্রতিনিয়ত নানান ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।এ বিষয়ে শাহাবুদ্দীন গং বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে আক্কাচ মল্লিক ও রাজ্জাক মল্লিকের বাড়িতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।




দামুড়হুদায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত

দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) তৃতীয় দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জুড়ান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দর্শনা পৌর সভার (প্যানেল) মেয়র সুমন আহমেদ।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি মাঠে নামে জুড়ান পুর ইউনিয়ন একাদশ বনাম নাটুদাহ ইউনিয়ন একাদশ অপর খেলায় দর্শনা পৌরসভা একাদশ বনাম পারকৃষ্ণপুর মদন ইউনিয়ন একাদশ। প্রথম খেলায় জুড়ান পুর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটুদাহ ইউনিয়ন একাদশ। দ্বিতীয় খেলায় পারকৃষ্ণপুর মদন ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে দর্শনা পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, নাজির সাখাওয়াত রাসেল, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির ডিনার। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সৈয়দ মাসুদুর রহমান, সুবাস চন্দ্র, ইউসুফ আলী ও শহিদ আজম সদু। খেলায় ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন ও মোস্তাফিজুর রহমান।




আলমডাঙ্গা জেহালার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিবাদ মানববন্ধন

মাদক বিক্রেতা কামাল হোসেন আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিলনের বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এছাড়াও অবিলম্বে ইউনিয়নের মাদক বিক্রেতা কামালসহ সকল ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জানান তারা।

গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

জানা যায়, উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলনের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন কামাল হোসেন নামের এক ব্যবসায়ী । ওই অভিযোগের ভিত্তিতে গড়চাপড়া গ্রামের মাদক ব্যবসায়ী কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে গত ৬ জুলাই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা ও অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন ও স্থানীয়রা। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই পাল্টা সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন। এছাড়াও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলনের ঘটনায় মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, জেহালা ইউনিয়ন জুড়ে যখন মাদকের অভায়রণ্য গড়ে তুলেছে ব্যবসায়ী কামাল। তার অত্যাচারে ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। পুলিশের সহযোগীতায় মাদকের বিরুদ্ধে চেয়ারম্যান মাদকের বিরুদ্ধে দুর্গগড়ে তোলেন। ইতোমধ্যে মাদক বিরোধী অভিযানে পুলিশ অনেক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করেছে। মাদক বিক্রেতা কামালকে পুলিশ খুঁজলে সে চেয়ারম্যান সিলনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলেন। এঘটনায় মাদক ব্যবসায়ী কামাল সহ সকল মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান সর্বস্তরের সাধারণ জনগণ। এছাড়াও চেয়ারম্যান সিলনের বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলনের ঘটনায় তীব্র নিন্দা জানায়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, ইউপি সদস্য জসি, আনারুল ইসলাম, হীরালাল, রিপন, রুবেল, বাবু, হাসেম, পিনজিরা, আরিফা খাতুন, লাভলি খাতুন, সমীর, আব্দুল কাদের, সাইদুর সোনা মিয়া, রকিবুল ইসলাম, আমির, জনি, রেন্টু, নজরুল, মিলন আহমেদ, নাসির উদ্দিন, সিলন, সাহেদ, মুঞ্জু, রানা, আলি হোসেন, সিদ্দিক, মিনহাজ, নান্নু, মহিবুর, শুভ প্রমুখ।




আলমডাঙ্গায় পৃথক দুই মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা উপজেলায় দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার দুপুরে জেহালার পুটিমারী এলাকা থেকে জলিল মিয়া (৩৫) ও কালিদাসপুর দক্ষিণপাড়ার শফিউল্লাল (৫৬)কে আটক করা হয়।

আটক মাহাবুল হক নাগদাহ ইউনিয়নের নাগদাহ মাঝের পাড়ার মৃত মতলেব মন্ডলের ছেলে ও শফিউল্লাল কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে। এসময় জলিল মিয়ার কাছ থেকে ৫৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শফিউল্লাল’র কাছ থেকে ২০ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার (ওসি) বিপ্লব কুমার নাথ ২ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।




মেহেরপুর শহরে পুলিশের অভিযান ৭ জন আটক

মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবি, মাদক বিক্রেতা ও চুরির মামলার মোট ৭ আসামি আটক হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে।

আটকরা হলেন, ৭ নং ওয়ার্ড মিয়াপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মিকাইল ইসলাম (২৯), ৫ নং ওয়ার্ড ক্যাশবপাড়া এলাকার মৃত সুমন মন্ডলের ছেলে খাজা মইনুদ্দিন মুহিত (২২), ১ নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে শাকিব (২২), ৭ নং ওয়ার্ড মিয়াপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে নবী (৪৫), ২ নং ওয়ার্ড হালদারপাড়া এলাকার মৃত মধু হালদারের ছেলে কৃষ্ণ হালদার, ৭ নং ওয়ার্ড ফৌজদারী পাড়া এলাকার শিহাব হোসেনের ছেলে স্বাধীন (২৩) ও ৮ নং ওয়ার্ড পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মোশররফ হোসেনের ছেলে তারেকুজ্জামান জুয়েল (৪৫)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, শহরের আইন শৃংখলা ভাল রাখতে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালানো হয়। আটক আসামির মধ্যে ৪ জন মাদক সেবি ও বিক্রেতা এবং বাকীরা পেশাদার চোর।

আটকদের রাতেই মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডোপ টেষ্ট করা হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




৬৩৮ জন সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির লি: এর সকল সদস্যদের মাঝে নগদ অর্থ প্রধান করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সমিতির কার্যালয়ের হলরুমে ৬৩৮ জন সদস্যদের মাঝে নগদ ১ হাজার টাকা করে সমিতির লভ্যাংশ থেকে দেওয়া হয়।

একাধিক বার স্বর্ণপদক প্রাপ্ত কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছির কৃতি সন্তান, উক্ত সমিতির প্রধান উপদেষ্টা আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি ফিরোজ আহম্মেদ, আবু হানিফ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মিন্টু তরফদার, আফতাব উদ্দিন, আব্দুল কুদ্দুস, জুলফিকার আলি জুলু, আবু সাইদ, আব্দুল মজিদসহ স্থানীয় সুধী জন, সমিতির নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।

কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির লি : প্রধান উপদেষ্টা জনাব মোঃ আবু হাশেম রেজার একান্ত প্রচেষ্ঠার উদ্যোগ ও মানসিক , শারীরিক পরিশ্রমের সমিতি তার নিজ অবস্থান ফিরে পাওয়ায় সমিতির ৬৩৮ জন সদস্যকে নগদ ১ হাজার টাকার লভ্যাংশ বিতরণ করা হয়। মোট ৬ লক্ষ ৩৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।