আলমডাঙ্গার জাহাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের মুন্সিপাড়ার সোনা মিয়ার ছেলে।

পারিবারের সদস্যরা জানান, শামিম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ চলছিল। জুম্মার নামাজ শেষে শামিম বাড়িতে ঢুকে উঠানে পড়ে থাকা তার সরানোর সময় (বিদ্যুৎ সংযোগ থাকায়) বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর শামিমকে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী কামালের বিরুদ্ধে চেয়ারম্যান সিলনের পাল্টা সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন যুবলীগ নেতা কামাল হোসেনের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন মকলেছুর রহমান সিলন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি মকলেছুর রহমান সিলন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত আড়াই মাস যাবৎ জেহালা ইউনিয়ন জুড়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় পুলিশ। পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার হয়। যে কারণে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী গড়চাপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে কামাল হোসেন আমার উপর ক্ষিপ্ত হয়। সে আমাকে সামাজিক ভাবে হেউপ্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। আমি তাকে কখনো হয়রাণী করিনি। কামাল একজন মাদক বিক্রেতা, সেকারণেই পুলিশ তাকে আটক করার জন্য খুঁজতে পারে। সে দীর্ঘদিন ইউনিয়ন জুড়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে

একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে। আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায়, মাদক ব্যবসায়ী কামাল অন্য মাদক ব্যবসায়ীদের সংগঠিত করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেহালা ইউনিয়ন থেকে চিন্হিত মাদক ব্যবসায়ী কামালসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ কঠোর আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।




আলমডাঙ্গার বড়-গাংনী বসতবাড়িতে আগুন: মামলা তুলতে প্রাণ নাশের হুমকি

আলমডাঙ্গা উপজেলার বড়-গাংনী শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন দেবার ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী আনোয়ার হোসেনের প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্কিভুত হয়ে গেছে।

এঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ ও চুয়াডাঙ্গা কোর্টে মামলা দায়ের করেছে। মামলা ও অভিযোগ তুলে নিতে ভুক্তভোগী আনোয়ারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

জানাগেছে, উপজেলার বড়-গাংনী গ্রামের মৃত জি মন্ডলের ছেলে আনোয়ার হোসেন। দীর্ঘদিন পৈত্রিক জমি নিয়ে একই গ্রামের মিজানুর রহমান ওরফে বাবু, খাইরুল ইসলাম ও তার স্ত্রী হালিমা খাতুনের সাথে বিরোধ চলে আসছে। ক্ষমতার অপব্যবহার করে তারা আনোয়ার হোসেনের বসতবাড়ির জমি জোরপূর্বক দখল নেবার চেস্টা করে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দফায়-দফায় সালিশ বৈঠকও হয়েছে।

তবুও মিজানুর ও খাইরুল বিভিন্ন ভাবে আনোয়ারকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে আনোয়ার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগে ক্ষিপ্ত হয়ে ২৫শে জুন মধ্যরাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান প্রতিবেশিরা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে পালিত ২৫ টি মুরগিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

এঘটনায় আবারো থানায় ও কোর্টে মামলা দায়ের করে আনোয়ার। ওই মামলা তুলতে আবারো প্রাণ নাশের হুমকি দিচ্ছে বাবু, খাইরুল ও তার স্ত্রী হালিমা।




দামুড়হুদায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন

দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন শফিউল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ এখলাস উদ্দিন সুজন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোখলেছুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ।

উদ্বোধনী দিনে সাবেক চ্যাম্পিয়ন জুড়ানপুর ইউনিয়ন একাদশ বনাম নতিপোতা ইউনিয়ন একাদশ। খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সৈয়দ মাসুদুর রহমান, সুবাস চন্দ্র, ইউসুফ আলী ও শহিদ আজম সদু। খেলায় ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন ও মোস্তাফিজুর রহমান।

নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে জুড়ানপুর ইউনিয়ন একাদশ ২-১ গোলে নতিপোতা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।




পবিত্র কোরআন অবমাননা করায় দামুড়হুদায় ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ 

সুইডেনে মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করার প্রতিবাদে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের স্কুল বৈটতলা নামক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা।

আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার হাউলী ইউনিয়নের স্কুল বৈটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে ফিরে এসে প্রতিবাদ সমাবেশ করে ধর্মপ্রাণ হাজারো মুসলিম।

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার আয়োজনে “এক হও মুসলিম বিশ্ব এক হও” স্লোগানে উপজেলার হাউলী ইউনিয়নের স্কুল বৈটতলা থেকে এক প্রতিবাদ মিছিল বার করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা। বিক্ষোভ মিছিলটি শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের শতকোটি মানুষের (ইসলাম ধর্মের) পবিত্রগ্রন্থ আল কোরআন কে অবমাননা করা সুইডেনের ইহুদিদের মানসিক রোগ। সুইডেন সহ বিভিন্ন ইহুদি সম্প্রদায়ের কারণেই আজকে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে পুরো বিশ্বব্যাপী অশান্তি ছড়াচ্ছে ও ধর্মীয় সম্প্রতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে নিকৃষ্ট গোষ্ঠীরা। আর আজকে তারই ধারাবাহিকতায় সুইডেনে প্রকাশ্যে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সেই সাথে সকল মুসলিম কে সুইডেনের পণ্য বর্জনের আহ্বান করেন বক্তারা।




সব মানুষ ইন্টারনেট ওয়ান ওয়েব

আপনি নিশ্চয়ই কখনো না কখনো গ্রাম অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে এমন কোথাও গিয়েছেন যেখানে ইন্টারনেট সমস্যা করছে বা ইন্টারনেট পাচ্ছে না রাইট। আর এই সমস্যার সমাধানই নিয়ে আসছে ওয়ান ওয়েব যার মাধ্যমে সব জায়গার সব মানুষ ইন্টারনেট ইউজ করতে পারবে।

চলুন আমরা ওয়ান ওয়েব সম্পর্কে বিস্তারিত জানি— ওয়ান ওয়েব হল একটি আন্তর্জাতিক উদ্যোগ যাতে সমস্ত লোককে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং নিরাপদ ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে অনলাইনে বিশ্বকে একত্রিত করা যায়। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন দ্বারা বিকশিত হচ্ছে, যা একটি অলাভজনক সংস্থা যা ২০০৯ সালে সকলের জন্য সুযোগ, সহযোগিতা এবং অন্তর্ভুক্তির একটি ওয়েব তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই উদ্যোগটি অংশীদারদের একটি মূল গ্রুপের নেতৃত্বে রয়েছে, যার মধ্যে রয়েছে Google, Microsoft, Facebook, Ericsson, Nokia এবং Qualcomm। ওয়ান ওয়েবের লক্ষ্য তাদের আয়ের স্তর নির্বিশেষে বিশ্বের প্রত্যেকের জন্য ইন্টারনেট উপলব্ধ করা। এটি বিদ্যমান সেলুলার নেটওয়ার্কগুলিকে কাজে লাগিয়ে এবং প্রত্যন্ত এবং অনুন্নত এলাকার লোকেদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম এমন স্যাটেলাইট সিস্টেমগুলি বিকাশ করে এটি করতে চায়।

এটি মানুষকে ইন্টারনেট অ্যাক্সেস করতে এবং এর বিশাল জ্ঞান, সেইসাথে এর অর্থনৈতিক, শিক্ষাগত এবং সামাজিক সুবিধাগুলি অনুভব করার অনুমতি দেবে। ওয়ান ওয়েব সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট অ্যাক্সেসের পরিকল্পনাও তৈরি করতে চায় যা মানুষ সীমিত বা কোনো অ্যাক্সেস নেই এমন এলাকায় ইন্টারনেট অ্যাক্সেস করতে ব্যবহার করতে পারে। এটি এই অঞ্চলে বসবাসকারীদের কাছে ইন্টারনেটকে আরও সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য করে তুলবে এবং এটি ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে ডিজিটাল বিভাজন বন্ধ করতে সহায়তা করবে।

ওয়ান ওয়েব উদ্যোগটি ইন্টারনেটকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলির বিকাশের দিকেও মনোনিবেশ করবে। এর মধ্যে রয়েছে ওপেন-সোর্স সফটওয়্যার ও মান উন্নয়নের পাশাপাশি ইন্টারনেটের নিরাপত্তা, গোপনীয়তা এবং নির্ভরযোগ্যতা বাড়াতে কাজ করা। ওয়ান ওয়েব একটি উচ্চাভিলাষী উদ্যোগ যার মধ্যে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র: ইত্তেফাক




মা হারালেন মিঠুন চক্রবর্তী

মা হারালেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (৭ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। খবরটি নিশ্চিত করেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী। করোনা মহামারির সময় বাবাকে হারান মিঠুন চক্রবর্তী। এবার মমতাময়ী মা শান্তিরানি চক্রবর্তীকে হারালেন।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন শোবিজের সব তারকাসহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।

যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তারা। তবুও তার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।

বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরছেন এই অভিনেতা।

সূত্র: আনন্দবাজার




ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেফতার

ঝিনাইদহে গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার আলামত জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান।

তিনি জানান, গত ৩ জুলাই পোড়াহাটির আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেত থেকে এক যুবকের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার ওই লাশের মাথা শরীর থেকে আলাদা ছিল। লাশটি উদ্ধারের সময় এর পাশ থেকে সিগারেট, বিস্কুট ও যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্তে জানতে পারি মূলত এলাকায় দুটি মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। গতকাল রাত ১টার দিকে উদয়পুর গ্রামের মনির মোল্ল্যাকে (১৯) শহরের বিসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তার দেওয়া তথ্যমতে-গ্রামের মোবাইল চুরির ঘটনায় দোষ দেওয়ায় আসামি মনির প্রতিশোধ পরায়ন হয়ে সাকিবকে হত্যা করে। সেখানে তার জবানবন্দি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, গামছা, লুঙ্গি জব্দ করে পুলিশ। অসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম

আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই ঘোষণার একদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত পাল্টালেন তিনি। আজ (শুক্রবার) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ব্যাটার। সেখান থেকে বেরিয়ে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। কারণ তার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।

বৃহস্পতিবার দেশের ক্রিকেটের ওপর দিয়ে বড় একটা ঝড়ই বয়ে গেছে। চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তামিম। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ সম্মেলন করে। এর মাঝেই আজ গণভবনে ডাক পড়ে তামিমের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। গণভবন থেকে বেরিয়ে এই ওপেনার বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’

সিদ্ধান্ত পরিবর্বনের ক্ষেত্রে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজারও ভূমিকা আছে।

তামিম বলেছেন, ‘তাতে (সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

সূত্র: ইত্তেফাক




নিয়োগ দেবে মেরি স্টোপস, বেতন ১৮ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরি স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক- নারী পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।

পদের নাম

প্যারামেডিক – নারী।

যোগ্যতা

প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ২৪ মাস মেয়াদী প্যারামেডিক কোর্স পাস হতে হবে। নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসেবা প্রকল্পে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে এমআর এবং প্যাক ট্রেনিং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমণ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল

ফেনী

বেতন-ভাতা

১৮,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ

১১ জুলাই, ২০২৩

সূত্র : বিডিজবস