আলমডাঙ্গা জেহালা ইউপি চেয়ারম্যান সিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মকলেছুর রহমান সিলনের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকির অভিযোগ এনেছেন যুবলীগ কর্মী মো. কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবলীগ কর্মী কামাল হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। চেয়ারম্যানের মাদক ব্যবসা না করায় বিভিন্ন ভাবে তার ওপর হামলা চালিয়ে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তার বাড়িতে রাত-দিনে পুলিশ পাঠিয়ে হয়রাণীর শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, গত ২০২১ সালে জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মকলেছুর রহমান সিলন বিজয়ী হন। তিনি জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন। চেয়ারম্যান সিলন নির্বাচনে বিজয়ী হবার পর থেকে মাদকব্যবসায় জড়িয়ে পড়েন। কিন্তু আমি কৃষি কাজ করে পরিবারের সংসার চালায়। সে আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে চলাচল করতে বলে।
জোরপূর্বক ২০২২ সালে গোপনে মোটরসাইকেলে মাদক পাঠিয়ে কেদারনগর গ্রামে পৌঁছে দিতে বলেন। আগেই র্যাবের উপস্থিত রাখেন চেয়ারম্যান সিলন। র্যাব খুঁজছে ও মামলার হুমকি দিয়ে একপর্যায়ে সিলনের নির্দেশে চুয়াডাঙ্গা কোর্টে আত্নসমর্পন করি। সে নিজেই কোর্টের মাধ্যমে জেল হাজত থেকে জামিন করে। জেল থেকে বেরিয়ে তার মাদকব্যবসার সাথে জড়িয়ে ফেলে। এছাড়াও সে আমার বিরুদ্ধে কোন মামলা হবে না বলে প্রতিশ্রুতি দেয়।
তিনি আরো বলেন, গত দেড় বছর যাবৎ মাদকব্যবসার পাশাপাশি তার অন্যান্য অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ি। ইতোমধ্যে পুলিশি অভিযান চলার কারণে আমি পরিবার ও সমাজের চাপে মাদক ব্যবসা থেকে বেরিয়ে আসি। কিন্তু চেয়ারম্যান জোরপূর্বক মাদক ব্যবসা করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। চেয়ারম্যানের নেতৃত্বে দিনে-রাতে অপরিচিত ব্যাক্তি বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি। আমি স্বাভাবিক জিবনে ফিরে আসা সহ প্রশাসনের মাধ্যমে জানমালের নিরাপত্তা কামণা করছি।