মেহেরপুরে পুলিশের অভিযান, ১০ আসামি গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ১০ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ আসামি গ্রেফতার হয়। এছাড়া গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ২ আসামি রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতভর আজ বুধবার (৫ জুলাই) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

আজ বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবকের জেল

মেহেরপুরে হেরোইন সেবনের অভিযোগ মোঃ রুবেল হোসেন (২৫) নামের এক মাদক সেবীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান আজ বুধবার (৫ জুলাই) দুপুরে মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় এ মোবাইল কোর্ট বসিয়ে এদন্ড দেন তিনি।

দন্ডিত মোঃ রুবেল হোসেন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মোবাইল কোর্ট সূত্র জাননা, মোঃ রুবেল হেরোইন সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫)ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় রুবেল হোসেনকে আটক করা হয়।
এসময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল হাশেম উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে একাট্টা খেলোয়াড় ও সংগঠকরা

দীর্ঘদিন মুখ থুবড়ে পড়ে থাকা ক্রীড়াঙ্গন সচল করতে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবীতে একাট্টা হয়েছে বর্তমান- প্রাক্তন খেলোয়াড় ও সংগঠকরা।

বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে এ দাবীতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পায়রা স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান এম এ এস ইমনের নেতৃত্বে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক রমজান আলী, মেহেরপুরের প্রাক্তন খেলোয়াড় এমদাদুল হক, আমিরুল ইসলাম অল্ডাম, মাসুদ করিম ধলস ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান লিটন, আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত মাশাল অর্ট হুসাইন কবীরসহ কর্মসূচিতে শতাধিক খেলোয়াড়, সংগঠক অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের সাথে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে বৈঠকে বসেন। জেলা প্রশাসক আন্দোলনকারীদের নির্বাচেনর ব্যাপারে আশ^স্ত করেন।

অবস্থান কর্মসূচিতে এমএএস ইমন বলেন, দীর্ঘদিন যাবৎ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নেই। কেনো নেই, কি কারনে নির্বাচন নেই এ কথাটি আমরা সবাই জানি। নির্বাচনের এই আন্দোলন জেলাবাসির দীর্ঘদিনের। গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে নির্বাচিত নেতৃবৃন্দ আবার খেলার মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনবে। তিনি প্রশ্ন করেন, খেলার মাঠ না পেলে নতুন প্রজন্ম খেলা করবে কিভাবে? আজকের এই প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে। খেলার সাথে ভালো মানুষ হওয়ার সম্পর্ক রয়েছে।

এমএএস ইমন বলেন, আজকের শিশুরা সকালে বই, বিকালে মোবাইল আর রাতে গুগলে ঢুকছে। এই প্রজন্ম অদ্ভুত একটা প্রজন্ম হিসেবে বেড়ে উঠছে। এই প্রজন্মের জন্য খেলাধুলা ও আনন্দ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। খেলাধুলা না থাকার কারনে এই প্রজন্মের মধ্যে কোনো শক্তি নেই, তারা বেড়ে উঠছে ব্রয়লার মুরগির মত।

তিনি বলেন, একটি কুচক্রি মহলের কালো থাবায় ক্রীড়া সংস্থা আজ মুখ থুবড়ে পড়েছে। ওই স্বার্থনেস্বী মহল এটিকে অচল করে রেখেছে। খেলাধুলার আয়োজন না থাকায় জেলার যুব সমাজ আজ ধ্বংসের পথে। এই যুব সমাজকে বাঁচাতেই এই আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।
সাবেক ক্রীড়া শিক্ষক রমজান আলী বলেন, দীর্ঘদিন ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়ায় খেলাধুলাও স্থবির হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে এই অচল অবস্থা কাটাতে হবে।

সাবেক ফুটবলার এমদাদুল হক বলেন, এডহক কমিটি নিয়ে ১১/১২ বছর চলছে মেহেরপুর ক্রীড়া সংস্থা। যে কমিটির মেয়াদ ছিলো ৩ মাস। আমাদের সন্তানরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে ক্রীড়াঙ্গন বন্ধ থাকায় তারা আসক্তি হচ্ছে মোবাইলে।

মার্শাল আট হুসাইন কবির বলেন, নির্বাচন না হওয়ার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে যে মনে হয় ক্রীড়া সংস্থা মরে গেছে। তাই নির্বাচনের মাধ্যমে উপযুক্ত মানুষকে দায়িত্ব দিয়ে ক্রীড়া সংস্থাকে সচল করার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০০৮ সালে। পরে ২০১২ সালে আহবায়ক কমিটি গঠণ করা হয়। ২০২০ সালে ওই আহবায়ক কমিটির সদস্য সচিবও মারা গেছেন। বর্তমানের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়ে অচলাবস্থায় ক্রীড়া সংস্থা।




গাংনীতে নবনির্বাচিত ইউপি সদস্য’র শপথগ্রহণ

গাংনী উপজেলার মটমুড়া ইউপির ২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার (সদস্য) পলিয়ারা খাতুনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ জুলাই) সকাল ১০টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু শপথ বাক্য পাঠ করান।

এসময় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, মটমুড়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাভলী খাতুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,মটমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান হলুদ সিদ্ধ করা গরম পানিতে পড়ে ঝলসে যায়। একদিন পর ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার পর এই পদের উপ-নির্বাচনে তার স্ত্রী পলিয়ারা খাতুন জয়লাভ করেন।




আলমডাঙ্গার ডাউকি ও জামজামিতে জেলা পরিষদ চেয়ারম্যানের গণসংযোগ

কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন দিনভর আলমডাঙ্গার ডাউকি ও জামজামি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছে।

আগামি সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের খোজ খবর নেন। গণসংযোগকালে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরল সভাবে কাজ করে যাচ্ছেন।

দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এরজন্য কোন ভেদাভেদ না রেখে দলের প্রত্যেক নেতাকর্মিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি হিসেবে সবার কাছে অনুরোধ জানিয়ে গেলাম আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন।

তিনি হাউসপুর, বকসিপুর, মাধবপুর, মাজু, অভয়নগর, ছত্রপাড়া, ভোদুয়া, জামজামি বাজার, ঘোষবিলা, মধুপুর, পাঁচলিয়া, ডাউকি, বাদেমাজু গ্রামে গণসংযোগ করেন।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দিপক, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী চন্দন, ডাউকি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু, জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মারফুল হক লাল, যুবলীগ নেতা আশা, সিদ্দিক, এমএস বাসার রিভেন, মীর তৌফিক, শেখ রুবেল, শেখ রবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, সাকিব, সাব্বিরুজ্জামান, আশিক, তামিম, আরিয়ান সাকিব, সজিব, নাফিজ, মামুন, টগর, রাসেল প্রমুখ।




চুয়াডাঙ্গায় গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লীগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লীগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় গাড়াবাড়ীয়া বাগানপাড়ায় এর আয়োজন করে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুবকরাই হলো দেশের প্রাণশক্তি। যুবকদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চা প্রসারে বিভিন্ন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। যার ফলে ক্রিকেট—ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং হচ্ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু,মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান জিল্লু।

এসময় উপস্থিত ছিলেন— যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন,জুয়েল, আরো উপস্থিত ছিলেন সুমন, লিফটন, সজল, আনোয়ার, ইমরা, মিলন, কবীর, সজিব, নাজমুল, সম্রাট, রাজন, সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আলমগীর হোসেন, সোহাগ হোসেন, সজিব, রাজন, জেমস, রাজা, রতন,রবিন, আব্দুল্লাহ, আনারুল, বিপ্লব, শফিক আশেক, মিল্টন প্রমুখ।




গাংনীতে আলগামন চালককে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মেহেরপুরে গাংনীতে রানা (১৮) নামের এক আলগামন চালককে মারধর করে লক্ষাধীক টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী হয়ে গাংনী থানায় ওই আলগামন চালকের পিতা শফিকুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সহড়াতলা গ্রাম থেকে কাজিপুরে যাওয়ার পথে আতাতলা মাঠের মধ্যে রাস্তার উপর এ ঘটনা ঘটেছে বলে জানান আলগামন চালক রানা।

মামলার বাদী ও আলগামন চালকের পিতা শফিকুল ইসলাম বলেন, আমাদের সহড়াতলা গ্রামের সেন্টুর ছেলে বেল্টু (২৮), পল্টুর ছেলে মারুফ হোসেন (২২) এবং জাবেদ আলীর ছেলে পল্টু (৫০) পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলেকে তারা মারধর করে জমি বিক্রি করা ১ লাখ ২০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়েছে। টাকা নিরাপত্তায় রাখার জন্য আমার ছেলে রানাকে দিয়ে কাজিপুরে মেয়ের বাড়িতে পাঠিয়েছিলাম কিন্তু তারা কোনভাবে বিষয়টি জানতে পেরে অতর্কিতভাবে সন্ত্রাসীর মতো দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলেকে মারধর করে এবং জমি বিক্রি করা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

মারধরের স্বীকার আলগামন চালক রানা বলেন, জ্বালানি কাঠের ভাড়া নিয়ে আমি কাজিপুরে যাচ্ছিলাম। আমার পিতা আমাকে ডেকে বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার টাকা আমাকে দিয়ে বললেন বড় বোনের বাড়িতে নিরাপদে রেখে আসতে। যাওয়ার পথে আতাতলা মাঠের মধ্যে রাস্তায় উপরে দেখি রড, ধারালো হাঁসুয়া ও লোহার হাতুড়ি হাতে দাড়িয়ে আছে বেল্টু, পল্টু ও মারুফ। আমাকে যেতে দেখে বেল্টু লোহার হাতুড়ি হাতে এগিয়ে এসে আমাকে থামতে বলে। আমি থামতে অস্বীকৃতি জানালে মারুফ রড হাতে এগিয়ে এসে আমার পায়ে ও পিঠে আঘাত করে এবং সেসময় পল্টু আমার লুঙ্গির কুছায় থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে; আমি বাঁধা দিতে গেলে বেল্টু হাতুড়ি দিয়ে আমার পিঠে আঘাত করে এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে ওখানে থাকা কয়েকজন আমাকে উদ্ধার করে বাড়িতে খবর দিলে আমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস শুকুর বলেন, আমি মাঠ থেকে বাড়ি ফেরার পথে রানাকে আলগামনে কাঠ নিয়ে যেতে দেখি। পরে চিৎকার শুনে কিছুদূর এগিয়ে যেয়ে দেখি তাকে মাটিতে ফেলে মারধর করে চলে যাচ্ছে কয়েকজন। পরে শুনি তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

একই রকম কথা বলেন এ ঘটনার আরো দুজন প্রত্যক্ষদর্শী গোলাম রহমান ও রেজাউল ইসলামও। তবে বিষয়টি নিয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।




কার্পাসডাঙ্গায় বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

জানা গেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শাখা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে রেজিষ্ট্রেশন নং (৫৯৫/৮২)  আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় কার্পাসডাঙ্গা শাখা অফিসে নির্বাচন কমিশনার হাজী মো: রিপন মন্ডল কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: তাজ মুলতান, সহ-সভাপতি পদে মো: জহিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন অর রশীদ, সড়ক সম্পাদক মো: মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো: হিরক, কোষাধ্যক্ষ মো: আব্দুল করিম কার্যকরী সদস্য (০১) মো: আনোয়ার হোসেন (০২) মিজানুর রহমান (০৩) মো: শুকুর আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মো: শামসুল আলম, মো: সিদ্দিকুর রহমান, মো: মোখলেসুর রহমান (রিপন) সহ অফিস সচিব মো বাদল এবং সাবেক সম্পাদক মো আব্দুর রহিম (খাবলী) সহ আরো শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ।

প্রত্যেক বিজয়ী সদস্য দল মত নির্বিশেষে সকলের কাছে সুষ্ঠুভাবে আগামী দিনগুলোর পরিচালনা করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।




আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত- ৩

আলমডাঙ্গার বিনেতপুর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে আলমডাঙ্গা-জামজামি সড়কের বিনেতপুর মাঠের নিকট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামজামি ইউনিয়নের ভদুয়া গ্রামের হান্নানের ছেলে রুবাই (২৬), জামজামি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালাম (২৫),ইবি থানার রসুনপুর গ্রামের রজব আলীর ছেলে তুহিন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে খালাতো ভাই রসুনপুর গ্রামের তুহিনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা ভদুয়া গ্রামের দু’যুবক মোটরসাইকেল যোগে বিনেতপুর মাঠে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৫ জনই আহত হলেও ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।




চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক-২

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হতে চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করা হয়।

এসয় চুয়াডাঙ্গা সদর থানা এলাকা দৌলতদিয়ার চুনুরিপাড়া হতে আসামি মো:রফিক (৪৫) পিতা- মৃত ফজলুল হক কে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার টিটু মিয়ার চায়ের দোকানের সামনে হইতে ০২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন সহ গ্রেপ্তার করা হয় উক্ত গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।